Alia Bhatt – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 28 Sep 2021 19:34:18 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Alia Bhatt – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bollywood: রণবীরের জন্মদিনে আবেগে ভাসলেন প্রেমিকা আলিয়া https://ekolkata24.com/entertainment/on-ranbir-kapoors-birthday-his-lover-alia-bhatt-was-overwhelmed-with-emotion Tue, 28 Sep 2021 19:34:18 +0000 https://www.ekolkata24.com/?p=5901 বায়োস্কোপ ডেস্ক: মঙ্গলবার ছিল ঋষিপুত্র রণবীরের (Ranbir Kapoor) জন্মদিন। সারাদিন জুড়ে সোশ্যাল মিডিয়ায় সেকারণেই রণবীরকে নিয়ে উচ্ছ্বাস ও শুভেচ্ছা বার্তার জোয়ার। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রণবীরের মা নীতু সিং, প্রেমিকা আলিয়া ভাট (Alia Bhatt), বোন ঋদ্ধিমা কাপুর সহানী থেকে শুরু করে সহকর্মী ও অন্যান্যরা। ভক্তদের শুভেচ্ছাবার্তার জোয়ারে ভেসেছে গোটা ইন্টারনেট। রণবীর কাপুর নিজেও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন কিছু আবেগপ্রবণ শুভেচ্ছাবার্তা। শোনা যাচ্ছে, এই সময় রণবীর কাপুর তার জন্মদিন পালন করেছেন রাজস্থানে। 

Ranbir Kapoor Alia Bhatt

রণবীরের জন্মদিনে তার মা নীতু সিংহ একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লিখেছেন, “শুভ জন্মদিন আমার হৃদয়, অনেক ভালবাসা এবং আশীর্বাদ।” বোন ঋদ্ধিমা কাপুর সহানী আবার ইনস্টাগ্রামে রণবীরকে সম্মোধন করেছেন ‘ আমার রকস্টার ভাই ‘ লিখে। প্রসঙ্গত, রণবীর অভিনীত রকস্টার মুক্তি পায় ২০১১ সালে। ছবিটি বক্সঅফিসে বিশেষ সারা ফেলতে না পারলেও সিনেমাপ্রেমীদের থেকে বেশ প্রশংসা পেয়েছিল।

Ranbir Kapoor Alia Bhatt

আলিয়া ভাট, যিনি রাজস্থানে রণবীরের সাথে ছুটি কাটাচ্ছেন, একটি সমুদ্রতটের ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ” শুভ জন্মদিন, প্রিয়”। সূর্যাস্তের ছবিতে আলিয়া এবং রণবীর সৈকতে ঘনিষ্ঠ হয়ে আছেন। আলিয়াকে সচরাচর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীরের সাথে ছবি শেয়ার করতে দেখা যায়না, যদিও দুজনের সম্পর্ক প্রায় চার বছর ধরে।

Ranbir Kapoor Alia Bhatt

জন্মদিনে রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড থেকে ক্রীড়াজগতের বিভিন্ন জন ব্যক্তিত্বরা। শুভেচ্ছা জানিয়েছেন সনি রাজদান, নৃত্য প্রশিক্ষক গণেশ আচার্য, বিখ্যাত বাণিজ্যিক চিত্রগ্রাহক ডাব্বু রতনানি, এমন কি ব্যটমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুও। বোন ঋদ্ধীমা সহানী সোশ্যাল মিডিয়ায় রণবীরের ছবি প্রকাশ করে সম্বোধন করে বলেছেন ‘আমার রকস্টার ভাই’। উল্লেখ্য, রণবীর কাপুরের ‘রকস্টার’ ছবি মুক্তি পেয়েছিল ২০১১ সালে যা বক্সঅফিসে বিশেষ সাফল্য না পেলেও সিনেমা প্রেমীদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।

রণবীর কাপুর তার চলচ্চিত্র জীবন শুরু করেন ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘ সাওয়ারিয়া ‘ ছবির মাধ্যমে। তার উল্লেখযোগ্য কয়েকটি ছবির মধ্যে রয়েছে রাজনীতি (২০১০), বরফি (২০১২), ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩)। তিনি রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের আত্মজীবীমূলক ছবি ‘ সঞ্জু ‘ তে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। তিনি হিন্দি সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন এবং ২০১২ সাল থেকে ফোর্বস ইন্ডিয়ার জনপ্রিয় ১০০ তারকাদের তালিকায় স্থান পেয়েছেন।

]]>
শুটিং ফ্লোরে কেঁদে ভাসালেন আলিয়া, হঠাৎ কেন আবেগপ্রবণ আলিয়া https://ekolkata24.com/entertainment/why-alia-bhatt-gets-emotional Sat, 07 Aug 2021 06:38:26 +0000 https://www.ekolkata24.com/?p=1974 এর আগেই শোনা যাচ্ছিল অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও হাত দিয়েছেন আলিয়া। ‘রেড চিলির’ ব্যনারে মুক্তি পেতে চলেছে ‘ডার্লিংস’। গতমাসেই আলিয়া তাঁর প্রথম প্রযোজনায় শুটিং শুরু করেছিলেন। এবারে শুটের শেষ মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পরেন অভিনেত্রী। শুটিং-এর শেষ দিনে শেফালি শাহকে জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেলেন আলিয়া।

গতকালই এই ছবির শুটিং-এর শেষ দিন ছিল। শেফালি যখন ছবি তুলতে শুরু করেন তখনই অভিনেত্রীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শেফালিকে আর শুটিং ফ্লোরে দেখতে না পাওয়ার আক্ষেপে, সোশ্যাল মিডিয়ায় একটি বিচ্ছেদ নোটও শেয়ার করেন আলিয়া। শেফালির তোলা ছবি পোস্ট করে আলিয়া এও জানিয়ে দেন রোশন ম্যাথুর-এর সঙ্গে কাজ করে তিনি আপ্লুত। অন্যদিকে শেফালি শাহও সোশ্যাল মিডিয়ায় তাঁর আবেগতাড়িত মন্তব্য করেছেন। ‘ডার্লিংস’ সিনেমার সঙ্গে যুক্ত সকলকেই তিনি সবিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

আলিয়ার প্রথম প্রযোজিত সিনেমা ‘ডার্লিংস’ ইন্টারনাল সানশাইন প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে। তবে আলিয়া একা নন, তাঁর সঙ্গে এই ছবিতে যৌথভাবে প্রযোজকের আসনে বসেছেন শাহরুখ খান। একেবারে অন্য স্বাদে ডার্ক কমেডির প্রেক্ষাপটে ছবিটি তৈরি হয়েছে। ছবি পরিচালনার দায়িত্ব সামলেছেন জসমিত কে রীন। অন্যদিকে আলিয়ার পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শেফালি। তাঁদের বিপরীতে ছবিতে অভিনয় করতে দেখা যাবে রোশন এবং বিজয়কে।

]]>
করণ জোহরের ফ্রেমে টোটা রায়চৌধুরীকে, স্ক্রিন শেয়ার করবেন রণবীর-আলিয়ার সঙ্গে https://ekolkata24.com/entertainment/tota-roychowdhury-now-going-to-act-with-alia-bhatt-and-ranbir-kapoor Thu, 15 Jul 2021 15:35:13 +0000 https://www.ekolkata24x7.com/?p=804 বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে রোহিত সেন নামেই অধিক পরিচিত টোটা রায়চৌধুরী। বেশ কিছু বাংলা সিনেমায় তার অভিনয় দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে। তবে এবার পাড়ি বলিউডে। কিন্তু এটাই প্রথম নয়। এর আগেও সুজয় ঘোষ এবং প্রদীপ সরকারের পরিচালনায় বলিউডে কাজ করেছেন টোটা। তবে এবারে বড় প্রযোজনা সংস্থার ব্যানারে করণ জোহরের সিনেমায় অভিনয় করতে দেখা যাবে টোটাকে।

সূত্রের খবর অনুযায়ী করণ জোহরের পরবর্তী সিনেমা ‘রকি আওর রানি কী প্রেম কাহিনি’ তে অভিনয় করতে দেখা যাবে তাকে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর এবং আলিয়া। সিনেমায় টোটার চরিত্র নেহাতি ছোট নয়, বরং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। ফলত এখন থেকেই বেশ কয়েকবার মুম্বইতে পাড়ি দিয়েছেন ছোট পর্দার রোহিত সেন। আগামী সেপ্টেম্বর থেকেই এই সিনেমার শুটিং শুরু হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন টোটা। এই ছবির কারণে বেশ কিছুদিন টোটাকে মুম্বই থাকতে হবে। তাই এখন আপাতত কোনও বাংলা সিনেমায় হাত দিচ্ছেন না তিনি।

এখন প্রশ্ন হলো কীভাবে টোটা এতো বড় একটা সুযোগ পেলেন। এর প্রধান কারণ হল নেটফ্লিক্স-এ মুক্তি পাওয়া ‘অনকহি’ ছিবিতে টোটার দুর্দান্ত অভিনয়। টোটার এই অভিনয় দেখে করণ জোহর তাকে ‘রকি আওর রানি কী প্রেম কাহিনি’ ছবির অডিশনের জন্য ডেকে পাঠান। অডিশনে টোটার অভিনয় করণ এবং তার টিমের সবাইকে মুগ্ধ করে। এরপরই টোটাকে করণ সিনেমার জন্য সই করিয়ে নেন।

]]>
হবু জামাইয়ের চরিত্রে দাগ, আকারে ইঙ্গিতে এ কি বললেন আলিয়ার বাবা https://ekolkata24.com/entertainment/mahesh-bhatt-comment-goes-viral-on-ranbir-kapoor Sun, 11 Jul 2021 08:04:50 +0000 https://ekolkata24x7.com/?p=631 মহেশ ভাটের কন্যা আলিয়া, বলিউডে পা রাখার পর থেকেই ভাইরাল। প্রথম থেকেই বেশ রঙিন আলিয়ার বলিউড সফর। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এখন তিনি সুপারস্টার। বলিউডে প্রথম থেকেই তাঁর প্রিয় ছিলেন রণবীর কাপুর। একের পর এক ছবি দেখা, আর স্বপ্নের পুরুষ হিসেবে তাঁকেই কল্পনা করা। কিন্তু তা যে একদিন বাস্তব হবে ভাবতে পারেননি আলিয়া।

ঠিক একইভাবে ভাবতে পারেননি মহেশ ভাটও। চার বছর আগে দেওয়া এক সাক্ষাৎকার। সেলেবদের নিয়ে এক বাক্যে কিছু বলতে বলা হলে, মহেশ ভাট রণবীরকে নিয়ে একটাই মন্তব্য করেছিলেন লেডিস ম্যান। এক কথায় বলতে গেলে ক্যাসিনোভা। তখন আলিয়ার সঙ্গে সম্পর্ক কোথায়! এর কিছু দিনের মধ্যেই আলিয়া ও রণবীরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়।

ranbir kapoor

এরপরই ভাইরাল হয়ে যায় মহেশ ভাটের সেই উক্তি। রণবীর কাপুরের অতীত দেখলে বোঝাই যায় কত মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। দীপিকা, ক্যাটরিনা কারুর মন ভাঙতেই তাঁর হাত কাঁপেনি। যদিও আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ অনেকটাই আলাদা। ফলে এই সম্পর্ক যে বিয়ে পর্যন্ত গড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন শুধু সুখবরের অপেক্ষায় দিনগুণছে ভকক্তমহল।

]]>