allegation – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 12 Dec 2021 08:15:43 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png allegation – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 SC East Bengal: কেরালা ম্যাচের আগে এসসি ইস্টবেঙ্গল কোচের চাঞ্চল্যকর অভিযোগ https://ekolkata24.com/sports-news/before-the-kerala-match-the-sc-east-bengal-coach-made-a-sensational-allegation Sun, 12 Dec 2021 08:15:43 +0000 https://ekolkata24.com/?p=14543 Sports Desk: চলতি আইএসএলে রবিবার এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এই ম্যাচের আগে লাল হলুদ হেডকোচ হোসে মানুয়েল দিয়াজ মনে করেন আগামী ম্যাচ তাঁর দলের পক্ষে বেশ কঠিন হতে চলেছে।

এখন পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি লাল হলুদ শিবির আইএসএলে। ম্যাচে তিন পয়েন্টই দিয়াজের টার্গেট কথায় পরিষ্কার ম্যাচের আগে প্রেস মিটে।স্প্যানিশ কোচের কথায়,’সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও উন্নতি দরকার।’

এসসি ইস্টবেঙ্গল হেডকোচ হোসে মানুয়েল দিয়াজের বিস্ফোরক বয়ান প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, “শুধু ফিটনেস নয়। ফিজিক্যাল, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল—সব কিছু নিয়েই ভাবতে হবে আমাদের। কোনও দিক দিয়েই আমরা এখন ভাল জায়গায় নেই।”

দলের খেলোয়াড়দের ফিটনেস প্রসঙ্গে আপডেট দিতে গিয়ে দিয়াজ বলেন, “নতুন করে কারও কোনও চোট হয়নি। জ্যাকিচন্দ ও ড্যারেন সিডোলের চোট রয়েছে। জ্যাকি সুস্থ হয়ে উঠছে। তবে এখনও পুরো ট্রেনিং সেসন করার মতো অবস্থায় নেই। ড্যারেনের হ্যামস্ট্রিং সমস্যা রয়েছে। ওকে সময় দিতে হবে। এই ধরনের চোটগুলো নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। “

প্রতিপক্ষ কেরলা ব্লাস্টার্স নিয়ে দিয়াজ জল মাপতে গিয়ে বলেছেন, “ওরা সঙ্ঘবদ্ধ দল। ওদের দলে লড়াকু ফুটবলাররা রয়েছেন। ওদের হারানো কঠিন। ৯০ মিনিট ধরে ওরা ভাল ফুটবল খেলতে পারে। ম্যাচটা আমাদের পক্ষে বেশ কঠিন হতে চলেছে।”

হতাশা ঝড়ে পড়ে খানিকটা লাল হলুদের স্প্যানিশ কোচের মুখে। দিয়াজের কথায়, “আমরা মাত্র ৫ টা ম্যাচ খেলেছি। তবে অনেক গোল খেয়েছি আমরা। কয়েকটা ম্যাচ আমরা জেতার জায়গায় ছিলাম। এখন আমাদের লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া।”

লাল হলুদ সমর্থকদের আশ্বস্ত করতে গিয়ে স্প্যানিশ কোচ বলেন, “গোলকিপার অরিন্দমের চোট রয়েছে,তবে রিকভারি স্টেজে রয়েছে। তিন পয়েন্ট আমাদের লক্ষ্য, সমর্থকদের আবেগ বুঝতে পারছি, তবে আমাদের উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে। “

অন্যদিকে, কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ প্রি ম্যাচ প্রেস মিটে বলেন,”সমস্ত ম্যাচই বিভিন্ন রকমের হয়। কোন ম্যাচ কোথায় শুরু হবে আর কোথায় শেষ হবে, কেউ জানে না। আমাদের সবসময়ই ফোকাসড থাকতে হবে, প্রতি মুহূর্তে মনোনিবেশ করতে হবে। আমরা বিভিন্ন ধরনের আক্রমণ ও রক্ষণের স্টাইল নিয়ে চর্চা করেছি। বিভিন্ন প্রতিপক্ষের জ্ন্য সেগুলো প্রয়োগ করছি।”

এসসি ইস্টবেঙ্গল প্রসঙ্গে ইভান ভুকোমানোভিচের পরিষ্কার কথা, প্রতিপক্ষ ভাল দল। ওরা লিগ টেবলে যে জায়গায় রয়েছে, ওই জায়গায় ওদের থাকার কথা নয়। তবে এটাই ফুটবল। আমরা একটা ভাল দলের বিরুদ্ধে খেলতে নামছি এবং এটা আমাদের কঠিনতম ম্যাচ হতে চলেছে।” লাল হলুদ সমর্থকরা এবং অফিসিয়ালরা এই ম্যাচের দিকে তাকিয়ে। ইতিমধ্যে ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদার বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে, দলের সামগ্রিক পারফরম্যান্সের ইস্যুতে।

]]>
Corona vaccine: করোনার টিকা বণ্টনে বাংলা বঞ্চিত হওয়ার অভিযোগ খারিজ কেন্দ্রের https://ekolkata24.com/uncategorized/center-rejects-the-allegation-that-bengali-is-deprived-in-the-distribution-of-corona-vaccine Fri, 03 Dec 2021 17:50:05 +0000 https://ekolkata24.com/?p=13416 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিকবার অভিযোগ করেছেন, টিকা বণ্টনের (Corona vaccine distribution) ক্ষেত্রে বৈষম্য করছে নরেন্দ্র মোদি সরকার (modi government)। বেছে বেছে বিজেপি শাসিত (bjp ruled state) রাজ্যগুলিতে পর্যাপ্ত ভ্যাকসিন পাঠানো হচ্ছে। বাংলাকে সেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রীর করা অভিযোগ যে একেবারেই ভিত্তিহীন শুক্রবার সেটা রাজ্যসভায় জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, প্রাপ্ত টিকার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। বাংলার আগে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। মহারাষ্ট্র ক্ষমতায় আছে বিজেপি বিরোধী জোট। অর্থাৎ টিকা প্রাপ্তির নিরিখে দেখতে গেলে দেশের প্রথম তিনটি রাজ্যের মধ্যে দুটিই অবিজেপি শাসিত।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশকে ১৮ কোটি ১২ লক্ষ ৬৯ হাজার ৬৬৫ ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে। মহারাষ্ট্রকে দেওয়া হয়েছে ১১ কোটি ৩১ লক্ষ ৫ হাজার ১৩০ ডোজ। তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গ পেয়েছে ৯ কোটি ৮১ লাখ ৫ হাজার ১৩০ ডোজ। বাংলার পর চতুর্থ স্থানে রয়েছে বিহার। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে মধ্যপ্রদেশ, গুজরাট এবং রাজস্থান।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৮৬.৬ শতাংশ মানুষ করোনার একটি ডোজ পেয়েছেন। দুটি ডোজ পেয়েছেন ৩৯.৪ শতাংশ মানুষ।

অন্যদিকে গোয়া এবং হিমাচল প্রদেশের ১০০ শতাংশ মানুষের প্রথম ডোজ হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯১.৯ শতাংশ মানুষ। অন্যদিকে গোয়ায় দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৭.৯ শতাংশ মানুষ। অন্যদিকে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে প্রথম এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন যথাক্রমে ৯৩.৫ ও ৭০.৩ শতাংশ মানুষ। কেন্দ্রের এদিনের পেশ করা পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, টিকা বণ্টন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন তা আদৌ ঠিক নয়।

]]>
Mumbai: চাপে পড়লেন নবাব, অভিযোগের প্রমাণ চাইল আদালত https://ekolkata24.com/uncategorized/nawab-was-under-pressure-and-the-court-sought-proof-of-the-allegation Thu, 11 Nov 2021 10:05:24 +0000 https://www.ekolkata24.com/?p=10991 News Desk, Mumbai: এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Samir Wankhere) বাবা ধানদেব (Dhandeb) ওয়াংখেড়ে রাজ্যের মন্ত্রী নবাব মালিকের (nabab malik) বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। ওই মামলায় এবার যথেষ্টই চাপে পড়লেন রাজ্যের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব। বম্বে হাইকোর্ট (Bombay high court) এক নির্দেশে নবাবকে বলেছে, তিনি এনসিবি অফিসারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলি যে সত্যি তার প্রমাণ দিতে হবে।

মাদক মামলায় শাহরুখপুত্র (Saharuk Khan) আরিয়ান খানকে (Ariyan) গ্রেফতার করেছিলেন এনসিবির তদন্তকারী অফিসার সমীর। ওই ঘটনার পরই এনসিপি নেতা ও রাজ্যের মন্ত্রী নবাব নিয়মিত সমীরের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। মন্ত্রী সমীরের বিরুদ্ধে ঘুষ নেওয়া, তোলাবাজি করা এমনকী, ভুয়ো শংসাপত্র দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ করেছেন। তবে নবাবের সমস্ত অভিযোগের প্রেক্ষিতে সমীর কোনও কথা বলেননি। কিন্তু বিষয়টি মানতে না পেরে এই এনসিবি অফিসারের বাবা ধ্যানদেব গত শনিবার বোম্বে হাইকোর্টে নবাবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নবাবের কাছ থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ধ্যানদেব।

ধানদেবের ওই আবেদনের প্রেক্ষিতে নবাব মালিককে তাঁর বক্তব্য জানাতে বলেছিল আদালত। শুনানি শুরু হলে বিচারপতি নবাবের (nabab malik) আইনজীবীকে বলেন, আমরা এটা আশা করবো যে, একটি রাজনৈতিক দলের মুখপাত্র এবং দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার মক্কেল যে সমস্ত তথ্য টুইট করেছেন তার সত্যতা যাচাই করেছেন। তাই আমরা আশা করছি যে, একটি হলফনামা জমা দিয়ে আপনি যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলি সত্যি সেটা প্রমাণ করবেন। এক পাতার হলফনামা হলেও কোনও সমস্যা নেই।

অন্যদিকে সমীরের বাবা ধ্যানদেবকে আদালত বলে, আপনার ছেলের বিরুদ্ধে মন্ত্রী যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলি যে মিথ্যা সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সমীরের পরিবারের আইনজীবী আরশেদ শেখ (arshad sekh) এদিন আদালতে বলেন, মন্ত্রী নবাব তাঁর মক্কেলের জন্মের যে শংসাপত্রটি পোস্ট করেছিলেন সেটি জাল। একই সঙ্গে নবাবের টুইট করা সমীরের বোনের কয়েকটি ছবিও এদিন আদালতে জমা দেন আরশাদ। তিনি বলেন, সমীরের পরিবারের গায়ে কালি ছেটাতেই তাঁদের ব্যক্তিগত জীবনের ছবি ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন নবাব। বৃহস্পতিবারও এই মামলার শুনানি চলছে।

]]>