Amitabh Bachchan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 24 Jun 2024 12:01:47 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Amitabh Bachchan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ‘कल्कि 2898 एडी’ की तेलुगु मार्केट में धूम, हिंदी वर्जन में पकड़ रही रफ्तार https://ekolkata24.com/entertainment/kalki-2898-ad-is-a-hit-in-telugu-marketmarket-hindi-version-is-very-slow Mon, 24 Jun 2024 11:58:17 +0000 https://ekolkata24.com/?p=48536  मुंबई : प्रभास की मोस्ट अवेटेड फिल्म ‘कल्कि 2898 एडी’ का दर्शक बेसब्री से इंतजार कर रहे हैं। फिल्म का ट्रेलर रिलीज हो गया है और अब 27 जून को फिल्म भी थिएटर्स में आने के लिए तैयार है। रिलीज से पहले ‘कल्कि 2898 एडी’ की एडवांस बुकिंग शुरू हो चुकी है जिसमें फिल्म धमाकेदार कमाई कर रही है। अब तक प्रभास की फिल्म ने करीब 8 करोड़ रुपए कमा लिए हैं।

सैकनिल्क के आंकड़ों के मुताबिक ‘कल्कि 2898 एडी’ ने ओपनिंग डे के लिए भारत में ही 2.7 लाख टिकटों की बिक्री कर ली है। फिल्म को सबसे ज्यादा कमाई तेलुगु वर्जन से हो रही है। संडे को 2,73,054 टिकट बेचकर नाग अश्विन के डायरेक्शन में बनी ‘कल्कि 2898 एडी’ ने 7.97 करोड़ रुपए का कारोबार कर लिया है।

‘कल्कि 2898 एडी’ के 2डी वर्जन में 1.5 लाख टिकट बिके हैं। वहीं 3डी वर्जन में 1.03 लाख टिकट और आईमैक्स 3डी वर्जन में 1.01 लाख टिकट बेचे गए हैं। फिल्म की सबसे ज्यादा कमाई तेलुगु मार्केट में हुई है। वहीं तमिल वर्जन के लिए ‘कल्कि 2898 एडी’ ने दो हजार से ज्यादा टिकट बेचकर कुल 5,06,672 रुपए कमा लिए हैं।

प्रभास की फिल्म हिंदी बेल्ट में कम कमा रही है। लेकिन रिपोर्ट्स में इसके असर बढ़ने की उम्मीद की जा रही है। 2डी वर्जन के लिए संडे को फिल्म की 1687 टिकटें बिकीं, जबकि 3डी वर्जन में करीब 10,000 टिकटें बेचे गईं। IMAX 3D वर्जन ने 700 टिकट बेचकर 3.77 लाख रुपए से ज्यादा का बिजनेस किया।

‘कल्कि 2898 एडी’ एक साइंस फिक्शन-एक्शन फिल्म है, जिसमें प्रभास लीड रोल में हैं। उनके साथ अमिताभ बच्चन, दीपिका पादुकोण और दिशा पाटनी भी अहम भूमिकाओं में दिखाई दिए हैं। इस फिल्म का बजट 600 करोड़ बताया जा रहा है और कहा जा रहा है कि ये भारतीय सिनेमा के इतिहास की सबसे महंगी फिल्म है।

]]>
Amitabh Bachchan: লিজেন্ডস লিগ ক্রিকেটের অ্যাম্বাসেডর বিগ-বি https://ekolkata24.com/sports-news/actor-amitabh-bachchan-is-the-ambassador-of-legends-league-cricket Thu, 09 Dec 2021 10:00:28 +0000 https://ekolkata24.com/?p=14216 Sports desk: ওমানে টি টোয়েন্টি ফর্ম্যাটে হতে চলা লিজেন্ডস লিগ ক্রিকেটের অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হল অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাম।

অভিষেক মজুমদার লিজেন্ডস লিগ ক্রিকেটের ভাইস প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে এই নিয়ে পোস্ট, “বড় ঘোষণা!

তাই এখানে আসে! দ্য লিজেন্ড। অফ লিজেন্ডস, গ্লোবাল আইকন, দ্য ম্যান নিজে, দ্য ওয়ান অ্যান্ড অনলি অমিতাভ বচ্চন লিজেন্ডস লীগ ক্রিকেটে লিগ অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিয়েছেন।”

Amitabh Bachchan is the ambassador of Legends League cricket

ইতিমধ্যেই লিজেন্ডস লিগ ক্রিকেটের ভাইস প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন,”আমরা গর্বের সাথে ঘোষণা করছি যে ওমান লিজেন্ডস লিগ ক্রিকেটের উদ্বোধনী মরসুমের আয়োজক হবে, প্রাক্তন তারকা খেলোয়াড়দের জন্য একটি সুপার লিগ। গেমের GOATs দ্বারা বিনোদনের জন্য প্রস্তুত হন!🤩
এই মরসুমে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ অন্যান্য ক্রিকেট দেশের কিংবদন্তিরা উপস্থিত থাকবেন।

📆: জানুয়ারী 2022
📍আল আমেরাত, ওমান ক্রিকেট স্টেডিয়াম
#হায়াক্রিকেট #লিজেন্ডসলীগক্রিকেট #ওমান #টি২০।”
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি ফর্ম্যাটে প্রথমবার লিজেন্ডস লিগ ক্রিকেট শুরু হতে চলেছে।
ওমান ক্রিকেটকে লিজেন্ডস লিগ ক্রিকেটের আনুষ্ঠানিক আয়োজক হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।

ওমানের মাসকটের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে 2022 সালের জানুয়ারিতে উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মাঠে সারা বিশ্ব থেকে ক্রিকেটের কিংবদন্তিদের ফিরিয়ে আনার জন্য উন্মুখ।

বিবেক খুশালানি LLC চেয়ারম্যান, রমন রাহেজা CEO LLC, ওমান ক্রিকেটের সভাপতি পঙ্কজ খিমজি এবং ওমান ক্রিকেটের অন্যান্য পদাধিকারীদের এই লিগের সঙ্গে জড়িত। সূত্রে খবর ম্যাচ চলাকালীন ওমানের মাসকটের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামের তাপমাত্রা প্রায় 17-18 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং 15-20 কিমি ঘন্টা বেগে একটি মনোরম হাওয়া এবং আদ্রতা থাকতে পারে প্রায় 60%।

<

p style=”text-align: justify;”>লিজেন্ডস লিগ ক্রিকেট বোর্ডের কমিশনার নিযুক্ত জয়েছেন কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন ভারতীয় হেডকোচ রবি শাস্ত্রী।ভারতীয় ক্রিকেটের ফিটনেস সংস্কৃতি পরিবর্তনের অন্যতম মুখ
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফিজিওথেপিস্ট এবং বিসিসিআই’র জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও অ্যান্ড্রু লিপার্সকে লিজেন্ডস লিগ ক্রিকেটে স্পোর্টস সায়েন্সের পরিচালক হিসাবে জড়িত আছেন।

]]>
টি-২০ বিশ্বকাপে মজে বলিউডের শাহেনশা অভিনেতা অমিতাভ বচ্চন https://ekolkata24.com/entertainment/bollywoods-shahenshah-actor-amitabh-bachchan-is-funny-in-t20-world-cup Sat, 06 Nov 2021 19:40:09 +0000 https://www.ekolkata24.com/?p=10570 Sports Desk: টি-২০ বিশ্বকাপে সুপার১২ নক আউটে রবিবার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড, আফগানিস্তানের বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে খেলবে কিনা তা চূড়ান্ত হয়ে যাবে রবিবাসরীয় মেগা ডুয়েলে।

এবার এই মেগা ডুয়েলের আচ এসে পড়লো ভারতের বলিউডে। বলিউডের শাহেনশা অভিনেতা অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া পোস্ট করেছেন।

পোস্টে বিগ ‘বি’ অমিতাভ বচ্চন লেখেন, “T 4088- T20 ICC বিশ্বকাপে আগামীকাল NZ বনাম AFG খেলার ফলাফল যাই হোক না কেন ..

মনে রাখবেন.. আমরা টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর করেছি; কেএল রাহুল দ্রুততম ৫০ রান করেন; এবং আমরা প্রতিপক্ষ দলকে পরাজিত করেছি, রেকর্ড 6+ ওভারে ..🇮🇳।”
টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউটে ভারত (India) স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে। ভারত (India) অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয় নেট রান রেটে (NRR) ভালো পজিশনে থাকার জন্য।

ক্যাপ্টেন কোহলির এই সিদ্ধান্ত ক্লিক করেছে শুক্রবার স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে। ভারত(India) নেট রান রেটে (NRR) এখন +1.62, আফগানিস্তান (Afganistan) +1.48, নিউজিল্যান্ড(New Zealand) +1.27। ভারত (India) নেট রান রেটে গ্রুপ দুই’তে ভালো পজিশনে।

Amitabh Bachchan

<

p style=”text-align: justify;”>৭ নভেম্বর নিউজিল্যান্ডের (New Zealand) খেলা আফগানিস্তানের (Afghanistan)বিরুদ্ধে। এই ম্যাচে আফগানিস্তান (Afghanistan) যদি নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে দেয়, তাহলে ভারতের (India) টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তায় কোনও বাধা থাকবে না। তাই গোটা টিম ইন্ডিয়া, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেট ভক্তরা নিউজিল্যান্ড (New Zealand) বনাম আফগানিস্তান (Afghanistan) ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে, ৭ নভেম্বরের জন্য, “কি হয় কি হয়, কি জানি কি হয়…”

]]>
পান মশলার বিজ্ঞাপন আর করব না: Amitabh Bachchan https://ekolkata24.com/entertainment/amitabh-bachchan-cancels-contract-with-pan-masala-brand Mon, 11 Oct 2021 19:55:14 +0000 https://www.ekolkata24.com/?p=7362 বায়োস্কোপ ডেস্ক, মুম্বই:  সম্প্রতি ৭৯ বছরের জন্মদিন ছিল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। জন্মদিনের দিনে অফিশিয়াল বিবৃতি দিয়ে তিনি জানালেন পান মশলা বিজ্ঞাপন আর করতে চান না বিগ বি। তাঁর বক্তব্য নিজস্ব ব্লগে শেয়ার করে জানিয়েছেন বার্থডে বয়। যদিও কয়েকদিন আগেও একটি পান মশলার বিজ্ঞাপন করতে দেখা যায় তাকে।

কয়েকদিন আগেও একটি পান মশলা জন্য ও বিজ্ঞাপনে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন। তারপরই অনেক সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতা কে। সূত্রের দাবি এই সমালোচনার পরেই পান মশলা বিজ্ঞাপন না করার সিদ্ধান্ত নেন বিগ বি। বিবৃতিতে অভিনেতা দাবি করেছেন, বিজ্ঞাপনটি যে তামাকজাত দ্রব্যের প্রচার করছে সেটি তার জানা ছিল না। এই কথা প্রকাশ্যে আসার পরই তিনি সংস্থার সাথে তার বিজ্ঞাপন করার চুক্তি বাতিল করে দেন। বিগ বি জানিয়েছেন, ওই বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি যে পারিশ্রমিক মূল্য নিয়েছিলেন সেটিও সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। তামাক জাতীয় দ্রব্যের প্রচার তার ব্যক্তিগত জীবনে নৈতিকতার বিরুদ্ধচারণ করার বলে দাবি করেছেন অমিতাভ বচ্চন।

বলিউডের বিভিন্ন তারকাদের পান মশলা প্রচারে বিজ্ঞাপনের শামিল হওয়া কোন নতুন বিষয় নয়। অমিতাভ বচ্চন ছাড়াও অজয় দেবগন, শাহরুখ খানের মতো তারকাদের পান মশলা প্রচারে বিজ্ঞাপনের অংশ হতে দেখা গিয়েছে বহুবার। তবে পান মশলা বিজ্ঞাপনে অমিতাভ বচ্চন অংশ নেওয়ার পর তার অনুরাগীদের এক অংশ অসন্তোষ প্রকাশ করতে থাকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। সূত্রের খবর তামাকবিরোধী সংস্থা থেকে একটি চিঠিও লেখা হয় অমিতাভ বচ্চনকে। সম্ভবত এরপরই পান মশলা বিজ্ঞাপন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিগ বি।

জন্মদিনে এমন একটা পদক্ষেপ নেওয়ার পর তার অনুরাগীরা বেশ খুশি হয়েছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিগ বি কে। বিনোদন জগত থেকে ক্রীড়াজগতের অনেকেই বলিউডের শাহিন থাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। প্রসঙ্গত এইদিন আশির দোরগোড়ায় পৌঁছে গেলেন প্রবীণ অভিনেতা।

]]>
‘‘রিস্তে মে তো হম তোমারা বাপ লাগতে হ্যায়’’- দাদাকে পাশে বসিয়ে পাকিস্তানকে তোপ বীরুর https://ekolkata24.com/sports-news/virender-sehwag-and-sourav-ganguly-trolls-pakistan-in-kbc-with-amitabh-bachchan Wed, 01 Sep 2021 05:55:10 +0000 https://www.ekolkata24.com/?p=3559 নিউজ ডেস্ক: টিভি রিয়েলিটি শো কৌন বনেগা কৌরপতি দেশের কোটি কোটি মানুষ দেখেন। এই অনুষ্ঠানর সঞ্চালনা করেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন৷ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব বা সাধারণ মানুষ প্রতিদিন এই শোতে আসেন৷ কৌন বনেগার একটি নতুন প্রোমো প্রকাশ করেছে৷ যেখানে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং বীরেন্দ্র বীরেন্দ্র সেওয়াগকে দেখা যাচ্ছে।

কেবিসির এই নতুন প্রোমোতে বীরু এবং সৌরভের সঙ্গে অমিতাভ বচ্চনের অনেক মজা করতে দেখা গিয়েছে। অমিতাভ বীরুকে জিজ্ঞেস করেন, ব্যাটিংয়ের সময় আপনি নাকি গুন গুন করে গান করেন? এই প্রশ্নের উত্তরে, বীরু মাথা নেড়ে কিশোর কুমারের গান ‘চালা যাতা হু কিসি কি ধুন মে’ গাইতে শুরু করেন। শুধু তাই নয়, অমিতাভ অনেকবার বীরু এবং মহারাজের সঙ্গে মজা করেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

এই শোতে অমিতাভ বচ্চন একবার সেওয়াগকে ফের জিজ্ঞাসা করেন, যদি ভারতীয় দল পাকিস্তান বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারে, তাহলে আপনি টিম ইন্ডিয়ার জন্য কোন দুটি লাইন উৎসর্গ করবেন? এই বিষয়ে বীরু হাসতে হাসতে অমিতাভের জনপ্রিয় শাহেনশাহের সংলাপ তুলে ধরে বলেন, ‘‘‘রিস্তে মে তো হম তোমারা বাপ লাগতে হ্যায়’’৷

আর একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় বীরু প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেলের দিকেও কটাক্ষ করেছিলেন। অমিতাভ তাঁকে জিজ্ঞেস করলেন, যদি গ্রেগ চ্যাপেলের জন্য একটি গান উৎসর্গ করতে হয়, তাহলে সেটা কোনটি হবে? বীরু এই বিষয়ে গেয়ে ওঠেন, অপনি তো জেয়সে তেয়সে কাট জায়েগি, আপকা কেয়া হোগা জবান-ই-আলি’৷ গাঙ্গুলি এবং অমিতাভ দুজনেই এটা শুনে হাসতে লাগলেন। আসলে গাঙ্গুলি এবং চ্যাপেলের মধ্যে অনেক বিতর্ক ছিল।

]]>
আফগান সেনা পাহারা দিয়েছিল বিগ-বি’কেও, ব্যবস্থা করেছিলেন খোদ রাষ্ট্রপতি https://ekolkata24.com/entertainment/amitabh-bachchan-recalled-shooting-khuda-gawah-in-afghanistans-extremely-troubled-times Sat, 21 Aug 2021 10:38:23 +0000 https://www.ekolkata24.com/?p=2883 তালিবানদের দখলে আফগানিস্তান, গোটা বিশ্বজুড়ে এক দমবন্ধকর পরিস্থিতি তৈরি করেছে। আমেরিকার সামরিক কার্যালয় পেন্টাগনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, তিনমাসের মধ্যেই কাবুল দখল করে ফেলবে তালিবানরা। কিন্তু দু’দিনের মধ্যেই কাবুলে ঢুকে রাজধানী শহর দখল করতে শুরু করে তালিবানরা।

আরও পড়ুন এবারে শীতে বড় পর্দায় আসতে চলেছে দেব-রুক্মিণীর ‘কিশমিশ’, প্রকাশ্যে ছবির অ্যানিমেটেড টিজার

তালিবানদের কাবুল দখল নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই এর প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে আফগানিস্তানে মহিলাদের অবস্থা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অনেকে। আফগান মেয়েদের সুরক্ষা ও স্বাধীনতা নিয়ে চিন্তা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ প্রথম বিশ্বের ২০টি দেশ। দমবন্ধ করা এই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে ভাইরাল হওয়া একের পর এক মর্মান্তিক ছবি, ভিডিয়ো দেখে শিউরে উঠছে বিশ্ববাসী। এবার আফগানিস্তান নিয়েই অমিতাভ বচ্চনের করা একটি পুরোনো সোশ্যাল মিডিয়া পোস্ট।

ধর্মাত্মা থেকে কাবুল এক্সপ্রেস- বলিউডের বহু নামকরা সিনেমার শ্যুটিং হয়েছে আফগানিস্তানে। অমিতাভ বচ্চনের ‘খুদা গাওয়া’ সিনেমারও শ্যুটিং হয়েছিল আফগানিস্তানে, বলা ভালো অশান্ত আফগানিস্তানে। ১৯৯২ সালে যখন অমিতাভ-শ্রীদেবীর এই ছবির শ্যুটিং হয়, তখন সবে সোভিয়েতের হাত থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছে নাজিবুল্লাহ আহমেদজাইয়ের হাতে, অন্যদিকে উঠে আসছে তালিবানরাও।

নাজিবুল্লাহ ছিলেন বিগ বি-র বিরাট ভক্ত। জানা যায়, সে দেশে শ্যুটিং করার সময়ে অমিতাভর যাতে কোনও রকম অসুবিধে না হয়, তা নিশ্চিত করতে দেশের এয়ারফোর্সের অর্ধেক সেনা বিগ বি-র সুরক্ষায় মোতায়েন করেছিলেন তিনি।

Amitabh Bachchan's post on Khuda Gawah's shoot in Afghanistan.

অমিতাভ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘মনোজ দেশাই ছিলেন সিনেমার প্রযোজক। বেশ কিছু দিনের জন্য শ্যুট করতে গোটা ইউনিটকে আফগানিস্তানে যেতে হয়েছিল। সোভিয়েত সবে দেশ ছেড়ে গেছে এবং ক্ষমতা হস্তান্তর করা হয়েছে নাজিবুল্লাহ আহমেদজাইর হাতে। উনি হিন্দি ছবির ভক্ত ছিলেন। আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

মাজার-এ-শরিফে আমাদের সবাইকে রাষ্ট্রের তরফে ভিভিআইপি সম্মান দেওয়া হয়েছিল। ভীষণ সুন্দর সেই দেশের বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে দেখানো হয়েছিল প্লেনে করে। সঙ্গী ছিলেন আর্মড এসকর্টরা। আমাদের হোটেলেও থাকতে দেওয়া হয়নি। একটি পরিবার তাঁদের বাড়ি আমাদের জন্যে ছেড়ে দিয়েছিলেন। তাঁরা নিজেরা অন্য জায়গায় থেকেছিলেন।’ প্রসঙ্গত, এই ছবির ‘বুজকাশি’ (ঘোড়ায় চড়ে এক খেলা)-র দৃশ্য শ্যুটিং করা হয়েছিল আফগানিস্তানের মাজার-এ-শরিফে, যা এখন তালিবানের কবলে।

]]>
বিগ বি সঞ্চালনায় নতুন সাজে আসছে “KBC 13” https://ekolkata24.com/entertainment/kbc-13-amitabh-bachchan-hosted-quiz-reality-show-is-coming-back Sat, 07 Aug 2021 05:53:23 +0000 https://www.ekolkata24.com/?p=1970 বায়োস্কোপ ডেস্ক: টেলিভিশনের পর্দায় ফের স্বমহিমায় ফিরছেন বলিউডের শাহেনশা। খুব শীঘ্রই আসছে কৌন বানেগা কৌড়পতি পার্ট ১৩ (KBC 13)। কেবিসি টিভির পর্দায় আসার আগেই শো-কর্তৃপক্ষ একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি রিলিজ করেছে। কেবিসি ১৩-এর প্রিমিয়ারের আগে এই শর্ট ফিল্মের মাধ্যমেই ফের অমিতাভ বচ্চনের প্রত্যাবর্তনের কথা ঘোষণা করা হয়েছে।

এই শর্ট ফিল্মের নাম ‘সম্মান’। ছবিটি তিনটে ভাগে বিভক্ত। গত ১৯ শে জুলাই প্রথম অংশটি নিজের ইন্সটগ্রামে পোস্ট করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। সম্প্রতি পোস্ট করলেন ছবিটির দ্বিতীয় অংশও। নেট মাধ্যমে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি।

ছবিটির পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ওমকার দাস মানিকপুরি। মধ্যপ্রদেশের বেরছা নামের একটি গ্রামে শুটিং হয়েছে এই ছবির। ছবিতে দেখা যাচ্ছে যে, একটি গ্রামে স্কুল তৈরির জন্য টাকা জোগাড় করতে কেবিসিতে আসছেন এক ব্যক্তি। সেই নিয়েই গল্প এগোয়। যদিও তিন নম্বর অংশটি এখনো প্রকাশ পায়নি।

যদিও টিভির পর্দায় কবে থেকে দেখা টেলিকাস্ট হবে কেবিসি ১৩ তা এখনো জানা যায়নি। তবু অমিতাভ বচ্চন নিজে সোশ্যাল সাইটে জানিয়েছেন, অপেক্ষার অবসান। শীঘ্রই ফিরছে কেবিসি ১৩।

]]>
৯০ কোটি দেনার দায় অমিভাভের মাথায়, হাত পাততে বাধ্য বিগ বি https://ekolkata24.com/entertainment/90-crore-credit-of-amitabh-bachchan-make-him-embarrassed Wed, 14 Jul 2021 13:45:21 +0000 https://ekolkata24x7.com/?p=756 অমিতাভ বচ্চন বলে কথা। যাঁর প্রতিটা পদক্ষেপে বলিউডে ঝড় ওঠে। সেই অভিনেতার আবার টাকার টান! অবিশ্বাস্য। মুম্বই শহরের বুকে তাঁর রয়েছে পাঁচ-পাঁচটি বাংলো। একের পর এক ছবির প্রস্তাব এখনও তাঁর হাতে। সেই মানুষটা টাকার জন্য হাত পাচ্ছে! বিশ্বাস করতে একটু অসুবিধে হলেও তা অবাক কাণ্ড নয়। সত্যিই এই পরিস্থিতি দিয়ে যেতে হয়েছিল বচ্চন পরিবারকে। 

এই পরিস্থিতিতে অভিষেক বচ্চনকেও ছাড়তে হয়েছিল পড়াশুনা। নিজের এক কম্পানি খুলে বসেছিলেন অমিতাভ বচ্চন। নাম দিয়েছিলেন এবিসিএল। এটাই ছবি শাহেনশার মস্ত ভুল। রীতিমত ক্ষতির মুখ দেখতে শুরু করে এই সংস্থার। মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা বাকি পড়তে থাকে। বাড়িতে নিত্য পাওনাদারদের ভিড়, পরিস্থিতি ক্রমেই বেসামাল হয়ে ওঠে। 

amitabh bachchan

এমনই অবস্থায় অমিতাভ সাহায্যের জন্য দরজায় দরজায় ঘুরতে শুরু করেন। প্রয়োজন অনেক টাকার। তখনই তিনি প্রস্তাব পান কউন বনেগা ক্রোড়পতীর সঞ্চালক হওয়ার। এরপর একের পর এক টাকা ফেরত দিতে শুরু করেন তিনি। হাতে ছিল না সেই সময় তেমন কোনও টাকা। ফলে ছবির জন্য কাকুতি-মিনতি করতে হয় তাঁকে। আর তৈরি হয় মহব্বতে। সেই ছবি থেকে অমিভাব পার্ট ২ সফর শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি অমিতাভ বচ্চনকে। 

]]>
দয়া করে আমাকে কাজ দিন, করুন আর্তি সলমন-আমিতাভের সহ-অভিনেতার https://ekolkata24.com/entertainment/co-star-of-salman-khan-amitabh-bachchan-facing-financial-problem Wed, 14 Jul 2021 13:04:16 +0000 https://ekolkata24x7.com/?p=749 এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বলিউডে। সলমন খান এবং অমিতাভ বচ্ছনের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন বাবা খান। কিন্তু করোনা অতিমারিতে বদলে গিয়েছে সব কিছু। লকডাউনে সবকিছু খুয়িয়ে সর্বস্বান্ত বাবা। এক সময় বিগ বস-এর জল্লাদ হিসেবে বেশ নামডাক হয়েছিলো তাঁর। খবরের শিরনামেও এসেছিলেন এই অভিনেতা। তবে বলিউডের একাধিক প্রতিভাদের সঙ্গে পাল্লা দিয়ে বেশি দূর পারি দিতে পারেনি।

এক সময় বডিগার্ড, ওয়ান্টেড, বীর, জানেমন-এর মতো ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেছিলেন বাবা। অমিতাভ বচ্ছনের ডিপার্টমেন্ট ছবিতেও তাকে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে। এতো বছর ধরে একাধিক ছবিতে কাজ করেও বর্তমানে কর্মহীন বাবা খান। চারিদিকে পাগলের মতো কাজ খুঁজে বেরাছেন। কিন্তু মিলছে না কোনও সুরাহা।

bollywood

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এক সময় প্রচুর কাজ করেছিলাম। কিন্তু লকডাউনের পর থেকে আর কাজ পাচ্ছি না। প্রতিদিনই কাজ খুঁজতে বেরছি, তবে প্রতিবারই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে’। পেশাগত জীবনের শুরু থেকে বরাবরই নেতিবাচক চরিত্রে অভিনয় করে এসেছেন তিনি। এর ফলেই হয়তো অন্য কোনও চরিত্রে সুযোগ পাচ্ছেন না, এমনই মত বাবার। তিনি আরও বলেন ‘সব পরিচালক, প্রযোজক, কাস্টিং পরিচালকদের আমি অনুরোধ করছি, তারা যাতে আমাকে কাজ দেন। যে কোনও চরিত্র হলেই চলবে। আমার আর কিছু চাই না’। একাধিক বার সংবাদমাধ্যমের কাছে এই করুন আর্তি করে চলেছেন বাবা খান।

]]>