Angry – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 15 Dec 2021 08:37:25 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Angry – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ক্যারিবিয়ান ক্রিকেট টিমকে “খুশামদী” জানিয়ে পাক ক্রিকেট ভক্তদের ক্ষোভের নিশানায় PCB https://ekolkata24.com/sports-news/pakistan-cricket-fans-angry-over-caribbean-cricket-teams-flattery Wed, 15 Dec 2021 08:36:36 +0000 https://ekolkata24.com/?p=14946 Sports desk: প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram) মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের (PCB) প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সময় “করাচিতে দর্শকশূন্য স্টেডিয়াম” দেখে দুঃখ প্রকাশ করেছেন।

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড তাদের সফর বাতিল করার পর, পাকিস্তান ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ আয়োজন করে। কিন্তু আশ্চর্যজনকভাবে, উভয় দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দর্শকদের আসন খালি ছিল।

গোটা ঘটনার জেরে স্তম্ভিত পাকিস্তানের প্রাক্তন বাহাতি পেসার আক্রম টুইটে নিজের প্রতিক্রিয়ায় পোস্ট, “#PAKvWIt20-এর জন্য করাচিতে একটি খালি স্টেডিয়াম দেখে অবিশ্বাস্যভাবে দুঃখিত, বিশেষ করে গত মাসে পাকিস্তানের পারফরম্যান্সের পরে। আমি নিশ্চিত কেন আমি জানি কিন্তু আমি আপনার কাছ থেকে শুনতে চাই! আমাকে বলুন, ভিড় কোথায় এবং কেন”?

https://twitter.com/wasimakramlive/status/1470669890394730496?s=20

পাক সংবাদমাধ্যমের দাবি,প্রতিযোগিতার টিকিট বিক্রি সন্তোষজনক ছিল না। তবে সিরিজ এগিয়ে চলার সাথে সাথে দর্শকদের ব্যাপক সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এই প্রসঙ্গে ওয়াসিম আক্রমের টুইট পোস্ট, “এটি খুবই উদ্বেগজনক। এটি একটি বাড়ির পিছনের দিকের খেলা নয় এটি একটি আন্তর্জাতিক সিরিজ,” আক্রমের এই টুইটের রিপ্লাইং পোস্টে হিসবান মেমন একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্টের ক্যাপসনে লিখেছেন, “করাচীবাসীদের (স্থানীয় জনতা) অভিশাপ না দেওয়া যাক, নবাবশাহ থেকে লোকেরা দেখতে এসেছে কিন্তু তারা ইতিমধ্যে ৩ ঘন্টা অপেক্ষা করেছে। এই বিষয়েও পিসিবির ব্যবস্থা নেওয়া উচিত!”

শুধু তাইই নয়, খেলা দেখতে এসে টিকিট না পাওয়ার কারণে অনেক দূর থেকে আসা আরও অনেক ক্রিকেট ভক্তরা হেনস্থার শিকার হয়েছে,তবে এমন উত্তপ্ত আবহেও পাক ক্রিকেট ভক্তকুল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে “খুশামদী” অর্থাৎ স্বাগত জানিয়ে, আকারে ইঙ্গিতে পাক ক্রিকেট ভক্তরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাচ আয়োজনের অব্যবস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।

সোমবার প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের জয়ের সাথে, পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাদের লিড ২-০ তে বাড়িয়েছে।দুটি ম্যাচ করাচিতে হয়েছে। বৃহস্পতিবার দুই দলের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, করাচি ন্যাশনাল স্টেডিয়ামে।

]]>
ISL: জামশেদপুরের কাছে হেরে #BLINDREFREE ইস্যুতে সামাজিক মাধ্যমে সোচ্চার মেরিনার্সরা https://ekolkata24.com/sports-news/isl-mohun-bagan-supporters-angry-on-social-media-after-losing-near-jamshedpur Mon, 06 Dec 2021 18:15:12 +0000 https://ekolkata24.com/?p=13866 Sports desk: আইএসএলে (ISL)  জামশেদপুর এফসি’র কাছে ২-১ গোলে ATK মোহনবাগান নিজেদের চতুর্থ ম্যাচে হেরেছে। এরপরেই সবুজ মেরুন সমর্থকরা #BLINDREFREE #REFREEPLAYINGWITHOURFEELINGS #WORSTREFREE #REMOVEREFREE নিয়ে সোচ্চার সামাজিক মাধ্যমে।

টানা দুই ম্যাচে হারের ধাক্কায় ATK মোহনবাগান আইএসএলের লিগ টেবিলে প্রথম চারের বাইরে চলে গিয়েছে। এদিনের ম্যাচের রেফারি এ.রাওয়ান সবুজ মেরুন সমর্থকদের কাছে শোলে হিন্দি চলচ্চিত্রের “গব্বর”, প্রয়াত অভিনেতা আমজাদ খাঁন এই চরিত্রে অভিনয়ের জোরে মুম্বই’র বলি পাড়ায় নিজের আলাদা ছাপ রেখে গিয়েছেন ভারতীয় প্যানোরমায়।

সোমবার জামশেদপুরের বিরুদ্ধে হারের জন্য সবুজ মেরুন সমর্থকেরা চলতি আইএসএলে ভারতীয় রেফারিদের মান নিয়ে প্রশ্নচিহ্ন ছুঁড়ে দিয়েছে। শুধু তাইই নয়, আইএসএলে ভারতীয় রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার বদলে বিদেশী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার ধোঁয়া উঠতে শুরু করেছে।

৬৫ মিনিটে হুগো বৌমাসের কর্নার কিক সোজা বক্সের মধ্যে থাকা জামশেদপুর এফসি অধিনায়ক এলি সাবিয়ার হাতে লাগলেও তা রেফারির নজর এড়িয়ে যায়। রেফারি সঠিক সিদ্ধান্ত নিলে হয়তো পেনাল্টি পেয়ে যেত সবুজ-মেরুন শিবির।

ম্যাচের শেষের দিকে গ্রেগ স্টিউয়ার্টও তাঁদের বক্সের মধ্যে হ্যান্ডবল করে, কিন্তু রেফারির ভুলে ATK মোহনবাগান সুবর্ণ সুযোগ হাতছাড়া করে।

আগামী শনিবার ATK মোহনবাগানের ম্যাচ রয়েছে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে। সব মিলিয়ে চলতি আইএসএলে রেফারিং’র মান ঘিরে কলকাতা ময়দানে অসন্তোষের আগুন ক্রমেই ছড়াতে শুরু করে দিয়েছে।

]]>
Cricket: পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ওয়াসিম আক্রম https://ekolkata24.com/sports-news/angry-wasim-akram-reacts-to-backlash-received-by-pcb Tue, 21 Sep 2021 17:29:26 +0000 https://www.ekolkata24.com/?p=5217 #WasimAkram
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সিরিজের বাতিলের হতাশার ধাক্কা এখনও সামলে উঠতে পারে নি পাকিস্তান ক্রিকেট। এরই মধ্যে আবার ইংল্যান্ডও পাক সফর বাতিলের ঘোষণা করে দিল।স্বভাবতই হতাশ পাক ক্রিকেট মহল। এই নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম।

ওয়াসিমের আক্রম নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সফর বাতিল প্রসঙ্গে সামাজিক মাধ্যমে লিখেছেন,”সারা জীবন ভেড়ার চেয়ে এক দিনের জন্য সিংহ হওয়া ভালো। দুর্ভাগ্যবশত আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে সন্ত্রাসের হুমকি প্রতিটি দেশে খেলাধুলা এবং বিনোদনকে হতাশ করে। তার চেয়ে অন্য কিছু নয় … “। প্রসঙ্গত, ইংল্যান্ড এণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি) এক প্রেস বিবৃতি জারি করে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা করেছে।

ইসিবি পাক সফর বাতিলের জন্য ক্রিকেটারদের নিরাপত্তা জনিত সমস্যাকে সামনে এনেছে।নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ইসিবি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা পুরুষ ও মহিলা দলের ম্যাচগুলো নিয়ে চলতি সপ্তাহে আলোচনায় বসেছিল ইসিবি। অনিচ্ছা থাকা সত্ত্বেও দুই দলের অক্টোবরের সফর প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।” প্রেস বিবৃতিতে এও বলা হয়েছে, ‘নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়া পিসিবির জন্য এই সিদ্ধান্ত অনেক বড় ধরনের হতাশার।
এখানেই থেমে না থেকে ইসিবি তরফ থেকে এও জানানো হয়েছে,

এটি আমরা বুঝতে পেরেছি। এর আগের দুই গ্রীষ্ম মরশুমে ইসিবির প্রতি তাদের সমর্থনের সঙ্গে বন্ধুত্বের অনেক বড় একটি প্রদর্শন হয়েছে। তাই পাকিস্তান ক্রিকেটে এইভাবে (সফর বাতিল) প্রভাবের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ২০২২ সালে আমাদের মূল সফর পরিকল্পনা মতোই এগিয়ে যাবে।’ স্বভাবতই এই সফর বাতিল হওয়ায় পাকিস্তান ক্রিকেট মহল তেঁতে রয়েছে।

]]>