ওডিআই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে কেএল রাহুল এবং সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। বিসিসিআই টুইট করে জানিয়েছে,”#দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়া ঘোষণা।
সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি ওডিআই সিরিজের জন্য মিস্টার কেএল রাহুলকে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে কারণ মিস্টার রোহিত শর্মা ইনজুরির কারণে বাদ পড়েছেন”।
রোহিত শর্মা হ্যামস্ট্রিং’র ইনজুরির কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে (NCA) রোহিতের রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া চলছে।
#TeamIndia for three ODI series against South Africa announced.
The All-India Senior Selection Committee has named Mr KL Rahul as Captain for the ODI series as Mr Rohit Sharma is ruled out owing to an injury.
WATCH the PC live here – https://t.co/IVYMIoWXkq
— BCCI (@BCCI) December 31, 2021
বিসিসিআই শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে তা হল এমনটা: কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পহ্ন (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, আর অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ (সহ- অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।
]]>১৯ জানুয়ারি থেকে সিরিজ শুরু হওয়ার কারণে ওয়ানডে স্কোয়াড পরে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। ওয়ানডে ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। টানা ১২ বার ব্যর্থতার পর সহ-অধিনায়ক থাকা রাহানের পক্ষে কঠিন। এই কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বই টেস্টে ফিটনেসের কারণ দেখিয়ে তাকে বাইরে রাখা হয়েছিল। সম্ভাবনা রয়েছে রোহিত শর্মার কাঁধে চাপানো হতে পারে সহ অধিনায়কের দায়িত্ব।
প্রোটিয়ার্সদের বিরুদ্ধে সফরে ইশান্ত শর্মা আন্তজার্তিক ক্রিকেটে শতাধিক টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু ইশান্ত দীর্ঘদিন ধরেই ফর্মে নেই। জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি এবং উমেশ যাদবের সাথে প্রসিদ্ধ কৃষ্ণা ও আভেস খান সুযোগ পেতে পারেন। মিডল অর্ডারে থাকতে পারেন শ্রেয়স আইয়ার, শুভমান গিল এবং হনুমা বিহারী।
প্রসঙ্গত, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ টেস্ট ম্যাচের সিরিজ হবে। এর পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলা হবে। ইতিমধ্যেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
২৬ ডিসেম্বর থেকে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নামবে। তবে টি টোয়েন্টি সিরিজ নিয়ে এখনও কোনও স্থির সিদ্ধান্তের খবর আসেনি, কেননা প্রোটিয়ার্সদের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত সিরিজে কাটছাঁট করা হয়েছে ‘ওমিক্রন’ ভাইরাসের উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করে। অসমর্থিত সূত্রে খবর, কোভিড-১৯ ভাইরাসের এই নতুন প্রজাতির বাড়বাড়ন্ত দেখে সিরিজে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের ওপরেও নিষেদ্ধাঞ্জা আরোপ হতে পারে, জমায়েত এড়ানোর জন্য কোভিড প্রটোকল মেনে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতের সম্ভাব্য দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, ঋষভ পহ্ন (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব,প্রসিদ্ধ কৃষ্ণা , আভেস খান/দীপক চাহার, ঋদ্ধিমান সাহা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, হনুমা বিহারী, অভিমন্যু ইশ্বরন/প্রিয়াঙ্ক পাঞ্চাল, জয়ন্ত যাদব।
ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে আনুষ্ঠানিক ঘোষণা করেছে “
এটা!
অ্যালেক্স কেরি ইংল্যান্ডের বিরুদ্ধে ভোডাফোন পুরুষদের # অ্যাশেজ সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য গ্লাভস নেবেন।” অ্যাসেজ সিরিজ শুরুর আগে মহাফাঁপড়ে অজি ক্রিকেট বোর্ড।
চলতি বছরের ডিসেম্বরে ৮ তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে। ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট টিম গাব্বার মাটিতে এসে অনুশীলন শুরু করে দিয়েছে, কেননা প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে ব্রিসবেনের গাব্বায়।
2017 সালে একজন মহিলা সহকর্মীর কাছে পাঠানো যৌনতাপূর্ণ টেক্সট ম্যাসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল টিম পেইনের বিরুদ্ধে। ফলে চলতি মাসের শুরুতেই অস্ট্রেলিয়া অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছিলেন পেইন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে টিম পেইন ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এই অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার কিপার কে হবে? এই ইস্যুতে জস ইঙ্গলিস এবং অ্যালেক্স ক্যারির নাম উঠে এসেছিল৷ ডানহাতি ব্যাটসম্যান জস ইঙ্গলিস অস্ট্রেলিয়ার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য ছিলেন, কিন্তু টুর্নামেন্টে একটিও ম্যাচ খেলেননি এবং এখনও তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
বছর 26’র ইঙ্গলিস অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকি 45 টি প্রথম-শ্রেণীর ম্যাচে 34.03 গড়ে 2,246 রান করেছেন, তিনটি সেঞ্চুরি যা গত বছরের শেফিল্ড শিল্ডে করেছিলেন।
অন্যদিকে 30 বছর বয়সী অ্যালেক্স ক্যারির এখনও টেস্ট ফর্ম্যাটে অভিষেক হয়নি, তবে অস্ট্রেলিয়ার হয়ে 45 টি একদিনের আন্তজার্তিক ক্রিকেট এবং 38 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিঞ্জতা রয়েছে।
]]>শীর্ষ আদালতের প্রধান বিচারপতি (chief justice) এনভি রামান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছিল। দুই সরকারের পক্ষ থেকে দূষণের জন্য কৃষকদের দায়ী করার ঘটনায় ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। বিচারপতি এনভি রামান্না বলেন, কৃষকদের ঘাড়ে সব বিষয়ই দোষ চাপিয়ে দেওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে। দায় এড়াতে বলা হচ্ছে, শুধু ফসলের গোড়া পোড়ানোর কারণেই দূষণ হচ্ছে।
কিন্তু দিল্লির রাস্তায় যানবাহনের ধোঁয়া, কারখানা থেকে নির্গত দূষিত ধোঁয়া, বাজির ধোঁয়া এসবের জন্য কোনও দূষণ হচ্ছে না। বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও দীপাবলির সময় পুলিশের সামনেই ইচ্ছামত বাজি পুড়িয়েছেন রাজধানীর মানুষ। পুলিশ ও প্রশাসন কেউ দেখেও দেখেনি। তাহলে এই দূষণের দায় তো পুলিশ ও প্রশাসনের ঘাড়েও বর্তায়।
একইসঙ্গে এদিনের শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনে দিল্লি সরকারকে লকডাউন ঘোষণা করার পরামর্শ দেয়। সুপ্রিম কোর্টে তীব্র সমালোচিত হওয়ার পরই এদিন দূষণ নিয়ন্ত্রণে তড়িঘড়ি এক জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (arvind kejriwal)।
সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, আপাতত লকডাউন হবে না। তবে দিল্লির সমস্ত স্কুল আগামী সাত দিন বন্ধ রাখা হবে। সরকারি দফতরের সমস্ত কাজকর্ম হবে অনলাইনে। নির্মাণকাজ-সহ যে সমস্ত কাজে বেশি ধূলোকণা তৈরি হয় সেই সমস্ত কাজ ১৭ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। এদিনের বৈঠকে যানবাহন চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় সংক্রান্ত নীতি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই রাজধানীতে আগের মতোই যান চলাচলের ক্ষেত্রে ফিরতে চলেছে জোড়-বিজোড় (odd-even) নীতি ।
]]>কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশন এক্সামিনেশন আইসিএসই বোর্ড জানিয়েছে, অনলাইনে নয় এবার অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। এর আগে বোর্ড জানিয়েছিল, ১৫ নভেম্বর থেকে অনলাইনে পরীক্ষা শুরু হতে পারে। কিন্তু শনিবার বোর্ডের তরফে পরীক্ষার চূড়ান্ত সূচি জানানো হল।
বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দিতে পারবে। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু বেলা ২ টা থেকে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পাবে।
আইসিএসই পরীক্ষার অর্থনীতি, বায়োলজি, ইংরেজির মত পরীক্ষাগুলির জন্য সময় নির্ধারিত হয়েছে এক ঘন্টা। অঙ্ক, হিন্দি ও অন্যান্য কয়েকটি বিষয়ের জন্য বরাদ্দ দেড় ঘন্টা। তবে দ্বাদশ শ্রেণির সব পরীক্ষার জন্যই দেড় ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, করোনার জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারনেটের সমস্যা আছে। সে কারণেই অফলাইনে পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য স্কুলগুলিকে সব ব্যবস্থা করতে বলা হয়েছে। ছাত্র-ছাত্রীদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষায় বসতে হবে।
বোর্ডের তরফে এদিন সিলেবাসসেও কিছু বদলের কথা জানানো হয়েছে। বোর্ড জানিয়েছে ২০২২ সাল থেকে দুটি সেমিস্টারে সেশনকে ভাগ করা হবে। প্রত্যেকটি সেমিস্টারে সিলেবাসের ৫০ শতাংশ পড়ানো ও পরীক্ষা নেওয়া হবে।
]]>