arijit singh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 08 Jan 2022 14:39:43 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png arijit singh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 অরিজিতের গাওয়া বাংলা গানের মুকুটে উঠল নয়া পালক https://ekolkata24.com/entertainment/now-arijit-singhs-indian-song-to-feature-on-us-secretarys-playlist Sat, 08 Jan 2022 14:39:43 +0000 https://ekolkata24.com/?p=18466 কোনো সীমা থাকে না শিল্পের, কোনো সীমানা থাকে না শিল্পীর। কয়েকদিন আগে এই বার্তাই সকলের উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন বলিউডের গায়ক-সুরকার অরিজিৎ সিং (Arijit Singh) তাঁর ইউ.এ.ই-র কনসার্টে । এই কারণেই তিনি জিজ্ঞাসা করেছিলেন, বলিউডের নিষেধাজ্ঞা উঠে গিয়েছে কিনা পাকিস্তানের শিল্পীদের উপর ! সেই সময় অনেকেই তাঁকে ট্রোল করে পাকিস্তান চলে যেতে বলেছিলেন। এবার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)-ও মন্তব্য করেছেন, গান ভুলিয়ে দিতে পারে ভৌগোলিক সীমা ।

সম্প্রতি অ্যান্টনি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন 2021 সালের প্লে-লিস্ট। সেখানে দেখা গেছে, একমাত্র ভারতীয় ভাষার গান হিসাবে তাঁর পছন্দের তালিকায় স্থান পেয়েছে বাংলা গান। তাঁর বিশেষ পছন্দের অরিজিৎ সিং-এর গাওয়া ‘একা একেলা মন’ গানটি । দক্ষ গায়ক হিসাবে অ্যান্টনি অরিজিৎ-এর প্রশংসা করেছেন । ‘একা একেলা মন- লোফি’ গানটি অরিজিৎ-এর গাওয়া সিঙ্গলস। 2021 সালে গানটি রিলিজ করেছিল এসভিএফ মিউজিকের মাধ্যমে । সমসাময়িক বাংলা গানের বৃহত্তম লাইব্রেরী এসভিএফ মিউজিক । ‘একা একেলা মন-লোফি’ আন্তর্জাতিক স্তরে মর্যাদা পাওয়ায় অত্যন্ত গর্বিত এসভিএফ মিউজিকও।

2014 সালে মুক্তি পেয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার 2’ ফিল্মটি। অরিজিৎ-এর কন্ঠে এই ফিল্মের গান ‘একা একেলা মন’ সুপারহিট হয়েছিল। গানটি পিকচারাইজড হয়েছিল ফিল্মের নায়ক অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-র উপর। এই গানের সিঙ্গল ভার্সন অবশেষে পেল আন্তর্জাতিক মর্যাদা।এই সুখবর প্রকাশ করা হয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে ।

]]>