Ariyan Khan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 28 Oct 2021 08:58:15 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Ariyan Khan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Mumbai: কল রেকর্ড দেখলেই বোঝা যাবে কে কত ঘুষের প্রস্তাব দিয়েছে, মন্তব্য গোসাভির https://ekolkata24.com/entertainment/aryan-khan-case-witness-kiran-gosavi-detained-in-pune Thu, 28 Oct 2021 08:57:48 +0000 https://www.ekolkata24.com/?p=9448 News Desk: মুম্বইয়ের মাদক মামলা ক্রমশই যেন জটিল হচ্ছে। চলছে পাল্টা দোষারোপের পালা। কয়েকদিন আগে এই মামলার সাক্ষী প্রভাকর সইল অভিযোগ করেছিলেন, আরিয়ানকে ছাড়ার জন্য ১৮ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল। এবার প্রভাকরের সেই দাবি উড়িয়ে দিলেন কিরণ গোসাভি। 

বুধবার রাতে এক জালিয়াতির মামলায় পুণে পুলিশ গোসাভিকে গ্রেফতার করেছে। ধৃত গোসাভিও মাদক কাণ্ডে এনসিবির অন্যতম সাক্ষী। প্রভাকর সইল গোসাভির দেহরক্ষী হিসেবেই পরিচিত।

কয়েকদিন আগে প্রভাকর দাবি করেছিলেন, তিনি গোপনে গোসাভির সঙ্গে ফোনে অন্য এক ব্যক্তির কথাবার্তা শুনেছেন। তা থেকেই তিনি জানতে পেরেছেন, গোসাভির পরিকল্পনা ছিল শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির কাছ থেকে ২৫ কোটি টাকা আদায় করা। শেষ পর্যন্ত অবশ্য তাদের মধ্যে ১৮ কোটি টাকায় রফা হয়েছিল। যার মধ্যে ৮ কোটি টাকা দেওয়ার কথা হয়েছিল এনসিবির তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে। ওই টাকা পেলেই আরিয়ানকে মাদক মামলায় রেহাই দিতেন সমীর।

প্রভাকর আরও দাবি করেছিলেন, এনসিবির আধিকারিকরা তাঁকে বেশ কয়েকটি সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। জমা নিয়েছিলেন আধার কার্ডের প্রতিলিপি। ওই কাগজে সই করার পরই তিনি আরিয়ান খানকে দেখতে পেয়েছিলেন। পাশাপাশি প্রভাকর আশঙ্কা প্রকাশ করেন, এনসিবি অফিসার সমীর তাঁকে প্রাণে মেরে ফেলতে পারেন। নিজের জীবন বাঁচাতে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে তিনি চিঠিও দিয়েছেন।

প্রভাকর এর এই দাবির প্রেক্ষিতে গ্রেফতারের আগেই মুখ খুলেছেন গোসাভি। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্রভাকর সব কথাই মিথ্যা বলছেন। যদি কেউ প্রকৃত সত্যটা জানতে চান তাহলে প্রভাকর এবং তার দুই ভাইয়ের কল রেকর্ড ও চ্যাট খতিয়ে দেখা হোক। আমার ফোনের কল রেকর্ড ও সমস্ত চ্যাট খতিয়ে দেখা হোক। তাহলেই সকলে বুঝতে পারবে কে কাকে কত টাকা ঘুষের প্রস্তাব দিয়েছে এবং কেন দিয়েছে?

গোসাভি বলেছে,  বিষয়ে তো অস্পষ্টতার কোন জায়গা নেই। তদন্তকারী অফিসাররা আমার এবং প্রভাকরের ফোনের যাবতীয় তথ্য যদি পরীক্ষা করেন তাহলেই তো বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। তবে গোসাভির এই মন্তব্য নিয়ে এনসিবির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

উল্লেখ্য, গোসাভির বিরুদ্ধে প্রতারণার মামলায় জারি করা হয়েছিল লুক আউট নোটিস। গোসাভি কেপিজে ড্রিমজ সলিউশন নামে একটি সংস্থা চালাতেন। ওই সংস্থা সোশ্যাল মিডিয়ায় বিদেশে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগেই বুধবার রাতে গোসাভিকে গ্রেফতার করে পুণে পুলিশ।

]]>
‘তাঁকে ভয় দেখানো হচ্ছে’-আদালতে হলফনামা দিয়ে জানালেন সমীর ওয়াংখেড়ে https://ekolkata24.com/uncategorized/he-is-being-intimidated-sameer-wankhede-said-in-an-affidavit-in-court Mon, 25 Oct 2021 09:49:13 +0000 https://www.ekolkata24.com/?p=9078 News Desk, Mumbai: শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। আদালতে এক হলফনামায় সমীর জানিয়েছেন, আরিয়ানকে গ্রেফতার করার পর থেকেই তাঁকে রীতিমত হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে ভয় দেখানো হচ্ছে। এমনকী, যেকোনো সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। আদালতে হলফনামা দেওয়ার পাশাপাশি এনসিবির জোনাল ডিরেক্টরের সমীর মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছেও লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ কমিশনারকে সমীর বলেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এইসব কাজ করছে। এমনকী, তাঁকে এবং তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, যে কোনও সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। সমীর যে এই প্রথম এমন দাবি করলেন তা নয়।

দিন দুয়েক আগে এনসিবির পক্ষ থেকেও আদালতে একটি হলফনামা দায়ের করা হয়। ওই হলফনামায় বলা হয়েছে, আরিয়ানের বিরুদ্ধে যারা তদন্ত করছেন তাদের ভয় দেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে হুমকি। কখনওবা সাক্ষীদের প্রভাবিত করে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার চেষ্টা চলছে। এনসিবির ওই হলফনামা ইতিমধ্যে আদালতে গৃহীত হয়েছে।

রবিবার সমীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন কিরণ পি গোসাভির দেহরক্ষী প্রভাকর সইল। তিনি বলেন, মাদক মামলায় ১৮ কোটি টাকা ঘুষ দেওয়া দেওয়া হচ্ছে। যার মধ্যে ৮ কোটি টাকা সমীরের কাছে যাবে বলে তিনি জানেন। শুধু তাই নয়, টাকা দেওয়ার সাক্ষী হিসেবে তাঁকে দিয়ে জোর করে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকী, তার প্রাণের ঝুঁকিও রয়েছে। প্রভাকরের যাবতীয় অভিযোগ সমীরের দিকেই। যদিও সমীর প্রভাকরের তোলা ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন সমীর।

]]>
আরিয়ানকে রিহ্যাব সেন্টারে পাঠানোর জন্য শাহরুখকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী https://ekolkata24.com/entertainment/the-union-minister-advised-shah-rukh-to-send-ariyan-khan-to-the-rehab-center Mon, 25 Oct 2021 09:30:18 +0000 https://www.ekolkata24.com/?p=9070 News Desk, Mumbai: এই অল্প বয়সে মাদক নেওয়া কখনওই ভাল নয়। তাই মাদকাসক্ত আরিয়ানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে কোনও রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানোর জন্য শাহরুখ খানকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। চলতি মাসের ৩ তারিখে গোয়াগামী প্রমোদতরী থেকে শাহরুখপুত্র আরিয়ানকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। ২৩ বছরের তরুণ আরিয়ান বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে আছেন।

সোমবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী আটওয়ালে বলেন, অল্প বয়সে নিয়মিত মাদক সেবন কখনওই ভাল নয়। আরিয়ানের বাবা শাহরুখ একজন বিখ্যাত মানুষ। তাই তাঁর ছেলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হওয়ার কথা। কিন্তু একরত্তি একটা ছেলে মাদক সেবন করছে। এতে ওর ভবিষ্যৎ খারাপ হবে। তাই আমি শাহরুখকে অনুরোধ করব, নেশা ছাড়ানোর জন্য তিনি যেন ছেলে আরিয়ানকে কোন রিহ্যাবিলিটেশন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। সারাদেশে নেশা ছাড়ানোর অনেক রিহ্যাবিলিটেশন সেন্টার আছে। যেখানে দু-এক মাস থাকলে আরিয়ান নিশ্চিতভাবেই মাদকাসক্তি কাটিয়ে উঠবে। একই সঙ্গে মন্ত্রী এদিন বলেন, মাদকাসক্তদের যাতে জেলে পাঠানো না হয় তার জন্য নতুন আইন করা দরকার। কারণ জেলে গেলে তাদের মাদকাসক্তি দূর নাও হতে পারে। কিন্তু রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হলে মাদকাসক্তরা বেশিরভাগ সময়ই নেশা ছেড়ে দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসে।

আরিয়ানের গ্রেফতারি নিয়েও এদিন মুখ খুলেছেন মন্ত্রী। তিনি বলেছেন, আরিয়ান এখনও পর্যন্ত বার পাঁচেক জামিনের আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে। আদালতের নির্দেশেই এটা স্পষ্ট যে, আরিয়ান প্রকৃতই মাদকাসক্ত বা সে সরাসরি মাদক কাণ্ডে জড়িত। তাকে গ্রেফতার করে এনসিবি কোনও বেআইনি বা অনৈতিক কাজ করেনি।

অন্যদিকে এনসিবির কার্যকলাপ নিয়ে প্রথম থেকেই তোপ দেগেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। নবাবের মন্তব্যের প্রেক্ষিতে আটওয়ালে এদিন বলেন, এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের চরিত্র হননের চেষ্টা চলছে। রাজ্যের মন্ত্রী নবাবকে আমি অনুরোধ করবো, কারও নামে অকারণে মিথ্যা অভিযোগ করবেন না। কারও নামে ভিত্তিহীন অভিযোগ করা কোনও বুদ্ধিমান মানুষের কাজ নয়। আইন আইনের পথে চলবে। তবে আমি বলতে পারি আরিয়ানের বয়স যথেষ্ট কম। তার ভবিষ্যতের কথা ভেবে শাহরুখের উচিত ছেলেকে অবিলম্বে কোনও রিহ্যাবিলিটেশন কেন্দ্রে পাঠিয়ে দিয়ে দেওয়া।

]]>
মুম্বই ক্রুজ কাণ্ডে পক্ষপক্ষপাতিত্ব করছে এনসিবি, সুপ্রিম কোর্টের শরণে শিবসেনা মন্ত্রী https://ekolkata24.com/entertainment/shiv-sena-minister-claims-ncb-to-be-biased Mon, 18 Oct 2021 13:27:43 +0000 https://www.ekolkata24.com/?p=8159 বায়োস্কোপ ডেস্ক: শিবসেনার এক প্রবীণ নেতা সুপ্রিম কোর্টের কাছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এবং বলিউড মেগাস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মৌলিক অধিকারের লঙ্ঘনের বিষয়ে সুপ্রিম কোর্টের একজন সিটিং জজ কর্তৃক তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধ জানান।

পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে সংবিধানের ৩২ নং ধারায় অভিযোগ দায়ের করেছেন শিবসেনা নেতা কিশোর তিওয়ারি। প্রধান বিচাপতি এনভি রমনার কাছে e বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।

প্রবীণ নেতা দাবি করেছেন যে বিগত কয়েক বছর ধরে কেবল জনপ্রিয়তা পাওয়ার জন্য মাদক নিয়ন্ত্রণ ব্যুরো চলচ্চিত্র ব্যক্তিত্ব, মডেল ও নানা তারকাদের অসৎ উদ্দেশ্যে হেনস্থা করে চলেছেন। তিনি বলেছিলেন যে অনুচ্ছেদ 32 এর অধীনে, সুপ্রিম কোর্ট এবং ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) মৌলিক অধিকারের লঙ্ঘন সম্পর্কিত প্রতিটি বিষয়কে বিবেচনার জন্য বাধ্যবাধক, যেমন সংবিধানের তৃতীয় অংশের গ্যারান্টিযুক্ত, যা এনসিবি অমান্য করছে।

বিশেষ এনডিপিএস আদালত (মুম্বাই) আরিয়ান খান এবং অন্যান্য আসামির জামিন আবেদনের রায়কে ২০ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির কথা উল্লেখ করে স্থগিত করার কথা উল্লেখ করে আবেদনে বলা হয়েছে যে এটি অভিযুক্তকে চূড়ান্ত অপমানের শিকার হতে হয়েছে এবং এভাবে অগণতান্ত্রিক উপায়ে ১৭ রাতেরও বেশি সময় ধরে কাউকে বন্দী করে রাখা অনৈতিক।

শিবসেনা নেতা মন্তব্য করেছেন যে, এটি সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার ও স্বাধীনতার মৌলিক অধিকারকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে এবং ‘জামিনই আদর্শ, জেল হল ব্যতিক্রম’ প্রশ্ন, যা বহুবার সুপ্রিম কোর্ট কর্তৃক বহাল এবং নিষ্পত্তি করা হয়েছে, যেমন প্রাক্তন অ্যাটর্নি পুনরাবৃত্তি করেছেন ভারতের জেনারেল মুকুল রোহাতগী। ওয়াংখেড়ের প্রসঙ্গ টেনে তিনি আবেদনে এও বলেছেন যে, অফিসারের স্ত্রী বলিউডে বড় হওয়ার চেষ্টা করছেন, আর সেই কারণেই শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির নেতৃস্থানীয় নাম, তাদের পরিবার, জাতীয়-আন্তর্জাতিক মডেল, প্রযোজক-পরিচালককে এনসিবি লেন্সের আওতায় আনা হয়।

]]>