Army Chief General – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 16 Dec 2021 07:45:15 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Army Chief General – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Army Chief General Naravane: চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নারাভানে https://ekolkata24.com/uncategorized/army-chief-general-naravane-takes-charge-as-head-of-chiefs-of-staff-committee Thu, 16 Dec 2021 07:45:15 +0000 https://ekolkata24.com/?p=15078 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার। মৃত্যু হয় জেনারেল রাওয়াত সহ ১৩ জনের। গুরুতর জখম অবস্থায় ব্যাঙ্গালোরে বায়ুসেনার হাসপাতালে চিকিত্সা চলছিল কপ্টার-দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহর। বুধবার তাঁর ৭ দিনের লড়াই শেষ হয়। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহেরও মৃত্যু হয়। তাঁর প্রয়াণের পর ফাঁকা পড়েছিল পদটি।

এবার দায়িত্বে সেনাপ্রধান এম এম নারাভানে (Army Chief Gen MM Naravane)। চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান হলেন তিনি। এই কমিটিতে রয়েছেন তিন বাহিনীর প্রধান। এমনই খবর পিটিআই সূত্রের। এই মুহূর্তে তিন বাহিনীর যাঁরা প্রধান রয়েছেন, তাঁদের মধ্যে সবথেকে সিনিয়র এমএম নারাভানে। সূত্রের খবর, তাই তাঁকে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার যথাক্রমে ৩০ সেপ্টেম্বর ও নভেম্বরের ৩০ তারিখে দায়িত্ব নিয়েছেন। 

চিফ অফ ডিফেন্স স্টাফের শেষকৃত্যের আগে, তিন বাহিনীর প্রধানের মধ্যে যিনি সবথেকে সিনিয়র তিনিই ছিলেন চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান। মঙ্গলবার চিফস অফ স্টাফ কমিটি জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী এবং বাকি ১১ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেন।

বুধবার বরুণ সিংহের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ গর্ব, বীরত্ব এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে  দেশের সেবা করেছেন। তাঁর মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। দেশের জন্য তাঁর অসামান্য সেবা কখনও ভোলার নয়। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

]]>