Arunachal pradesh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 25 Oct 2023 17:00:46 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Arunachal pradesh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 राजनाथ सिंह ने अरूणाचल प्रदेश में की शस्त्र पूजा https://ekolkata24.com/uncategorized/rajnath-singh-in-arunachal-pradesh-weapons-worship Wed, 25 Oct 2023 17:00:46 +0000 https://ekolkata24.com/?p=46300 रक्षा मंत्री राजनाथ सिंह ने विजयादशमी पर अरुणाचल प्रदेश के तवांग में शस्त्र पूजा की और सैनिकों के साथ दशहरा पर्व मनाया। उन्होंने सीमा पर तैनात जवानों का हौसला बढ़ाते हुए कहा कि आपने सीमाओं को सुरक्षित रखा है, इसीलिए दुनिया के सामने भारत का कद तेजी से बढ़ रहा है। अगर आपने देश की सीमा को सुरक्षित नहीं रखा होता, तो यह कद संभव नहीं होता।रक्षा मंत्री हर साल सैनिकों के साथ दशहरा पर्व मनाने और शस्त्र पूजा करने के लिए देश की किसी न किसी सीमा पर जाते हैं।

उन्होंने कहा कि अगर भारत का कद बढ़ा है और भारत ने आर्थिक विकास किया है, तो यह वास्तव में महत्वपूर्ण है। अगर आपने देश की सीमा को सुरक्षित नहीं रखा होता, तो यह कद संभव नहीं होता। रक्षा मंत्री राजनाथ सिंह का कहना है कि जिस कठिन परिस्थिति में आप देश की सीमाओं की रक्षा की जिम्मेदारी निभा रहे हैं, उसकी जितनी सराहना की जाए, उतनी कम है। मैं आपको बताना चाहूंगा कि देशवासियों को आप पर गर्व है।

]]>
Arunachal Pradesh: অরুণাচলের ১৫টি জায়গার নাম বদলে দিল বেজিং https://ekolkata24.com/uncategorized/beijing-renamed-15-places-in-arunachal-pradesh Fri, 31 Dec 2021 05:56:39 +0000 https://ekolkata24.com/?p=17321 নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ১৫টি জায়গার নাম পালটে দেওয়ার অভিযোগ উঠল চিনের (China) বিরুদ্ধে। এর জেরে বৃহস্পতিবারই বেজিংয়ের তীব্র বিরোধিতা করেছে ভারত। জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল ও থাকবে। কেবল নতুন নাম দিয়ে সেই সত্যিকে বদলে দেওয়া যাবে না।

গত বুধবার চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, জংনান (অরুণাচলের চিনা নাম) প্রদেশের ১৫টি জায়গার নামকরণ করা হয়েছে। চিনা, তিব্বতি ও রোমান হরফে ওই নামকরণ করা হয়েছে। এই ১৫টি জায়গার মধ্যে ৮টি জনবসতি, ৪টি পাহাড়, ২টি নদী ও ১টি গিরিখাত। এর আগেও ২০১৭ সালে অরুণাচল প্রদেশের ৬টি স্থানের নাম বদল করেছিল বেজিং।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা বিষয়টা জানতে পেরেছি। এই প্রথমবার নয়। এর আগেও চিন অরুণাচল প্রদেশের নানা অংশের নাম বদলাতে চেয়েছে। ২০১৭ সালে এপ্রিল থেকে এই কাজ ওরা করে আসছে। কিন্তু অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং থাকবে, এই সত্যিটা এভাবে নাম বদল করে পালটে দেওয়া যাবে না।’

প্রসঙ্গত, গত মাসেই অরুণাচলের উত্তর সুবনসিরি কিংবা শি ইয়োমি জেলায় ঢুকে গ্রাম বানানোর অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। উপগ্রহ চিত্রে সেই গ্রামগুলির ছবি ধরা পড়ার পরে বিতর্ক তীব্র আকার নেয়। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দফতরের (US Defense Ministry) বার্ষিক রিপোর্টেও ভারতীয় ভূখণ্ডে চিনা জবরদখলের সেই অভিযোগের স্বীকৃতি পাওয়া গেছে।

]]>
অরুণাচলে উঁকি দিল লুপ্তপ্রায় টাকিন, কাজিরাঙায় ক্যামেরাবন্দি শ্বেত হরিণ https://ekolkata24.com/uncategorized/photos-of-rare-animal-takin-captured-in-arunachal-pradesh Sun, 19 Dec 2021 15:45:45 +0000 https://ekolkata24.com/?p=15481 News Desk: বক্সার জঙ্গলে সম্প্রতি দেখা মিলেছে বাংলার বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, এবার দেশের অন্যান্য রাজ্যেও গহন অরণ্যে ক্যামেরাবন্দি হচ্ছে একের পর এক লুপ্তপ্রায় বিরল প্রাণী। সেই তালিকায় জুড়ল আরও দুই লুপ্তপ্রায় প্রাণী। একই দিনে এল জোড়া সুখবর।

অরুণাচল প্রদেশের (arunachal Pradesh) দুর্গম অরণ্যে দেখা মিলল বিরল তালিকাভুক্ত লুপ্তপ্রায় প্রাণী তাকিন। এটি ভুটানের জাতীয় প্রাণী।

অরুণাচলের পূর্ব কামেং জেলার সেপ্পা জঙ্গল দুর্লভ প্রাণীদের অন্যতম আবাসস্থল হিসেবেই পরিচিত। স্নো লেপার্ড বা তুষার চিতার (snow leopard) সন্ধান চালাতে সম্প্রতি এই জঙ্গলের ৩ হাজার ৫০০ মিটার উচ্চতায় দুর্গম জঙ্গলে ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সেই লুকোনো ক্যামেরায় এমন এক ছবি মিলল যার জন্য বনদফতরের আধিকারিকরাও তৈরি ছিলেন না। লুকোনো ক্যামেরায় ধরা পড়ল লাল তালিকাভুক্ত (অতি বিরল) টাকিন (takin) নামের প্রাণীটি।

প্রাণীটি আদতে ছাগল গোত্রের। কিন্তু তার দেহ অনেক বড়। বিশ্বের বড় স্তন্যপায়ী প্রাণীর অন্যতম এই টাকিন। ভারতের জঙ্গলে এই বিরলতম প্রাণীর খোঁজ পাওয়ায় স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। তবে ভুটানে এই প্রাণী সংরক্ষিত হয় দেশটির পশুশালায়।

আর অসমের কাজিরাঙ্গা অরণ্যে ক্যামেরাবন্দি হল বিরল হোয়াইট হগ ডিয়ার (white hog deer)। রবিবার কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে (Kaziranga National Park) খোঁজ মিলেছে অতি দুর্লভ এক সাদা হগ ডিয়ারের।একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, অন্যান্য হরিণের সঙ্গে জঙ্গলের ভেতর চরে বেড়াচ্ছে সাদা হরিণটি।

অসম বনদফতরের তরফে জানানো হয়েছে, যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ‘হগ ডিয়ার’ বা শ্বেত হরিণ। সাধারণত এই ধরনের হরিণগুলি ছোট ও সাদা রঙের হয়। তবে এই হরিণটি অ্যালবিনো। অ্যালবিনো সাধারণত জিনগত একটি সমস্যা, যার জেরে প্রাণীর রং সাদা হয়ে যায়। এই হরিণটিও একটি অ্যালবিনো হরিণ। উল্লেখ্য, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জয়ন্ত কুমার শর্মার তোলা একটি সাদা হরিণের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

]]>
Arunachal Pradesh: সীমান্ত টপকে আসা চিনা সেনাদের আটকাল ভারতীয় জওয়ানরা https://ekolkata24.com/uncategorized/indian-and-chinese-troops-face-off-in-arunachal-border Fri, 08 Oct 2021 05:02:05 +0000 https://www.ekolkata24.com/?p=6882 নিউজ ডেস্ক: সীমান্ত পেরিয়ে আসা চিনা সেনার অনুপ্রবেশ রুখেছে ভারতীয় জওয়ানরা। সংবাদ সংস্থা PTI জানাচ্ছে, অরুণাচল প্রদেশের (Arunachal pradesh) তাওয়াং সেক্টরের কাছে এই অনুপ্রবেশ হয়। ভারত ও চিনের স্থানীয় কমান্ডরা পরস্পর মুখোমুখি থেকে দুপক্ষকে হুঁশিয়ারি দেয়।

অরুণাচল প্রদেশে সীমান্ত টপকে আসা চিনা সেনাদের কাছে নতুন কিছু না। বিস্তীর্ণ বরফ ও জঙ্গলের এলাকা জুড়ে চিনের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত। আর আছে মায়ানমারের সীমান্ত।

PTI জানাচ্ছে তাওয়াং সেক্টরের ইয়াংগতসে এলাকায় গত সপ্তাহে চিনা সেনা ঢুকেছিল ভারতীয় জমিতে। তাদের জোর করে ফেরত পাঠানো হয়। সে সময় দুই তরফের কমান্ডাররা মুখোমুখি হয়। আরও জানানো হয়েছে বিষয়টি পরে আলোচনা করে মিটমাট হয়েছে।

ভারত ও চিনের মধ্যে সুদীর্ঘ সীমান্ত পশ্চিমে কেন্দ্রশাসিত এলাকা লাদাখ থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত। লাদাখের কাছে সীমান্ত নিয়ে যেমন বিরোধ তেমনই হিমাচল প্রদেশ, সিকিম ও অরুণাচলের বিভিন্ন সেক্টরেও বিরোধ রয়েছে।

অরুণাচল প্রদেশকে চিন নিজেদের অংশ বলে বারবার দাবি করে। বিভিন্ন সময় বিতর্কিত মানচিত্র প্রকাশ করা হয়। নয়াদিল্লি কড়া অবস্থান নেয়।

]]>