Ashis Das – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 04 Oct 2021 11:44:35 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Ashis Das – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Kolkata: প্রকাশ্যে মমতাকে মাতৃশক্তি হিসেবে তুলনা BJP বিধায়কের, ভাঙন স্পষ্ট https://ekolkata24.com/uncategorized/kolkata-tripura-bjp-mla-ashis-das-likly-to-join-tmc Mon, 04 Oct 2021 11:44:35 +0000 https://www.ekolkata24.com/?p=6553 নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী মোদীর ভূমিকায় প্রবল হতাশ হয়েছেন তা খোলাখুলি জানাতে দ্বিধা নেই। তেমনই বিজেপি বিধায়ক হয়েও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেশনেত্রী হিসেবে মেনে নিতেও কুন্ঠা নেই। এভাবেই দলত্যাগের ইঙ্গিত স্পষ্ট করলেন ত্রিপুরায় শাসক দল বিজেপির (BJP) বিধায়ক আশিস দাস।

আশিস দাস ত্রিপুরার সুরমা (Surma vidhansabha) বিধানসভার বিধায়ক। তিনি কলকাতায় এসেছেন কিছু ব্যক্তিগত কাজে। জানিয়েছেন, কালীঘাটে পুজো দেবেন। তার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ভবিষ্যত কর্মসূচি জানাবেন।

আশিসবাবুর ইঙ্গিতে স্পষ্ট তিনি বিজেপি ত্যাগ করতে চলেছেন। সূত্রের খবর আরও এক ডজন বিধায়ক দ্রুত বিজেপি ছাড়বেন। ত্রিপুরায় হয় সংখ্যালঘু সরকার হবে কিংবা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার পড়ে যাবে। এমনই আশঙ্কা সে রাজ্যের বিজেপি শিবিরে।

আগরতলা থেকে আশিস দাস কলকাতা এসে তৃণমূল কংগ্রেস ভবনে যান। তিনি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুধু একটি রাজ্যের নেত্রী নন তিনি সর্বভারতীয় বিরোধী মুখ। ইন্দিরা গান্ধীর পর মাতৃশক্তির হাতেই ভারত সুরক্ষিত হবে। প্রধানমন্ত্রী মোদীর সরকার দেশীয় সম্পদের বিক্রি নীতির প্রবল সমালোচনা করেন বিজেপি বিধায়ক।

ত্রিপুরায় আগামী বিধানসভা ভোটের আগে শাসক বিজেপির অভ্যন্তরে ভাঙন ক্রমে বড় হচ্ছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়ে রেখেছেন একগুচ্ছ বিধায়ক। এরা সংস্কারপন্থী বা বিদ্রোহী বলে পরিচিত। এই গোষ্ঠীর নেতা সুদীপ রায় বর্মণ। সুদীপবাবুর সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত প্রবল।

বিজেপি বিধায়কদের বিদ্রোহী গোষ্ঠী দিল্লি গিয়ে খোদ সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করার দাবি রাখেন। তাঁদের অভিযোগ, বিপ্লব দেব কে মুখ্যমন্ত্রী করে আগামী বিধানসভা ভোট লড়লে ত্রিপুরা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি। তবে কেন্দ্রীয় নেতৃত্ব সেকথা মানেননি। বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করলেও ত্রিপুরায় বিপ্লববাবুকেই পদে বহাল রেখেছে।

গত বিধানসভা ভোটের আগে ততকালীন বিরোধী দল কংগ্রেস থেকে বেরিয়ে সুদীপ রায় বর্মণের নেতৃত্বে বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। টিএমসি হয়েছিল বিরোধী দল। পরে সেই বিধায়করা সুদীপবাবুর নেতৃত্বে়ই ফের বিজেপিতে যান। ভোটে টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসনের অবসান হয়। সিপিআইএম এখন বিরোধী দল।

এর মাঝে পশ্চিমবঙ্গে টানা তিনবার সরকার গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় ফের রাজনৈতিক কর্মসূচি নিয়েছে। টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ত্রিপুরায় বিজেপির প্রায় সব বিধায়ক দলত্যাগ করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসতে তৈরি।

]]>
Tripura: সরকারে ভাঙন? বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূল ভবনে https://ekolkata24.com/uncategorized/tripura-bjp-mla-ashis-das-spoted-at-tmc-office-in-kolkata Sat, 02 Oct 2021 12:36:34 +0000 https://www.ekolkata24.com/?p=6328 নিউজ ডেস্ক: সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার সরব হওয়া ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস এবার কি তৃণমূলের ঘরে? তিনি কলকাতার তৃণমূল ভবনে কেন এসেছেন ? এই প্রশ্নে সরগরম ত্রিপুরা।

মনে করা হচ্ছে, সুরমা বিধানসভার বিধায়ক আশিস দাস দ্রুত দলত্যাগ করবেন। সূত্রের খবর, অন্তত এক ডজন বিধায়ক সরকারপক্ষ ত্যাগ করতে চলেছেন। এরা সবাই বিদ্রোহী বিধায়ক বলে সুপরিচিত। তাদের দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে না সরালে জনগণের চোখে শত্রু হয়ে যেতে হবে।

বিদ্রোহী দলের নেতা ত্রিপুরার হেভিএয়েট নেতা সুদীপ রায়বর্মণ। তিনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। সুদীপবাবুর নেতৃত্বে গত বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় ততকালীন বিরোধী দল কংগ্রেস থেকে বেরিয়ে বিধায়করা তৃণমূল কংগ্রেসে গেছিলেন। পরে তারাই আবার যোগ দেন বিজেপিতে। নির্বাচনে টানা দু দশকের বামফ্রন্ট সরকারের পতন হয়। ক্ষমতায় আসে বিজেপি-আইপিএফটি জোট সরকার।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কর্মকাণ্ডের বিরুদ্ধে লাগাতার সরব হয়েছেন বিজেপির বহু বিধায়ক। ফলে সরকারের অভ্যন্তরে ভাঙন স্পষ্ট। আগামী বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নতুন করে সংগঠন তৈরিতে নজর দিয়েছে। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানান, চাইলে যে কোনও দিন ত্রিপুরায় সরকার ফেলে দিতে পারেন।

]]>