Ashish Mishra – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 03 Jan 2022 12:40:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Ashish Mishra – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Lakhimpur: লখিমপুর কাণ্ডের পুলিশের চার্জসিটে মন্ত্রীর ছেলে আশিস https://ekolkata24.com/uncategorized/lakhimpur-incident-police-chargesheet Mon, 03 Jan 2022 12:40:05 +0000 https://ekolkata24.com/?p=17807 ২০২১ সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশের লখিমপুর (Lakihmpur) খেরিতে গাড়িচাপা দিয়ে ৮ জনকে হত্যার মামলায় চার্জশিট পেশ করল উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার আদালতে পুলিশের পক্ষ থেকে ৫০০০ পাতার এই চার্জশিট পেশ করা হয়েছে। যাতে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর নাম। 

পুলিশ এই ঘটনার তদন্তে আগেই যে চার্জশিট পেশ করেছিল তাতেই বলা হয়েছিল এটা দুর্ঘটনা নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নাম জড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছেলে আশিসের নাম। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে অনেক বেশি রাজনৈতিক বিতর্ক হয়েছে। সে কথা মাথায় রেখেই বিশেষ তদন্তকারী দল বা সিট অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনার তদন্ত করেছে। সোমবার একটি বড় ট্রাঙ্কে করে কড়া পুলিশি নিরাপত্তায় ৫ হাজার পাতার চার্জশিট আদালতে নিয়ে আসা হয়। আদালতে প্রবেশের পর ট্রাঙ্কের তালাখুলে চার্জশিট বের করা হয়।
এই মামলার অন্যতম তদন্তকারী অফিসার এসপি যাদব জানিয়েছেন, আদালত যদি এই চার্জশিট গ্রহণ করে তবে খুব শীঘ্রই শুনানি শুরু হবে। বিশেষ তদন্তকারী দলের এই চার্জশিটে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী অজয়ের নাম নেই। তবে নাম আছে মন্ত্রীর এক আত্মীয় বীরেন্দ্র শুক্লার। ইতিমধ্যেই এই মামলার তদন্তে পুলিশের ঢিলেমির জন্য একাধিকবার আদালত ভর্ৎসনা করেছে। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর এই মামলার তদন্ত কিছুটা গতি পায়। গত মাসেই সিট তার প্রাথমিক তদন্ত রিপোর্টে জানিয়েছিল, লখিমপুরে দুর্ঘটনাজনিত কারণে কোনও কৃষকের মৃত্যু হয়নি। রীতিমতো পরিকল্পনা করেই কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল। এখন দেখার চার্জশিট পেশ করার পর কতদিন পরে এই মামলার শুনানি শুরু হয়।

]]>
Lakhimpur Kheri: কৃষক হত্যা মামলায় মন্ত্রী অজয় মিশ্রর পাশেই দল https://ekolkata24.com/uncategorized/lakhimpur-kheri-case-no-action-likely-against-union-minister-ajay-misra-say-sources Thu, 16 Dec 2021 16:30:58 +0000 https://ekolkata24.com/?p=15161 News Desk, New Delhi: লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় বৃহস্পতিবার (thursday) উত্তাল হয়েছে সংসদের উভয় কক্ষ। বিরোধীদের দাবি, লখিমপুরে (lakhimpur) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর (ashish mishra) গাড়ির চাকায় পিষে মারা হয়েছে ৪ কৃষককে। তাই ওই ঘটনার দায় নিয়ে মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

অন্যথায় তাঁকে মন্ত্রিসভা (cabinet) থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু বিরোধীদের এই চাপের মুখেও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর (ajay mishra) পাশেই থাকল তাঁর দল বিজেপি। সূত্রের খবর, বিজেপি নেতারা অনেকেই বলছেন ছেলের অপরাধে কখনওই বাবার শাস্তি হতে পারে না। তাই তাঁকে এখনই মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক এটা কোনওভাবেই চাইছে না গেরুয়া শিবির।

চলতি সপ্তাহের শুরুতেই লখিমপুরের ঘটনার তদন্তে গঠিত সিট তার রিপোর্টে জানিয়েছে, ওই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। কৃষকদের মারার জন্য আগে থেকেই চক্রান্ত করা হয়েছিল। ওই চক্রান্তের সঙ্গে যুক্ত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস। একইসঙ্গে সিট রিপোর্ট পেশ করে আদালতের কাছে অভিযুক্ত আশিস-সহ অন্যদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করার অনুমতি চাইলে সেই অনুমোদন দিয়েছে আদালত।

সিটের ওই রিপোর্টের পর বিরোধীরা মোদি সরকারের উপর লখিমপুর কাণ্ড নিয়ে আরও প্রবল চাপ তৈরি করেছে। বিরোধীদের দাবি, অবিলম্বে অভিযুক্ত আশিসের বাবাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে।

বৃহস্পতিবার লোকসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি অজয়কে ‘ক্রিমিনাল’ বলে উল্লেখ করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয়কে সরানোর দাবিতে বুধবার লোকসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন রাহুল। বৃহস্পতিবার রাহুল তাঁর সুর আরও চড়িয়ে বলেন, কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কারণ উনি একজন অপরাধী। ছেলের কুকীর্তি জেনেও আগাগোড়া আড়াল করে গিয়েছেন।

সূত্রের খবর বিরোধীদের চাপ বাড়লেও এখনই অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার পক্ষপাতী নন বিজেপির নেতারা। কারণ তাঁরা মনে করছেন, ছেলের কুকীর্তির দায় কখনওই বাবার ঘাড়ে বর্তায় না। রাজনৈতিক মহল মনে করছে, অজয় মিশ্র ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হলে ব্রাহ্মণ সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। অর্থাৎ ব্রাহ্মণ ভোট বিজেপির হাতছাড়া হতে পারে। তাই অজয়কে এখনই মন্ত্রিসভা থেকে সরানোর মতো ঝুঁকি নিতে চাইছে না দল।

যদিও বুধবার লখিমপুরে একটি অক্সিজেন প্লান্ট উদ্বোধন করতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে অজয় যে ব্যবহার করেছেন তা মেনে নিচ্ছে না দল। সূত্রের খবর, দলের মধ্যে এ বিষয়ে ইতিমধ্যে অজয়কে সতর্ক করা হয়েছে। তাঁকে বলা হয়েছে সাংবাদিক বা সংবাদমাধ্যমের সঙ্গে ভবিষ্যতে কখনওই যেন এ ধরনের উদ্ধত আচরণ না করেন।

উল্লেখ্য, বুধবার লখিমপুরে ওই অক্সিজেন প্লান্ট উদ্বোধন করতে গেলে এক সাংবাদিক মন্ত্রীকে তাঁর ছেলের সম্পর্কে প্রশ্ন করেন। তখনই তিনি ওই সাংবাদিককে চোর বলে কটুক্তি করেন। এমনকী, তাঁর হাতে থাকা বুমটিও কেড়ে নিতে যান।

]]>
Uttar Pradesh: লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগের অনুমতি আদালতের https://ekolkata24.com/uncategorized/uttar-pradesh-court-allowed-the-addition-of-attempted-murder-clause-against-the-accused-in-the-lakhimpur-case Wed, 15 Dec 2021 12:42:54 +0000 https://ekolkata24.com/?p=14994 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধানসভা (Uttar Pradesh) নির্বাচনের সময় যত এগিয়ে আসছে লখিমপুর খেরি কাণ্ডে (Lakhimpur Kheri) বিজেপির অস্বস্তি ততই বেড়ে চলেছে। মঙ্গলবার লখিমপুর কাণ্ডে সিটের তদন্ত রিপোর্টে জানানো হয়েছিল, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। কৃষকদের খুন করতে রীতিমতো চক্রান্ত করা হয়েছিল।

ঘটনার জেরে সিট আদালতের কাছে লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করার আবেদন জানায়। সেই আবেদনে সাড়া দিল আদালত। বুধবার আদালত অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধেই খুনের চেষ্টার ধারা যুক্ত করার অনুমতি দিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রও (Ashish Mishra)। আদালতের এই নির্দেশে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির নিশ্চিতভাবেই চাপে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

লখিমপুরের ঘটনায় বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে, বিজেপি নেতা ও মন্ত্রীর ছেলে এই ঘটনায় সরাসরি যুক্ত। তারা পরিকল্পনা করেই এই কাজ করেছে। বিরোধীদের সেই অভিযোগকে মান্যতা দিয়েছে সিটের রিপোর্ট।

ministers-son-ashish-mishra

প্রসঙ্গত, এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইপিসির ২৭৯, ৩৩৮ এবং ৩০৪এ (অবহেলায় মৃত্যু ঘটা) ধারা ছিল। কিন্তু সিটের রিপোর্টে ঘটনাটি সুপরিকল্পিত, ইচ্ছাকৃত খুনের চেষ্টা বলে উল্লেখ করা হয়। সিট তার রিপোর্টে স্পষ্ট জানায়, এটি কোনও দুর্ঘটনা বা অসতর্কতামূলক ঘটনা বলে মনে করার কোনও কারণ নেই। সাক্ষ্য প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বলা যায় রীতিমতো পরিকল্পনা করেই কৃষকদের পিষে মারা হয়েছিল। তাই অভিযুক্তদের প্রতি কোনওভাবেই নরম মনোভাব দেখান উচিত নয়। এর পরই সিটের তদন্তকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯-ধারার পরিবর্তে ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৬ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্রের দ্বারা গুরুতর আঘাত করা) ধারার মত বিভিন্ন ধারা যুক্ত করার জন্য আদালতের কাছে আর্জি জানান। পাশাপাশি এই ঘটনায় ৩০৪-এ ধারা বাতিল করার কথা জানায় সিট। ৩০৪ ধারার পরিবর্তে ৩০৭ ধারা-সহ বাকি ধারা যোগ করার অনুমতি চায় সিট। সিটের এই আবেদনে ইতিবাচক সাড়া দেয় আদালত। এদিন আদালত নির্দেশ দেয়, লখিমপুর কাণ্ডে ধৃতদের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু’র পরিবর্তে ৩০৭ ধারা তথা ‘খুনের চেষ্টা’র ধারা যোগ করার।

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য, ৩ অক্টোবর লখিমপুর খেরিতে মন্ত্রী-পুত্র আশিসের গাড়ি পিষে দেয় বিক্ষোভরত চার কৃষকে। আহত হন অনেকে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী অজয়ের দাবি, ঘটনার সময় তাঁর ছেলে আশিস গাড়িতে ছিলেন না। ঘটনার সময় তাঁর ছেলে অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। তবে মন্ত্রীর ছেলের বিরুদ্ধে শুধু পিষে খুন করার অভিযোগই নয়, গুলি চালানোরও অভিযোগও উঠেছে। ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। উদ্ধার হয় তাঁর বন্দুক। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে ধৃতদের সকলের বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ আনতে চলেছে সিট।

]]>
Lakhimpur Kheri: ঘটনার পুনর্গঠন করার জন্য আশিস মিশ্রকে নিয়ে যাওয়া হল লখিমপুরে https://ekolkata24.com/uncategorized/ashish-mishra-was-taken-to-lakhimpur-kheri-to-recreate-the-incident Thu, 14 Oct 2021 14:15:46 +0000 https://www.ekolkata24.com/?p=7641 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: লখিমপুরে (Lakhimpur Kheri) গাড়িচাপা দিয়ে চার কৃষকের মৃত্যুর ঘটনাটি পুনর্গঠন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে বৃহস্পতিবার লখিমপুরে নিয়ে যাওয়া হয়। আশিসের সঙ্গেই নিয়ে যাওয়া হয় তার বন্ধু অঙ্কিত দাসকে। ঘটনা পুনর্গঠন করার জন্য ব্যবহার করা হয় পুলিশের গাড়ি।

সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, পুলিশের একটি জিপ বেশ কয়েকটি ডামিকে পর পর ধাক্কা মারছে। ঘটনার সঙ্গে সঙ্গেই গোটা এলাকাটি পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই ছবি সামনে আসতে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে ৩ অক্টোবর ঘটনার দিন কেন ওই এলাকাটি পুলিশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়নি।

ঘটনার পরের দু’দিন অনেকেই সেখানে গিয়েছিলেন। ফলে লখিমপুরের ঘটনার অনেক তথ্য-প্রমাণে নষ্ট হয়ে গিয়েছে। গত সপ্তাহে মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করেছিল যোগী সরকারের পুলিশ। আপাতত আশিস পুলিশি হেফাজতে রয়েছে। বৃহস্পতিবারই যার মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর মন্ত্রী পুত্রকে হেফাজতে নেওয়ার জন্য শুক্রবার আদালতে আবেদন করবে পুলিশ।

বুধবার রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। ওই প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে লখিমপুরে ঘটনা নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে অনুরোধ করে। অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট বলেছেন, যতদিন আশিসের বাবা কেন্দ্রে মন্ত্রী থাকবে ততদিন লখিমপুরের ঘটনার ন্যায় বিচার সম্ভব নয়।

এরই মধ্যে বৃহস্পতিবার মহাষ্টমীর দিন সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভাষণের একটি ভিডিয়ো টুইট করেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাজপেয়ী তাঁর ভাষণে স্পষ্ট বলছেন, কৃষকদের ভয় দেখালে কখনওই ফল ভাল হবে না। আমি সরকারকে বলতে চাই, কৃষকদের ভয় দেখাবেন না। কারণ কৃষকরা ভয় পায় না। আমরা কৃষকদের কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাই না। বরং আমরা কৃষকদের ন্যায্য দাবি সমর্থন করি। তবে ওই ভিডিয়োটি ঠিক কবে তোলা হয়েছিল তা স্পষ্ট নয়। ওই টুইটের শেষে বরুণ লিখেছেন, এক হৃদয়বান মহান নেতা যা বলেছেন তা যথেষ্ট যুক্তিযুক্ত এবং আজকের দিনও একই রকম প্রাসঙ্গিক। বরুণ এই ভিডিয়ো পোস্ট করে এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি আর চুপ করে থাকবেন না। বরং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি এবার মুখ খুলবেন।

]]>
চাপের মুখে লখিমপুরের ঘটনায় মূল অভিযুক্ত আশিসকে তিন দিনের পুলিশি হেফাজত https://ekolkata24.com/uncategorized/lakhimpur-ashish-mishra-sent-to-3-day-police-custody Mon, 11 Oct 2021 16:52:03 +0000 https://www.ekolkata24.com/?p=7346 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখিমপুরে গাড়িচাপা দিয়ে চার কৃষককে খুন করার ঘটনায় অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র (Ashish Mishra)। শনিবার দীর্ঘ ১২ ঘন্টা জেরার পর তাঁকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।

আশিসকে রবিবারে আদালতে তোলা হয়। রবিবার আদালত আশিসকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু আদালতের সেই নির্দেশকে কেন্দ্র করে প্রথম থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। রাজনৈতিক মহল থেকে আইনজীবীরা সকলেই প্রশ্ন তুলেছিলেন, খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে কেন পুলিশ নিজেদের হেফাজতে চাইল না?

শেষ পর্যন্ত পুলিশের দাবি মেনে সোমবার আশিসকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের দাবি, তদন্তে সহযোগিতা করছে না মন্ত্রীপুত্র।

এদিন শুনানি শুরু হলে পুলিশ আদালতকে জানায়, ৩ অক্টোবর ঘটনার দিন কৃষক হত্যার সময় তিনি কোথায় ছিলেন তা কিছুতেই বলছেন না আশিস। ঘটনাস্থল থেকে দু’টি কার্তুজের খোল মিলেছিল। কৃষকদের অভিযোগ, আশিসের বন্ধুরাই গুলি চালিয়েছিল। কিন্তু আশিস দাবি করছেন, কেউ গুলি চালায়নি।

মন্ত্রী অজয় মিশ্র বলেছিলেন, লখিমপুরের ঘটনার সময় তাঁর ছেলে অন্য একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যদিও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ওই দিন দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত সেই অনুষ্ঠানে ছিলেন না আশিস। তার ফোনের লোকেশন পরীক্ষা করে দেখা গিয়েছে, ঘটনার সময় তিনি লখিমপুরের কাছাকাছিই ছিলেন।

এরপরই উত্তরপ্রদেশ পুলিশ এদিন আদালতে স্পষ্ট জানায়, মন্ত্রীপুত্র আশিস তদন্তে আদৌ সহযোগিতা করছে না। এই মামলার তদন্তে আশিসকে আরও জেরা করা প্রয়োজন। এজন্য আশিসকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হোক। অন্যদিকে আশিসের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল ঘটনা সম্পর্কে যতটা জানেন ততটাই বলেছেন। কিন্তু পুলিশ তাঁর মুখ দিয়ে অন্য কথা বলাতে চাইছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত সোমবার আশিসকে তিন দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠায়।

অন্যদিকে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র সিং এদিন লখিমপুরের ঘটনার কথা টেনে বলেন, নেতা হওয়া মানে এই নয় গাড়িচাপা দিয়ে মানুষ মারতে হবে। রাজনীতি করতে হলে সবার আগে ব্যবহার ঠিক করতে হবে। কারণ মানুষ একজন রাজনীতিবিদের ব্যবহার লক্ষ্য করে তবেই ভোট দেন। রাজনীতি মানে সমাজসেবা, কারও প্রাণ কেড়ে নেওয়া নয়।

অন্যদিকে যত সময় যাচ্ছে ততই বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হচ্ছে। বিরোধীদের দাবি, অজয় কেন্দ্রীয় মন্ত্রী থাকলে তাঁর ছেলের বিরুদ্ধে যথাযথ তদন্ত হবে না।

]]>
Lakhimpur kheri: কেন্দ্রীয় মন্ত্রী-পুত্র আশিসকে পুলিশি হেফাজতে না নেওয়ায় উঠছে প্রশ্ন https://ekolkata24.com/uncategorized/lakhimpur-kheri-the-question-is-why-the-union-ministers-son-ashish-was-not-taken-into-police-custody Sun, 10 Oct 2021 14:48:43 +0000 https://www.ekolkata24.com/?p=7180 নিউজ ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর লখিমপুর খেরি (Lakhimpur kheri) কাণ্ডে গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। শনিবারই পুলিশের কাছে হাজিরা দেন আশিস। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। ঘটনার প্রেক্ষিতে আইনজীবী মহল প্রশ্ন তুলেছেন, কেন খুনের মামলায় অভিযুক্ত আশিসকে পুলিশি হেফাজতে নেওয়া হল না।

এই ঘটনার তদন্তে নিশ্চিতভাবেই আশিসকে আরও জেরা করা প্রয়োজন ছিল। কিন্তু পুলিশি হেফাজতে না নিয়ে কেন তাঁকে প্রথমেই জেল হেফাজতে পাঠানো হল। শুধু তাই নয়, জেলের ভিতরে আশিসের জন্য বিশেষ ব্যবস্থাও থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে খুনের ঘটনায় অভিযুক্ত একজন বন্দি বিশেষ সুবিধা পাবে। এর একমাত্র কারণ আশিস বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। বাবা ও ছেলে দুজনেই প্রভাবশালী ব্যক্তি। অনেকেই নাম গোপন করে বলেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অঙ্গুলী হেলনেই চলছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ও পুলিশ। সে কারণেই আশিসকে সরাসরি জেল হেফাজতে পাঠানো হল।

লখিমপুরে ৪ কৃষককে খুনে অভিযুক্ত আশিসকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ হাইকোর্ট। শনিবার টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় আশিসকে। এদিন তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। জিজ্ঞাসাবাদে সময় পুলিশের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করেন মন্ত্রী পুত্র। তার পরেও কেন আশিসকে পুলিশ হেফাজতে না দিয়ে সরাসরি জেল হেফাজতে পাঠানো হলো তা নিয়েই প্রশ্ন উঠেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আশিস তাদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করছে না। যদিও তার পরেও পুলিশের তরফে আদালতে আশিসকে হেফাজতে নেওয়ার দাবি তোলা হয়নি। বিরোধীদের অভিযোগ, বেজেপি নেতা তথা মন্ত্রীপুত্র বলেই আদালতে নিজেদের দায় ঝেড়ে ফেলতে তৎপর ছিল যোগীর পুলিশ। যার জেরেই পুলিশি হেফাজতের পরিবর্তে জেল হেফাজত হয়েছে আশিসের।

লখিমপুরের ঘটনা নিয়ে প্রথম থেকেই যোগী সরকারকে নিশানা করছেন প্রিয়াঙ্কা গান্ধী। যদিও এই ঘটনায় মোটেই খুশি নন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। পুরোটাই লোকদেখানো বলে দাবি করেছেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগ, মন্ত্রী ও তাঁর ছেলেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন যোগী। জনগণের ফোরাম থেকে মন্ত্রীকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী লখনউ এসেছিলেন উত্তরপ্রদেশের পারফরম্যান্স এবং আজাদি কি অমৃত মহোৎসব দেখতে। কিন্তু, উনি লখিমপুর খেরির নিহতদের পরিবারের কষ্ট ভাগ করে নিতেন এলেন না। বরং প্রধানমন্ত্রী আন্দোলনকারী কৃষকদের জঙ্গি বলেছেন। যোগীজি তাঁদের গুণ্ডা বলেছেন। কৃষকদের হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। উত্তরপ্রদেশের যোগী সরকার সর্বোতভাবে আড়াল করছে অভিযুক্তদের।’

]]>
Lakhimpur Kheri violence: ১৮ অক্টোবর দেশজুড়ে রেল অবরোধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা https://ekolkata24.com/uncategorized/lakhimpur-kheri-violence-farmers-to-hold-rail-roko-on-oct-18-demanding-ashish-mishras-arrest Sat, 09 Oct 2021 17:18:57 +0000 https://www.ekolkata24.com/?p=7024 নিউজ ডেস্ক:  উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদ জানাতে দেশজুড়ে রেল অবরোধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। সংগঠনের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, লখিমপুরে ৪ কৃষককে পিষে মারার ঘটনার প্রতিবাদ জানাতে তাঁরা ১৮ অক্টোবর গোটা দেশজুড়ে রেল অবরোধ কর্মসূচি পালন করবেন। তবে শুধু রেল অবরোধ নয়, ওই ঘটনার প্রতিবাদে ১৫ অক্টোবর গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল পোড়াবেন তাঁরা।

উল্লেখ্য, গত রবিবার লখিমপুরে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিল বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস। ওই ঘটনায় চার কৃষক -সহ ৮ জনের মৃত্যু হয়। ইতিমধ্যেই ওই ঘটনায় স্বতঃপ্রণেদিত হয়ে একটি মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত।

এই মুহূর্তে দেশের রাজনীতিতে লখিমপুর এক বড় ইস্যু হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই কৃষকদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সবার আগে লখিমপুরে পৌঁছেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক সংসদীয় প্রতিনিধিদল।

সংযুক্ত কিষাণ মোর্চা এদিন রেল অবরোধের ডাক দেওয়ার পর গোটা দেশের একাধিক কৃষক সংগঠন ওই অবরোধ কর্মসূচিতে সামিল হওয়ার কথা ঘোষণা করেছে। পাঞ্জাব ও হরিয়ানার একাধিক কৃষক সংগঠন জানিয়েছে, ১৮ অক্টোবর শুধু রেল নয়, তারা সড়কপথও অবরোধ করবে।

]]>