Awami League – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 04:06:06 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Awami League – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bangladesh: ‘পশ্চিমবঙ্গ খেলা হবে স্লোগান ভাড়া নিয়েছে, সব খেলায় জিতব’ https://ekolkata24.com/uncategorized/bangladesh-khela-hobe-slogan-political-controversy-in-narayanganj-city-corporation-election Sun, 09 Jan 2022 04:04:20 +0000 https://ekolkata24.com/?p=18491 খেলা হবে। ‘সব খেলার জিতব!’ চর্চিত স্লোগানটির জন্মদাতা বাংলাদেশের (Bangladesh) প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান ফের শিরোনামে। তিনি হুমকি দিতে শুরু করেছেন বলে অভিযোগ। বাংলাদেশ জমজাট।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (পুরনিগম) ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলের সংসদ সদস্য শামীম ওসমান স্বাভাবিকভাবেন নজরে ও প্রচারে। বিতর্কিত নেতার তৈরি খেলা হবে স্লোগান আরও চর্চিত। ১৬ জানুয়ারি ভোট।

বাংলাদেশের রাজনীতিতে চর্চিত নাম শামীম ওসমান। তাঁর বহু চর্চিত স্লোগান ‘খেলা হবে’ সীমাম্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একপ্রকার তৃণমূল কংগ্রেসের ভোট স্লোগানে পরিণত হয়। এখন সেই স্লোগান যে কোনও ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। স্লোগানটির জন্মদাতা শামীম ওসমান আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (পুরনিগম) নির্বাচনে ফের ‘খেলা হবে’ স্লোগানেই ভর করেছেন।

গ্রাম্য নৌবাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমান বলেছেন, পশ্চিমবঙ্গ আমার খেলা হবে স্লোগান ভাড়া করেছে। ‘নৌকাবাইচ খেলা আমি জীবনে প্রথম দেখেছি। খেলাটি দেখে অনেক ভালো লেগেছে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমাদের গ্রামীণ যেসব খেলা আছে নৌকাবাইচ, হাডুডু, কাবাডি, সাঁতার খেলা হবে। সব ধরনের খেলা হবে। আমরা সব ধরনের খেলায় জিতব।’

প্রভাবশালী শামীম ওসমানের মন্তব্যের শেষ বাক্যটি  অর্থাৎ ‘আমরা সব ধরনের খেলায় জিতবো’, চরম রাজনৈতিক হুমকি বলেই মনে করছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি। যদিও বাংলাদেশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হলো জাতীয় পার্টি। নারায়ণগঞ্জ কর্পোরেশনের ভোটে মূল লড়াই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তবে বিএনপি এখানে নির্দল (স্বতন্ত্র) প্রার্থী দিয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের ভোটে আএয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। টানা ১৯ বছর মেয়র। তাঁর প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বকলমে বিএনপি লড়াই করছে।

ভোটে বিতর্ক উস্কে দিয়েছেন খোদ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আইভী। তাঁর বিস্ফোরক দাবি, দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের মদত নিয়েছেন প্রতিদ্বন্দ্ব্বিতা তৈমুর। চরম বিতর্কের মধ্যে পড়েন আইভী।গোষ্ঠীকোন্দল আরও স্পষ্ট হওয়ায় বিব্রত আওয়ামী লীগ। পরে পরিস্থিতি সামাল দিতে আইভী ও শামিম ওসমানের মধ্যে মৌখিক মিটমাট হয়েছে বলেই খবর।

]]>
Mashrafe Mortaza: বন্ধু রবি জুতো সেলাই করে, আড্ডা মারেন মাশরাফি https://ekolkata24.com/sports-news/unique-moment-of-ex-cricket-star-mashrafe-mortaza Mon, 20 Dec 2021 14:05:33 +0000 https://ekolkata24.com/?p=15537 News Desk: আন্তর্জাতিক ক্রিকেট তারকা যখন ছিলেন তখনও যেরকম, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হয়েও একইরকম। বন্ধুর সঙ্গে আড্ডা মারেন তার দোকানেই। বন্ধু রবি দাস জুতো সেলাই করেন।

বাংলাদেশের নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তাজা (Mashrafe Mortaza)। তারকা হলেও মাশরাফির বন্ধুসুলভ মনোভাব সেই আগের মতোই আছে। সময় পেলেই ছোটবেলার বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তিনি। 

নিজের শহর নড়াইল গেলে শহরের চৌরাস্তা মোড়ের বটগাছের নিচে বসে জুতে সেলাই করা বন্ধু রবি দাসের দোকানে নিয়মিত আড্ডা দেন মাশরাফি। সংসদ সদস্য হওয়ার পরও তার সেই অভ্যাস বদলায়নি।

মাশরাফির সঙ্গে রবি দাসের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, বটগাছের নিচে জুতো সেলাই করছেন একজন। তার পাশে বসে মাশরাফি বিন মোর্তাজা।

পরে জানা যায়, আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের বন্ধু রবি দাসের দোকানে হাজির ছিলেন মাশরাফি। তার চারপাশে ছড়ানো পুরোনো ছেঁড়া জুতো। তার পাশেই মাস্ক পরে বসে গল্প করছেন সংসদ সদস্য মাশরাফি। 

মাশরাফির শৈশবের বন্ধু সুমন বলেন, মাশরাফি আমাদের কখনোই ভোলেনি। সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।

ক্রিকেটার থেকে জাতীয় তারকা হওয়া বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক গত জাতীয় নির্বাচনে নিজ জেলা নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 

]]>
Bangladesh: ফের রক্তক্ষরণ খালেদা জিয়ার, আন্তর্জাতিক মহলের চাপে হাসিনা https://ekolkata24.com/uncategorized/member-of-eu-requested-bangaldesh-pm-hasina-to-release-begum-zia-on-humanitarian-ground Fri, 10 Dec 2021 14:32:28 +0000 https://ekolkata24.com/?p=14357 News Desk: চিকিৎসকরা আরও একবার জানিয়েছেন, ফের রক্তক্ষরণ হয়েছে বর্ষীয়ান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। আর বিএনপি দলের দাবি, মরনাপন্ন দলনেত্রী। সরকার দ্রুত তাঁকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার অনুমতি দিক। বাংলাদেশ (Bangladesh) সরকার রাজি নয়। আ সরকারের তরফে বলা হয়েছে আইনি প্রক্রিয়ায় আর্থিক দুর্নীতির মমলায় জেল থেকে ছাড়া পেলেও খালেদা জিয়ার দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি আছে।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকার ও বিএনপির মধ্যে টানাপোড়েনের মাঝে আন্তর্জাতিক চাপ আসতে শুরু করল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিন। এই মর্মে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে স্থানীয় সময় বুধবার এই চিঠি পাঠান তিনি। চিঠিতে ড. আইভান স্টেফানেক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপির দাবি, তাদের দলনেত্রীকে মুক্তি দিতে বারবার আবেদন জানানো হয়েছে। এমনকি খালেদা জিয়ার পরিবারের তরফেও আবেদন করা হয়েছে। সরকারে থাকা দল আওয়ামী লীগের দাবি, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি।

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া এতিমখানা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আর্থিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত খালেদা জিয়ার মোট ১৭ বছরের জেলের সাজা হয়। তিনি জেলে ছিলেন । তবে করোনা সংক্রমণ ও বয়স জনিত অসুস্থতার কারণে জেল থেকে বাড়িতে রাখার নির্দেশ দেয় আদালত। দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়।

ঢাকার বাড়িতে থাকা অবস্থায় করোনা আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর বেশ কয়েকবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। গত ১৩ নভেম্বর খালেদা জিয়া ফের অসুস্থ হন। তাঁকে ঢাকার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। 

গত বুধবার রাত থেকে খালেদা জিয়ার অন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা ইনজেকশন দিয়ে তা বন্ধ করতে সক্ষম হন। বৃহস্পতিবার সকালে আবারও রক্তক্ষরণ হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। তবে ওইদিন দুপুরের আগে তার সেই অবস্থার কিছুটা উন্নতি ঘটে বলে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান।

]]>
Bangladesh: ভারতের সঙ্গে চুক্তির সমালোচনায় পিটিয়ে খুন, ২০ বাংলাদেশি ছাত্রের মৃত্যুদণ্ড https://ekolkata24.com/uncategorized/20-bangladeshi-students-given-death-penalty-for-abrar-murder Wed, 08 Dec 2021 08:08:44 +0000 https://ekolkata24.com/?p=14086 News Desk: বাংলাদেশ (Bangladesh) প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে খুনের মামলায় তারই সহপাঠি ২০ জনকে ফাঁসির সাজা দিল আদালত। চাঞ্চল্যকর এই মামলার রায় জানতে বাংলাদেশবাসী ছিলেন মুখিয়ে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্র লীগের সঙ্গে জড়িত ছিল। বিতর্কের মুখে অভিযুক্তদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ছাত্র লীগ সংগঠনটি।

আবরার হত্যা মামলায় অভিযুক্তরা দোষী প্রমানিত হয়। বুধবার তাদের ২০ জনকে ফাঁসির সাজা আরও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। এই মামলার তিন আসামী পলাতক। রায়ের জেরে চরম অস্বস্তিতে শেখ হাসিনার সরকার। রায় দ্রুত কার্যকরী হোক দাবি করেছে মৃত ছাত্রের পরিবার।

students given death penalty for Abrar murder

২০১৯ সালের ৫ অক্টোবর বাংলাদেশ-ভারতের মধ্যে বিভিন্ন চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন বুয়েট (Bangladesh University of Engineering and Technology) ছাত্র আবরার ফাহাদ রাব্বী। তিনি নিজের ফেসবুকে ফেসবুক পোস্টে ভারত সরকারকে বাংলাদেশের মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া, ফেনী নদী জলবন্টন সহ কিছু বিষয়ে সরকারের সমালোচনা করেছিলেন।

এর জের ধরে পরদিন ৬ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।  হোস্টেলের ১০১১ নম্বর রুমে আবরারকে পিটিয়ে খুন করা হয়। তদন্তে নেমে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

<

p style=”text-align: justify;”>পুরো ঘটনা সিসিটিভি ফুটেজ হয় অন্যতম সূত্র। এই ফুটেজ ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। চাঞ্চল্যকর এই মামলার তদন্তে উঠে আসে বাকি সূত্র। জেরায় অভিযুক্তরা দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

]]>
Bangladesh 50: বঙ্গবন্ধুর ঘোষণা ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ’, প্রেরণায় ভিয়েতনাম https://ekolkata24.com/uncategorized/bangladesh-50-bangladesh-name-history-in-context-of-vietnam-independence-war-and-leftist-movement-in-kolkata Sun, 05 Dec 2021 08:47:47 +0000 https://ekolkata24.com/?p=13629 প্রসেনজিৎ চৌধুরী: উত্তাল ষাটের দশক। পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তান সরকারের দমননীতি ও সামরিক আইনের প্রতিবাদে গণঅভ্যুত্থানে সামিল হয়েছেন। কাঁপছিল পাকভূমি। আর ভারত কাঁপছিল বিশ্বজোড়া আলোড়িত ভিয়েতনাম মুক্তিসংগ্রামের সমর্থনে বামপন্থীদের স্লোগানে- ‘তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম’। কলকাতার রাজপথে জনতরঙ্গ। ভিয়েতনামে চলছিল স্বাধীনতার যুদ্ধ। কমিউনিস্ট গেরিলা বাহিনীর হামলায় জমি হারাচ্ছিল মার্কিন সেনা।

কলকাতার জনকল্লোল থেকে কি ঢাকা মুখ ঘুরিয়ে রাখতে পারে? স্বাভাবিকভাবেই নয়। ফলে ভিয়েতনাম মুক্তিসংগ্রামের স্লোগান পূর্ব পাকিস্তানের সীমান্ত পেরিয়ে পদ্মা-মেঘনা তীরে গণ আন্দোলনে ছড়িয়ে পড়ে দ্রুত। সেই স্লোগানই ততকালীন পূর্ব পাকিস্তানের গণঅভ্যুত্থানের অংশ হয়ে গেল অচিরেই। এই কাজটি করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা করলেন ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ।’ অচিরেই মুখে মুখে জন্ম নিল ‘বাংলাদেশ’।

Bangladesh-Vietnam-war

বঙ্গবন্ধুর তৈরি স্লোগান পূর্ব পাকিস্তানের জমিতে পাক সরকার বিরোধী আন্দোলনের মূল স্লোগান হয়ে যায়। ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর যুক্তবাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় ‘বাংলাদেশ’ নামটি চূড়ান্ত করেন বঙ্গবন্ধু নিজেই। দিনটি ‘বাংলাদেশ দিবস’ বা ‘বাংলাদেশের নামকরণের দিবস’ হিসেবেই পালিত হয়।

সোহরাওয়ার্দীর ওই স্মরণসভায় বাংলাদেশ নাম দেওয়ার কারণ হিসেবে পরে বঙ্গবন্ধু বলেছিলেন, ১৯৫২ সালে সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে -বাংলা। স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে-দেশ। এই দুটি ইতিহাস ও সংগ্রামকে এক করে ‘বাংলাদেশ’ নামকরণ করা হয়।

১৯৬৯ সালের পাঁচ ডিসেম্বরের পর মৌখিকভাবে তৎকালীন পূর্ব-পাকিস্তানের নাম হয়ে যায় বাংলাদেশ। তবে কাগজে-কলমে পূর্ব পাকিস্তান লিখলেও মুখে সবাই এই অঞ্চলকে বাংলাদেশই বলতেন।

বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য এবং তৎকালীন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ জানিয়েছেন, ‘‘বাংলা একাডেমিতে আয়োজিত ওই স্মরণসভায় বঙ্গবন্ধু জানান, দেশ স্বাধীনের পর নাম ‘বাংলাদেশ’ রাখা হবে। এমনকী তিনি সেদিন স্লোগানও দিয়েছিলেন ‘আমার দেশ, তোমার দেশ-বাংলাদেশ, বাংলাদেশ’। বঙ্গবন্ধু কখনও পূর্ব পাকিস্তান বলতেন না, তিনি সবসময় পূর্ব বাংলা বলতেন।’

১৯৫২ সালে ভাষার অধিকারের জন্য রক্তাক্ত গণআন্দোলনেের ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা। ১৯৫৭ সালে করাচিতে পাকিস্তানের গণপরিষদের সদস্য হিসেবে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান নামের প্রতিবাদ করেন। তিনি বলেছিলেন, পূর্ব বাংলা নামের একটি ইতিহাস ও ঐতিহ্য আছে। যদি পূর্ব পাকিস্তান নাম রাখতেই হয়, তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে। তারা নামের এই পরিবর্তন মেনে নিবে কিন সেজন্য গণভোট করতে হবে।

]]>
Bangladesh: আওয়ামী লীগকে হারিয়ে তৃতীয় লিঙ্গ ঋতুর ঐতিহাসিক জয় https://ekolkata24.com/uncategorized/first-third-gender-bangladeshi-nazrul-islam-ritu-made-history-after-win-in-local-body-election Mon, 29 Nov 2021 15:20:27 +0000 https://ekolkata24.com/?p=12796 News Desk: বাংলাদেশে (Bangladesh) ক্ষমতসীন দল আওয়ামী লীগ চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (আঞ্চলিক পর্যায়ের ভোট) দলীয় প্রার্থী বনাম বিক্ষুব্ধদের লড়াইয়ে বিভিন্ন এলাকায় ধাক্কা খাচ্ছে। কিছুক্ষেত্রে সরাসরি নির্দল বা স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হচ্ছেন। তেমনই একজন নজরুল ইসলাম ঋতু।

নির্দল প্রার্থী হিসেবে জয়ী ঋতু বাংলাদেশে ইতিহাস গড়লেন। তিনি তৃতীয় লিঙ্গের। তিনিই বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গ ইউনিয়ন পরিষদ চেয়ারপার্সন।

বিবিসি জানাচ্ছে,ঝিনাইদহের কালীগঞ্জের ছয় নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। তিনি স্থানীয়দের কাছে মাঝে ‘ঋতু হিজড়া’ নামে পরিচিত।

রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সানাকে পরাজিত করেন ঋতু। এর ফলে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জয়ী হয়ে সাংবাদিকদের কাছে সাক্ষাতকারে নজরুল ইসলাম ঋতু বলেন, ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর কাছে আমি ঋণী। আমি হিজড়া হলেও মানুষ আমাকে পছন্দ করেছে, আমাকে ভোট দিয়ে পাস করিয়েছে, আমি তাদের মনের আশা পূরণে চেষ্টা করে যাব।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির সময় এলারায় সাহায্যের কারণে ঋতু বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন। নির্বাচনে এলাকাবাসীর দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক প্রচার প্রচার চালান তিনি। ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের বাসিন্দা।

]]>
Bangladesh: ভোটে উত্তেজনা, বাংলাদেশ সীমান্তরক্ষীদের গুলিতে পরপর মৃত্যু https://ekolkata24.com/uncategorized/bgb-attack-angry-voters-to-protect-election-officials-at-thakurgaon-district-bangladesh Mon, 29 Nov 2021 08:57:18 +0000 https://ekolkata24.com/?p=12753 News Desk: বাংলাদেশে (Bangladesh) ইউনিয়ন পরিষদ অর্থাৎ আঞ্চলিক পর্যায়ের নির্বাচনের প্রতিটি দফা রক্তাক্ত হচ্ছে। রবিবারও তার ব্যাতিক্রম হলনা। তবে এবার রাজনৈতিক সংঘর্ষ বা হামলা নয় নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনাস্থল রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা।

গুলি চালানোয় অভিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনী। দায় স্বীকার করেছে বিজিবি। এদিকে গুলি লেগে তিন জনের মৃত্যুর জেরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জন উপজেলার পরিস্থিতি প্রবল উত্তপ্ত। রবিবার নির্বাচনের ফল ঘোষণার সময় গুলি চালায় বিজিবি।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষগ নির্বাচনের ফল ঘোষণার সময় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় বিজিবি এমনই দাবি করা হয়েছে। তিন যুবক নিহত। আহত হয়েছেন অন্তত চারজন।

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই গুলি চালানোর ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণায় দেরি হচ্ছিল। প্রিসাইডিং অফিসারের সঙ্গে এক নির্দল চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের বাগবিতণ্ডা হয়।

প্রিসাইডিং অফিসার আওয়ামী লীগের নৌকা চিহ্ন প্রার্থী শহীদ হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। এরপর প্রতিপক্ষ দলের সমর্থকরা ঘেরাও করেন। একটি কক্ষে তিন পুলিশ কর্মীরা আটকে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যায় বিজিবি সদস্যরা। ওই সময় হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়েছে। সীমান্তরক্ষীদের গুলি ও মৃত্যুর ঘটনার জেরে বাংলাদেশের রাজনৈতিক মহল উত্তপ্ত।

]]>
Bangladesh: ‘মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া, বিএনপির দাবি, গুজব ছড়াচ্ছে দ্রুত https://ekolkata24.com/uncategorized/ex-pm-of-bangladesh-khaleda-zias-condition-critical-claims-bnp Wed, 24 Nov 2021 08:07:03 +0000 https://ekolkata24.com/?p=12200 News Desk: প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল সাইটে অত্যুৎসাহী বিএনপি সমর্থকরা লাইভ শুরু করেছেন ঢাকার বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। ক্রমে ভিড় বাড়তে শুরু করেছে। বর্ষীয়ান খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য দাবি জেরালো হচ্ছে। গুজব ও বিএনপির উগ্র বিক্ষোভ আঁচ করেই বাংলাদেশ (Bangladesh) জুড়ে পুলিশ, গোয়েন্দা বিভাগ, ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে। পুলিশ বিভাগের সব ছুটি বাতিল।

কেমন আছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপি দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া ? তাঁর দল বিএনপির দাবি নেত্রী সংকটজনক। তাঁকে উন্নত চিকিৎসা না দিয়ে সরিয়ে দিতে চাইছে আওয়ামী লীগের সরকার। বিএনপির এক মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।

খালেদা জিয়ার চিকিৎসকরা নাম প্রকাশ না করার অনুরোধে জানান, উনি অসুস্থ তবে পরিস্থিতি গত দু দিনের তুলনায় খানিকটা স্থিতিশীল। প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও ভালো চিকিৎসার দরকার।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার ভুয়ো খবর রটিয়ে যে কোনও সময় বাংলাদেশ জুড়ে হিংসাত্মক আন্দোলন চালাতে পারে অন্যতম বিরোধী দল বিএনপি। এমনই আশঙ্কা করছে শাসক দল আওয়ামী লীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সরকার পুলিশ বিভাগের সব ছুটি বাতিল করেছে। বুধবার সকাল থেকে ঢাকা সহ মোট ৮টি বিভাগের সর্বত্র ব্যাপক পুলিশ ও গোয়েন্দা মোতায়েন করা হয়েছে।

BD-Police

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর জন্য অনুমতি আদায়ের দাহিবে বিএনপি আগেই বিক্ষোভ করেছে। নাটোরের পরিস্থিতি ছিল অগ্নিগর্ভ। বিশৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। রাবার বুলেটে অনেকে জখম হন। জাতীয় সংসদে বিরোধী দলের তকমা না থাকলেও বাংলাদেশের রাজনীতিতে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি চিহ্নিত। আর সংসদে বিরোধী দল জাতীয় পার্টি রংপুর সহ কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। বি়এনপির অভিযোগ, খালেদা জিয়াকে নিষ্ক্রিয় করে রাখলে আওয়ামী লীগ নিরাপদ থাকবে। সেই কারণে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, যতটুকু সরকারের এক্তিয়ারভুক্ত ততটাই করা হচ্ছে। দুর্নীতির মামলায় উনি জেলে ছিলেন, তাঁকে মানবিকতার কারণে জেল থেকে রেহাই দিয়েছে আদালত। তবে বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা আছে। সরকার আইন মেনে চলছে। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন তিনি তো বিরোধী নেতাদের হাসপাতালের ব্যবস্থাতেও হস্তক্ষেপ করতেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ এই দুটি সংস্থার আর্থিক দুর্নীতির মামলায় জেলে ছিলেন খালেদা জিয়া। কোভিড পরিস্থিতি ও তাঁর অসুস্থতার কারণে জেল থেকে বাড়িতে পাঠানো হয় বেগম জিয়াকে। তিনি কোভিড আক্রান্ত হন। এর পর থেকে বারবার অসুস্থ হয়ে পড়ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

]]>
Bangladesh: আচমকা বাংলাদেশ জুড়ে গোয়েন্দা ও পুলিশি তৎপরতা তুঙ্গে, কেন? https://ekolkata24.com/uncategorized/bangladesh-is-in-high-alert-due-to-rumors-of-ex-pm-khaleda-zias-health-condition Wed, 24 Nov 2021 05:19:19 +0000 https://ekolkata24.com/?p=12189 News Desk: রাস্তার মোড়ে মোড়ে সশস্ত্র পুলিশ তৈরি। তৎপরতা গোয়েন্দা পুলিশ, ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ব্যাটেলি(ব়্যাব) সহ প্রশাসনিক সব মহলেই। বাংলাদেশে দিন শুরু হয়েছে আশঙ্কা নিয়ে। কেন এমন পরিস্থিতি ? জনজীবনে প্রশ্ন ও আশঙ্কা।

বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থ। তাঁর অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়ে জনজীবনে অশান্তি ছড়াতে মরিয়া বিএনপি দল। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজধানী ঢাকা তো বটেই, সবকটি বিভাগ চট্টগ্রাম, রংপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহের সর্বত্র পুলিশকে অতি মাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। সব জেলা, উপজেলা ও জনবহুল এলাকায় গোয়েন্দা কর্মীরা সক্রিয়। পুলিশ বিভাগের সব ছুটি বাতিল।

দেশের অন্যতম বিরোধী দল বিএনপি। দলটির নেত্রী
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে বিএনপি নেতৃত্ব ও জিয়া পরিবার। তাঁর অবস্থা খুবই খারাপ বলে দাবি করেছেন বিএনপি শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগির। আর জিয়া পরিবারের তরফে সরকারের কাছে আবেদন জানানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে। আওয়ানী লীগ সরকার রাজি নয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ এই
দুটি সংস্থার আর্থিক দুর্নীতির মামলায় জেলে ছিলেন খালেদা জিয়া। কোভিড পরিস্থিতি ও তাঁর অসুস্থতার কারণে জেল থেকে বাড়িতে পাঠানো হয় বেগম জিয়াকে। তিনি কোভিড আক্রান্ত হন। এর পর থেকে বারবার অসুস্থ হয়ে পড়ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে মরিয়া তাঁর পরিবার। বাংলাদেশ সরকার জানিয়েছে, আদালতের নির্দেশে তাঁর দেশত্যাগ নিষেধাজ্ঞা রয়েছে। আইন মেনেই দেশে চিকিতসার সুযোগ পাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

দলনেত্রীর উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে বিএনপি দেশজুড়ে অবস্থান বিক্ষোভ করে। নাটোরের পরিস্থিতি ছিল উদ্বেগজনক। উত্তেজিত মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গুলি চলে। রাবার বুলেটে জখম হন অনেকে। বিএনপি নেতৃত্ব তাদের নেত্রীর জন্য গণঅবস্থানের ডাক দিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে স্বার্থান্বেষী বিভিন্ন গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অসত্য তথ্য ছড়াতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এর জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। 

]]>
Bangldesh: খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে অনশনে সমর্থকরা https://ekolkata24.com/uncategorized/release-khaleda-zia-movement-by-bnp-supporters-creating-politics-controversy Sat, 20 Nov 2021 05:25:07 +0000 https://ekolkata24.com/?p=11799 News Desk: পরিবার ও বিএনপি দলের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থ। তাঁকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। সরকার অনুমতি দিক। ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার অনড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, যা সুবিধা খালেদা জিয়া পাচ্ছেন সেটাই পাবেন।

সরকার ও অন্যতম বিরোধী দলের টানাপোড়েন চলছেই। এই অবস্থায় । খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশন কর্মসূচি শুরু করল বিএনপি।

khaleda zia

শনিবার সকাল থেকেই শুরু হয় কর্মসূচি। ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচে চলছে অনশন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশ নিয়েছেন।আছেন সমর্থকরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। আশেপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়েছে যানজট। ঢাকার পাশাপাশি বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতেও অনশন কমর্সূচি পালন করছে বিএনপি।

বিএনপির মহাসচিব জানান, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ দিক সরকার। বিএনপির নেতাদের অভিযোগ, খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে জেল থেকে মুক্তি দিলেও তিনি ‘গৃহবন্দি’।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়।  তিন দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

]]>
Bangladesh: কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় গুলি চলল, রক্তাক্ত ভোট https://ekolkata24.com/uncategorized/bangldesh-union-parishad-election-clash Thu, 11 Nov 2021 12:23:14 +0000 https://www.ekolkata24.com/?p=11004 News Desk: হামলা রুখতে পারবে না তা বলেই দিয়েছিল বাংলাদেশ নির্বাচন কমিশন। আশঙ্কা মিলিয়েই রক্তাক্ত হলো দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন। চলল গুলি, শাসক বিরোধী আর গোষ্ঠীদ্বন্দের শিকার হয়েছেন অন্তত ৬ জন।

ভোট সন্ত্রাসের পরবর্তী দফা তৃতীয় দফা ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের দিন আরও বাড়বেই বলে আশঙ্কা। তবে ক্ষমতা দখলের নিরিখে আওয়ামী লীগ শক্ত অবস্থানে। বাকিদের অবস্থা তেমন কিছু নয়।

বাংলাদেশের ইউনিয়ন পরিষদ ভোটে অন্যতম নজর ছিল দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা ছড়ানোর কেন্দ্র কুমিল্লা ও চট্টগ্রাম। নির্বাচনে নরসিংদী, কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লায় অন্তত চার জন নিহত। এছাড়া সাতক্ষীরা, চট্টগ্রাম, ঝিনাইদহ, মানিকগঞ্জ, যশোর, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকায় ইউপি নির্বাচনকে ঘিরে সংঘর্ষের খবর জানা গেছে।

সবথেকে রক্তাক্ত পরিস্থিতি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা। এখানকার রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের মধ্যে নির্বাচনি সংঘর্ষে গুলি চলে। তিন জন নিহত। আহত হয়েছেন প্রায় ১০ জন। আওয়ামী লীগের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। কক্সবাজারেও গুলি চলেছে। কয়েকজন জখম।

কুমিল্লায় ভোট চলাকালীন সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালায়। গুলিতে হামলাকারীরা জখম। কয়েকজন আশঙ্কাজনক।

]]>
Bangladesh: অর্থ পাচার মামলায় প্রথম হিন্দু প্রধান বিচারপতি এসকে সিনহার জেল https://ekolkata24.com/uncategorized/former-bangladesh-chief-justice-sk-sinha-sentenced-to-11-years-in-graft-case Tue, 09 Nov 2021 10:19:39 +0000 https://www.ekolkata24.com/?p=10808 News Desk: নজির গড়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের আইন সংশোধনী নিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তীব্র মতভেদের মাঝে বিদেশে চলে গিয়েছেন পদত্যাগ করে। এর পরে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের মামলা। সেই মামলায় প্রাক্তন বিচারপতি সিনহাকে ১১ বছরের জেলের সাজা দিল আদালত।

আপাতত কানাডায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তাঁকে ফিরিয়ে আনা যাবে কিনা সে বিষয়ে জটিলতা রয়েছে। বাংলাদেশ তৈরির পর তিনিই ছিলেন দেশটির প্রথম হিন্দু প্রধান বিচারপতি।

বিবিসি জানাচ্ছে, এসকে সিনহার বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলায় ৪ বছর এবং অর্থ পাচারের মামলায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন।

বর্তমানে পদ্মা ব্যাংক (পূর্বতন ফারমার্স ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় প্রাক্কন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জন আসামির আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় দেবার সময় বিচারক উল্লেখ করেছেন,ঋণের টাকা অবৈধভাবে এসকে সিনহার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন এসকে সিনহার সঙ্গে সরকারের সঙ্গে প্ মতবিরোধ হয় দেশটির সংবিধানের ষোড়শ (১৬) সংশোধনী নিয়ে। এই সংশোধনী অনুসারে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। এই সংশোধনী প্রয়োগ নিয়েই শেখ হাসিনার সরকার ও তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার সংঘাত তীব্র হয়েছিল।

প্রবল বিতর্কের মাঝে এসকে সিনহা বাংলাদেশ ত্যাগ করেন। দেশ ছাড়ার আগে খোলা চিঠিতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। প্রথমে অস্ট্রেলিয়া পরে কানাডায় চলে যান তিন। এখন রয়েছেন কানাডাতে।

‌এসকে সিনহার দেশত্যাগে বিতর্কের মুখে পড়ে শেখ হাসিনার সরকার। বিএনপি সহ বিভিন্ন গণসংঠন ও আন্তর্জাতিক স্তরে অভিযোগ, বিরোধীপক্ষের অভিযোগ, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার।এর পরেই এসকে সিনহার বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা দায়ের করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

]]>
Bangladesh: অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সবার: রনি https://ekolkata24.com/uncategorized/an-interview-with-bangladesh-awami-league-youth-leader-jasim-uddin-akanda-regarding-current-situation Tue, 26 Oct 2021 17:30:07 +0000 https://www.ekolkata24.com/?p=9272 সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে। বিশেষত দুর্গাপূজা ঘিরে অশান্ত হয় পরিস্থিতি। বাংলাদেশে সরকারে থাকা দল আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য জসিম উদ্দিন আকন্দ রনি www.ekolkata24.com কে জানালেন তাঁর দল ও সরকারের অবস্থান।

প্রশ্ন: যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে কী অবস্থান নিচ্ছে শেখ হাসিনার সরকার?
জসিম উদ্দিন আকন্দ রনি: বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। যারা ধর্মীয় উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করেছে তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে কেউ এমন করলে কঠোরভাবে দমন করা হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সবার।

প্রশ্ন: সরকারের বিরুদ্ধে ক্ষোভের কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সরকারের অবস্থান কী?
জসিম উদ্দিন আকন্দ রনি: আওয়ামী লীগ জনগণের কথা বলে, দেশের কথা বলে দেশের উন্নয়নের চিন্তা করে এবং তা বাস্তবায়ন করে দেখিয়েছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নে যথেষ্ট সন্তুষ্ট ।

sekha hasina

জসিম উদ্দিন আকন্দ রনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দুইবারের কেন্দ্রীয় নেতা। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির টানা দুইবারের সদস্য হিসেবে মনোনীত হন। পরিশ্রমী, উদ্যমী ও স্বচ্ছ ইমেজের ছাত্রনেতা হিসেবে সারাদেশে পরিচয় লাভ করেন। তিনি নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলার জনপ্রিয়। রাজনীতিতে গ্রহণযোগ্য। ছাত্রলীগ নেতা থেকে মুল দল বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ উপকমিটির সদস্য হয়ে কাজ করে যাচ্ছেন বিশ্বস্ততা ও সক্রিয় ভাবে।

ছাত্র-রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতির এই দ্বীর্ঘ পরিক্রমার ব্যাপারে জানতে চাইলে এই প্রতিবেদককে তিনি বলেন, ছাত্রলীগ একটা আবেগের বাহন। দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি প্রেম জাগাতে ও সেটি বাস্তবায়ন করতে এই আবেগের উৎপত্তি কেন্দ্রস্থল হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ নামের ছাত্র সংগঠন।

জসিমউদ্দিন রনি বলেন, ছাত্র থাকা অবস্থায় আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত হয়েছিলাম এবং দ্বিতীয় বার আমি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ছাত্রবৃত্তি সম্পাদক হিসেবে মনোনীত হয়েছিলাম। মিছিল মিটিং আর যে কোনো আন্দোলনে সামনের সারিতে থেকে অংশ নিয়েছি। পরবর্তীতে ছাত্রজীবন শেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবে কাজ করা শুরু করি। এবং এখনো কাজ করে যাচ্ছি।
ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ

]]>
Bangladesh: দুর্গাপূজায় হামলার ছক হয় লন্ডনে, খালেদা পুত্রকে জড়িয়ে চাঞ্চল্যকর অভিযোগ https://ekolkata24.com/uncategorized/bangladesh-information-minister-said-durga-puja-violence-plot-organized-by-bnp-leaders Tue, 26 Oct 2021 12:37:37 +0000 https://www.ekolkata24.com/?p=9232 News Desk: বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাঁর অভিযোগ, দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলায় বিএনপি-জামাত ইসলামি জড়িত। তিনি ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সবকিছুর পরিকল্পনা করে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি দলের প্রধান নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দীর্ঘদিন দেশছাড়া। নাশকতা ও ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত। তাকে পলাতক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তারেক লন্ডনে থাকেন। সেখান থেকেই দল পরিচালনা করেন।

মঙ্গলবার রাজশাহীতে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ বনেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এর পরিকল্পনা হয়েছে সুদূর লন্ডনে বসে। দীর্ঘ একমাস ধরে এই পরিকল্পনা চলে। তিনি বলেন, সেই ষড়যন্ত্রেরই অংশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট। এই উদ্দেশ্যে দুর্গাপূজার সময় পূজামণ্ডপে হামলা পরিচালনা করেছে তারা।

দুর্গাপূজা চলাকালীন কুমিল্লায় একটি পূজা মণ্ডপে কোরান শরিফ রেখে হামলা ছড়ানো হয়েছিল। এর জেরে বাংলাদেশে পরপর আক্রান্ত হয় সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, দোকান। হামলাকারীদের রুখতে পুলিশ গুলি চালায়। ৫ জন মারা যায়। আর হামলাকারীদের হাতে দুই সংখ্যালঘু খুন হন। দুর্গা মণ্ডপে কোরান রাখার অভিযোগে ইকবাল হোসেন নামে এক ব্যক্তি ধৃত। সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোয় ঢাকার বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপিকা রুমা সরকারকে জেলে পাঠানো হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, সাম্প্রদায়িক হামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে খুঁজে বের করা হবে। এদের কঠোর হস্তে দমন করা হবে। ষড়যন্ত্রকারীরা সবকিছুতে ব্যর্থ
হয়ে এবার দুর্গাপূজায় হনুমানের মূর্তির কাছে কোরান শরিফ রেখে আসে। কারা রেখেছে? যে রেখেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। সে তো আসলে রাখেনি। সে কারও নির্দেশে সেখানে রেখে এসেছে। কারা এর পেছনে আছে, সেটি খুব সহসা বের হবে। খুবই স্পষ্ট যে, কারা এগুলো ঘটিয়েছে।

তিনি বলেছেন, সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি-জামায়াত, ধর্মান্ধ-উগ্রবাদীরা। বাংলাদেশের কোনও সম্প্রদায়ের লোক অপরের ধর্মগ্রন্থ অবমাননা করার মানসিকতা পোষণ করেন না।

তথ্যমন্ত্রী আরও বলেন, যারা এটি করেছে এবং তাকে যারা প্ররোচনা দিয়েছে, তারা আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করেছে। একইসঙ্গে হিন্দু ধর্মকেও অবমাননা করেছে। এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।এই যুবককে কারা প্ররোচিত করেছে, কারা অর্থ দিয়েছে, কারা পালিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম হয়ে কক্সবাজার পাঠিয়েছে- সবকিছুই বের হবে।

বাংলাদেশে দুর্গাপূজায় হামলার ঘটনায় সরকার ঘটনার পর ১০২টি মামলা করেছে। সাতশোর মতো দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। কঠোর হস্তে সরকার এটি দমন করেছে।

]]>
Bangladesh: মণ্ডপে হামলার কারণ খুঁজছে বাংলাদেশ সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান https://ekolkata24.com/uncategorized/puja-pandal-attackers-arrested-soon-said-bangladesh-home-minister Sun, 17 Oct 2021 08:53:06 +0000 https://www.ekolkata24.com/?p=7993 নিউজ ডেস্ক: বাংলাদেশে দুর্গাপূজা মণ্ডপে পরপর হামলা, খুন,পুলিশের গুলি চালনা সবমিলে পরিস্থিতি তীব্র বিতর্কিত। সরকার কেন নিরাপত্তা দেওয়ার কথা বলেও কিছু ব্যবস্থা করেনি এই অভিযোগ বড় করে উঠে আসছে। প্রবল চাপের মুখে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন ‘কোনও কারণ ছাড়া পূজামণ্ডপ গুলোতে অস্থিরতা হয়নি। এর পেছনে নিশ্চয় কোনও কারণ আছে’।

রবিবার ঢাকায় আসাদুজ্জামান খান জানান, উদ্দেশ্যপ্রণোদিত হয়েই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। দুর্গাপূজায় হামলা ও মৃত্যুর ঘটনায় তিনি দু:খ প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে কেউ কলকাঠি নাড়ছে কিনা,সেটাও তদন্তের মাধ্যমে বের করা হবে। তিনি বলেন, এরইমধ্যে কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দুই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রকৃত দোষীদেরও খুঁজে বের করা হবে।

দুর্গাপূজা প্যান্ডেল ও মন্দিরে হামলার মামলায় এজাহারে ৮৪ জনের পাশাপাশি অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশে আসন্ন নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সাম্প্রদায়িক সংঘাতের জেরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। ভোট হবে হাজারের বেশি কেন্দ্রে। ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগের অভিযোগ, দেশ ও সরকারকে হেয় করতে ষড়যন্ত্র চালাচ্ছে কিছু গোষ্ঠী। অনেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার সরাসরি দাবি, এভাবে সাম্প্রদায়িক উস্কানিতে বিএনপি ও জামাত ইসলামির প্রত্যক্ষ ভূমিকা আছে। অন্যতম বিরোধী দল বিএনপির দাবি, দেশে অরাজক পরিস্থিতি চলছে। তবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সবকিছু থেকে দূরত্ব রেখেছে।

বিবিসি জানাচ্ছে, ঘটনার সূত্রপাত কুমিল্লায়। স্থানীয় একটি পূজামণ্ডপে কোরান শরিফ রাখার ভিডিও থেকে উস্কানিমূলক বার্তা ছড়ানো হয়। এরপর হামলা চলে। পরপর পূজামণ্ডপ ভাঙা হয়। পুলিশ গুলি চালালে কয়েকজন জখম হয়। সেই ভিডিও থেকে চাঁদপুর জেলায় শুরু হয় মন্দিরে হামলা। পুলিশ গুলি চালায়। সংঘর্ষে মারা যায় কয়েকজন হামলাকারী। এর রেশ ধরে নোয়াখালীতে হামলা চলে। মৃত্যু হয় এক পূজারী ও আরও দুজনের। চট্টগ্রামের একাধিক মণ্ডপে হামলা হয়। কয়েকজন ধর্ষিত হন বলে অভিযোগ। হামলা হয়েছে ইসকন মন্দিরেও। প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় শাখা। বিবিসি জানাচ্ছে, এই সমাবেশে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

]]>
Bangladesh: দুর্গামণ্ডপ ভাঙচুরের ঘটনায় দোষীরা শাস্তি পাবেই জানালেন শেখ হাসিনা https://ekolkata24.com/uncategorized/bangladesh-durga-puja-vandalism Thu, 14 Oct 2021 11:52:46 +0000 https://www.ekolkata24.com/?p=7624 নিউজ ডেস্ক: বাংলাদেশে দুর্গামণ্ডপে হামলার ঘটনায় দোষী কেউ ছাড় পাবেনা। কুমিল্লায় দুর্গামণ্ডপে হামলার কড়া নিন্দা করে জানালেন শেখ হাসিনা। করোনা সংক্রমণের কারণে ভিডিও কনফারেন্স ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা দর্শন করেন তিনি।

ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনও ছাড় দেওয়া হবে না। যে ধর্মের হোক না কেন বিচার করা হবে।’

বাংলাদেশে ধর্মীয় উস্কানিমূলক বার্তা দিয়ে দুর্গাপূজা মণ্ডপে হামলা, ভাঙচুর ও সাম্প্রদায়িক বৈরি পরিবেশ তৈরিতে জড়িতদের চিহ্নিত করতে ভিডিও ও সোশ্যাল সাইটের ফুটেজের সাহায্য নিচ্ছে পুলিশ। উৎসব পরিবেষকে ষড়যন্ত্র করে নষ্ট করায় অন্তত ৪৬ জন ধৃত। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ২৪টি জেলায় বর্ডার গার্ড টহল চলছে।

Sheikh Hasina

বুধবার দিনভর দুর্গাপূজা ভণ্ডুল করে কুমিল্লা ও চাঁদপুরে হামলা চালানো হয় দুর্গামণ্ডপ ও মন্দিরে। সোশ্যাল সাইটে ছড়ানো হয় কুমিল্লায় দুর্গামণ্ডপে মূর্তির নিচে কোরান শরিফ রাখা আছে। এর জেরে হামলা শুরু হয়। হামলা রুখতে পুলিশ গুলি চালায়। কয়েকজন জখম হয়। আর চাঁদপুরে মন্দিরে হামলা রুখতে পুলিশ আরও কঠোর ভূমিকা নেয়। বিবিসি জানাচ্ছে, চার জন মৃত। তারা গুলিবিদ্ধ। গুলি চালানোর বিষয়ে নীরব পুলিশ।

দুটি জেলায় সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের স্বরাষ্ট্রন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। কেউ ছাড় পাবে না। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, কুমিল্লার ঘটনাটি অবশ্যই উস্কানিমূলক।
বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে‌। বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, প্রয়োজন হলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে।

বুধবার দুর্গাপূজার অষ্টমী অনুষ্ঠানের আগে সোশ্যাল সাইটের গুজব ছড়ানো হয়, কুমিল্লায় একটি পূজামণ্ডপে মূর্তির নিচে পবিত্র কোরান শরিফ গ্রন্থ রেখে মুসলমান সম্প্রদায়ের অবমাননা করা হয়েছে। কিছু ছবি দ্রুত ছড়ায় ফেসবুকে। এর পরেই কয়েকটি দুর্গামণ্ডপে হামলা হয়। হামলাকারীদের থামাতে গুলি চালায় পুলিশ। কয়েকজন জখম হন। রক্তাক্ত সেই ছবি দেখে উত্তেজনা আরও বাড়ে। এর কিছু পরেই সোশ্যাল সাইটে স্থানীয় কয়েকজন মুসলিম যুবক পোস্ট করেন, কীভাবে দুর্গামণ্ডপ কে ধর্মীয় ষড়যন্ত্রের নিশানা করা হয়। তাদের পোস্ট থেকে স্পষ্ট হয় একটি গোষ্ঠী ইচ্ছাকৃত এমন ঘটনা ঘটিয়েছে। তদন্তে নেমে কুমিল্লা জেলা পুলিশ জানতে পারে সবই ছিল ধর্মীয় উস্কানি। কুমিল্লার পরিস্থিতি শান্ত হতে না হতেই চাঁদপুর জেলায় শুরু হয় গুজব পোস্ট ঘিরে দুর্গামণ্ডপ ও মন্দিরে হামলা। হামলাকারীদের রুখতে কড়া ভূমিকা নেয় পুলিশ।

বাংলাদেশ ধর্ম মন্ত্রকের জরুরি ঘোষণায় বলা হয়েছে, “কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।”

]]>
Bangladesh: মমতার প্রিয় ‘খেলা হবে’ স্লোগান, শেখ হাসিনার দল আওয়ামী লীগের ‘না’ https://ekolkata24.com/uncategorized/bangladesh-khela-hobe-slogan Tue, 05 Oct 2021 10:03:36 +0000 https://www.ekolkata24.com/?p=6637 নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকেই ধার করা ভোট স্লোগান ‘খেলা হবে’ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে জনগণের মুখে মুখে। আর বাংলাদেশের (Bangladesh) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়ে দিলেন ‘নির্বাচন নিয়ে খেলা হবে না’।

বিরোধীদের প্রতি বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, রাষ্ট্রপতি সব দলের কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন।

সম্প্রতি বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপি নেতৃত্ব বারবার নির্বাচনে রিগিং অভিযোগ ও সুষ্ঠু ভোট পদ্ধতির দাবি তুলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে এবার ‘নির্বাচন-নির্বাচন খেলা’ মানবে না বিএনপি। তিনি বলেন, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে জনগন ভোট দিতে পারবে। ইভিএম দিয়ে কারচুপি সহ ভোট জালিয়াতির জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

বি়এনপি মহাসচিবের এই মন্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, কোনও নির্বাচন নির্বাচন খেলা হবে না। নির্বাচনের মতোই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে, রাষ্ট্রপতি সবাইকে নিয়েই একটি নির্বাচন কমিশন গঠন করবেন।

‘খেলা হবে’ স্লোগান পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র আলোচিত। তবে এই শব্দকে একসময় তুমুল জনপ্রিয় করেছিলেন বাংলাদেশের নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। সেই স্লোগান পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ঝড় তুলেছিল।

তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি যোগ দিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জনসভায় ‘খেলা হবে’ শব্দ ব্যবহার করেন। এর পরেই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল তাঁর নিজস্ব ভঙ্গীতে বলতে থাকেন ‘খেলা হবে’।

পরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রে প্রচারে গিয়ে পায়ে আঘাত পান। তাঁর প্লাস্টার করা পা-এর ছবি দেখিয়ে তৃণমূল প্রচার করেছিল ‘ভাঙা পায়ে খেলা হবে’। বিপুল ভোটে জিতে টিএমসি পশ্চিমবঙ্গে তিনবার সরকার গড়েছে। এবার

উপনির্বাচনের আবহে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলছেন, ‘শুধু খেলা হবে না, ভয়ঙ্কর খেলা হবে’। তাঁর বাচন রীতি অনেকটা বাংলাদেশের এমপি শামীম ওসমানের মতো।

]]>