B Sai Praneeth – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 25 Nov 2021 18:26:45 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png B Sai Praneeth – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 B Sai Praneeth: ইন্দোনেশিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে বি সাই প্রণীথ https://ekolkata24.com/sports-news/b-sai-praneeth-in-the-quarter-finals-of-the-indonesian-open Thu, 25 Nov 2021 18:26:45 +0000 https://ekolkata24.com/?p=12416 B Sai Praneeth in the quarter finals
Sports desk: ভারতের শাটলার বি সাই প্রণীথ বৃহস্পতিবার চলতি ইন্দোনেশিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্রণীত কোর্ট 2’এ 83 মিনিটের খেলায় ফ্রান্সের ক্রিস্টো পপোভকে 21-17, 14-21, 21-19 গেমে পরাজিত করেন।

ভারতীয় শাটলার প্রথম গেমটি জিতেছিলেন। ফরাসি প্রতিপক্ষ দ্বিতীয় গেমে এক অসাধারণ প্রত্যাবর্তন করলেও তৃতীয় গেমে নেমে যায়।

অন্যদিকে,কোর্ট 1’এ 37 মিনিটের খেলায় ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে 21-14, 21-18-এ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত।

ইতিমধ্যেই দুইবারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুও জার্মান ব্যাডমিন্টন খেলোয়াড় ইভন লি’কে 21-12, 21-18 গেমে 37 মিনিটের লড়াইতে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছেন।

সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির ভারতীয় পুরুষদের ডাবলস জুটিও দক্ষিণ কোরিয়ার কাং মিনহিউক এবং সিও সেউংজায়েকে 21-15, 19-21, 23-21 এ পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে।

]]>