Babar Azam – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 20 Dec 2021 17:08:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Babar Azam – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ওয়াসিম আক্রমের ‘Fab 4’ তালিকা ঘিরে চাঞ্চল্য ক্রিকেট মহলে https://ekolkata24.com/sports-news/babar-azam-is-part-of-fab-four-wasim-akram-adds-pak-captain-to-the-elite-list-and-removes-two-notable-names Mon, 20 Dec 2021 17:08:44 +0000 https://ekolkata24.com/?p=15592 Sports desk: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মুকুটে নয়া পালক জুড়ে গেল। প্রাক্তন পাকিস্তানের পেস বোলার তথা অধিনায়ক ওয়াসিম আক্রম ‘Fab 4’ তালিকায় বিরাট কোহলিকে রেখেছেন।

আক্রমের এই ‘Fab 4’ তালিকায় কিং কোহলির সঙ্গে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম,ডেভিড ওয়ার্নার,জো রুট এবং সবার শেষে অর্থাৎ চতুর্থ ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি। 

নিজের ‘Fab 4’ তালিকা বাছাই পর্বে আক্রম স্টিভ স্মিথ এবং কেন উইলিয়মসনকে বাদ দিয়েছেন। বর্তমানে আন্তজার্তিক ক্রিকেট মহলে ‘Fab 4’ বলতে বিরাট কোহলি, স্টিভ স্মিথ,জো রুট, কেন উইলিয়মসন এই চার খেলোয়াড়কেই বোঝানো হয়। কিন্তু ওয়াসিম আক্রম এই মতে বিশ্বাসী না হয়ে, ভিন্ন নাম তুলে ধরেছেন ‘Fab 4’ তালিকায়।

]]>
এই ৬ ক্রিকেটার বিয়ে করেছেন তাদের আত্মীয়কে https://ekolkata24.com/offbeat-news/these-6-cricketers-are-married-to-their-relatives Mon, 15 Nov 2021 20:41:51 +0000 https://ekolkata24.com/?p=11448 অফবিট ডেস্ক: কিছুদিন আগে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম তার দূরসম্পর্কের বোনের সাথে বাগদান সারার পর গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় বেশ কটাক্ষের মুখে পড়তে হয় তাকে।

আবার অনুরাগীদের এক অংশ তাদের সুখময় ভবিষ্যত এর কামনা করে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন। তবে তিনিই প্রথম বেক্তি নয় যিনি পরিবারের মধ্যে বিয়ে সারতে চলেছেন। এই তালিকায় রয়েছে বীরেন্দ্র সেহবাগ থেকে মুস্তাফিজুর রহমানের নাম। জেনে নেওয়া যাক এমন কিছু ক্রিকেটারের গল্প যারা নিজেদের আত্মীয় বা দূরসম্পর্কের বোনকে বিয়ে করেছিলেন:

virender-sehwag-with-wife

১. বীরেন্দ্র সেহবাগ
প্রাক্তন ভারতীয় ওপেনার ২০০৪ সালে আরতি আহলাওয়াতের সাথে বিয়ে করেছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আরতি সেহওয়াগের আত্মীয়ের মেয়ে, এবং সম্পর্কে একপ্রকার বোন। সেহবাগ এবং আরতি তিন বছর ধরে একে অপরকে ডেট করার পরে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছে।

Shahid-Afridi-with-wife

২. শাহিদ আফ্রিদি
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ২০০০ সালের ২২ অক্টোবর নাদিয়াকে বিয়ে করেন, যিনি সম্পর্কে তার মামার মেয়ে। বর্তমানে এই দম্পতি ৫ কন্যা সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন।

Saeed-Anwar-with-wife

৩. সাঈদ আনোয়ার
পাকিস্তানের প্রাক্তন ওপেনার সাঈদ আনোয়ার ১৯৯৬ সালে তার চাচাতো বোন লুবনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বাঁহাতি ব্যাটসম্যান ২০০৩ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক অবসর গ্রহণ করেন।

Mustafizur-Rahman-with-wife

৪. মুস্তাফিজুর রহমান
২০১৯ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান তার মামাতো ভাই সামিয়া পারভিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্রী।

Mosaddek-Hossain-with-wife

৫. মোসাদ্দেক হোসেন
বাংলাদেশের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ২০১২ সালে তার চাচাতো বোন শারমিন সামিরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর।

Babar-Azam-wife

<

p style=”text-align: justify;”>৬. বাবর আজম
পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম তার দূরসম্পর্কের বোনের সাথে বাগদান সারলেন ২০২১ এর জুলাই মাসে। সামনের বছর তাদের বিয়ে হওয়ার কথা আছে।

]]>
পাকিস্তানের কাছে ভারত হারতেই চোখের জল বাঁধ মানল না,ভাইরাল হল ভিডিও https://ekolkata24.com/sports-news/babar-azams-father-breaks-down-in-tears-after-pakistan-beat-india-by-10-wickets-in-t20-world-cup-2021-clash Tue, 26 Oct 2021 16:49:45 +0000 https://www.ekolkata24.com/?p=9268 Sports desk: রবিবার টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। একতরফা ম্যাচে ভারতীয় দলকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ক্যাম্পেনিং দারুণভাবে শুরু করেছে বাবর আজমের পাকিস্তান।

পাকিস্তান ম্যাচ জেতার পর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হওয়া ‘এক ভারতীয় ভক্ত কান্নায় ভেঙে পড়েন’,তখন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বাবা আদনান আকমলকে ওই ভারতীয় ক্রিকেট ভক্তকে জড়িয়ে ধরে সাত্ত্বনা দিতে দেখা গিয়েছে’।

এই ভিডিও’র ভাইরাল হতেই প্রাক্তন পাকিস্তানের পেস বোলার শোয়েব আখতার ফেসবুকে ভারতের প্রাক্তন স্পিন বোলার হরভজন সিং’র সঙ্গে ভিডিও চ্যাটে বসেন। ২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের শেষে ভারতীয় সমর্থকের কান্না এবং আদনান আকমলের সাত্ত্বনা দেওয়ার ভাইরাল ভিডিও চ্যাটিং’র সময়ে শোয়েব আখতার সামনে আনতেই হরভজন সিং’কে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এবং চোখের জল মুছতে দেখা গিয়েছে প্রিয় ভাজ্জিকে।সঙ্গে শোয়েব আখতার হরভজন সিং’কে খোঁচা দিতে গিয়ে বলেন,”কাহা হো ইয়ার@harbhajan_ sing?? “

বাইশ গজের প্রতিদ্বন্দ্বীতা এভাবে চোখের জলে ভেসে যাচ্ছে আম জনতা থেকে ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে এমন চিত্র বিরলের থেকেও বিরলতম।

পাকিস্তানের এই দুরন্ত জয়ের পর প্রাক্তন পাক বোলার শোয়েব আখতার সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন,”ভিন্ন জয়, ভিন্ন ফ্যাশন।ব্যাটিং লাইন আপের গভীরতা পরিপূর্ণতা প্রদর্শন করে। মাশাআল্লাহ। মহান বলছি। হারিস, মালিক, আসিফ কেয়া বাত হ্যায়।”

]]>