Bad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 03 Jan 2022 19:29:07 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Breakfast king Corn Flakes: নিত্যদিন কর্নফ্লেক্স? ভালো নাকি খারাপ? https://ekolkata24.com/lifestyle/are-corn-flakes-good-or-bad-for-weight-loss-the-answer-will-surprise-you Mon, 03 Jan 2022 19:29:07 +0000 https://ekolkata24.com/?p=17875 কথাতেই আছে, “Breakfast like a king”। আবার, ব্রেকফাস্ট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল একথা একবাক্যে স্বীকার করেন ডাক্তারই হোক কিংবা নিউট্রিশনিস্ট সকলেই। তা , ব্রেকফাস্ট বাদ – নৈব নৈব চ৷ আর বিশ্বের জনপ্রিয় ব্রেকফাস্টের তালিকায় থাকা অন্যতম আইটেম কর্নফ্লেক্স (Corn Flakes)৷

ইদানিং বাঙালিরাও ব্রেকফাস্ট টেবিলে দুধ কর্নফ্লেক্স বা দই কর্নফ্লেক্সের বাটি হাতেই বসছে। তার প্রধান কারণ, যেমন সহজ কর্নফ্লেক্স বানানো, তেমনই তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়৷ আবার লো-ক্যালোরি হওয়ায় ওজন কমাতেও ভীষণ সাহায্য করে৷ কিন্তু, এখন প্রশ্ন হলো নিত্যদিন কর্নফ্লেক্স খাওয়া আদৌ কি স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত ?

প্রসঙ্গত, নিয়মিত ব্রেকফাস্টে কর্ণফ্লেক্স রাখলে তৈরী হতে পারে বেশ কয়েকটি সমস্যা।
১) কর্নফ্লেক্সকে সুস্বাদু করে তুলতে এতে ‘হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ’ মেশানো হয়৷ তাই গ্লাইসেমিক ইনডেক্স বেশী থাকে কর্নফ্লেক্সের ৷ তা ছাড়াও কর্ণফ্লেক্সে মেশাতে হয় নিদেনপক্ষে দুধ। এর পাশাপাশি শুকনো ফল বা মরসুমি নানা ফলও এর সঙ্গে মেশানো হয়। ফলত আরও বাড়ে গ্লাইসেমিক ইনডেক্স , যা শক্তি বাড়ালেও বিশেষ সুখকর নয় শরীরের জন্য ।

২) যে কোনও প্যাকেজড খাবারের মতো অ্যাডেড সুগার কর্নফ্লেক্সেও থাকে ৷ তাই কর্নফ্লেক্স রোজ খেলে ওজন কমার বদলে যেমন রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে, তেমনই ওজন কমার বদলে বেড়ে যেতে পারে৷
৩) গবেষণায় প্রমাণিত যে, কর্নফ্লেক্সে থাকা চিনি আসলে কমিয়ে দেয় টেস্টোস্টেরনের ক্ষরণ। ফলে সেক্স ড্রাইভও কমে আসে। তাই, প্রতিদিন কর্নফ্লেক্স খেলে কমতে পারে যৌন উত্তেজনাও।

]]>