Balochistan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 03 Nov 2021 10:18:19 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Balochistan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Pakistan: ভীষণাকার কালী মূর্তি নিয়মিত পুজো করেন পাকিস্তানিরা https://ekolkata24.com/offbeat-news/femous-kalat-kali-temple-of-pakistan Wed, 03 Nov 2021 10:18:19 +0000 https://www.ekolkata24.com/?p=10148 News Desk: এক ভীষণদর্শনা কালী মূর্তির পুজো নিয়মিত হয় ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে। যদিও দেশটির সংখ্যালঘুরা বারবার আক্রান্ত হন বলেই অভিযোগ।

পাকিস্তান তৈরির পর ভৌগোলিক কারণে বালোচিস্তান পড়েছে সে দেশে। একটি অংশ পড়েছে প্রতিবেশি ইরানে। বালোচিস্তানের কালাত এলাকা। স্থানীয় নবাবদের বিশেষ প্রভাব ছিল একসময়। বালোচ প্রদেশের বাসিন্দারা ব্রিটিশ বিরোধী মনোভাবের। তাৎপর্যপূর্ণ, তারা পাকিস্তানের শাসনও মানতে চাননা। ফলে ১৯৪৭ সালে পাকিস্তান তৈরির পর থেকে বালোচিস্তান বারবার বিদ্রোহ করেছে। রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেই বালোচ প্রদেশে প্রশাসনিক কড়া নিয়ম জারি থাকে সবসময়।

এমনই বালোচ প্রদেশে রয়েছে পাক সংখ্যালঘু হিন্দুদের অন্যতম কালাত কালী মন্দির।পাক বালোচ প্রদেশের অন্যতম দর্শনীয় স্থান এই মন্দির।

Femous kalat kali temple of pakistan

কালাতের নবাবদের বদান্যতায় দীর্ঘ সময় এই কালী মন্দিরের রক্ষণাবেক্ষণ হয়েছে। পরবর্তী সময়ে পাকিস্তান তৈরির পর এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে বালোচিস্তান প্রদেশ সরকার।

<

p style=”text-align: justify;”>পাকিস্তান পুরাতাত্ত্বিক বিভাগের দাবি, কালাতের কালী মন্দির প্রাক ইসলামিক যুগে তৈরি। পরবর্তী সময়ে এই মন্দিরের গঠনে কিছু পরিবর্তন এসেছে। মন্দিরের ভিতরে কালীমূর্তি বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। পাকিস্তানের বহু সংখ্যালঘুরা এই মন্দির দর্শনে আসেন। বিশেষত সিন্ধ প্রদেশ থেকে।

]]>
বিস্ফোরনের জের, স্রষ্টার মূর্তি ধূলিসাৎ পাকিস্তানে https://ekolkata24.com/uncategorized/pakistans-founder-m-a-jinnahs-statue-destroyed-in-blast-in-balochistan Mon, 27 Sep 2021 11:08:58 +0000 https://www.ekolkata24.com/?p=5738 নিউজ ডেস্ক: ধূলিসাৎ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মূর্তি। বালোচিস্তানের বন্দরশহর গদরে বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যায় জিন্নাহর একটি বিশাল স্ট্যাচু। ওই হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহী সংগঠন ‘বালোচ লিবারেশন ফ্রন্ট’। বহুদিন ধরেই পাকিস্তানের দখলে থাকা বালোচিস্তানকে স্বাধীন করার চেষ্টা চালাচ্ছে সংগঠনটি। ডনের রিপোর্ট অনুযায়ী, রবিবার সকালে মূর্তির নিচে রাখা বিস্ফোরক দ্বারা মেরিন ড্রাইভে একটি মূর্তি ধ্বংস হয়ে গিয়েছে। নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হওয়ায় মেরিন ড্রাইভে ওই মুর্তি স্থাপন করা হয়েছিল।

আরও পড়ুন আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে পাকিস্তান, উলটো সুর তালিবানদের গলায়

গদরের ডেপুটি কমিশনার মেজর (অব) আবদুল কবির খান জানিয়েছেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জিন্নার মূর্তি যেখানে বসা হয়েছিল সেটি বালোচিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র। মূর্তি ওড়াতে বালোচ রিপাব্লিকান আর্মি গোটা এলাকায় বিস্ফোরক পুঁতে দিয়েছিল। প্রচণ্ড বিস্ফোরণে কার্যত ধুলোয় মিশে যায় জিন্নাহর স্ট্যাচুটি।

মূর্তি ওড়াতে বালোচ রিপাব্লিকান আর্মি গোটা এলাকায় বিস্ফোরক পুঁতে দিয়েছিল। প্রচণ্ড বিস্ফোরণে কার্যত ধুলোয় মিশে যায় জিন্নাহর স্ট্যাচুটি।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। বিদ্রোহীদের খোঁজে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গদরের ডেপুটি কমিশনার মেজর (অব) আবদুল কবির খান জানিয়েছেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খোদ পাকিস্তানের বুকে জিন্নার মূর্তি ভাঙার ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ইসলামাবাদ।

আরও পড়ুন 🅱🅸🅶 🅽🅴🆆🆂: মুম্বই-ইউপি-দিল্লিতে নাশকতার ছক বানচাল, গ্রেফতার পাকিস্তানে প্রশিক্ষিত জঙ্গি

বালোচিস্তান এর আগেও এই ধরনের ঘটনার সাক্ষী। ২০১৩ সালে বালোচ রিপাব্লিকান আর্মি জিন্নার ব্যবহৃত বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। কয়েক ঘণ্টার আগুনে বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আট বছর বাদে ফিরে এল সেই স্মৃতি।

 

]]>