Bangalore – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jan 2022 17:11:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bangalore – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ISL: বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করল এসসি ইস্টবেঙ্গল https://ekolkata24.com/sports-news/isl-sc-east-bengal-drew-against-bangalore Tue, 04 Jan 2022 17:11:05 +0000 https://ekolkata24.com/?p=17994 চলতি আইএসএলে (ISL) ৯ ম্যাচ হয়ে গেল জয় পেলনা এসসি ইস্টবেঙ্গল। উল্টে মঙ্গলবার লাল হলুদ ফুটবলার সৌরভ দাসের সেম সাইড গোল ৫৫ মিনিটে গোটা টিমের মোটিভেশনকে ধুলোয় মিশিয়ে দিল। ২৮ মিনিটে হাওকিপের গোলে এগিয়ে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধে উলটপূরাণ।

৫৫ মিনিটে ইস্টবেঙ্গল প্রাথমিক সেট-পিস এড়ায় কিন্তু রোশনের বাঁ দিক থেকে একটি চূড়ান্ত ক্রস সৌরভ দাস ক্লিপ করে, লাল হলুদ গোলকিপার অরিন্দম ভট্টাচার্য বিভ্রান্ত হয়ে পড়ে,আর সৌরভের ক্লিপ করা বল এসসি ইস্টবেঙ্গলের জালে জড়াতেই ১-১ গোলের সমতায় ফিরে আসে বেঙ্গালুরু এফসি।

৬৬ মিনিটে রোশন সিং’র সেট পিস থেকে বেঙ্গালুরুর ফুটবলার প্রিন্স ইবারার হেডার গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৭২ মিনিটে সুনীল ছেত্রীর ডানপায়ের জোরালো শট বক্সে আটকে যায়। দ্বিতীয়ার্ধে ছেত্রী মাঠে নামেন, প্রতীকের বদলে।

এদিন ম্যাচে প্রিন্স ইবারা ভয়ঙ্কর হয়ে ওঠে।গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সেম্বোই হাওকিপ যিনি এসসি ইস্টবেঙ্গলকে ২৮ মিনিটে গোলের লিড দিয়েছিলেন, দ্বিতীয়ার্ধের শেষের দিকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বক্সের লবে সম্পূর্ণভাবে মিস করেন, কারণ হাওকিপ প্রথমবার ট্যাপ ইন করার চেষ্টা করেছিলেন।

৫ মিনিট ইনজুরি টাইমেও স্কোরলাইন ১-১ গোলে ড্র থেকে মাঠ ছাড়ে দুই দল। লিগ টেবিলে নতুন বছরেও তিন পয়েন্ট না পেয়ে,লাস্ট বয় হয়ে থাকলো এসসি ইস্টবেঙ্গল।

]]>
ISL: “বাগানে” কুঁড়ি এলেও ফুল ফুটল না https://ekolkata24.com/sports-news/mohun-bagan-bangalore-match-report-in-isl Thu, 16 Dec 2021 18:05:07 +0000 https://ekolkata24.com/?p=15180 Sports desk: বৃ্হস্পতিবার এটিকে মোহনবাগান চলতি আইএসএলের (ISL) ৬ নম্বর খেলায় জেতা ম্যাচ ড্র করলো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, ৩-৩ গোলে।

নিজের ৫০ তম আইএসএল ম্যাচে অফ ফর্ম থেকে ছন্দে ফিরে এসে পেনাল্টি থেকে গোল ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ’র। সবুজ মেরুন সমর্থকরা “জয় শ্রী কৃষ্ণা🙏🙏🙏☝💪” ধ্বনিতে আবেগের বাঁধনছাড়া উচ্ছ্বাসে গা ভাসিয়ে দিলেও রেফারির শেষ বাঁশি বাজতেই মুখ পানসে হয়ে গেল প্রিয় দলের হার দেখে মেরিনার্সদের। আসলে ৭২ মিনিটে এটিকে মোহনবাগানের ফুলের বাগানের ফুল মাঠে মাড়িয়ে দিয়ে গোল বেঙ্গালুরু এফসির কঙ্গোনিজ ফুটবলার প্রিন্স ইবারার। ১৩ মিনিটে শুভাশিস বোস,৩৮ মিনিটে হুগো বৌমাস এবং ৫৮ মিনিটে পেনাল্টি থেকে রয় কৃষ্ণ’র গোল “বাগানে” ফুল ফুটিয়ে তুলেছিল, কিন্তু ডিফেন্সিভ ল্যাপস ৭২ মিনিটে ইবারার গোল “বাগানে” ফুল ফুটেও! ফুটলো না।

হতাশ সবুজ মেরুন সমর্থকরা বুঝে গিয়েছে চলতি আইএসএল মরসুম তাদের জন্য না। এদিন প্রিয় দলের ডিফেন্সিভ ল্যাপস দেখে সমর্থকরা কপাল চাপড়াচ্ছে আর মেনে নিয়েছে “ভাগ্য এবার প্রচুর খারাপ আছে”।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না সুসাইরাজ,লেনি রদ্রিগেজ, ডেভিড উইলিয়ামস, যা নিয়ে এটিকে মোহনবাগান হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাসের ফুটবল বোধ নিয়ে সবুজ মেরুন সমর্থকরা অসন্তুষ্ট। মিডিও নিনগোম্বা সিং’কে প্রথম একাদশ কেন,রির্জাভ বেঞ্চেও বসতে দেওয়ার জায়গা দেয় নি হাবাস। চলতি আইএসএলে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে ম্যাচ থেকেই দলের টিম নির্বাচন নিয়ে হাবাস নিজেই বিভ্রান্তির শিকার,এমনটাই মত সমর্থকদের একাংশের।

আইএসএলে শেষ জয়ের মুখ দেখেছিল এটিকে মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, ম্যাচের ২৩ মিনিটেই হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, ৩-০ গোলে জিতে। টানা তিন ডার্বি ম্যাচে জয়ের ধারাবাহিতা ধরে রেখে। নিজেদের প্রথম এনকাউন্টারে কেরালা ব্লাসার্সের বিরুদ্ধেও দাপুটে জয়,৪-২ গোলের। ব্যস ওই পর্যন্তই।

এরপর মুম্বই সিটি এফসি’র কাছে মুখ থুবড়ে পড়ে ৫-১ গোল হজম সবুজ-মেরুন শিবিরের, হাইভোল্টেজ ডার্বি ম্যাচ জয়ের আফটার এফেক্ট। জামশেদপুর এফসি ২-১ গোলে হারিয়ে দেয় আন্তোনিও লোপেজ হাবাসের টিমকে।এই হার আইএসএলের লিগ টেবিলে সবুজ মেরুন শিবিরের কাছে বড় ধাক্কা, লিগ টেবিলে ৪ নম্বর পজিশন হারায়। নিজেদের পঞ্চম ম্যাচে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করে এটিকে মোহনবাগান।

৬ ম্যাচে প্রথম দুই ম্যাচে জয় চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের, দুই ড্র ম্যাচ, হারের মুখ ২ ম্যাচে,লিগ টেবিলে ছ’নম্বরে। হতাশ সবুজ মেরুন সমর্থকরা।

চলতি আইএসএলের ১১ তম রাউন্ডে এটিকে মোহনবাগানের হাতে পড়ে রয়েছে চার ম্যাচ। এই চার ম্যাচ ২১ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড, ২৯ ডিসেম্বর এফসি গোয়া, হায়দরাবাদ এফসি ৫ জানুয়ারি, ৮ জানুয়ারি ওডিশা এফসি।এই চার ম্যাচ থেকে জয় পেলেই এটিকে মোহনবাগান আবার আইএসএলের লিগ টেবিলের চার নম্বরে উঠে আসবে।আর এই উঠে আসার বেনিফিট তোলার দরজা খুলতে পারলে চলতি আইএসএলের ফাইনালে যাওয়ার একটা সুক্ষ রেখাপথ তৈরি হতে পারে।

কেননা আন্তোনিও লোপেজ হাবাস ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসি ম্যাচের আগের দিন নিজের দলের পড়তি গ্রাফরেখা প্রসঙ্গে ২০১৯ আইএসেএলে চেন্নাইন এফসি’র পিছিয়ে থেকে ফাইনালে গিয়ে সেকেন্ড পজিশন উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। তাই ATKMB হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে সবুজ মেরুন সমর্থকদের অন্য অংশ এখনও আশাবাদী প্রিয় দল জয় পাবে এবং লিগ টেবিলে ৪ নম্বরে উঠে পাল্টা লড়াই ছুঁড়ে দেবে টুর্নামেন্টে অন্য টিমগুলোকে।

]]>
ISL: বেঙ্গালুরুর বিরুদ্ধে কৃষ্ণের বাঁশি বেজে উঠলেও হেরে গেল ATK মোহনবাগান https://ekolkata24.com/sports-news/isl-atk-mohun-bagan-lost-against-bangalore Thu, 16 Dec 2021 16:12:19 +0000 https://ekolkata24.com/?p=15156 Sports desk: বৃ্হস্পতিবার বাম্বোলিমের অ্যাথলেটিক্স স্টেডিয়ামে, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের গোলমেশিন ফিজিয়ান স্ট্রাইকার “গোল্ডেন বয়” রয় কৃষ্ণ নিজের ৫০ তম ISL ম্যাচ খেলতে নামে,বেঙ্গালুরু এফসি’র(BFC) বিরুদ্ধে। যদিও কৃষ্ণর ফর্মে ফেরা নিয়ে দুশ্চিন্তায় হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস।

অন্যদিকে, চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসি (BFC) স্ট্রাইকার সুনীল ছেত্রীর অফ ফর্ম ইতালিয়ান কোচ মার্কো পেজাওউলির কাছে মস্তবড় চ্যালেঞ্জ।তাই ঝুঁকি না নিয়ে বৃ্হস্পতিবার BFC হেডকোচ মার্কো ATK মোহনবাগানের বিরুদ্ধে প্রথম একাদশ সাজিয়েছেন সুনীল ছেত্রীকে বাদ দিয়েই, সুনীলের পরিবর্তে প্রথম একাদশে আসিক কুরুনিয়ান।

ডার্বি ম্যাচের পর থেকেই জয়ের মুখ দেখেনি ATK মোহনবাগান। বৃ্হস্পতিবার আবার ড্র করলো আন্তোনিও লোপেজ হাবাসের ATK মোহনবাগান৩-৩ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। রয় কৃষ্ণ আইএসএলে নিজের ৫০ তম ম্যাচে পেনাল্টি থেকে গোল করে কেরিয়ারে নিজের ব্যাডপ্যাচ কাটিয়ে তোলে, ৫৮ মিনিটে।

roy krishna

ম্যাচের গোটা প্রথমার্ধে রয় কৃষ্ণ ৮ মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে জনি কাউকোর বাড়ানো বলে। ১২ মিনিটে জনি কাউকোর বাড়ানো বলে রয় কৃষ্ণর ডান পায়ের শট বক্সের বাইরেই সেভ হয়ে যায়।

ম্যাচের ১৩ মিনিটে গোল শুভাশিস বোসের। হুগো বৌমাসের কর্ণার থেকে উড়ে আসা বল ফলো করে শুভাশিসের হেডার BFC’র জালে জড়াতেই গোলের লিড নেয় ATK মোহনবাগান। চলতি আইএসএলে এটাই শুভাশিসের প্রথম গোল,আর এই আনন্দে মাঠেই শুভাশিসের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে।

তবে সবুজ মেরুন শিবিরের পুরনো রোগ আবার এদিনের খেলাতেও মাথাচাড়া দিয়ে ওঠে। দুটো উইং দিয়ে প্রতিপক্ষের আক্রমণ সামলানো,আর ডিফেন্সিভ ল্যাপস জোড়া ফালায় গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হাবাসের ছেলেরা।

১৬ মিনিটে লিস্টন কোলাসো বক্সের ভিতরে ফাউল করে বসতেই রেফারি পেনাল্টি অর্ডার দেয়। ১৮ মিনিটে, পেনাল্টি থেকে ক্লিটন সিলভা ডান পায়ে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অমরিন্দরকে ভুল পথে পাঠিয়ে বল ATKMB জালে জড়িয়ে দিতেই গোলের সমতায় ফিরে আসে বেঙ্গালুরু এফসি(BFC)। ম্যাচের স্কোরলাইন BFC 1-1 ATKMB। ২৬ মিনিটে ড্যানিস ফারুকের গোলে লিড নেয় BFC,পিছিয়ে পড়ে সবুজ মেরুন শিবির BFC 2-1 ATKMB।

ATK মোহনবাগান গোলের জন্য পাল্টা ঝাঁপিয়ে পড়ে।৩৮ মিনিটে হুগো বৌমাসের করা গোলে ফের সমতায় ফেরে হাবাসের শিবির BFC 2-2 ATKMB। প্রীতম কোটালরা দ্রুত বল পায়ে প্রতি আক্রমণে উঠে এসে বেঙ্গালুরু এফসি’র(BFC) বিরুদ্ধে গোলের সমতা ফিরে পায়। প্রথমার্ধের এডেড টাইমে তিরি গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের লিড বাড়ানোর জন্য ঝাপিয়ে পড়ে। ৫৮ মিনিটে কৃষ্ণ বাশি বেজে ওঠে, সবুজ মেরুন সমর্থক এবং হেডকোচ হাবাস হাফ ছেড়ে বাঁচে রয় কৃষ্ণর গোল পেতেই। নিজের ৫০ তম আইএসএল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে স্প্যানিশ কোচের মুখ রক্ষা করলেন ফিজিয়ান গোল্ডেন বয়, কেননা, হাবাস এদিনের ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসী হয়ে বলেছিলেন ব্যাডপ্যাচ কাটিয়ে উঠবে রয় কৃষ্ণ এবং হল তাইই।

BFC 2-3 ATKMB। ৫৭ মিনিটে শুভাশিস বোসকে বক্সের ভিতরে ফেলে দিলে ATK মোহনবাগান পেনাল্টি পায়,ওই পেনাল্টি থেকেই রয় কৃষ্ণা ডান পায়ে শট নিয়ে বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে বোকা বানিয়ে লিড নিয়ে নেয় গোলের।

৭২ মিনিটে কঙ্গোলিজ স্ট্রাইকার প্রিন্স ইবারার গোলে সমতায় ফেরে বেঙ্গালুরু এফসি। রোসন নাওরেমের কর্ণার থেকে নেওয়া শট সুইং বলকে ইবারা হেডারে গোলে পরিণত। BFC 3-3 ATKMB। ৮০ মিনিটে প্রিন্স ইবারার শট দুরন্তভাবে সেভ করেন সবুজ মেরুন গোলকিপার অমরিন্দর সিং।৮৬ মিনিটে সুনীল ছেত্রীকে মাঠে নামানো হয় ক্লিটনের পরিবর্তে।৯০ মিনিটে BFC ফুটবলার অ্যালান কস্তা’র শট লক্ষ্যচ্যুত হয়।

<

p style=”text-align: justify;”>এদিনও আন্তোনিও লোপেজ হাবাসের দল জিততে পারলো না। গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সবুজ মেরুন ফুটবলারেরা, ফলে জেতা ম্যাচ ড্র করে বসলো বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে।

]]>
Omicron: ভারতে ২ ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে আসা ৪ জন পজিটিভ https://ekolkata24.com/uncategorized/4-more-become-corona-positive-after-coming-in-touch-with-2-omicron-affected Fri, 03 Dec 2021 05:22:27 +0000 https://ekolkata24.com/?p=13303 নিউজ ডেস্ক, বেঙ্গালুরু : ইতিমধ্যে ভারতে ২ জন কোভিডের ওমিক্রন (omicron) ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের সংস্পর্শে আসা আরও ৪ জন এবার করোনা পজিটিভ। রাজস্থানেও (rajasthan) দক্ষিণ আফ্রিকা (south africa) থেকে আসা একই পরিবারের ৪ জন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে।

রাজস্থানের ওই পরিবারের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনা পজিটিভ। এঁদের ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ভারতসহ বিশ্বের ৩১টি দেশে এই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কর্নাটকের দুই ব্যক্তি করোনার নতুন ভেরিয়েন্ট (Omicron) সংক্রামিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বাসিন্দা ৬৬ বছরের এক ব্যক্তি ২৭ নভেম্বর ভারত থেকে চলে গিয়েছেন। ওই ব্যক্তি অবশ্য ভারতীয় নাগরিক নন ২০ নভেম্বর তিনি দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরু এসে পৌঁছেছিলেন তবে তার হাতে ছিল না শংসাপত্র। শুধু তাই নয় ওই ব্যক্তি করোনার টিকা নিয়েছিলেন কিন্তু বেঙ্গালুরু এক হোটেলে গিয়ে তিনি নতুন করে কোন ভাইরাসে আক্রান্ত হন।

পরে জানা যায় আক্রান্ত ব্যক্তির বেঙ্গালুরুতে সরাসরি আরো ২৪ জন ব্যক্তির সংস্পর্শে এসে ছিলেন তবে তাদের সকলেরই করো না রিপোর্ট নেগেটিভ। পাশাপাশি পরোক্ষভাবে ওই ব্যক্তি ২৫০ জন মানুষের সংস্পর্শে এসেছিলেন তাদের রিপোর্ট ও নেগেটিভ জানা গিয়েছে ওই কর্ণাটকের ভাষা ওই ব্যক্তির প্রথমে ২৩  নভেম্বর করোনা পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষায় তার রিপোর্ট ছিল নেগেটিভ সে কারণেই তিনি ২৭ নভেম্বর হোটেল থেকে বেরিয়ে ব্যক্তিকে বিমানবন্দরে যান সেখান থেকেই তিনি দুবাই পাড়ি জমান।

মনে করা হচ্ছে রিপোর্ট আসার আগেই ওই ব্যক্তি কর্ণাটক থেকে দুবাই পাড়ি জমিয়েছেন এদিন কর্ণাটক সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা আরো পাঁচজন করনা আক্রান্ত হয়েছেন তবে তাদের নমুনায় আছে কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

ওমিক্রণিক দাপট রুখতে এদিন কেন্দ্রীয় সরকার ফের একবার মানুষকে নতুন করে কিছু রীতিনীতি মেনে চলার পরামর্শ দিয়েছে। নীতি আয়োগ এর চেয়ারম্যান ব্রিঃ কেপল জানিয়েছেন প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কে যত শীঘ্র সম্ভব টিকাকরণের কাজ শেষ করতে হবে। প্রয়োজনে বুস্টার ডোজ দেওয়া এবং শিশুদের অধিকার বিষয়ক সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের প্রতিটি বিমানবন্দরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিদেশ থেকে আগত কোন যাত্রী বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশ গুলি থেকে কোনো যাত্রী এলে তাদেরকে সম্পূর্ণ আলাদা ভাবে শারীরিক পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রী বিমান মূলত ঝুঁকিপূর্ণ দেশ গুলি থেকে আগত যাত্রীদের বিমান বন্দর সংলগ্ন এলাকাতেই সাতদিনের নিভৃত বাধ্যতামূলক করা হয়েছে সাতদিন পরে দ্বিতীয়বার করোনা পরীক্ষা হলে যদি রিপোর্ট নেগেটিভ হয় তবেই তারা বিমান বন্দর সংলগ্ন নির্দিষ্ট এলাকার বাইরে আসতে পারবেন।

]]>
Omicron: ভারতের প্রথম আক্রান্ত ব্যক্তি 27 নভেম্বর বেঙ্গালুরু থেকে পাড়ি দিয়েছেন দুবাই https://ekolkata24.com/uncategorized/indias-first-omicron-infected-person-flew-from-bangalore-to-dubai-on-november-27 Thu, 02 Dec 2021 18:17:00 +0000 https://ekolkata24.com/?p=13261 নিউজ ডেস্ক, বেঙ্গালুরু: বৃহস্পতিবার কর্নাটকের দুই ব্যক্তি করোনার নতুন ভেরিয়েন্ট (Omicron) সংক্রামিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বাসিন্দা 66 বছরের এক ব্যক্তি 27 নভেম্বর ভারত থেকে চলে গিয়েছেন।

ওই ব্যক্তি অবশ্য ভারতীয় নাগরিক নন কুড়ি নভেম্বর তিনি দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরু এসে পৌঁছেছিলেন তবে তার হাতে ছিল না শংসাপত্র। শুধু তাই নয় ওই ব্যক্তি করোনার টিকা নিয়েছিলেন কিন্তু বেঙ্গালুরু এক হোটেলে গিয়ে তিনি নতুন করে কোন ভাইরাসে আক্রান্ত হন।

পরে জানা যায় আক্রান্ত ব্যক্তির বেঙ্গালুরুতে সরাসরি আরো 24 জন ব্যক্তির সংস্পর্শে এসে ছিলেন তবে তাদের সকলেরই করো না রিপোর্ট নেগেটিভ। পাশাপাশি পরোক্ষভাবে ওই ব্যক্তি 250 জন মানুষের সংস্পর্শে এসেছিলেন তাদের রিপোর্ট ও নেগেটিভ জানা গিয়েছে ওই কর্ণাটকের ভাষা ওই ব্যক্তির প্রথমে 23  নভেম্বর করোনা পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষায় তার রিপোর্ট ছিল নেগেটিভ সে কারণেই তিনি 27 নভেম্বর হোটেল থেকে বেরিয়ে ব্যক্তিকে বিমানবন্দরে যান সেখান থেকেই তিনি দুবাই পাড়ি জমান। না মনে করা হচ্ছে রিপোর্ট আসার আগেই ওই ব্যক্তি কর্ণাটক থেকে দুবাই পাড়ি জমিয়েছেন এদিন কর্ণাটক সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা আরো পাঁচজন করনা আক্রান্ত হয়েছেন তবে তাদের নমুনায় আছে কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

ওমিক্রণিক দাপট রুখতে এদিন কেন্দ্রীয় সরকার ফের একবার মানুষকে নতুন করে কিছু রীতিনীতি মেনে চলার পরামর্শ দিয়েছে। নীতি আয়োগ এর চেয়ারম্যান ব্রিঃ কেপল জানিয়েছেন প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কে যত শীঘ্র সম্ভব টিকাকরণের কাজ শেষ করতে হবে। প্রয়োজনে বুস্টার ডোজ দেওয়া এবং শিশুদের অধিকার বিষয়ক সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের প্রতিটি বিমানবন্দরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিদেশ থেকে আগত কোন যাত্রী বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশ গুলি থেকে কোনো যাত্রী এলে তাদেরকে সম্পূর্ণ আলাদা ভাবে শারীরিক পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রী বিমান মূলত ঝুঁকিপূর্ণ দেশ গুলি থেকে আগত যাত্রীদের বিমান বন্দর সংলগ্ন এলাকাতেই সাতদিনের নিভৃত বাধ্যতামূলক করা হয়েছে সাতদিন পরে দ্বিতীয়বার করোনা পরীক্ষা হলে যদি রিপোর্ট নেগেটিভ হয় তবেই তারা বিমান বন্দর সংলগ্ন নির্দিষ্ট এলাকার বাইরে আসতে পারবেন।

]]>
ঝুলনের নেতৃত্বতে বেঙ্গালুরুতে বাংলা মহিলা সিনিয়র দলের প্রস্তুতি তুঙ্গে https://ekolkata24.com/sports-news/preparations-are-in-full-swing-for-the-bengal-womens-senior-team-led-by-jhulan-in-bangalore Mon, 25 Oct 2021 16:21:29 +0000 https://www.ekolkata24.com/?p=9124 Sports Desk: আগামী ২৮ অক্টোবর,বৃ্হস্পতিবার থেকে শুরু হতে চলা বিসিসিআই’র সিনিয়র উইমেনস টুর্নামেন্টের জন্য বাংলা দল ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌছে গিয়েছে। ওডিআই ফর্ম্যাটে এই টুর্নামেন্ট হবে।

বাংলার অধিনায়ক ঝুলন গোস্বামীর নেতৃত্বতে ২০ জনের স্কোয়াড এখন চুটিয়ে বেঙ্গালুরুর স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন করছে। দলের চিফ কোচ ঋতুপর্ণা রায়। অপর্ণা মণ্ডল এবং পর্ণা পাল দুই উইকেট কিপার বাংলার স্কোয়াডে। দলে রয়েছেন অভিঞ্জ ব্যাটসম্যান রুমেলি ধর।

বাংলা দলের অধিনায়ক ঝুলন গোস্বামী যেকোন বিপক্ষ দলের কাছে ত্রাস। আন্তজার্তিক স্তরে ভারতীয়দের মধ্যে মহিলাদের টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি এখনও পর্যন্ত ডায়না এডুলজি ৬৩ টি উইকেট নিয়েছেন। দুই নম্বরে শুভঙ্গি কুলকার্নি ৬০, তিনে ঝুলন গোস্বামী ৪৪, চতুর্থ নিতু ডেভিড ৪১, আর পঞ্চম স্থানে শান্তা রঙ্গস্বামী ২১ টি উইকেট নিয়েছেন। আন্তজার্তিক ক্রিকেটে নিজের অভিঞ্জতার ঝুলি ঘরোয়া ক্রিকেটের বাইশ গজে উজাড় করে দেবেন ঝুলন গোস্বামী তা বলাই চলে।

]]>