Banglapakkha – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 27 Nov 2021 06:49:10 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Banglapakkha – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Kolkata: আর নয় মুখবন্ধ, প্রকাশ্যে বাঙালির মুখপত্র https://ekolkata24.com/uncategorized/no-more-mouthpieces-public-mouthpieces-of-bengalis Fri, 26 Nov 2021 16:30:51 +0000 https://ekolkata24.com/?p=12557 Kolkata: ভারতের বাঙালীর অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ। এবার সামনে এল তাদের মুখপত্র। এই মুখপত্রের নাম “বাংলা পক্ষ বার্তা”। এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ২৬ নভেম্বর ২০২১সালে। কলকাতা প্রেস ক্লাবে এই পত্রিকার আবরণ উন্মোচন করেন বাংলা পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক তথা বাংলা পক্ষ বার্তা-এর সম্পাদক অধ্যাপক ডঃ গর্গ চট্টোপাধ্যায়।

উপস্থিত ছিলেন বাংলা পক্ষ সংগঠনের শীর্ষ পরিষদের সদস্য কৌশিক মাইতি, চিকিৎসক অরিন্দম বিশ্বাস, অমিত সেন, শোয়েব আমিন,মনন মণ্ডল প্রমুখ। উপস্থিত ছিলেন কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী সহ বিভিন্ন জেলার জেলা সম্পাদকরা। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক তথা বাংলা পক্ষ বার্তা-এর সম্পাদক ডঃ গর্গ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এই পত্রিকা বাংলার প্রতিটি কোনে ছড়িয়ে দেওয়া হবে। এই পত্রিকায় বাঙালির অধিকারের কথা উঠে আসবে। তিনি আরও বলেন,বাংলা পক্ষ বার্তা-এর আত্মপ্রকাশ মূলত তিনটি কারণে— প্রথমত, বাংলায় বাংলা ভাষার অনেক সংবাদপত্র থাকলেও বাংলা ও বাঙালীর স্বার্থ ও অধিকারের পক্ষের কোনও সংবাদপত্র নেই। এই অভাব পূরণ করবে “বাংলা পক্ষ বার্তা”। দ্বিতীয়ত, বাংলা পক্ষ সংগঠনের নানা কর্মসূচী বাঙালীর সামনে তুলে ধরবে এই পত্রিকা। তৃতীয়ত, বাংলা ও বাঙালীর স্বার্থের নানা দাবি তুলে ধরা এই পত্রিকার আরেকটি লক্ষ্য।

সংগঠনের শীর্ষ পরিষদের সদস্য, কৌশিক মাইতি বলেন-২০১৮ সাল থেকে বাংলা পক্ষ বার্তা বাংলা পক্ষের অনলাইন মুখপত্র হিসেবে কাজ করছিল। অনলাইন পত্রিকা হিসেবে ইতিমধ্যেই বাংলা পক্ষ বার্তা বহু বাঙালির কাছে পৌঁছে গেছে। এবার ছাপা পত্রিকা হিসেবে বাংলার প্রতিটি জেলার সমস্ত জায়গায় এই পত্রিকা বাঙালির অধিকারের বার্তা নিয়ে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, বাংলা পক্ষ-এর দৃঢ় বিশ্বাস যে “বাংলা পক্ষ বার্তা” অচিরেই বাংলা ও বাঙালীর সবচেয়ে বড় কণ্ঠস্বরে পরিণত হবে।

সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে বাংলা পক্ষ বার্তা মাসিক পত্রিকা হিসেবে প্রকাশ করা হচ্ছে। আগামী দিনে এটিকে সাপ্তাহিক এবং পরবর্তী সময়ে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশের পরিকল্পনা রয়েছে সংগঠনের।

]]>
বঙ্গের ভিস্তা ডোম রেল পরিষেবাতেই নেই বাংলা: প্রতিবাদে বাংলাপক্ষ https://ekolkata24.com/uncategorized/bengals-vista-dome-not-in-bengali-rail-service-banglapakkha-in-protest Sun, 21 Nov 2021 11:07:49 +0000 https://ekolkata24.com/?p=11960 News Desk: ভিস্তা ডোম। রেল চালু করেছে নতুন এই রেল সফর। বাংলার মাটিতে এই রেল যাত্রায় নেই বাংলারই স্থান। তা নিয়েই এবার প্রতিবাদে নামল শিলিগুড়ি বাংলাপক্ষ

শিলিগুড়ি বাংলা পক্ষ আজ একাধিক কর্মসূচী পালন করে। প্রথমে সংগঠনের জেলা শাখার নেতৃত্বে শিলিগুড়ি জংশন স্টেশনে বাংলা ভাষার সাইনবোর্ড ও অন্যাশন্যে পরিষেবার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। সেই সঙ্গেই সম্প্রতি চালু হওয়া ভিস্তাডোম ট্রেনে পর্যটকদের যে যাত্রা পথের বিবরণ শোনানো হচ্ছে তা হিন্দি ও ইংরাজীতে, বাংলা ভাষা নেই বাংলার মাটিতেই। এর প্রতিবাদে উত্তর-পূর্ব সীমান্ত রেলপথের DRM কেও ডেপুটেশন দেওয়া হয় এবং অবিলম্বে বাংলা ভাষা যোগ করার দাবি জানানো হয়।

Gorg Chatterjee

সংগঠনের তরফে বহিরাগত রেল কর্মচারীদের মধ্যো বর্ণ পরিচয় বিলি করে, তাদের বাংলা ভাষা শিখে নেওয়ার কথা বলা হয়। কারণ সংবিধান অনুযায়ী বাঙালি নিজের মাটিতে বাংলায় সকল পরিষেবা পাবে এটাই সঠিক। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্যএ রাজাদিত্যএ সরকার, কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যর সাগরিকা দাশগুপ্ত, সংগঠনের শিলিগুড়ি শাখার জেলা সম্পাদক গিরিধারী রায় , জেলা কমিটির সদস্য আশিস সাহা সহ অন্যারন্যর নেতৃত্ব ও সদস্যররা।

এইদিন বাংলা বললে বাংলাদেশ চলে যাওয়ার কথা বলা হিন্দিভাষী বেসরকারি নিরাপত্তারক্ষী ইমরান খানের বিরুদ্ধে আইনত ব্যথবস্থা গ্রহণের দাবিতেও শিলিগুড়ি থানায় আবেদন করা হয়। সংগঠনের পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করা হয়। সেইসঙ্গে এই কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়ার জন্য মুখার্জী হসপিটাল নামের ঐ বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষকেও ধন্যাবাদ জানানো হয়।

]]>