Bania – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 09 Nov 2021 11:16:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bania – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ব্যবসায়ী ও ব্রাহ্মণদের আমি পকেটে রাখি, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার https://ekolkata24.com/uncategorized/brahmin-and-bania-in-my-pocket-says-bjp-leader-p-murlidhar-rao Tue, 09 Nov 2021 11:13:25 +0000 https://www.ekolkata24.com/?p=10821 News Desk: ব্যবসায়ী সম্প্রদায় এবং ব্রাহ্মণদের আমি নিজের পকেটে রাখি। বিতর্কিত এই মন্তব্য করলেন মধ্যপ্রদেশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক পি মুরলীধর রাও (Muralidhar)। যথারীতি বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। তাদের দাবি, এই মন্তব্যের জন্য বিজেপি নেতাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

অন্যদিকে, মুরলীধর তাঁর এই বক্তব্যের দায় চাপিয়েছেন সংবাদমাধ্যমের ঘাড়ে। মুরলিধরের দাবি, তাঁর বক্তব্যকে বিকৃত করেছে সংবাদমাধ্যম।  সোমবার ভোপালে (Bhopal) দলের সদর দফতরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন মুরলিধর। সেখানেই ওই বিজেপি নেতা বলেন, তাঁরা তপসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের দিকে বিশেষ নজর দিচ্ছেন। তবে তাঁদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে নয়। তাঁরা চান অনগ্রসর শ্রেণীর মানুষের উন্নয়ন। ওই মন্তব্যের পর সাংবাদিকরা তাঁকে পাল্টা বলেন, বিজেপি তো ব্যবসায়ী ও ব্রাহ্মণদের দল হিসেবেই পরিচিত। তাহলে আপনারা কি তাদের কথা ভাবছেন না। এই প্রশ্নের উত্তরে মুরলিধর নিজের পাঞ্জাবির পকেটে দেখিয়ে বলেন, ব্যবসায়ী ও ব্রাহ্মণদের আমি আমার পকেটে রাখি। তবে আপনাদের এই মন্তব্য ঠিক নয়। বিজেপি সমাজের প্রতিটি স্তরের, সর্বশ্রেণির মানুষকেই দলের সঙ্গে যুক্ত করতে চায়।

মুরলিধরের এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, কিভাবে একজন নেতা ব্রাহ্মণ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করতে পারেন। এই মন্তব্যের জন্য মুরলিধরের উচিত সংশ্লিষ্ট সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া।

যদিও নিজের বক্তব্যের পক্ষে সাফাই দিতে গিয়ে মুরলিধর বলেন, বিজেপি কখনওই সমাজের মধ্যে বিভাজন তৈরি করে না। বরং প্রত্যেক নাগরিককে দেশের উন্নয়নের অংশ হিসেবে যুক্ত করতে চায়। কংগ্রেস বরাবর সকলের সঙ্গে প্রতারণা করেছে। সমাজে বিভাজন তৈরি করেছে। কংগ্রেসের অবিচারের কারণেই তফসিলিরা আজও পিছিয়ে রয়েছে।

]]>