Bans – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 21 Dec 2021 17:30:29 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bans – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Anti-India propaganda: পাক-মদতপুষ্ট ২০টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করল স্বরাষ্ট্রমন্ত্রক https://ekolkata24.com/uncategorized/anti-india-propaganda-home-ministry-bans-20-pak-backed-youtube-channels Tue, 21 Dec 2021 17:29:08 +0000 https://ekolkata24.com/?p=15759 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: লাগাতার ভারত বিরোধী (anti-india propaganda) প্রচার চালানোর কারণে পাকিস্তানের (pakistan) মদতপুষ্ট ২০টি ইউটিউব চ্যানেল ও দু’টি ওয়েবসাইটকে (website) নিষিদ্ধ করল নরেন্দ্র মোদী সরকার(modi goverment)।

সম্প্রতি এই চ্যানেলগুলি থেকে বিভিন্ন বিষয়ে নিয়মিত ভারত বিরোধী জোরদার প্রচার চলছিল। যার মধ্যে কাশ্মীর যেমন ছিল তেমনই ছিল রামমন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায় সংক্রান্ত বিভিন্ন খবর। এমনকী, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু নিয়েও বিভিন্ন ধরনের ভুয়ো খবর ছড়ানো হয়েছিল।

এই ধরনের আজগুবি ও উস্কানিমূলক খবর যে পাকিস্তানের মদতপুষ্ট ইউটিউব চ্যানেল থেকেই প্রচার করা হচ্ছে সেটা প্রথমদিকে বোঝা যায়নি। পরে সাইবার বিশেষজ্ঞরা তদন্ত করে জানতে পারেন, এই ইউটিউব চ্যানেলগুলি পাকিস্তান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওই ঘটনার জেরে ২০টি ইউটিউব চ্যানেল ও দুটি ওয়েবসাইট নিষিদ্ধ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মন্ত্রকের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই ওই ইউটিউব চ্যানেলগুলিকে ব্লক করে দেওয়া হয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্ত ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট লাগাতার ভারত বিরোধী প্রচার চালাচ্ছিল। যেগুলো ছিল অত্যন্ত উস্কানিমূলক। সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু নিয়েও নানা আজগুবি খবর ছড়ানো হচ্ছিল। এমনকী, ভারতীয় সেনাবাহিনী সম্পর্কেও অনেক ভুল খবর প্রচার করছিল ওই চ্যানেলগুলি। তারপরই নড়েচড়ে বসে সরকার। বিষয়টি নিয়ে সরকার তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, পাকিস্তান থেকেই এই চ্যানেলগুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, নয়া পাকিস্তান গ্রুপ বা এনপিজি নামে একটি গোষ্ঠী ওই চ্যানেলগুলি পরিচালনা করছিল। একইসঙ্গে পাকিস্তান থেকে চালু করা হয়েছিল দুটি ভারতবিরোধী ওয়েবসাইট। ওই চ্যানেল এবং ওয়েবসাইটগুলি লাগাতার ভারতবিরোধী খবর প্রচার করে চলছিল। এই সমস্ত চ্যানেলগুলির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৪০ লাখ।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর উদ্দেশ্যেই এই চ্যানেলগুলি খোলা হয়েছিল। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কানি দিতে এই চ্যানেলগুলির বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মদত জোগাতে এই চ্যানেল ও ওয়েবসাইটগুলির বিশেষ ভূমিকা ছিল।

]]>
খেলা শুরু: তালিবানি কায়দায় পাকিস্তানে শিক্ষাকর্মীদের নিষিদ্ধ আঁটসাঁট পোশাক https://ekolkata24.com/uncategorized/pak-takes-taliban-line-bans-male-staff-from-wearing-jeans-tights-prohibited-for-women Fri, 10 Sep 2021 10:03:40 +0000 https://www.ekolkata24.com/?p=4306 নিউজ ডেস্ক: আফগানিস্তানে তালিবানি রাজ (Taliban Line) কায়েম হতেই আঁচ এসে পড়ল পাকিস্তানে৷ ইসলামাবাদে স্কুল-কলেজের শিক্ষকদের জন্য একটি বিস্তারিত ড্রেস কোড জারি করা হয়েছে৷ শিক্ষাবিদদের ডিউটির সময় জিন্স, আঁটসাঁট পোশাক, টি-শার্ট এবং চপ্পল পরা নিষিদ্ধ করেছে। পাকিস্তান সংবাদপত্র ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ফেডারেল শিক্ষা অধিদপ্তর (এফডিই) পুরুষ এবং মহিলা শিক্ষকদের জিন্স পরা নিষিদ্ধ করেছে৷ ড্রেস কোড এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষাদানসহ অশিক্ষক কর্মীদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে।

এফডিই-এর চিঠিতে বলা হয়েছে, সমস্ত প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, প্রত্যেক কর্মী সদস্য “তাদের শারীরিক গঠন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে যথাযথভাবে মেনে চলছেন৷” তারমধ্যে রয়েছে নিয়মিত চুল কাটা, দাড়ি ছাঁটা, নখ কাটা, ডিওডোরেন্ট এবং পারফিউমের ব্যবহার।
ওই চিঠিতে মহিলা শিক্ষক এবং মহিলা কর্মীদের জন্য একটি সরকারি পোশাকের সুপারিশ করা হয়েছে৷ যা “উপযুক্ত সহজ এবং শালীন” হতে হবে৷ এরমধ্যে রয়েছে সালোয়ার কামিজ, ট্রাউজার, দোপাট্টা/শালসহ শার্ট৷ পরিষ্কার এবং ঝরঝরে চেহারা। কোন অবস্থাতেই জিন্স এবং আঁটসাঁট পোশাক পরা যাবে না। পাকিস্তান সরকার জুতোর ক্ষেত্রেও নির্দেশিকাও জারি করেছে৷ যাতে বলা হয়েছে, আরামদায়ক জুতা (স্নিকার এবং স্যান্ডেল) পরা নিষিদ্ধ করা হয়েছে।
পুরুষ শিক্ষক এবং কর্মীদের জন্যও অনুরূপ নির্দেশাবলী জারি করা হয়েছে৷ তাতে জিন্স পরা নিষিদ্ধ করা হয়েছে। ডন অনুসারে চিঠিতে বলা হয়েছে, “আবহাওয়া অনুকূলে উপযুক্ত, সহজ এবং শালীন কামিজ এবং কোট পরতে হবে৷ কোন অবস্থাতেই জিন্স পরা অনুমোদিত নয়। “গ্রীষ্মের জন্য পুরুষ কর্মীদের হাফ হাতা শার্ট বা বুশ শার্ট পরার অনুমতি দেওয়া হয়েছে৷ কিন্তু কোনও ধরনের টি-শার্ট অনুমোদিত নয়। পুরুষ কর্মীদের জন্য চপ্পল পরাও নিষিদ্ধ।

]]>