Belghoria Expressway – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 24 Dec 2021 06:33:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Belghoria Expressway – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Belghoria Expressway: আশঙ্কা দুর্ঘটনার, সময়ের আগেই বন্ধ দোকান https://ekolkata24.com/uncategorized/belghoria-expressway-fear-of-accident-shop-closed-prematurely Fri, 24 Dec 2021 06:33:05 +0000 https://ekolkata24.com/?p=16077 News Desk: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারের দোকানগুলি অনেক রাত পর্যন্ত খোলা থাকার জন্য দুর্ঘটনা কিংবা অসামাজিক কার্যকলাপের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা দূর করতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারের দোকানগুলি খোলা রাখার সময় বেঁধে দিল প্রশাসন।

সূত্রের খবর, গতকাল দমদম থানায় একটি বৈঠক হয়। দমদম ও দমদম পুরসভার প্রতিনিধি, ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকর্তারা ছাড়াও শতাধিক ব্যবসায়ী ওই বৈঠকে উপস্থিত ছিলেন।‌ সেখানেই আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারের দোকানগুলি খোলা থাকে অনেক রাত পর্যন্ত।‌ দোকানের আশে পাশে অনেক গাড়ি রাখা হয় যার ফলে রাতের দিকে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, অনেক রাত পর্যন্ত দোকান খোলা থাকায় বাড়ছে অসামাজিক কাজ। এইসময় পরিবেশ স্বাভাবিক তৎপর পুলিশ-প্রশাসন।

সূত্রের খবর, রাত সাড়ে ৯ টার পর দোকান খোলা রাখা যাবেনা। এমনকি রাত ৯ টা বাজলেই সতর্ক করা হবে ব্যবসায়ীদের। নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর।

প্রশাসনের এই সিদ্ধান্তে খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাঁদের কথায়, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে বিমানবন্দরে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা।‌ ফলে অনেক রাত পর্যন্ত লোকের আনাগোনা লেগে থাকে। সাড়ে ৯ টায় দোকান বন্ধ করলে লোকসান গুনতে হবে। একইসাথে, অসামাজিক কার্যকলাপের অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা।

]]>