Belt and Road project – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 04 Sep 2021 13:33:10 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Belt and Road project – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ভারতের উদ্বেগ: আফগানিস্তানকে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আনতে চাইছে চিন https://ekolkata24.com/uncategorized/china-also-wants-to-bring-afghanistan-under-the-belt-and-road-project Sat, 04 Sep 2021 13:33:10 +0000 https://www.ekolkata24.com/?p=3832 নিউজ ডেস্ক: আফিগানিস্তানে তালিবান সরকারে চিন প্রীতির কারণ প্রকাশ্যে এল৷ বেজিংয়ের দীর্ঘদিনের স্বপ্ন ‘বেল্ট রোড’ বাস্তবায়ন করতে চেয়েছে৷ এতদিন আফগান সরকারের সঙ্গে ভারতের সুস্পর্কের কারণে বেজিং এই প্রকল্পে হাত গুটিয়ে বসেছিল৷ কিন্তু, আফগানের তখত পালটে যেতেই স্বপ্ন বাস্তবায়নে কোমর বেধে নামল বেজিং৷ তারা তালিবান শাসিত আফগানিস্তানের ভিতর দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বাস্তবায়ন করতে চায় চিন। এই নিয়ে ভারতের উদ্বেগ কিছুটা বাড়ল৷ আফগানিস্তানে যখন তালিবানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই এ খবর জানাল বেজিং৷

Buy One Belt One Road Chinese Power Meets the World

গতকাল শুক্রবার চিন বলেছে, তালিবান নেতারা চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প সমর্থন করে। তারা বিশ্বাস করে, এই প্রকল্প যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য লাভজনক হবে। এছাড়াও তালিবান চিনকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে। তালিবান নেতারা জানিয়েছেন, দেশের পুনর্গঠনে বিনিয়োগ করতে প্রস্তুত চিন।

One Belt One Road

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের কাজ প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানির সময়ে খুব বেশি একটা এগোতে পারেনি চিন৷ কারণ তালিবান ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ব্যাপক মতপার্থক্য ছিল। আশরাফ ঘানির ক্ষমতাচ্যুতির মধ্যদিয়ে চিনের স্বপ্নপূরণের পথ খুলে গিয়েছে৷

২০১৩ সালে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর বেজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প উদ্বোধন করেন। এই প্রকল্পে মূল লক্ষ্য দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, পারস্য উপসাগরীয় অঞ্চল, আফ্রিকা এবং ইউরোপকে স্থল ও সমুদ্র পথের মাধ্যমে একটি নেটওয়ার্কের আওতায় আনা। ভারত শুরু থেকেই এই প্রকল্পের বিরুদ্ধে৷ কিন্তু আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসায় স্বাভাবিকভাবেই ভারতের চাপ কিছুটা বাড়ল৷

]]>