Bengali Actress – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 11 Jun 2025 20:35:33 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bengali Actress – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 सिनेमा नहीं, परिवार है असल: शुभश्री गांगुली अब नए अवतार में! https://ekolkata24.com/entertainment/subhashree-ganguly-shines-in-new-avatar-balances-family-and-potential-ott-debut Wed, 11 Jun 2025 20:35:33 +0000 https://ekolkata24.com/?p=51386 टॉलीवुड की मशहूर अभिनेत्री शुभश्री गांगुली (Subhashree Ganguly) हमेशा अपनी एक्टिंग, फैशन और निजी जिंदगी को लेकर सुर्खियों में रहती हैं। दो बच्चों की मां बनने के बाद उनकी जिंदगी का फोकस अब सिल्वर स्क्रीन से थोड़ा हटकर परिवार की ओर बढ़ गया है। लेकिन, इस ‘नए अवतार’ में क्या शुभश्री वाकई सिनेमा से ब्रेक ले रही हैं, या फिर ओटीटी प्लेटफॉर्म पर कुछ नया लेकर आ रही हैं? 2025 में शुभश्री की जिंदगी और करियर में आए इस बदलाव को लेकर खूब चर्चा हो रही है।

मातृत्व के बाद शुभश्री का नया अध्याय
2020 में पहले बच्चे युवान और 2023 में दूसरी संतान यालिनी के जन्म के बाद शुभश्री की जिंदगी पूरी तरह बदल गई है। सोशल मीडिया पर उनकी पोस्ट्स से साफ है कि उनके दोनों बच्चे अब उनकी जिंदगी का केंद्रबिंदु हैं। युवान के स्कूल के पहले दिन से लेकर यालिनी की प्री-स्कूल यात्रा तक—शुभश्री हर पल को सेलिब्रेट कर रही हैं। हाल ही में उन्होंने यालिनी के स्कूल के पहले दिन की तस्वीरें शेयर करते हुए लिखा, “यह हंसी ही मेरे लिए सबकुछ है।” इन पोस्ट्स ने दर्शकों के बीच खूब वाहवाही बटोरी।

मातृत्व ने शुभश्री को न केवल मानसिक रूप से मजबूत किया है, बल्कि शारीरिक रूप से भी उन्हें नया रूप दिया है। उन्होंने फिटनेस पर खास ध्यान दिया है। नियमित योग, वर्कआउट, और हेल्दी डाइट उनकी जिंदगी का हिस्सा बन चुके हैं। सोशल मीडिया पर उनकी फिटनेस रूटीन की झलक देखकर फैंस मंत्रमुग्ध हैं। हालांकि, शुभश्री हमेशा कहती आई हैं, “वजन नहीं, फिट रहना मेरे लिए ज्यादा जरूरी है।” यह नजरिया उन्हें नई पीढ़ी के बीच और लोकप्रिय बना रहा है।

करियर में नई दिशा: ओटीटी या ब्रेक?
शुभश्री गांगुली बंगाली सिनेमा की शीर्ष अभिनेत्रियों में से एक हैं। चैलेंज, परीनीता, बौदी कैंटीन, और बिस्मिल्लाह जैसी फिल्मों में उनकी एक्टिंग ने दर्शकों का दिल जीता है। लेकिन, दूसरी संतान के जन्म के बाद वे बड़े पर्दे पर कम नजर आई हैं। 2024 में उन्होंने बबली फिल्म में काम किया था, और अब वे सृजित मुखर्जी की लह गौरांगर नाम रे में नटी बिनोदिनी का किरदार निभा रही हैं। इस फिल्म के लिए उनकी तगड़ी तैयारी इसे उनके करियर का मील का पत्थर बना सकती है।

हालांकि, शुभश्री के ओटीटी प्लेटफॉर्म पर डेब्यू को लेकर अटकलें तेज हैं। सूत्रों की मानें तो वे एक बड़े ओटीटी प्रोजेक्ट पर चर्चा कर रही हैं, जो 2025 के अंत में रिलीज हो सकता है। हालांकि, शुभश्री या उनकी टीम की ओर से इस बारे में कोई आधिकारिक घोषणा नहीं आई है, लेकिन उनके फैंस आशान्वित हैं कि वे ओटीटी पर नए अवतार में नजर आएंगी। दूसरी ओर, वे अपने पति राज चक्रवर्ती की प्रोडक्शन कंपनी से भी जुड़ी हैं, जो उनके करियर में नया आयाम जोड़ रहा है।

परिवार और करियर का संतुलन
शुभश्री और राज चक्रवर्ती की जिंदगी परिवार और करियर के संतुलन का एक अनोखा उदाहरण है। दो बच्चों की जिम्मेदारी निभाने के साथ-साथ शुभश्री अपने प्रोफेशनल लाइफ में भी बराबर तालमेल बनाए हुए हैं। वे कहती हैं, “युवान और यालिनी मेरी जिंदगी की सबसे बड़ी प्रेरणा हैं। उनके लिए मैं और बेहतर काम करना चाहती हूं।” उनकी यह सोच उन्हें कई लोगों के लिए रोल मॉडल बनाती है।
सोशल मीडिया पर शुभश्री अक्सर अपने बच्चों के साथ मजेदार पल शेयर करती हैं। युवान के साथ खेल-खेल में पढ़ाई से लेकर यालिनी के पहले शब्द सुनने की खुशी—ये पल उनकी जिंदगी की सबसे बड़ी पूंजी हैं। हाल ही में उन्होंने युवान को पर्यावरण संरक्षण के बारे में सिखाने का एक वीडियो शेयर किया था, जिसे खूब सराहना मिली।

शुभश्री का नया अवतार
2025 में शुभश्री गांगुली अपने नए अवतार से दर्शकों को मंत्रमुग्ध करने के लिए तैयार हैं। उनकी फिटनेस, फैशन, और बच्चों के प्रति उनका प्यार उन्हें एक आधुनिक महिला के रूप में पेश करता है। हाल ही में एक इंटरव्यू में उन्होंने कहा, “सिनेमा मेरी जिंदगी का हिस्सा है, लेकिन परिवार मेरी असल ताकत है।” इन शब्दों से उनकी जिंदगी की प्राथमिकताएं साफ हो जाती हैं।

क्या वे सिनेमा से पूरी तरह ब्रेक ले रही हैं? जवाब शायद नहीं है। लह गौरांगर नाम रे के लिए उनकी तैयारी और संभावित ओटीटी प्रोजेक्ट उनके करियर की नई दिशा दिखा रहे हैं। शुभश्री हमेशा अपने काम से सरप्राइज देती आई हैं, और 2025 में भी वे अपने फैंस के लिए कुछ खास लेकर आएंगी, ऐसी उम्मीद की जा सकती है।

शुभश्री गांगुली अब केवल एक अभिनेत्री नहीं, बल्कि एक मां, पत्नी, और आधुनिक महिला का प्रतीक हैं। उनकी जिंदगी का यह नया अवतार—जहां परिवार और करियर साथ-साथ चल रहे हैं—उन्हें दर्शकों के और करीब ला रहा है। 2025 में वे अपने करियर को कैसे आगे ले जाती हैं, यह देखने के लिए उनके फैंस बेताब हैं। सिनेमा हो या ओटीटी, शुभश्री अपने नए अवतार में सबको मंत्रमुग्ध करने के लिए तैयार हैं।

]]>
Nusrat Jahan: বার্থডে গার্ল ‘নয়না’কে শুভেচ্ছা যশের, মধ‍্যরাতেই সেলিব্রেশন শুরু নুসরতের https://ekolkata24.com/entertainment/actress-nusrat-jahan-birthday-celebrate-with-yash-dasgupta Sat, 08 Jan 2022 09:27:26 +0000 https://ekolkata24.com/?p=18423 টলিসুন্দরী নুসরত জাহান (Nusrat Jahan) কাটিয়ে ফেললেন আরও একটা বসন্ত। আজ নায়িকা সাংসদ পা রাখলেন ৩২ বছরে। তাঁর বয়স আরো একটা বছর বেড়ে গেলেও তাতে অবশ‍্য বিশেষ মন খারাপ নেই অভিনেত্রীর। কারণ একটাই, ছেলেকে নিয়ে প্রথম জন্মদিন যে! বলা বাহুল্য, ‘মা’ হিসেবে প্রথম আবির্ভাব দিবস।ঘড়ির কাঁটা বারোটার ঘরে পৌঁছতেই সেলিব্রেশন শুরু হয়ে গেল যশরতের ঘরে। যদিও তা খুব ছিমছাম ভাবে।

এদিন নুসরতের জন্য সাদা রঙের টু টায়ার কেক এসেছিল। তাতে লেখা ছিল ‘হ্যাপি হার্থ ডে নয়না’। আর কেকের গায়ে একটা ছোট্ট পরী। যার কোলে শুয়ে আছে এক সদ্যোজাত। প্রসঙ্গত, নুসরতকে নয়না নামেই ডাকে তার প্রিয়জনেরা। এদিন বিনা মেকআপেই ঈশানের মা গালে হাত দিয়ে পোজ দিলেন ক্যামেরার সামনে।

Nusrat Jahan

মধ্যরাতেই সোশ‍্যাল মিডিয়ায় ‘স্ত্রী’র সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান যশ দাশগুপ্ত (yash dasgupta)। গোয়া ট্রিপের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। নুসরতও পাল্টা ধন‍্যবাদ জানিয়েছেন। সঙ্গে ভালবাসা জাহির করে একগুচ্ছ হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

<

p style=”text-align: justify;”>মা হিসাবেও এটা তাঁর প্রথম জন্মদিন। গত বছর সেপ্টেম্বরে নুসরতের কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান, ঈশান। জন্ম হয় এক মায়েরও। এ বছরের জন্মদিন তাই নুসরতের কাছে অন্যবারের তুলনায় অনেকটাই স্পেশ‍্যাল। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, এবারের জন্মদিনের উপহার তিনি আগেই পেয়ে গিয়েছেন। আর যা তাঁর কাছে সবচেয়ে সেরা। সেটা হল ছেলে ঈশান।

]]>
নবরূপে নুসরত, এবার মন খোলা আড্ডায় মাতবেন দর্শকেরা https://ekolkata24.com/entertainment/nusrat-jahan-new-talk-show-on-radio Thu, 11 Nov 2021 14:36:36 +0000 https://www.ekolkata24.com/?p=11018 বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: বলিউডের করিনা এখন টলিউডের নুসরাত জাহান। একই ভূমিকায় এবার থেকে দেখা যাবে টলিউডের স্টারকে। নুসরাত জাহান, গত এক বছর ধরে এই নামটার সঙ্গে আদ্যোপান্ত বিতর্ক জড়িয়ে রয়েছে। সম্পর্কের বিচ্ছেদ থেকে শুরু করে যশ এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া আবার সন্তানসম্ভবা নুসরাত একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিলেন সন্তানের পিতা কে। সেই সমস্ত বিতর্ক ঘুচিয়ে এখন যশের সঙ্গে সুখে সংসার করছেন নুসরাত। সদ্য সামনে নিয়ে এসেছেন তাদের পরিবারে থাকা দুই সন্তানের ছবিও।

যশ এর প্রথম পক্ষের সন্তান ও দ্বিতীয় পক্ষ অর্থাৎ নুসরাতের সন্তান ইশান। দীপাবলিতে প্রথম ঈশানকে দেখে ভক্ত মহল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে নুসরাত জাহান। ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। আর এবার জাঁকিয়ে বসে সকলের হাঁড়ির খবর নিজেই ফাঁস করবেন নুসরাত জাহান। রেডিও টকশো ইসক এফএম-এ এবার টলিউড সেলেবদের সঙ্গে খোলামেলা আলোচনায় নুসরাত জাহান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার শুটিং। খবরের ছড়িয়ে পড়েছে সর্বত্র যার ফলে বলাই চলে এই চ্যাট শো র টিআরপি আগে থেকেই তুঙ্গে। ‌

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

বিতর্কের কেন্দ্রে থাকা নুসরাত জাহানের মুখোমুখি একাধিক সেলেব। সদ্য তার শ্যুট সেরেছেন ঋতাভরী চক্রবর্তী। বিগত কয়েক দিন ধরে ঋতাভরী ও একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে। তাকে ট্রোল হতে হয়েছে তার ফিগার নিয়ে। তারেক অপারেশনের পরে শরীরে মেদ জমে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখোমুখি হতে হয় ঋতাভরীকে। কাজেই সেলিব্রিটি মানে ট্রোল নিত্যসঙ্গী। সেই সুবাদেই সমস্তটা ঝেড়ে ফেলে নতুন পথ চলা শুরু নুসরাত জাহানের। অপেক্ষায় দিন গুনছে ভক্ত মহল।

]]>
Srabanti Chatterjee: ‘হিন্দু ধর্মের অবমাননা!’ তীব্র কটাক্ষ শ্রাবন্তীকে https://ekolkata24.com/entertainment/srabanti-accused-of-insulting-hinduism Tue, 19 Oct 2021 11:41:53 +0000 https://www.ekolkata24.com/?p=8319 কলকাতা: ‘হিন্দু বলে আর নিজেকে পরিচয় দিও না’ সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র কটাক্ষের মুখে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সম্প্রতি নেটদুনিয়ায় ঘুর পাক খাচ্ছে নায়িকার একটি ছবি। যেখানে জুতো পরে গণেশ মূর্তির উপর বসে থাকতে দেখা যাচ্ছে নায়িকাকে। যা দেখে বেজায় খেপেছেন নেটিজেনরা। হিন্দু ধর্মের অবমাননার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি আপলোড করেন শ্রাবন্তী। ক্যাপশন ‘দু’হাত বাড়িয়ে ঈশ্বরের সৃষ্টিকে স্বাগত জানান’। ছবি গুলিতে কালো শর্টস, টি-শার্ট এবং পায়ে চপ্পল পরে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। আর এই তিনটি ছবির একটিতে গণেশমূর্তির উপর বসে থাকতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। এতেই কটাক্ষের পালা শুরু। একের পর এক কুমন্তব্যে ভরতে থাকে অভিনেত্রীর ছবির কমেন্টবক্স। ‘বেহায়া মহিলা! লজ্জা বোধ সব কিছু হারিয়ে গিয়েছে? জুতো পরে গণেশ ওপর বসে পড়েছো, নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না’-এমনই তীব্র মন্তব্যে ট্রোল হতে হচ্ছে অভিনেত্রীকে।

প্রসঙ্গত কিছুদিন আগেই মহালয়ার ভিডিও পোস্ট করে ট্রোলড হতে হয়েছিল অভিনেত্রীকে। তিনবার বিয়ের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলা হয়েছে নায়িকার চরিত্রের ওপর। ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী!’, ‘আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন’ এমন সব মন্তব্যে ভরে উঠেছিল নায়িকার কমেন্টবক্স। আর এখন হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ আনা হল তাঁর বিরুদ্ধে।

]]>
জীবনে এগিয়ে চললে বন্ধুর সংখ্যা কমে আসে: নুসরত https://ekolkata24.com/entertainment/nusrat-speaks-up-on-friendship Mon, 18 Oct 2021 17:15:11 +0000 https://www.ekolkata24.com/?p=8194 বায়োস্কোপ ডেস্ক: নুসরত জাহানকে নিয়ে টলি পাড়ায় চর্চার শেষ নেই। রোজ কিছু না কিছু নতুন বিতর্কে জড়িয়ে পড়ে তার নাম। সোশ্যাল মিডিয়ায় তার নতুন পোস্ট বা মন্তব্য দেখার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা।

সম্প্রতি দুর্গাপুজোয় সিঁদুর খেলা নিয়েও নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করা, তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করা নায়িকার একটি মন্তব্যে আবারও বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোষ্টের মাধ্যমে বন্ধুত্ব নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন নায়িকা। তিনি বলেছেন, জীবনে এগিয়ে চলতে শিখলে বন্ধুত্বের সংখ্যা ধীরে ধীরে কমে আসে। তার সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টের পর অনেকেই সন্দেহ করছেন যে নুসরত হয়ত তার অভিনেত্রী বন্ধু মিমি চক্রবর্তীর সাথে তার সম্পর্কের কথাই বলতে চেয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টে নুসরাত লিখেছেন, “জীবনে যখনই তুমি একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, তখনই দেখবে ধীরে ধীরে তুমি আশপাশের বন্ধুদের হারিয়ে ফেলেছ। ঠিক এই কারণেই বাসের ১০ টা সিট হলেও বুগতির সিট মাত্র দুটো।” অভিনেত্রীর এই পোস্টের পর এই জড় জল্পনা শুরু হয়েছে যে তিনি নিশ্চয়ই এমন মন্তব্য করে তার এবং মিমির সম্পর্কের অবনতির কথা বোঝাতে চেয়েছেন।

অনেকের মতে, জীবনের এই পর্যায়ে নুসরাতের জীবনে গুরুত্ব কমেছে বান্ধবী মিমি চক্রবর্তীর। এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেক্তি তার স্বামী যশ দাশগুপ্ত আর সন্তান। সম্প্রতি পুজোয় স্বামী যশ দাশগুপ্তের সাথে দেখা গেলেও বান্ধবী মিমির সাথে তাকে দেখা যায়নি।

কদিন আগেই যশকে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে একটি পোস্ট করেছিলেন নুসরত। তারপর থেকেই নুসরাত ও যশ দাশগুপ্তের প্রেম আর বিয়ের গুজব জোরালো হয়ে উঠেছে। স্বামী ছেলেকে নিয়ে জীবনের নতুন অধ্যায়ে যে এগিয়ে চলতে চান নায়িকা, তা বোঝা গেলো নুসরাতের এদিনের ইনস্টাগ্রাম স্টোরিতে।

]]>
Kishore Kumar: চেঁচিয়ে কান্নাকাটি করে সুমধুর কণ্ঠের অধিকারী হয়েছিলেন কিশোর https://ekolkata24.com/entertainment/kishore-death-anniversary-special Thu, 14 Oct 2021 07:26:18 +0000 https://www.ekolkata24.com/?p=7589 বিশেষ প্রতিবেদন: যারা সঙ্গীত সাধনা করে তাঁরা চিৎকার করেন না কিন্তু তিনি তো অন্য ধাতুতে গড়া তাই তাঁর ক্ষেত্রে সবকিছুই অন্যরকম ঘটে। তিনি কিশোর কুমার (Kishore Kumar)। জোরে চেঁচিয়েই সুমধুর হয়েছিল কিশোর কন্ঠ।

ছোট থেকে মোটেই ভালো ছিল না কিশোরের গলা। তা ছিল কর্কশ আর হেঁড়ে। ছোটবেলায় পায়ের পাতায় একবার চোট লাগার পর প্রায় এক মাস ধরে চেঁচিয়ে কান্নাকাটি করেছিলেন কিশোর। আর তার পরই নাকি ভোল পাল্টে যায় গলার।

কিশোর কুমারের জন্ম হয় মধ্যপ্রদেশের খান্ডওয়াতে। ভালো নাম আভাষ কুমার গাঙ্গুলি‚ ডাক নাম ছিল কিশোর। বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন আইনজীবী আর মা গৌরী দেবী গৃহবধূ। চার ভাই-বোনের মধ্যে কিশোর ছিলেন সবার ছোট। সবচেয়ে বড় অশোক কুমার‚ তারপর দিদি সতী দেবী‚ আরেক দাদা অনুপ কুমার আর সব শেষে কিশোর।

গুরু বলে মানতেন তিনজনকে। কে এল সায়গল‚ হলিউডি গায়ক-অভিনেতা ড্যানি কে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর বাড়িতে ঝোলানো ছিল এই তিনজনের বড় বড় পোট্রেট। রোজ সকালে উঠে এই তিনজনকে প্রণাম করতেন কিশোর কুমার।

ভারতবর্ষে মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে সবচেয়ে বেশি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জেতার রেকর্ড আজও রয়েছে কিশোর কুমারের দখলে। মোট আটবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। ‘রূপ তেরা মস্তানা(১৯৬৯)’‚ ‘দিল অ্যায়সা কিসি নে মেরা(১৯৭৫)’‚ ‘খাইকে পান বনারসওয়ালা(১৯৭৮)’‚ ‘হাজার রাহে মুড়কে দেখি(১৯৮০)’‚ ‘পগ ঘুঙরু বাঁধ(১৯৮২)’‚ ‘অগর তুম না হোতে(১৯৮৩)’‚ ‘মঞ্জিলে আপনি জগহ(১৯৮৪)’‚ ‘সাগর কিনারে(১৯৮৫)’।

উদ্ভট কাজকর্মের জন্য তাঁর খ্যাতি কিছু কম ছিল না। ওয়ার্ডেন রোডে তাঁর ফ্ল্যাটের বাইরে বোর্ড ঝোলানো থাকত ‘Beware Of Kishore Kumar’। একবার এক প্রযোজক তাঁর প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার পর হ্যান্ডশেক করতে চাইলে তাঁর হাত নিজের মুখের মধ্যে নিয়ে কামড়ে দিয়েছিলেন কিশোর। মনে করিয়ে দিয়েছিলেন বাইরে টাঙানো বোর্ডের কথা।

আবার একবার এক প্রযোজক বেশ কিছুদিন ধরে তাঁর টাকা বাকি রেখে দিয়েছিলেন। সিনেমার নায়ক-গায়ক ছিলেন কিশোর কুমার। তাই রোজ খানিকটা করে গোঁফ আর চুল কামাতে শুরু করেন তিনি। অবশেষে পুরো টাকা মিটিয়ে দেওয়াতে ক্ষান্ত হন কিশোর।

আর একবার একটি দৃশ্যে তাঁর গাড়ি চালিয়ে ফ্রেম থেকে বেরিয়ে যাওয়ার কথা। সেই মতো ফ্রেম থেকে তো বেরিয়ে গেলেন কিশোর‚ কিন্তু গাড়ি না থামিয়ে সোজা পানভেল অব্দি চলে গিয়েছিলেন তিনি। কারণ হিসেবে বলেছিলেন ডিরেক্টর তো ‘কাট‘ বলেননি।

অরুণ চৌধুরীর লেখা ‘পাশের বাড়ি‘ গল্প থেকে ১৯৬৮ সালে তৈরি হয় ‘পড়োশন‘। মনে আছে সেই বিখ্যাত গান ‘এক চতুর নার‘? কিশোর কুমার-মান্না দে‘র ডুয়েট সঙ। ট্রেনড ক্লাসিক্যাল গায়ক মান্না দে কিছুতেই আনট্রেনড কিশোর কুমারের কাছে হার মানতে চাননি। তাই ‘ইয়ে সুর কিধার গয়া জি‘ এই ডায়লগটি ডাব করতে অস্বীকার করেন। শেষমেশ অভিনেতা মেহমুদ ডাব করেন এই ডায়লগ।

হৃষিকেশ মুখার্জ্জির ডেব্যু ফিল্মে ‘মুসাফির‘(১৯৫৭)-এ দীলিপ কুমার ও সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করেছিলেন কিশোর কুমারও। পরবর্তীকালে তাঁরই নির্দেশনায় ‘আনন্দ‘-এও অভিনয় করার কথা ছিল কিশোর কুমারের। আর সঙ্গে থাকার কথা ছিল মেহমুদের। কিন্তু কোনও কারণে এক ঝামেলায় জড়িয়ে পড়ায় ‘আনন্দ‘-এ আর কাজ করা হয়নি কিশোর কুমারের। সেই দুটি চরিত্রে শেষমেশ অভিনয় করেন অমিতাভ বচ্চন ও রাজেশ খান্না।

কিশোর কুমারের অন্যতম সুপার হিট ছবি ‘চলতি কা নাম গাড়ি‘(১৯৫৮)-র অনুপ্রেরণা ছিল তাঁরই বাবার পুরনো একটা ক্রাইশলার গাড়ি। কিশোর ভেবেছিলেন কমার্শিয়ালি ফ্লপ হবে এই ছবি আর তা তিনি ইনকাম ট্যাক্স লস হিসেবে দেখাতে পারবেন। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে এই ছবি সে বছরের দ্বিতীয় বৃহত্তম হিট হিসেবে সাফল্য পায়। এই ছবিতে ছিলেন তাঁর স্ত্রী মধুবালা এবং বাকি দুই ভাই অশোক কুমার ও অনুপ কুমার। কিশোর কুমার নির্দেশিত ১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘বড়তি কা নাম দাড়ি‘ দেখে সত্যজিত রায় বলেছিলেন নিজের সময়কালের থেকে ২৫ বছর এগিয়ে ছিল সে ছবি।

চারটি ছবিতে ডিরেক্টর‚ প্রোডিউসার‚ গল্পকার‚ চিত্রনাট্যকার‚ লিরিসিস্ট‚ মিউজিক ডিরেক্টর‚ অভিনেতা এবং গায়ক এই সবকটি ভূমিকায় একসঙ্গে একা হাতে কাজ করেছেন কিশোর কুমার | সেই ছবিগুলি হলো – ‘দূর গগন কি ছাঁও মে‘(১৯৬৪)‚ ‘দূর কা রাহি‘(১৯৭১)‚ ‘বড়তি কি নাম দাড়ি‘(১৯৭৪) এবং ‘সাবাশ ড্যাডি‘(১৯৭৮)।

]]>
Yash-Nusrat: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে সারলেন যশ-নুসরত? https://ekolkata24.com/entertainment/yash-nusrat-got-married-after-ending-all-speculations Mon, 11 Oct 2021 19:29:53 +0000 https://www.ekolkata24.com/?p=7359 বায়োস্কাপ ডেস্ক: টলিপাড়ায় যশ দাশগুপ্ত আর নুসরতের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম নয়। এরই মধ্যে তাদের প্রেম নিয়ে গুজবের আগুনে ঘি ঢেলে দিলেন নায়িকা স্বয়ং। যশ দাশগুপ্তকে প্রকাশ্যে স্বামী বলে স্বীকার করে নিলেন নুসরত জাহান। এর পরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। জল্পনা শুরু হয় তাদের বিয়ে আর গোপন সম্পর্ক নিয়ে।

রবিবার ছিল যশ দাশগুপ্তের জন্মদিন। সেদিন রাতে অভিনেতা ও অভিনেত্রী একটি রোমান্টিক ডিনারে যান একসাথে। ইনস্টাগ্রামে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন নায়িকা। যশ দাশগুপ্তের জন্য জন্মদিনের কেকের একটি ঝলক শেয়ার করেছেন নুসরাত জাহান। সেই কেকের ওপর অভিনেতাকে স্বামী এবং বাবা হিসাবে উল্লেখ করা ছিল। কেকে শুভ জন্মদিন এর পাশাপাশি লেখা ছিল ‘স্বামী’ ও ‘পিতা’ এই দুই শব্দ। নুসরাত জাহানের ইনস্টাগ্রাম আপডেটগুলি ইন্টারনেটে উত্তেজনা ছড়ায় কারণ এই প্রথম তিনি যশ দাশগুপ্তকে তার “স্বামী” হিসাবে উল্লেখ করেছিলেন। এটির মাধ্যমেই প্রথম দম্পতির বিবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে দেখা গেছে। নুসরতের ইনস্টাগ্রাম আপডেটগুলিও শিশুর বাবা সম্পর্কে জল্পনা – কল্পনার সমাধান করতে হাজির হয়েছিল।

নুসরাত ও যশের প্রেম ও গোপন সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন দীর্ঘদিনের। শোনা যায়, তাদের সম্পর্কের কারণেই বিয়ের ছয় মাসের মধ্যেই বিয়ে ভেঙে যায় অভিনেত্রীর। নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাদের সম্পর্কের জল্পনা আরো গুরুতর হয়। নুসরাতের প্রাক্তন স্বামী এই নিয়ে একাধিকবার মুখ খুললেও অভিনেতা ও অভিনেত্রীকে এ বিষয়ে বিশেষ মন্তব্য করতে আগে কখনো শোনা যায়নি। এই বিষয়ে অবশ্য অভিনেত্রী একবার বলেছিলেন যে তার ও তার প্রাক্তন স্বামীর আদতেও বিয়ে হয়নি কখনোই। এর পরে এইদিন যশ দাশগুপ্তকে স্বামী হিসেবে সম্বোধন করতেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যায়। জল্পনা শুরু হয়ে যায় তাদের কবে এবং কিভাবে বিয়ে হয়েছে, বা আদৌও বিয়ে হয়েছে কিনা। প্রসঙ্গত, SOS কলকাতা নামে একটি ছবিতে শেষবার তাদের একসাথে অভিনয় করতে দেখা যায়

]]>
বিয়ের পিড়িতে বসতে চলেছেন মিমি: টলি-গুঞ্জন https://ekolkata24.com/entertainment/is-mimi-chakroborty-planning-to-get-married Thu, 07 Oct 2021 17:06:23 +0000 https://www.ekolkata24.com/?p=6866 বায়োস্কোপ ডেস্ক: অভিনয় জগতে পা রাখার অল্প কিছুদিনের মধ্যেই লোকসভার সাংসদ হয়ে যান মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ভোট শিবিরের প্রসঙ্গে হোক বা নতুন ছবি, মিমি খবরের শিরোনামে থেকেছেন বরাবরই। ভক্তরা তার রোজনামচা জানার জন্য মুখিয়ে থাকেন। বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুজব শোনা যাচ্ছে মিমির প্রেম কাহিনী ও বিয়ের সম্ভবনা নিয়ে। এ প্রসঙ্গে সমস্ত গুজব এক প্রকার পুরোপুরি উড়িয়ে দিলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। 

সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর আগেও একাধিক বার সাক্ষাৎকারের সময় বিয়ের পরিকল্পনা নিয়ে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অনুরাগীদের মধ্যেও তার বিয়ের পরিকল্পনা নিয়ে বেশ উচ্ছাস। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি পোস্টকে ঘিরে মিমির বিয়ের জল্পনা আরো জোরালো হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “একটা খুশির খবর আসতে চলেছে।” এর পরেই একের পর এক প্রশ্ন উঠতে থাকে তবে কি শেষমেশ বিয়ের পিড়িতে বসছেনই মিমি?

তবে এইসব গুজব নিমেষেই উড়িয়ে দিলেন অভিনেত্রী। সমস্ত ধোঁয়াশা মুছে ফেলে তিনি জানালেন বিয়ের কোনো পরিকল্পনা এখনই করছেন না তিনি। তবে ‘খুশির খবর’ বলতে তার নতুন ছবি ‘বাজি’র কথা উল্লেখ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। নতুন ছবির খবর পেয়ে বেশ আগ্রহী তাঁর অনুরাগীরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছাবার্তা ও জানালেন।

সূত্রের খবর বাজি ছাড়াও আরও বেশ কিছু নতুন সিনেমার কাজে ব্যস্ত মিমি। এইসব নতুন ছবির মধ্যে রয়েছে মৈনাক ভৌমিকের ‘মিনি’ থেকে অরিন্দম শীলের ‘খেলা যখন’। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বেশ পরিশ্রম করে চলেছেন অভিনেত্রী মিমি। প্রসঙ্গত, SOS কলকাতা নামের একটি ছবিতে শেষবার অভিনয় করতে দেখা গেছে মিমি চক্রবর্তীকে। বক্সঅফিসে ছবিটি বিশেষভাবে সাফল্য না পেলেও, ছবিতে অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

]]>
পদুচেরিতে একা একা ছুটি কাটাচ্ছেন সোহিনী https://ekolkata24.com/entertainment/sohini-sarkar-is-spending-her-holiday-alone-in-puducherry Fri, 01 Oct 2021 17:59:01 +0000 https://www.ekolkata24.com/?p=6262 বায়োস্কোপ ডেস্ক: পদুচেরির সমুদ্রসৈকতে প্রিয় বান্ধবীদের সাথে একা একা সময় কাটাচ্ছেন সোহিনী সরকার (Sohini sarkar)। শুধু অবসর সময় কাটাচ্ছেন না, এই ফাঁকে ফটোশুটের কাজ সেরে নিলেন তিনি। শ্রীকান্ত ছবির জন্য সমুদ্র সৈকতের বালুকায় ফটোশুট ও স্কুটি রাইডের ছবি নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সাথে দেখা গেল প্রিয় বান্ধবী শ্রীমা ভট্টাচার্য, মধুমিতা সরকারদের।

নায়িকার বেড়াতে যাওয়ার প্রতি ভালোবাসার কথা আলাদা করে বলার প্রয়োজন হয় না। প্রায়ই খবর পাওয়া যায়, সুযোগ পেলেই সোহিনী বেরিয়ে আসেন কাছের কোনো অফবিট ডেস্টিনেশন কিংবা বিদেশে। প্রেমিক রনজয়ের সাথে নায়িকার ছুটি কাটানোর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কদিন আগেই। এখন আবার ছবির শুটিং এর মাঝেই পুডুচেরিতে নায়িকার বেড়াতে যাওয়ার মুহূর্ত নিয়ে শোরগোল নেটিজেনদের মধ্যে।

ইনস্টাগ্রামে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন বন্ধুদের সাথে সমুদ্র সৈকত এবং পথচারীর অলি গলিতে ঘুরে বেড়ানোর মুহূর্ত। প্রসঙ্গত, শুক্রবার জন্মদিন ছিল সোহিনী সরকারের। শুটিংয়ের ফাঁকে বান্ধবীদের সাথে একান্তে জন্মদিন পালন করে ফেললেন অভিনেত্রী। ব্যস্ততার মাঝে নেট মাধ্যম থেকে লাইফ করতেও দেখা যায় তাকে। নেট দুনিয়া উপচে পড়েছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়।

সোহিনী জানিয়েছেন যে, কাজের মধ্যে থেকেই জন্মদিন উপভোগ করতে ভালোবাসেন তিনি। হইচইয়ের একটি নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের কারণে বেশ কিছুদিন ধরে পুডুচেরি তে সময় কাটাচ্ছেন নায়িকা। শুক্রবার 29 বছর বয়সে পা রাখলেন অভিনেত্রী। উল্লেখ্য, গত বছর অভিনেত্রী নিজের জন্মদিনের দিনটি কাটিয়ে ছিলেন মুর্শিদাবাদে।

টেলিভিশন সিরিয়াল এর মাধ্যমে গ্ল্যামার জগতে প্রবেশ করেছিলেন সহিনি সরকার। এরপর একে একে অজস্র সফল সিনেমা, টেলিভিশন সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বিবাহ অভিযান, ফড়িং, ক্রিসক্রস ও ভিঞ্চি দার মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। আবীর চট্টোপাধ্যায় এর বিপরীতে ব্যোমকেশের সত্যবতীর চরিত্র অভিনয় করেছিলেন সহিনি সরকার। কিছুদিন আগে প্রেমিক রনজয়ের সাথে বিয়ের প্রসঙ্গে তোলপাড় হয় নেট দুনিয়া। 

]]>
দেবীপক্ষে TRP যুদ্ধে বাজিমাত করতে চ্যানেলের তুরুপের তাস একঝাঁক জনপ্রিয় মুখ https://ekolkata24.com/entertainment/preparations-for-the-mahalaya-program-of-bangla-entertainment-channel Thu, 30 Sep 2021 13:34:32 +0000 https://www.ekolkata24.com/?p=6129 বায়োস্কোপ ডেস্ক: আর হাতে গোনা কয়েকটা দিন পরেই মহালয়া। ভোরের বীরেন্দ্র কৃষ্ণর পাশাপাশি বাংলা বিভিন্ন চ্যানেল গুলোয় মহালয়া অনুষ্ঠান বাঙালির চিরাচরিত। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে রীতিমতো রেষারেষি চলে মহালয়ার সকালের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। বিশেষ করে অল্পবয়েসী দর্শকদের মাঝে মহিষাসুরমর্দিনী দেখার উত্তেজনা সবচেয়ে বেশি। জি বাংলা, স্টার জলসা থেকে কালারস বাংলা তাই মহালয়ার ভোরে নিয়ে আসছে এক রাশ নতুন চমক। 

দুর্গা পুজোয় এবছর কাদের দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে তা নিয়ে টলি পাড়ায় বেশ শোরগোল পড়ে গেছে। দেবী দুর্গার চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি থেকে ‘রাণী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায়। প্রসঙ্গত, দিতিপ্রিয়াকে দুর্গা চরিত্রে দেখা যাবে দ্বিতীয়বারের জন্য। এই নিয়ে অভিনেত্রী উচ্ছাসও প্রকাশ করেছেন মিডিয়ার কাছে। তার ভক্তরাও টিভি পর্দার রাণী রাসমণিকে দূর্গা রূপে দেখতে বেশ আগ্রহী।

Mimi

উল্লেখ্য, তিনি বেশ কিছু বছর ধরে অপর একটি বেসরকারি চ্যানেলে অভিনয় করেছেন রাণী রাসমণির চরিত্রে যা তাকে অত্যন্ত অল্প বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। অভিনেতা গাজি আব্দুর নূরের সাথে পর্দায় তার মেলবন্ধন প্রশংসা পেয়েছিল সমালোচকদের কাছেও। মহালয়ার ভোরে দ্বীতিপ্রিয়াকে দুর্গা রূপে দেখা যাবে স্টার জলসার পর্দায়।

এছাড়াও, জি বাংলায় মহালয়ার অনুষ্ঠানে দুর্গা রূপে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে। আগের বছর ওই চ্যানেলেই দুর্গা চরিত্রে দেখা গেছিল দ্বীতিপ্রিয়াকে। শুভশ্রী এর আগেও বহুবার দুর্গা চরিত্রে অভিনয় করেছিলেন বিভিন্ন চ্যানেলে মহিষাসুরমর্দীনি অনুষ্ঠানে। অপরদিকে, মহালয়ার ভোরে কোয়েলকে দুর্গা রূপে দেখা যাবে কালারস বাংলার পর্দায়। তিনি দুর্গা চরিত্রে মহালয়ার অনুষ্ঠানে বাকি দুজনের চেয়ে প্রবীণা। তবে, চমক শুধু দুর্গা চরিত্রে অভিনেত্রীদের ভূমিকা নিয়েই নয়, মহালয়ার গানের অনুষ্ঠানে জুটি বাঁধতে দেখা যাবে শোভন গাঙ্গুলি ও ইমন চক্রবর্তীকেও। এখন দেবীপক্ষের প্রাক্কালে টি.আর.পি. যুদ্ধে কে বাজিমাত করবে তা সময় বলে দেবে।

]]>
সোশ্যাল মিডিয়ায় ‘আফগান জেলেবি’কে সরাসরি প্রেমের প্রস্তাব মীরের https://ekolkata24.com/entertainment/mir-made-a-direct-love-proposal-to-katrina-kaif-on-social-media Wed, 29 Sep 2021 15:40:34 +0000 https://www.ekolkata24.com/?p=6038 বায়োস্কোপ ডেস্ক: সঞ্চালক মীর আফসার আলি তার হাস্যরসবোধের কারণে প্রায়শই চর্চার কারণ হয়ে ওঠেন। তার কৌতুকের বিষয়বস্তু কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা খেলোয়াড়, তো কখনো তার সহকর্মী বা অভিনেতা। এভাবেই বৃষ্টির মরশুমে বলিউড তারকা কাটরিনা কাইফকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রেম নিবেদন করে বসলেন মীর। তার কৌতুকের প্রশংসায় উচ্ছাসিত ভক্তরা।

বুধবার বিশ্ব হৃদ-স্বাস্থ্য দিবস। হৃদপিন্ডের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক বছর পালন করা হয় এই দিনটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রত্যেক বছর বিশ্ববাসীকে স্বাস্থ্যসচেতন করে তোলার জন্য পালিত হয়ে আসছে এই দিনটি। আর এই স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়েই খানিকটা রসিকতা করে সোশ্যাল মিডিয়ায় ‘আফগান জেলেবি’ কাটরিনা কাইফের সাথে তার একটি পুরনো ছবি।

একটি পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ওই ছবি প্রকাশ করে মীর লিখেছেন, “বাড়িয়ে দাও তোমার ‘হার্ট’, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই।” এর পর তিনি আরো লিখেছেন, “আমি যদিও কেবল বলার চেষ্টা করেছি যে যা কিছু বুকের বাম দিকে ছিল, এখন তো সবই ডান দিকে।” উল্লেখ্য, ছবিতে মীরের ডানদিকে হাস্যমুখে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রী কাটরিনা কাইফকে।

মীরকে প্রায়শই এমন হাস্য রসাত্মক পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কোনো গুরুগম্ভীর বিষয়ও সাধারণত তিনি কৌতুককর ভাবে উপস্থাপন করে থাকেন। মীর দীর্ঘদিন যুক্ত রয়েছেন রেডিও এবং টেলিভিশনে এর বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনার কাজে। তিনি সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে একটি সংগীতানুষ্ঠানে সঞ্চালনার কাজে যুক্ত আছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ‘রেডিও মির্চি’-র একটি প্রভাতী অনুষ্ঠানের সঞ্চালনার সাথে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাবুল সুপ্রিয়ের দল বদল সম্পর্কে করা তার একটি পোস্ট। সোশ্যাল মিডিয়ায় তার কৌতুকবোধের কারণে বারবার সমলাচনার মুখেও পড়েছেন তিনি। যদিও সেসব সমলচনার বেশ হাস্যরসবোধের সাথেই জবাব দিতে দেখা যায় তাকে।

]]>
মুক্তি পেল কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবির ট্রেলার https://ekolkata24.com/entertainment/the-trailer-of-koel-mallick-and-parambrata-chatterjees-new-movie-has-been-released Wed, 29 Sep 2021 08:19:10 +0000 https://www.ekolkata24.com/?p=5976 বায়োস্কোপ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেল কোয়েল মল্লিক (Koel Mallick) এবং পরমব্রত চট্টোপাধ্যায় ( Parambrata Chatterjee) অভিনীত নতুন ছবি “বনি”-র ট্রেলার। ছবিটি মুক্তি পাচ্ছে পুজোর সময় ‘আড্ডা টাইমস্’ ও.টি.টি. প্লাটফর্মে।

ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে আগামী ১০ই অক্টোবর। প্রসঙ্গত, এর আগে কোয়েল ও পরমব্রতকে শেষবার জুটি বাঁধতে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত হেমলক সোসাইটি ছবিতে। কোয়েল মল্লিক জানিয়েছেন, যদিও তারা দীর্ঘদিনের বন্ধু এবং একসাথে আগেও কাজ করেছেন, এই প্রথম পরমব্রত অভিনয়ের পাশাপশি পরিচালনাও করছেন এই ছবিতে।

Koel Mallick and Parambrata Chatterjee

ছবির ট্রেলারের শুরুতে পরমব্রত ও কোয়েলের (যারা ছবির মূল চরিত্র) বিয়ের আনন্দময় দাম্পত্য জীবনের প্রতিফলন এবং বাড়িতে এক নতুন অতিথির আগমনে। অনুপম রায়ের মনমুগ্ধকর গানের সুরের মাঝেই গল্পটি অপ্রত্যাশিতভাবে বিষন্ন ও গুরুতর পরিস্থিতির মোড় নেয়। একটি দুর্ঘটনা আর নবজাতকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা দেখা দেয় ছবির ঝলকে।

আবার অপরদিকে, অঞ্জন দত্তকে, যিনি একজন প্রবাসী বাঙালির চরিত্রে অভিনয় করছেন, দেখা যায় সন্ত্রাস যোগের কারণে দেশ থেকে পালিয়ে যেতে দেখা যায়। ছবির ট্রেলারে কল্পবিজ্ঞানের ছোঁয়াও রয়েছে যা ছবির মূল গল্প সম্পর্কে ধোঁয়াশার সৃষ্টি করে।

Koel Mallick and Parambrata Chatterjee

ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সারা ফেলেছে দর্শকের মনে। আড্ডা টাইমস্ প্ল্যাটফর্মের পাশাপাশি পুজোয় ছবিটি মুক্তি পেতে চলেছে বড়ো পর্দাতেও। অনুরাগীদের পাশাপাশি চলচ্চিত্র বিশেষজ্ঞরাও ছবিটি নিয়ে বেশ উৎফুল্লতা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ছবিটি প্রযোজনা করেছন কোয়েল মল্লিকের স্বামী নিশপাল সিংহ রানে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে ছবির চিত্রনাট্য। অনিরুদ্ধ দাশ গুপ্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায় একত্রিত ভাবে ছবিটির চিত্রনাট্য ও গল্প নির্মাণ করেছেন। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক ছাড়াও কাঞ্চন মল্লিক, অঞ্জন দত্ত ও জাচারি কফিনের মত অভিনেতাদের অভিনয় করতে দেখা গেছে।

]]>
Photo Gallery: বঙ্গতনয়া মৌনি রায়ের সৌন্দর্য যে কাউকে বাকরুদ্ধ করে দিতে পারে https://ekolkata24.com/uncategorized/photo-gallery-the-beauty-of-mauni-roy-can-make-anyone-speechless Tue, 07 Sep 2021 19:57:19 +0000 https://www.ekolkata24.com/?p=4119 কোচবিহারের মেয়ে মৌনি রায়৷ টলিউডের মায়া ছেড়ে আরব সাগর তীরে পাড়ি জমিয়েছে৷ আর পাঁচটা বলি তারকার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে চলেছেন এই বঙ্গ তনয়া৷ এক কথায় বলতে গেলে ছোট পর্দায় কার্যত রাজ করছেন মৌনি৷ টিভি সিরিয়ালের পাশাপাশি তিনি এখন বড় পর্দাতেও কাজ করতে শুরু করেছেন৷ এই বঙ্গ তনয়ার সৌন্দর্য্য যে কোন পুরুষের ক্রাশ হতে পারে৷ একই সঙ্গে বহু সুন্দরী ইর্ষার কারণও তার রূপ৷ দেখুন তেমনই কিছু ছবি৷

Mauni Roy Mauni Roy Mauni Roy Mauni Roy Mauni Roy Mauni Roy ]]>
ঐন্দ্রিলা নয়! অঙ্কুশের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলল সায়ন্তিকা https://ekolkata24.com/entertainment/sayantika-banerjees-new-movie-savings-account Mon, 06 Sep 2021 12:56:34 +0000 https://www.ekolkata24.com/?p=4026 বায়োস্কোপ ডেস্ক: শেষবার অঙ্কুশ-সায়ন্তিকা (Sayantika Banerjee) জুটিকে আমরা দেখেছি ‘আমি যে কে তোমার’ সিনেমাতে। পরিচালক রবি কিনাগী এই ছবিতে অঙ্কুশ (Ankush) সায়ন্তিকা বন্ধুত্ব সমস্ত দর্শকের মন জয় করেছিল।

আর এবার আরো একবার অঙ্কুশ সায়ন্তিকা জুটিকে আমরা দেখতে পাব পরিচালক রাজা চন্দ্রের আসন্ন ছবি ‘সেভিংস অ্যাকাউন্টে’। তবে ঠিক কতটা এই জুটির মধ্যে আমরা প্রেমের রসায়ন দেখতে পাবো আর কতটা দেখতে পাবো থ্রিল তা জানা যাবে ছবির অন্যান্য বিষয়বস্তু প্রকাশ্যে আসার পরেই। ম্যাজিকের দারুন সাফল্যে পর অঙ্কুশ-রাজা চন্দ জুটি আরো একটি দুর্দান্ত সাবজেক্ট নিয়ে। টানটান উত্তেজনা ক্রাইম ড্রামা মিলেমিশে জমজমাট সেভিংস অ্যাকাউন্ট। এই চরিত্রের জন্য অঙ্কুশ নিজেকে একেবারেই বদলে ফেলতে চলেছেন।

sayantika banerjee

তবে এটা প্রথমবার নয় বিগত বেশ কয়েকটি ছবি থেকেই দর্শক অঙ্কুশকে বারংবার পাচ্ছে ভিন্নরূপে। তথাকথিত হিরোর ইমেজ থেকে বেরিয়ে আসতে চাইছেন অঙ্কুশ। অন্যদিকে রাজনীতিতে যোগ দেওয়ার পর সায়ন্তিকার এই ছবির মাধ্যমে কামব্যাক হচ্ছে একটি দারুন চ্যালেঞ্জিং চরিত্রে। পুলিশের চরিত্রে সায়ন্তিকা কে অভিনয় করতে দেখা যাবে। সায়ন্তিকার সোশ্যাল মিডিয়া ঘুরে এলি বোঝা যায় তিনি কতটা ফিট থাকায় বিশ্বাসী। তাই পুলিশের চরিত্রে সায়ন্তিকাকে মানানসই লাগবেই, এ কথা হলফ করে বলা যায়।

অন্যদিকে এই ছবির আরেকটি চমক হিসেবে থাকছে অভিনেত্রী পিয়ান। এই ছবির আগে ম্যাজিক কেউ পিয়ানের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। পিয়ানকে দেখা যাবে ব্যাংকের একজন কর্মচারীর ভূমিকায়।

ছবির বিষয়বস্তু সম্পর্কে যেটুকুনি জানা গেছে একটি ব্যস্ত ব্যাংকে একদিন সকাল বেলায় আসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে। এরপরই আচমকা এক ব্যক্তি বন্দুক হাতে প্রবেশ করে ব্যাংকে। এবং সঙ্গে সঙ্গে ব্যাংকের উপর তার কন্ট্রোল জারি করার চেষ্টা করে।

কে এই ব্যক্তি? যেদিন অঙ্কুশ ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেল সেদিনই বা তিনি কেন এলেন? এর মধ্যে কি কোন অদেখা যোগসূত্র রয়েছে? জানা যাবে ছবি মুক্তির পরই। তবে আপাতত চলছে সেভিংস অ্যাকাউন্ট এর শুটিং। ছবির শুটিং শুরু থেকেই নিজের এবং অঙ্কুশ এর একটি ছবি পোস্ট করে মজার ছলে সায়ন্তিকা লিখলেন জয়েন্ট অ্যাকাউন্ট উইথ অঙ্কুশ।

]]>
ভাইরাল জুটি শুভস্মিতা-দেবতনুর ‘টিকিল্যান্ড’ যাত্রা শুরু https://ekolkata24.com/entertainment/the-shooting-of-director-abhishek-chowdhurys-web-film-tikiland-has-started Wed, 01 Sep 2021 14:16:33 +0000 https://www.ekolkata24.com/?p=3603 বায়োস্কোপ ডেস্ক: কে ফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আকাঙ্খা মংলানি নিবেদিত পরিচালক অভিষেক চৌধুরী-র ওয়েব ফিল্ম ‘টিকিল্যান্ড’র (Tikiland) শুটিং শুরু হল। ছবিটি ফিউচারিস্টিক ফ্যান্টাসি স্যাটায়ার।

প্রযুক্তি যত এগিয়েছে ততই আমরা মুঠোফোনেতে নিজেদের বন্দি করে ফেলেছি এবং প্রতিটা মুহূর্তে কোথাও না কোথাও আমাদের ঘিরে ধরে একাকিত্বের ভয়। ছবির মুখ্য অভিনেতা দেবতনু জানালেন ” এই ছবিতে আমার চরিত্রের নাম সপ্তক। এক থিয়েটার শিল্পীর চরিত্রে অভিনয় করছি। আমি আবেগী হয়ে পড়েছি কারণ এই স্ক্রিপ্ট এর সঙ্গে আমার ২ বছরের স্ট্রাগল শেষ হলো।

কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, প্রযোজনা সংস্থার কর্ণধার আকাঙ্খা মংলানি এবং অনিমেষ দাশগুপ্তকে ধন্যবাদ জানাই আমার উপর বিশ্বাস রাখার জন্য। আমি খুবই একসাইটেড এই ওয়েব ছবি বিষয়ে। আমি খুবই আশাবাদী এই ছবি নিয়ে।।” ছবির কেন্দ্রীয় অভিনেত্রী শুভস্মিতা মুখার্জী জানালেন, “মনের মানুষ মিউজিক ভিডিওর সাফল্যের পরে আবার আমি এবং দেবতনু এক সঙ্গে পর্দায় ফিরছি টিকি ল্যান্ড ওয়েব ছবির সঙ্গে। আমি খুবই একসাইটেড। আমরা খুব আনন্দ করে শ্যুটিং করছি।

টিকি ল্যান্ড একটা খুবই অন্য রকমের প্রোজেক্ট। এখানে আমার চরিত্রের নাম অদিতি। আমি খুব এনজয় করছি চরিত্র টা। আমি আশাবাদী সকলের এই ছবি খুব ভালো লাগবে।” পরিচালক অভিষেক চৌধুরী জানালেন, ” এই ওয়েব ছবি ‘টিকিল্যান্ড ‘ একটি ফিউচরিস্টিক কাহিনী নির্ভর করে তৈরী। সোশ্যাল মিডিয়া এবং তার ইতিবাচক ও নেতিবাচক দিক গুলো এই ওয়েব ছবির মধ্যে দিয়ে তুলে ধরবো আমরা। “

]]>
অ্যাপযোগে চিনেবাদাম নিয়ে সমস্যায় এনা-যশ https://ekolkata24.com/entertainment/shooting-will-begin-for-director-shiladitya-mouliks-upcoming-film-cheenebadaam Wed, 01 Sep 2021 11:32:55 +0000 https://www.ekolkata24.com/?p=3580 বায়োস্কাপ ডেস্ক: খুব শীঘ্রই শুটিং শুরু হয়ে যাবে পরিচালক শিলাদিত্য মৌলিক এর আসন্ন ছবি চিনেবাদামের। ছবিতে মূল ভূমিকায়  রয়েছেন প্রযোজক এবং অভিনেত্রী এনা সাহা এবং অভিনেতা যশ। ‘চিনেবাদাম’ মানেই বাঙালির নস্টালজিয়া, সবুজ ঘাসের উপর ঘন্টার পর ঘন্টা মুখোমুখি বসে থাকা, একই ঠোঙা থেকে বাদাম খাওয়ার অছিলায় হাতের ছোঁয়া শিহরণ জাগায় মনে দেহে এবং শরীরে।

CheeneBadaam Ena saha

প্রেমের বর্ণপরিচয় পাঠ শুরু হয় এই ছোট্ট ছোট্ট অনুভূতি দিয়ে। তবে টেকনোলজির লজিকের গোলকধাঁধায় আজ আমরা অনেকেই নিজের কাছের মানুষের হাতে লেখা চিনি না। নম্বর মনে রাখা এখন ইতিহাস। কারণ নম্বর এখন সেভ হয় মুঠোফোনে অথচ মনে নয়।আমরা কাছের মানুষের সঙ্গে সময় কাটাই কম অথচ ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে ওতোপ্রোত ভাবে সব সময় কানেক্টেড।

টেকনোলজির টুকিটাকিতে নষ্ট হয়ে যাওয়া পুরনো স্মৃতির নস্টালজিয়ায ফিরিয়ে আনবে পরিচালক শিলাদিত্য মৌলিক তাঁর আসন্ন ছবি ‘চিনেবাদাম’। আসন্ন মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। শুধুমাত্র প্রেমের কিছু রোমান্টিক মুহূর্ত তার সম্পর্কের বুনন নয় তার সঙ্গে এই ছবির ক্ষেত্রে মুখ্য একটি বিষয় হয়ে দাঁড়াবে অ্যাপের আপদ।সম্প্রতি হয়ে গেল এই ছবির মহরত।

CheeneBadaam Ena saha

ছবির বিষয়বস্তু প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল,ছবিতে যশের চরিত্রের নাম ঋষভ। যিনি বিদেশ ফেরত একজন প্রযুক্তিবিদ।যারা নিঃসঙ্গতায় ভোগে তাদেরকে বন্ধু খুঁজে দেওয়ার জন্য ঋষভ তৈরী করে ‘চিনেবাদাম’ নামে একটি মোবাইল অ্যাপ। অ্যাপটি তৈরী করতে ঋষভকে সাহায্য করে তার বান্ধবী তৃষ্ণা।আর তাতেই ঘটে বিপত্তি।ঋষভ-তৃষ্ণার নিজেদের সম্পর্কই নষ্ট হতে শুরু করে অ্যাপের অ্যাপেনডিক্সে।

]]>
সিঙ্গল মাদার নুসরত প্রসঙ্গে মুখ খুললেন ঋতুপর্ণা, কী বললেন অভিনেত্রী https://ekolkata24.com/entertainment/rituparna-sengupta-opens-up-on-nusrat-jahan-pregnancy-decision Mon, 30 Aug 2021 15:11:42 +0000 https://www.ekolkata24.com/?p=3473 গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দেন নুসরত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান। ইতিমধ্যেই নতুন মা নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। টলিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তী, মিমি, তনুশ্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাননি কেউই। কেবল মাতৃ পরিচয়েই সন্তানকে পৃথিবীতে এনেছেন তারকা সাংসদ নুসরত। এই নিয়ে বিতর্কের অন্ত নেই।

নুসরতের সন্তানের বাবা কে? এই নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। অনেকেই এই নিয়ে নুসরতকে কটাক্ষ করতে পিছুপা হননি। তবে অনেকে আবার নুসরতের পাশেও দাঁড়িয়েছেন। অভিনেত্রীর কেবল মাতৃ পরিচয়ে সন্তানকে জন্ম দেওয়ার প্রসঙ্গে বক্তব্য রেখেছেন লেখিকা তসলিমা নাসরিন থেকে শুরু করে পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। এবারে নুসরতের পাশে দাঁড়াতে দেখা গেলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

সম্প্রতি ঋতুপর্ণা তাঁর পরবর্তী ছবির শুটিং-এর জন্য হিমাচল প্রদেশে আছেন। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রীকে। এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত সম্পর্কে ঋতুপর্ণা জানান, নুসরত এবং তাঁর সন্তানের প্রতি আমার শুভেচ্ছা রইল। দুজনেই যাতে সুস্থ এবং ভাল থাকে সেই কামনাই করছেন অভিনেত্রী। এর পাশাপাশি তারকা সাংসদের কেবল মাতৃ পরিচয়ে সন্তান জন্ম দেওয়ার বিষয়ে ঋতুপর্ণাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মায়ের পরিচয়ই সন্তানের কাছে সবথেকে বড় পরিচয়। মা এবং সন্তানের বাঁধন জন্ম-জন্মান্তরের। মায়ের নাড়ির টান সন্তানের কাছে বড় সম্পদ। স্বভাবতই ঋতুপর্ণায় কথায় স্পষ্ট হয়ে গেল নুসরতের পাশেই আছেন অভিনেত্রী।

]]>
Shweta Tiwari শেয়ার করেছেন লেটেস্ট ফটোশ্যুট, বলিপাড়া বলছে OMG! https://ekolkata24.com/entertainment/television-actres-shweta-tiwari-glamorous-latest-photo-shoot-viral-tv-actress-comment-on-it Wed, 25 Aug 2021 07:37:48 +0000 https://www.ekolkata24.com/?p=3107 বায়োস্কোপ ডেস্ক: অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সর্বশেষ ফটোশুট শেয়ার করেছেন। টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে এই সর্বশেষ ফটোশুটে গ্ল্যামারাস স্টাইলে দেখা যাচ্ছে৷ ফ্যানদের পাশাপাশি অনেক বলি তারকাও তাঁর এই ছবিতে মন্তব্য করছেন। এই ছবিতে শ্বেতা একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছেন এবং আশ্চর্যজনক অভিব্যক্তি দিচ্ছেন। টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর এবং সঙ্গীতা বিজলানিও এই ছবিতে মন্তব্য করেছেন। শ্বেতা তিওয়ারির এই ফটোশুটটি বেশ পছন্দ হচ্ছে।

শ্বেতা তিওয়ারি এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘চাঁদনী।’ ছবিতে টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর লিখেছেন, ‘ওহ মাই গড … মোটিভেশন ব্যক্তিত্ব।’ একই সঙ্গে অভিনেত্রী সঙ্গীতা বিজলানি লিখেছেন, ‘শ্বেতা তোমাকে হট লাগছে।’ শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিও এই ছবিতে মন্তব্য করেছেন। শ্বেতা তিওয়ারির এই ছবিটিতে দেড় লক্ষেরও বেশি লাইক পড়েছে এবং সেখানে মন্তব্যের লাইন লেগে গিয়েছে৷

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Shweta Tiwari (@shweta.tiwari)

শ্বেতা তিওয়ারিকে সম্প্রতি সোনি টিভির শো ‘মেরে বাবা কি দুলহান’ -এ দেখা গিয়েছে। শ্বেতা তিওয়ারি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন বিখ্যাত টিভি সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’ দিয়ে। এরপর থেকে টেলিভিশন জগতে তিনি প্রেরণা নামে পরিচিত। শ্বেতা তিওয়ারি ‘বিগ বস 4’ -এর বিজয়ীও হয়েছেন। বর্তমানে তাকে ‘খতরন কে খিলাড়ি 11’ তে দেখা যাচ্ছে। এদিকে শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি শিগগিরই বলিউডে অভিষেক করতে যাচ্ছেন।

]]>
সিনেমা নয় বাস্তব: আবার ‘বিয়ে’ করলেন অভিনেতা প্রকাশ রাজ https://ekolkata24.com/entertainment/bollywood-star-prakash-raj-got-married-again-with-pony-verma Wed, 25 Aug 2021 06:51:39 +0000 https://www.ekolkata24.com/?p=3104 বায়োস্কোপ ডেস্ক: বলিউড এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) আবার তাঁর স্ত্রী পনি ভার্মাকে (Pony Verma) বিয়ে করলেন। টুইটের করে তিনি তাঁর বিয়ের খবর জানিয়েছেন৷

প্রকৃতপক্ষে ২৪ অগস্ট মঙ্গলবার প্রকাশ রাজ এবং পনি ভার্মির বিবাহের ১১ বছর পূর্ণ হল৷ এই উপলক্ষে তিনি আবার বিয়ে করেন। অভিনেতা বলেছেন, তাঁর ছেলে বিয়ে দেখতে চেয়ে আবদার করেছিল৷ তাই তিনি আবার বিয়ে করলেন৷ প্রকাশ রাজ তার পরিবারের সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন, যা তাঁর ফ্যানে লাইকের বন্যা বইয়ে দিয়েছে৷

প্রকাশ রাজ বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং তাঁর টুইটে লিখেছেন: ‘আজ রাতে আমাদের আবার বিয়ে হল .. কারণ আমাদের ছেলে বেদান্ত আমাদের বিয়ে দেখতে চেয়েছিল’৷ অভিনেতার শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, তিনি তাঁর পরিবারের সঙ্গে সুখের মুহূর্ত কাটাচ্ছেন। এর আগে প্রকাশ রাজ তাঁর বিয়ের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন: “এটা খুবই সত্যি। আমার প্রিয়তম স্ত্রী আমার জন্য এত ভালো বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। বান্ধবী এবং একজন অসাধারণ সহযাত্রী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।”

প্রকাশ রাজ সেইসব তারকাদের একজন, যারা দক্ষিণ ইন্ডাস্ট্রিতে নাম কামানোর পর বলিউডেও একটি শক্তিশালী পরিচয় তৈরি করেছেন। ১৯৯৮ সালে হিটলার চলচ্চিত্র দিয়ে তাঁর বলিউড ক্যারিয়ার শুরু হয়। কিন্তু তিনি ওয়ান্টেডে চরিত্র গনি ভাইয়ের কাছ থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন৷ তিনি ইন্দ্রপ্রস্থম, বন্ধনম, ভিআইপি, নন্দনী, শান্তি শান্তি শান্তি, ভন্নাবালি, আজাদ, গীতা, ঋষি, দোস্ত, সিংহম, ওয়ান্টেড, বুড্ডা হোগা তেরা বাপ, হেরোপান্তি বিনোদন, মুরারি, ইন্দ্র, ইডিয়ট, শক্তি দ্য পাওয়ার, গঙ্গোত্রী, স্মার্ট তিনি দ্য চ্যালেঞ্জ, পোকরি, রানা, লায়ন এবং রুদ্রমাদেবীর মতো ছবিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

]]>
রাহুলের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের সারদা মা, অকপট সন্দীপ্তা https://ekolkata24.com/entertainment/sandipta-opens-up-on-relation-with-rahul-banerjee Thu, 19 Aug 2021 15:53:16 +0000 https://www.ekolkata24.com/?p=2649 বর্তমানে বাংলা টেলিভিশনে অন্যতম জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেন। সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’-তে সারদার চরিত্রে কামব্যাক করেছেন অভিনেত্রী। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন সন্দীপ্তা। এরপর বেশ কিছু ওয়েবসিরিজে তাঁকে অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি পরিচালক অঞ্জন দত্তের ওয়েবসিরিজ ‘মার্ডার ইন দ্যা হিলস’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

সব মিলিয়ে নিজের পেশাদার জীবনে বেশ ব্যস্ত সন্দীপ্তা। তবে এরই মাঝে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা। বেশ কিছুদিন ধরেই টলি-পাড়ায় গুঞ্জন ছিল রাহুল এবং সন্দীপ্তার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। পুরুলিয়া হোক কিংবা বেনারস একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে সন্দীপ্তা এবং রাহুলকে। সেই সময় থেকেই নেটাগরিকদের মনে প্রশ্ন জাগে তবে কী প্রিয়াঙ্কার সঙ্গে রাহুলের সম্পর্কের অবনতির কারণ সন্দীপ্তা? এই নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তবে কোনও সময়ই এই বিষয়ে খোলামেলা কথা বলতে চাননি অভিনেত্রী। তবে এবারে রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অকপটে সবকিছু জানানলেন সন্দীপ্তা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ্তা জানান, কোনও দিনই রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। তাঁরা দু’জনে ভালো বন্ধ। বর্তমানে অনস্ক্রিন রাজা-মাম্পির প্রেম জমজমাট, ব্যক্তিগত জীবনেও নাকি এই প্রেম প্রভাব ফেলেছে। সন্দীপ্তা জানান, ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকের সময়ও তাঁকে এবং রাহুলকে নিয়ে অনেক লেখালিখি হয়। এইসব নিয়ে মাথা ঘামাতে নারাজ সন্দীপ্তা। অভিনেত্রী আরও জানান, প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর খুব ভালো বন্ধুত্ব নেই, তবে কিছুদিন আগে একটি গানের ভিডিও শুটে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হলে হাসি মুখে কথা না বলার মতো কোনও কারণ খুঁজে পাননি সন্দীপ্তা।

]]>