Bengali film – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 10 Jan 2022 08:19:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bengali film – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Tollywood: ছবির সংখ্যা কমিয়ে কীসের ইঙ্গিত নুসরতের https://ekolkata24.com/entertainment/actress-nusrat-jahan-talks-about-her-upcoming-movies Mon, 10 Jan 2022 08:19:05 +0000 https://ekolkata24.com/?p=18670  

বিতর্ক আর নুসরত, সব সময়েই যেন হাত ধরাধরি করে চলে। এই মুহূর্তে টলিপাড়ায় সবচেয়ে আলোচিত নায়িকা নুসরত জাহান। তাঁর মাতৃত্বের সিদ্ধান্তের জন্য, তাঁর বিয়ের বৈধতা সংক্রান্ত মন্তব্যের জন্য সব সময়েই তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। সম্প্রতি ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে একটি সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, তিনি আর বেশি ফিল্মে অভিনয় করতে চান না।

টলিউডে বাংলা ফিল্ম ‘শত্রু’-তে জিতের বিপরীতে ডেবিউ করেছিলেন নুসরত। টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসাবে এক দশক কাটিয়ে তিনি নতুন ইনিংস শুরু করেছেন একটি টক শোয়ে সঞ্চালিকার ভূমিকায়। ইস্ক এফ এম-এর এই টক শোয়ের নাম ‘ভালোবাসায় বোল্ড’। গত এক বছর ধরে দীর্ঘ ওঠাপড়ার পর এখন তিনি যশের প্রথম পক্ষের ছেলে ও ‘যশরৎ’ পুত্র ঈশান (Yishaan J.Dasgupta)-কে নিয়ে নতুন সংসার পেতেছেন।

কিন্তু এবার তিনি সময় দিতে চান পরিবারকে । তাই বেশি ফিল্মে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন নুসরত। চলতি মাসে সায়ন্তন ঘোষাল পরিচালিত নুসরতের আসন্ন ছবি ‘স্বস্তিক সংকেত’ মুক্তি পাওয়ার কথা। এছাড়াও যশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ফিল্মে অভিনয় করছেন নুসরত।

তবে, এই মুহূর্তে নুসরতের কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’ তাঁর সন্তান ঈশান। সারাদিনে সংসার ও কাজ ব্যালান্স করে কিছুটা আলাদা সময় রাখতে চান নুসরত ঈশানের জন্য । তিনি ঈশানের প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথম কথা বলা মিস করতে চান না। তার প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখেন নুসরত। এই মুহূর্তে তিনি বাছাই করা ফিল্মে অভিনয় করতে চান বলে জানিয়েছেন নুসরত।

]]>
একগুচ্ছ বাংলা ছবি মুক্তির দিন ফাঁস, বেলাশুরু, হামি ২, কবে রিলিস, জানুন তারিখ https://ekolkata24.com/entertainment/upcoming-bengali-film-release-date-reveal-by-windows-production Tue, 16 Nov 2021 16:24:58 +0000 https://ekolkata24.com/?p=11552 বায়োস্কোপ ডেস্ক, কলকাতা- পরপর ছবির মুক্তির দিন ঘোষণা করে দিল উইন্ডোজ প্রোডাকশন। কারণ দেড় বছর বাঙালি সিনেমাহল মুখো হয়নি। বাঙালি বললে ভুল হবে, গোটা বিশ্ব জুড়ে সর্বত্রই নেমে এসেছিল করোনার কালো ছায়া। যার কোপে পড়ে প্রতিটি সেক্টরে দেখেছে ভয়ানক ক্ষতির মুখ। ঠিক তেমনি আবার ঘরবন্দী থেকে সাধারণ মানুষের উঠে এসেছে নাভিশ্বাস।

বিনোদন তো দূর হস্ত দু’মুঠো অন্ন জোগাড় করার আগে মাথার ঘাম পায়ে পড়ছিল। ঠিক একইভাবে সিনে জগতও আর্থিক সংকটে দিনগুণেছে। একাধিক ছবি পাইপলাইনে  নিয়ে অপেক্ষায় ছিল কবে স্বাভাবিক হবে পরিস্থিতি। বর্তমানে বেশ কিছুটা ছন্দে ফেরা গিয়েছে। আর তাই তড়িঘড়ি পুরনো জীবন ফিরে পেতে মরিয়া সকলেই। আর যার জন্য প্রয়োজন বিনোদনের।

উল্টোদিক থেকে বলতে গেলে সেলিব্রিটি মহল বা সিনেমা জগৎ অপেক্ষায় ছিল এই দিনটার। বর্তমানে ঝড়ের বেগে চলছে সিনেমা তৈরির প্রস্তুতির কাজ। বেশকিছু ভালো সিনেমা তৈরি হয়ে পড়েছিল মুক্তির অপেক্ষায়, আবার বেশ কিছু সিনেমা অর্ধেক নির্মাণ কাজ আটকে অপেক্ষায় দিন গুনছিল। বক্সঅফিসে সেই পুরনো ঝড় আবারও ফিরে পেতে পাখির চোখ এখন ২০২২।

উইন্ডোজ প্রোডাকশনের ছবি মানেই গ্রীষ্মে ধামাকাদার উপস্থাপনা। কিন্তু দেড় বছরের খামতি মেটাতে এবার এক বছর পর পর ৪ ছবি সামনে আনতে চলেছে এই সংস্থা। মঙ্গলবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় তেমনই খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বেলা শুরু থেকে হামি ২, কবে পাচ্ছি মুক্তি চলুন দেখে নেওয়া যাক। বেলা শুরু ২০ মে, বাবা বেবি ও- ৪ ফেব্রুয়ারি, লক্ষী ছেলে- ১৭ জুন, হামি ২- ২৩ জানুয়ারি। তিনি জানান, সব স্বাভাবিক থাকলে এভাবেই পর পর মুক্তি পাবে চার ছবি। 

]]>
করোনায় বন্ধ প্রেক্ষাগৃহ: অতিমারীর সঙ্গে লড়াইয়ে হেরে গেল বাংলা চলচ্চিত্র https://ekolkata24.com/entertainment/cinema-closed-in-corona-bengali-film-lost-the-battle-with-the-epidemic Sun, 12 Sep 2021 11:13:02 +0000 https://www.ekolkata24.com/?p=4445 বায়োস্কোপ ডেস্ক: করোনা (Corona) সংক্রমন এবং লকডাউন। বাজার, অর্থনীতি, শিল্প শব্দগুলির সবচেয়ে বেশী ক্ষতি করেছে। ভারতে বিনোদন মাধ্যম অতিমারীতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত বিষয়গুলির মধ্যে অন্যতম। থিয়েটার (Cinema Hall) বন্ধ থাকার ফলে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এই ইন্ডাস্ট্রির। একই সঙ্গে অনেকের রোজগারের উপায় বন্ধ হয়ে গিয়েছে। শুধু বলিউড নয়, একইভাবে ক্ষতির মুখোমুখি হয়েছে আঞ্চলিক ভাষার সিনেমা ইন্ডাস্ট্রিগুলিও।

প্রবল ক্ষতির মুখে পড়েছে টলিউডও। জনপ্রিয় প্রযোজক ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, ” পরিচালকদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো চিন্তার প্রক্রিয়ার উপর নিষেধাজ্ঞা। স্বাভাবিক সময়ে, একটা ছন্দ থাকে। আপনি একটি চলচ্চিত্র করছেন, সেটা হলে মুক্তি পাচ্ছে, তারপরে আপনি পরবর্তী চলচ্চিত্রর ভাবনায় ঢুকছেন। কিন্তু এই সময়ে, একবার একটা চলচ্চিত্র আটকে গেলে, পুরো চিন্তার প্রক্রিয়াটা স্তব্ধ হয়ে যায়।” শুধু শিল্পীদের শৈল্পিক চিন্তাই নয়, এর ফলে আর্থিক ক্ষতিও হয়েছে ভয়াবহ। ‘মহানন্দা’-এর পরিচালক অরিন্দম শীল বলেছেন, “গত দেড় বছর ধরে জিনিসগুলো আটকে পড়েছে। শুধু ক্ষতির পরিমাণই হয়েছে হাজার কোটি টাকা। শুধু অভিনেতারাই নন। প্রযুক্তিবিদ, বিক্রেতা, সরঞ্জাম সরবরাহকারী সবাই এর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে”।

তাঁর কথায় যদি একটি সিনেমার গড় খরচ হয় দু’কোটি টাকা, তাহলে ক্ষতি হয় একশো কোটি টাকা। রাজ্যের ৭৫০ টি সিনেমা হলের মধ্যে মাত্র ২৫০ টি কার্যত ব্যবহারের অবস্থায় রয়েছে। করোনা পরবর্তী সময়ে ১০০টি হল খোলা থাকলেও তা রীতিমতো আশীর্বাদ। কিন্তু ৫০ শতাংশ দর্শক নিয়ে বাংলা চলচ্চিত্র গড় খরচটাই তুলতে পারে না। এটাও মেনে নিতে হবে যে ওটিটি প্ল্যাটফর্মে বাংলা বিষয়বস্তুর তেমন চাহিদা নেই। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে “হইচই” নামের জনপ্রিয় প্লাটফর্ম থাকলেও সেটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ। টলিউডের শিল্পী ফোরামের কার্যনির্বাহী সচিব শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন, “যারা দৈনিক ভিত্তিতে বা মাসিক ভিত্তিতে কাজ করেছেন তারাই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন হলগুলিতে ৫০ শতাংশ থাকার ব্যবস্থা থাকলেও তারমধ্যেও অর্ধেক দর্শক নেই”।

জনপ্রিয় ‘প্রিয়া’ সিনেমা হলের মালিক অরিজিৎ দত্তের কথায়, “কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। কোনো হল খুলছে না, তবুও কর্মীদের বেতন দিতে হয়। পিভিআর লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌতম দত্তও জানান যে দেশে লকডাউনের কারণে সিনেমা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। আট মাসে (মার্চ থেকে নভেম্বর, ২০২০) চলচ্চিত্র নামক শিল্প এখন দেউলিয়া হওয়ার মুখোমুখি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ শিল্পী সোমনাথ কুন্ডু একটি সংবাদমাধ্যমে বলেছেন, “আগে আমি বছরে চার থেকে পাঁচটা ছবিতে কাজ করতাম। গত বছর আমি মাত্র দুটো ছবি করেছি। এ বছরও একই পরিস্থিতি। গত বছর আমার প্রায় পাঁচ থেকে ছ’লক্ষ টাকার ক্ষতি হয়েছে।” যদিও হাল না ছেড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে টলিউড।

]]>