Bhwanipur by election – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 20 Sep 2021 06:24:26 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bhwanipur by election – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ভবানীপুরের গুঞ্জন: মমতার বিরুদ্ধে লড়লেও দ্রুত TMC দরজায় প্রিয়াঙ্কা https://ekolkata24.com/uncategorized/bjp-candidate-priyanka-tibrewal-may-quit-from-bjp Mon, 20 Sep 2021 06:24:26 +0000 https://www.ekolkata24.com/?p=5099 নিউজ ডেস্ক: নেহাত লড়াই করতে হয় করা তার পরেই বন্ধুর আহ্বানে তিনিও চলে যাচ্ছেন টিএমসি শিবিরে। ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নিয়ে এমনই গুঞ্জন প্রবল।

এদিকে সদ্য তৃণমূলে আসা তথা প্রিয়াঙ্কার বন্ধু বাবুল সুপ্রিয় জানান, ভবানীপুরে প্রচারে নিয়ে গেলে বিড়ম্বনায় পড়ব। তবে তৃণমূল কাজ করার সুযোগ দিয়েছে বাংলার জন্য কাজ করতে চাই।

পশ্চিম বর্ধমানের আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে এখন তৃণমূল কংগ্রেসের নেতা। তাঁর বন্ধু হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মূলত অবাঙালি ভোটারদের এলাকা ভবানীপুরে ভোট টানতে অবাঙালি মুখের প্রার্থী দিয়েছে বিরোধী দল বিজেপি।

priyanka tibrewal

এদিকে বাবুল তৃণমূলে যোগ দিতেই ভবানীপুরে গুঞ্জন, বিজেপি প্রার্থী নামেই লড়ছেন। তিনিও দ্রুত দলত্যাগ করতে চলেছেন। বাবুল যেহেতু বিড়ম্বনার কথা বলেছেন তাই গুঞ্জন আরও বেশি।

ভবানীপুরে গত বিধানসভা ভোটে তৃণমূল জয়ী হয়। আর নন্দীগ্রাম কেন্দ্রে পরাজিত হন মুখ্যমন্ত্রী। তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হতে ফের ভবানীপুরকেই বেছে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। গত নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন শোভনদেব চট্টোপাধ্যায়েট। তিনি সরে দাঁড়ান। ফলে উপনির্বাচন হতে চলেছে। নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শ্রীজীব বিশ্বাস।

]]>