Big B – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 14 Jul 2021 13:45:21 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Big B – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ৯০ কোটি দেনার দায় অমিভাভের মাথায়, হাত পাততে বাধ্য বিগ বি https://ekolkata24.com/entertainment/90-crore-credit-of-amitabh-bachchan-make-him-embarrassed Wed, 14 Jul 2021 13:45:21 +0000 https://ekolkata24x7.com/?p=756 অমিতাভ বচ্চন বলে কথা। যাঁর প্রতিটা পদক্ষেপে বলিউডে ঝড় ওঠে। সেই অভিনেতার আবার টাকার টান! অবিশ্বাস্য। মুম্বই শহরের বুকে তাঁর রয়েছে পাঁচ-পাঁচটি বাংলো। একের পর এক ছবির প্রস্তাব এখনও তাঁর হাতে। সেই মানুষটা টাকার জন্য হাত পাচ্ছে! বিশ্বাস করতে একটু অসুবিধে হলেও তা অবাক কাণ্ড নয়। সত্যিই এই পরিস্থিতি দিয়ে যেতে হয়েছিল বচ্চন পরিবারকে। 

এই পরিস্থিতিতে অভিষেক বচ্চনকেও ছাড়তে হয়েছিল পড়াশুনা। নিজের এক কম্পানি খুলে বসেছিলেন অমিতাভ বচ্চন। নাম দিয়েছিলেন এবিসিএল। এটাই ছবি শাহেনশার মস্ত ভুল। রীতিমত ক্ষতির মুখ দেখতে শুরু করে এই সংস্থার। মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা বাকি পড়তে থাকে। বাড়িতে নিত্য পাওনাদারদের ভিড়, পরিস্থিতি ক্রমেই বেসামাল হয়ে ওঠে। 

amitabh bachchan

এমনই অবস্থায় অমিতাভ সাহায্যের জন্য দরজায় দরজায় ঘুরতে শুরু করেন। প্রয়োজন অনেক টাকার। তখনই তিনি প্রস্তাব পান কউন বনেগা ক্রোড়পতীর সঞ্চালক হওয়ার। এরপর একের পর এক টাকা ফেরত দিতে শুরু করেন তিনি। হাতে ছিল না সেই সময় তেমন কোনও টাকা। ফলে ছবির জন্য কাকুতি-মিনতি করতে হয় তাঁকে। আর তৈরি হয় মহব্বতে। সেই ছবি থেকে অমিভাব পার্ট ২ সফর শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি অমিতাভ বচ্চনকে। 

]]>