Big Boss – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 22 Jul 2021 14:39:15 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Big Boss – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 বিগ-বস সিজেন ১৫ এবার ওটিটি-তে, সঞ্চালনা থেকে কি এবার বাদ সলমন https://ekolkata24.com/entertainment/big-boss-season-15-about-to-come-on-ott Thu, 22 Jul 2021 14:39:15 +0000 https://www.ekolkata24.com/?p=1157 খুব সিগ্রই ভারতের জনপ্রিয় টিভি শো বিগ-বসের সিজেন ১৫ আসতে চলেছে। শোনা যাচ্ছে এই সিজনে থাকবে নানা ধরণের চমক। এর আগে এই জনপ্রিয় টিভি শো-এর সঞ্চালকের ভূমিকায় ছিলেন সলমন। তবে এবারে প্রযোজকরা নতুন মুখ চাইছেন।

সূত্রের খবর অনুযায়ী এবারে বিগ-বস সিজেন ১৫ প্রথমে আসবে ওটিটিতে। সেখানে প্রাথমিক বাছাই পর্ব চলবে। তারপর সিলেক্ট হওয়া প্রতিযোগীদের নিয়ে টিভিতে সম্পচারিত হবে এই অনুষ্ঠান।

টিভির সঞ্চালনার দায়িত্ব বরাবরের মতো সামলাবেন সলমন। তবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রযোজকরা ফারহা খান এবং রোহিত শেট্টির কথা ভাবছেন। এর আগে রোহিতকে খাতরোকে খিলাড়ি টিভি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে।

ইতিমধ্যেই ফারহা এবং রোহিতের কাছে বিগ-বসের প্রযোজকদের কাছ থেকে অফার চলে এসেছে। তবে ডেটের সমস্যার কারনে এখনও কিছু ঠিক হয়নি। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধেই শুরু হয়ে যাবে বিগ-বস সিজেন ১৫ এর শুটিং।

]]>