Biggest Superstition – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 17 Dec 2021 05:22:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Biggest Superstition – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Yogi Adityanath: ভারতকে রামরাজ্য করতে হবে: আদিত্যনাথ https://ekolkata24.com/uncategorized/socialism-is-biggest-superstition-india-needs-ram-rajya-says-up-cm-yogi-adityanath Fri, 17 Dec 2021 05:22:05 +0000 https://ekolkata24.com/?p=15210 নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশ বিধানসভার শেষ অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার দেশের বিরোধী দলগুলির উপর তীব্র আক্রমণ শানিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দাবি করেন, দেশে সমাজতন্ত্র বা কমিউনিজম নয় প্রয়োজন রাম রাজ্যের। এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় সমাজতন্ত্রকে ‘সবচেয়ে বড়ো কুসংস্কার’ বলেও অভিহিত করেন। তিনি বলেন, ‘এতে পারিবারিক সমাজতন্ত্র, মাফিয়া সমাজতন্ত্র, নৈরাজ্যবাদী সমাজতন্ত্র, দাঙ্গা সমাজতন্ত্র এবং সন্ত্রাসবাদী সমাজতন্ত্রের মতো অনেক প্রতারিত ব্র্যান্ড রয়েছে।’ 

রাম রাজ্য সম্পর্কে তাঁর ধারণা ব্যাখ্যা করতে যোগী বলেছেন, ‘আমরা আগেই বলেছি যে এই দেশে কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রয়োজন নেই। দেশ শুধু রাম রাজ্য চায় আর উত্তরপ্রদেশ শুধু রাম রাজ্য চায়। রাম রাজ্য মানে যা চিরন্তন, সর্বজনীন এবং শাশ্বত। যা পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না।’ সমাজতন্ত্রের আসল মূল্যবোধগুলি তাঁর দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলব্ধি করেছিলেন। যিনি মানুষের জন্য শৌচালয় তৈরি করেন।

তাঁর কথায়, ‘লোহিয়া বলেছিলেন যে দেশের কোনও শক্তি এমন সরকারকে সরাতে পারবে না, যে সরকার দরিদ্রদের জন্য শৌচাগার তৈরি করে এবং তাদের উনুন জ্বালিয়ে রাখে। স্পষ্টতই কেন্দ্রে বিজেপির করা ‘স্বচ্ছ ভারত অভিযান’ এবং ‘উজ্জ্বলা যোজনা’-র মতো কাজের উল্লেখ করেন।’ 

প্রসঙ্গত, এদিন দ্বিতীয় অতিরিক্ত বাজেট (second supplementary budget) পেশ করেছে যোগী সরকার। 

]]>