Bilkish begum – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 27 Nov 2021 13:07:53 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bilkish begum – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Kolkata Municipal Election: CPIM ছেড়ে জবরদস্ত বিলকিস এবার মমতার ‘সাথী’ https://ekolkata24.com/uncategorized/kmc-election-heavy-weight-left-leader-bilkish-begum-quits-cpim-and-joins-tmc Sat, 27 Nov 2021 13:07:53 +0000 https://ekolkata24.com/?p=12583 News Desk, Kolkata: সেই সোনালি দিন অতীত। যখন লাল দলের দাপটে বাকিরা হেঁচকি তুলত। ছবিটা উল্টো। তবে মহানগরীর এক কোনায় যে লাল মরুদ্যান ছিল সেখানকার মালকিন বিলকিস হয়ে গেলেন মমতার সাথী। জবরদস্ত সিপিআইএমের নেত্রী দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এসেছেন।

পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ড সিপিআইএমের দাপট। গত দশ বছরে রাজ্যের বামেরা বিলীন হয়েছে। যে কয়েকটি পকেটে সিপিআইএমের পতাকা ওড়ে তারই একটি কলকাতা বন্দর এলাকার ৭৫ নম্বর ওয়ার্ড। তৃণমূল কংগ্রেস এখানে হারত বিলকিস বেগমের কাছে।

সেই বিলকিসকে প্রার্থী করেছি বামফ্রন্ট। এই ওয়ার্ড থেকেই লড়বেন সিপিআইএমের অপর জবরদস্ত নেতা ফৈয়াজ আহমেদ খান। তিনিও বামেদের শক্তিশালী মুখ। তাঁর বিরুদ্ধে বিলকিশকে প্রার্থী করবেন মমতা।

বিলকিস বেগম তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলেছেন, সিপিআইএম যে পথে চলছে তার চেয়ে বিজেপিকে ঠেকানোর প্রশ্নে দিদি অনেক এগিয়ে। 

বিলকিস যে বিরাট পাওনা তা স্পষ্ট স্বীকার করে নিয়েছেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ওকে টিকিট না দিয়ে বামেরা আরেকটা ঐতিহাসিক ভুল করল।

কলকাতা পুরনিগমের লড়াইতে বামেদের প্রার্থী তালিকায় নতুন মুখের ছড়াছড়ি। তেমনই মুখ বদল করেছে শাসক টিএমসি। বিরোধী দল বিজেপির প্রার্থী করা চলছে প্রশ্ন।

]]>