Biopic – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 19 Oct 2021 10:36:04 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Biopic – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ‘নয়ের দশকের ফ্লেভার’ নিয়ে ফের শিরোনামে রানাঘাটের রানু https://ekolkata24.com/entertainment/ranu-mandal-biopic-miss-ranu-maria Tue, 19 Oct 2021 10:36:04 +0000 https://www.ekolkata24.com/?p=8289 কলকাতা: রানাঘাট স্টেশন থেকে সোজা স্বপ্নের নগরী মুম্বাই। লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রাণুমন্ডল। মানুষের মুখে মুখে ঘুরতে থাকে তাঁর গানের প্রশংসা। এরপর বলিউড থেকে ডাক। পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাক। ব্যাম্প ওয়ার্ক-লাইমলাইটে উঠে আসেন রানুদি। ঘুরে যায় ভাগ্যের চাকা। কিন্তু বেশিদিন সুখ সহ্য হয় না রানুর। খ্যাতির পাশাপাশি তার বিড়ম্বনাও সইতে হয়েছে রানুকে। কিছুটা নিজের কারণে ফিরতে হয়েছে সেই রাণা।

এই উত্থান-পতনের কাহিন এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল। রানুদির নাম ভূমিকায় ‘সেক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে । এই চরিত্রের খাতিরে সম্প্রতি রানাঘাটে এসে রানু মন্ডলের সঙ্গে দেখা করে গেলেন অভিনেত্রী। সম্প্রতি রানুদির সঙ্গে দেখা হওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে রানুদি তাঁকে জড়িয়ে ধরে আছেন। ছবি থেকেই স্পষ্ট, রানু মণ্ডলের সঙ্গে অনেকটাই সময় কাটাচ্ছেন ঈষিকা। ছবিটি মুহূর্তে ভাইরালও হয়।

তবে শুধু ছবি নয়। একটি ভিডিওটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘খেতে খেতে গান গাইছেন রানুদি। অন্যদিকে ঈষিকা মন দিয়ে শুনছেন সেই গান। ঈশিকার কথায়, ‘এই মুহূর্তে রানুদির সঙ্গে রয়েছি, খুব এনজয় করছি আমরা। অনেক কিছু জানতেও পারছি রানুদির সম্পর্কে। ছবিতে অভিনয়ের ক্ষেত্রে এই সাক্ষাৎ খুবই প্রয়োজন ছিল। সত্যি বলতে এক দারুণ অভিজ্ঞতা।’ জানা গিয়েছে রানু মণ্ডলের সঙ্গে গানের অনুশীলন করছেন ঈশিকা।

পরিচালক হৃষিকেশ মণ্ডল জানিয়েছেন, নয়ের দশকের ফ্লেভার থাকবে ছবিতে। নাম ‘মিস রানু মারিয়া’। যেখানে রানু মণ্ডলের বর্তমান এবং অতীতের লুকে দেখা যাবে ঈশিকাকে। বলাবাহুল্য ছবিতে থাকছে একাধিক গান। যার দায়িত্ব সামলাবেন সুরজিৎ, সিধু ও নীলাকাশ। নভেম্বর থেকে শুরু হবে ছবির কাজ।

]]>
রাণুর বায়োপিকে মূল ভূমিকায় ‘সেক্রেড গেমস’ খ্যাত ঈশিকা https://ekolkata24.com/entertainment/eshika-dey-will-play-ranu-mondals-role-in-her-biopic Fri, 03 Sep 2021 09:28:07 +0000 https://www.ekolkata24.com/?p=3729 অনুভব খাসনবীশ: রাণু মন্ডল, সবার কাছেই ভীষণ পরিচিত। রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিলেন তিনি। কোনরকম তালিম ছাড়া তিনি যেভাবে গান গেয়েছিলেন তাতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন প্রত্যেকে। তারপরেই আমুল বদলে যায় তাঁর জীবন। সুযোগ পান বলিউডে। হিমেশ রেশমিয়ার সহায়তায় প্রথম প্লেব্যাক গানের সুযোগ পান। ‘তেরি মেরি কাহানি’ গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নেন ‘রানাঘাটের রাণু’।

আরও পড়ুন শিল্পেই বিপ্লব: তালিবানদের বিরুদ্ধে প্রতিবাদে কাবুলের গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানি

তারপরেই শোনা গিয়েছিল, এবার তৈরি হতে চলেছে রাণু মণ্ডলের বায়োপিক। পরিচালক ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে সেই সিনেমা। মূল ভূমিকায় অভিনয় করবেন ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। ‘সেক্রেড গেমস’ ছাড়াও ‘লাল কাপ্তান’, ‘রুম নম্বর ১০৩’, ‘পূর্ব পশ্চিম দক্ষিণ’ এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি। বিক্রমাদিত্য মাতওয়ানে এবং অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সেক্রেড গেমস’-এ নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে যৌন দৃশ্যে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এছাড়াও বিভিন্ন টেলিভিশন অ্যাডের সুবাদে ঈশিকা এখন পরিচিত মুখ। রানু মন্ডলের এখনকার এবং আগের, দুই লুকেই দেখা যাবে তাঁকে।

ঈশিকা দে।

হিন্দিতে হওয়া এই সিনেমার নাম ‘মিস রাণু মারিয়া’। সিনেমায় থাকছে রাণু মন্ডলের গলায় একাধিক গান। গত বছর থেকেই ছবিটি নিয়ে পরিকল্পনা করছিলেন ঋষিকেশ। রাণু মন্ডলের চরিত্রের জন্য প্রাথমিকভাবে ভাবা হয়েছিল সুদীপ্তা চক্রবর্তীকে। এর আগে ‘অচেনা বন্ধুত্ব’ এবং ‘কুসুমিতার গপ্পো’ নামে দুটি ছবি করেছেন হৃষিকেশ। তবে রানু মন্ডলকে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন বাংলা ব্যান্ড ক্যাকটাসের প্রধান গায়ক সিধুও। সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি এবং সুরজিত।

রানাঘাটেই পুরো ছবিটার শুটিং করার ইচ্ছে রয়েছে পরিচালকের। এছাড়াও কিছু অংশের শুটিং কলকাতা, মুম্বইয়ে হবে। অতীন্দ্রও (রানু মন্ডলের ভিডিও যিনি প্রথম তৈরি করেন) থাকবে ছবিতে। অন্যদিকে বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও রানু মণ্ডল গান গাওয়ার প্রস্তাব পেয়েছেন। মিলেছে বিদেশে যাওয়ার প্রস্তাবও।

]]>
বড়পর্দায় আসছে রুপোর মেয়ে চানুর বায়োপিক https://ekolkata24.com/entertainment/biopic-to-be-made-on-tokyo-olympic-silver-medallist-mirabai-chanus-life Mon, 02 Aug 2021 04:14:59 +0000 https://www.ekolkata24.com/?p=1709 নিউজ ডেস্ক: মীরাবাঈ সাইখোম চানুর হাত ধরেই চলতি টোকিও অলিম্পিক্সের মঞ্চ থেকে এসেছে প্রথম পদক। ২১ বছরের খরা কাটিয়ে ভারোত্তোলনে দেশকে অলিম্পিক্স পদক এনে দিয়েছেন তিনি। ৪৯ কেজি বিভাগে রূপো জয় করেছেন চানু। পাঁচ বছর আগে রিও অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হলেও টোকিওতে ভারতকে প্রথম পদক দিয়েছেন তিনি।

এবার সেই মীরাবাঈ সাইখোম চানুর আত্মজীবনী ফুটে উঠবে বড় পর্দায়। মেরি কম, সাইনা নেহওয়ালদের পর এবার বায়োপিকের তালিকায় জুড়ে গেল মীরাবাঈয়ের নামও। মণিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে কীভাবে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেন, কীভাবে দারিদ্রকে হারিয়ে লক্ষ্যে অবিচল থাকলেন, কীভাবে কঠোর পরিশ্রমের পর রুপো এনে দিলেন দেশকে, চানুর জীবনের এসব কাহিনিই এবার ভেসে উঠবে রুপোলি পর্দায়।

সদ্য রূপোর পদক নিয়ে বাড়িতে ফিরেছেন চানু। ২ বছর পর বাড়ির খাবার খেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাড়ি ফিরে মাটিতে বসে তার সেই খাওয়ার ছবি। যা দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন অভিনেতা আর.মাধবণ। চানুর জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারত সরকার। তার সঙ্গে দেখা করেছেন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু। মণিপুরের সরকার তাঁর জন্য এক কোটি টাকা পুরস্কার অর্থ ঘোষণা করেছে। চানুকে সম্মান জানিয়ে পুলিশের এএসপি পদে নিযুক্ত করা হয়েছে। চানুর অতি সাধারণ জীবন যাপন,পরিশ্রম ও সংগ্রাম নিয়ে এখনও নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেন। এবার মণিপুরী ছবিতে অলিম্পিক্স পদকজয়ীর এই সাধারণ জীবনযাপনই ফুটে উঠবে।

ইতিমধ্যেই এ নিয়ে ইম্ফলের সেউতি ফিল্মস প্রযোজনা সংস্থার সঙ্গে কথাবার্তাও নাকি হয়ে গিয়েছে চানুর। শুধু মণিপুরী ভাষাই নয়, পাশাপাশি ইংরাজি ও অন্যান্য কিছু ভাষাতেও মুক্তি পাবে। প্রাথমিক চুক্তিপত্রে সইও সেরে ফেলেছেন চানু। এবার প্রশ্ন হল, চানুর চরিত্রে কাকে দেখা যাবে? এর আগে মেরি কমের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া, সাইনা এখনও মুক্তি না পেলেও শুটিঙয়ে নিজেকে নিংড়ে দিচ্ছেন প্রিয়ঙ্কার বোন পরিণীতিও। সেরকমই চানুর চরিত্রের জন্যও প্রয়োজন একজন বলিষ্ঠ অভিনেত্রীর।

প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‌মীরাবাঈ চানু হিসেবে মানাবে, এমন একজনকে আমরা খুঁজছি। বয়স, উচ্চতা, শরীরের গঠন- সবদিক থেকেই চানুর সঙ্গে মানানসই হওয়া প্রয়োজন। তারপর তাঁকে চানুর মতো করে ট্রেনিং দেওয়া হবে। চানুর মতোই কঠিন ট্রেনিং করতে হবে অভিনেত্রীকে। সব মিলিয়ে শুটিং শুরু হতে এখনও মাস ছয়েক দেরি।’‌ যদিও, বলিউডে চানুর বায়োপিক নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে কিনা তা জানতেই এখন উৎসুক প্রত্যেকে।

]]>