Bollywood Gossip – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 03 Jan 2022 09:16:24 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bollywood Gossip – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Kajal Agarwal: অভিনেত্রী কাজল ‘মা’ হচ্ছেন! https://ekolkata24.com/entertainment/actress-kajal-agarwal-is-going-to-be-a-mother Mon, 03 Jan 2022 09:16:24 +0000 https://ekolkata24.com/?p=17750 নতুন বছরের শুরুতেই অভিনেত্রী কাজল আগরওয়ালের (Kajal Agarwal) ঘরে খুশির হাওয়া। তাঁর স্বামী গৌতম কিচলু স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় । আপাতত অভিনেত্রী শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ।

বছরের শুরুতেই ইনস্টাগ্রামে গৌতম কিচলু শেয়ার করেন কাজল আগরওয়ালের ছবি। ক্যাপশনে একজন অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি দেন তিনি। আর ওই ইমোজি দেখেই দু’য়ে দু’য়ে চার করেছেন নেটিজেনরা। ২০২০ সালে অভিনেত্রী কাজল আগরওয়ালের সঙ্গে মুম্বইয়ে ব্যবসায়ী গৌতম কিচলুর চারহাত এক হয়।

কোভিডকালে বিয়ের আয়োজনে কিছুটা কাটছাঁট করা হয়। তাই তিনি বিয়ে সারেন কাছের মানুষজনদের নিয়েই। তবে ভার্চুয়ালি অনুরাগীদের সঙ্গে কাজল শেয়ার করেছিলেন বিয়ের প্রায় প্রত্যেক মুহূর্তই। মাসদুয়েক আগেই কাজল ও গৌতম বিবাহবার্ষিকী পালন করেন।

কমল হাসানের ছবি ‘ইন্ডিয়ান ২’ এবং নাগার্জুনের ‘দ্য গোস্ট’ ছবির মুখ্য চরিত্র থেকে সরে আসেন তিনি। তারপর থেকেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল কাজল আগরওয়ালের মা হওয়ার গুঞ্জন। আর সেই জল্পনায় সিলমোহর দিয়ে বিয়ের এক বছরের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রীর স্বামী গৌতম।

]]>
এই ৫ বলিউড তারকা নিজেদের ফ্যানেদের প্রেমে পড়ে ছাদনাতলায় বসেছেন https://ekolkata24.com/entertainment/these-5-bollywood-stars-have-fallen-in-love-with-their-fans-and-got-married Sat, 04 Dec 2021 16:46:24 +0000 https://ekolkata24.com/?p=13541 বায়োস্কোপ ডেস্ক: অনেকেরই ফ্যান্টাসি থাকে নিজেদের পছন্দের তারকাকে বিয়ে করার। পছন্দের তারকাদের এক ঝলক দেখার জন্য বা তাদের প্রতি পদক্ষেপ এর খবর জানার জন্য মুখিয়ে থাকেন সবাই।

আবার পছন্দের তারকা কারুর সঙ্গে মাখোমাখো প্রেম করছেন বা বিয়ে সেরে ফেলেছেন জানলে অনুরাগীদের মন যাওয়ার গল্প নতুন নয়। এদিকে বলিউডে এমনও অনেক নজির রয়েছে যারা নিজেদের অনুরাগীদের প্রেমে পড়েছেন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

madhuri-dixit-and-sriram-nene

১. মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে
মার্কিন যুক্তরাষ্ট্রে তার ভাইয়ের অনুরোধে মাধুরী দীক্ষিত ডাঃ শ্রীরাম নেনের সাথে দেখা করেছিলেন। ডঃ নেনে আগে থেকেই মাধুরীর নাচ ও অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন। তিন মাস প্রেম করার পর অবশেষে ১৯৯৯ সালের ১৭ অক্টোবর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

Vivek-Oberoi-and-Priyanka

২. বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা আলভা
বিবেক তার প্রেম জীবনে অনেক চড়াই -উতরাই পেরিয়ে তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছিল। কর্ণাটকের একজন মন্ত্রীর মেয়ে, প্রিয়াঙ্কা আলভা সবসময় বিবেকের কাজের প্রশংসা করেছেন এবং স্বীকার করেছেন যে তিনি তার ভক্ত। এই দম্পতি ২০১০ সালের ২৯ অক্টোবর তারিখে গাঁটছড়া বাঁধেন।

Isha-Deol-and-Bharat-Takhta

৩. ইশা দেওল ও ভারত তাখতানি
শৈশবের স্কুল রোমান্স অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তার পথ খুঁজে পায় ইশা ও ভারতের প্রেম কাহিনীর মধ্যে দিয়ে। ইশা স্বীকার করেছিলেন যে ভারত ১৩ বছর বয়েস থেকে তার প্রেমে মত্ত ছিলেন অথচ তাকে কখনো মুখ ফুটে বলে উঠতে পারেননি। ২০১২ সালের জুন মাসে ইশা ও ভারত বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Shilpa-Sethi-and-Raj-Kundra

৪. শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রা
সম্প্রতি বলিউডের চর্চার কেন্দ্রে থাকা দম্পতি শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রাও এই লিস্টের ব্যতিক্রম নন। শিল্পার ফিটনেস ও জীবনদর্শনের প্রতি মুগ্ধ হন অনেকেই। ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রা তার আরেক ভক্ত ছিলেন এবং সৌভাগ্য বসত তাকে বিয়ে করার সুযোগ পান। ২০০৯ সালের ২২ শে নভেম্বর তাদের বিয়ে হয়।

৫. ইমরান খান ও অবন্তিকা মালিক
‘জানে তু ইয়া জানে না’ খ্যাত অভিনেতা ইমরান খানের কিশোর রোমান্স সত্য হয়েছিল যখন তিনি অবন্তিকা মালিককে ১০ বছর ডেটিং করার পর বিয়ে করেছিলেন। এই দম্পতি ২০১১ সালের ১০ জানুয়ারী গাঁটছড়া বাঁধেন।

]]>
ভিকির অ-মতেই কি বিয়ে, কেন ক্যাটরিনা এমন সিদ্ধান্ত নিলেন https://ekolkata24.com/entertainment/why-katrina-kaif-force-vicky-kaushal-to-marry-in-december Thu, 11 Nov 2021 15:05:09 +0000 https://www.ekolkata24.com/?p=11032 বায়োস্কোপ ডেস্ক, মুম্বই- কোথাও গিয়ে কি ভিকির প্রতি ভরসা হারিয়ে ফেলছেন ক্যাটরিনা কাইফ, তবে তড়িঘড়ি এরকম সিদ্ধান্ত কেন নিলেন বলিউড কুইন। চলতি বছর মাঝখান থেকেই ভাইরাল হয়ে উঠেছিল একটাই সংবাদ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা কাইফ। তবে সেইসময় ভিকি কৌশলের ভাই সানি কৌশল জানিয়েছিলেন এই সংবাদ সম্পূর্ণ অর্থে ভিত্তিহীন। এই খবর শোনা মাত্রই নাকি ভিকির বাড়ির লোকেরা চমকে উঠেছিলেন।

এমনকি ভিকির মাও জানিয়েছিলেন- যদি বিয়ে হয় আমাকে মিষ্টি খাইও। কিন্তু সেই সকল তর্ক বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে অবশেষে ফাঁস হলো সত্য ঘটনা। কোন লুকোচুরি নয়, সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং, স্থির করা হয়েছে ভেনু। তবে চলতি বছর না, ভিকির ইচ্ছে ছিল পরের বছরই বিয়েটা সারবেন তিনি। কিন্তু বেঁকে বসলেন ক্যাটরিনা কাইফ।

Katrina Kaif hot navel in bollywood magazine cover page

ক্যাটের কথায় তিনি মোটেই গরমকালে বিয়ে করতে রাজি নন। তার উপর যখন ডেস্টিনেশন স্থির করা হয়েছে রাজস্থান, তখনই শীতকালে আদর্শ। আর ঠিক সেই কারণেই ক্যাটরিনা এবার ভিকির ওপর একপ্রকার চাপ সৃষ্টি করে ডিসেম্বরে দিনক্ষণ ফাইনাল করে ফেললেন। যার ফলে তড়িঘড়ি আয়োজন শুরু হয়ে গেল দুই পরিবারেই। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপর বেজে উঠবে বিয়ের সানাই।

<

p style=”text-align: justify;”>টানা দুই বছরের প্রেমের সম্পর্কে অবশেষে পরিণতি। প্রথম প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও পরবর্তীতে এই দুই তারকাকে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যেত বিভিন্ন পার্টি থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আর চলতি বছর বিয়ের খবর রটে যায় আর ওই যেন আগুনে ঘি ঢালার মতো সবটাই ফাঁস হয়ে গেল তড়িঘড়ি। এখন কেবল অপেক্ষার পালা, কবে রাজস্থান সেজে উঠবে রাজকীয় বিয়ের আসরে।

]]>
​দুবাই ট্রিপে বোল্ড জাহ্নবী, মরুভূমির মাঝে ডন লুকে পোজ https://ekolkata24.com/entertainment/janhvi-kapoor-dubai-trip-pictures Thu, 11 Nov 2021 12:42:29 +0000 https://www.ekolkata24.com/?p=11007 জাহ্নবী কাপুর মানেই স্টাইল স্টেটমেন্টে ঝড়। সদ্য একাধিক কারণ বশত খবরের শিরোনামে নিত্য আনাগোনা শ্রীকন্যার। সারা আলি খানের সঙ্গে ট্রিপ থেকে শুরু করে তাঁদের সমধ্যে থাকা সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুলতেই নয়া গসিপ সৃষ্টি। ছোট থেকে সারা ও জাহ্নবী একে অন্যকে চিনতেন। বন্ধুত্বও তাঁদের মধ্যে বেশ গভীর। কিন্তু বিটাউনে এই খবর খুব একটা ছড়ায়নি কয়েকদিন আগে পর্যন্ত। এবার দুই বন্ধু মিলে কেদারনাথ ট্রিপে গিয়ে ছবি দিতেই মুহূর্তে তা ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

জাহ্নবী বরাবরই ঘুরতে ভিষণ পছন্দ করেন। তিনি মাঝে মধ্যেই কাজের ফাঁকে খানিকটা ছুটি নিয়ে বেরিয়ে পড়েন বিদেশ বিভূঁইয়ে। এবার তাঁর ডেস্টিনেশন দুবাই। সেখানে গিয়েই একতের পর এক ছবি শেয়ার করছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। হাতে একাধিক কাজ, তারই মাঝে খানিক ছুটির স্বাদ নিতে বোন ও বন্ধুর সঙ্গে দুবাইতে উড়ে গেলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

 

সেখান থেকেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন একাধিক ছবি, শেয়ার করে নিলেন ফান মোমেন্ট। মরুভূমির মাঝে বাইক নিয়ে বোল্ড ফোটোশ্যুট। দেখতে দেখতে সন্ধ্যে গড়িয়ে আসে। ঝড়ের গতীতে এই ছবি ছড়িয়ে পড়ে সকলের হাতে হাতে। কয়েকদিন আগেই জন্মদিনের পার্টিতে সেজে উঠেছিল জাহ্নবীর ইনস্টাগ্রাম, এবার সেই ছবিকে ছাপিয়ে গেল নয়া লুক। ধড়ক ছবির জাহ্নবী এখন অতীত। বিটাউনে এখন সর্বত্রই পাপরাজিৎ-দের তোলা ছবিতে তিনি বোল্ড বিউটি। জাহ্নবী কাপুর ভীষণ ঘুরতে পছন্দ করেন। আর সেই সুবাদেই একাধিক ট্রিপে তাঁদের দেখা যায় বছরভোর। 

কেদারনাথ দর্শণের কয়েকমাস আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন মলদ্বীপ। সেখান থেকেই একাধিক বিকিনি লুকে ছবি শেয়ার করেছিলেন জাহ্নবী। হটনেসের ঝড়ে কাবু করেছিলেন ভক্তমহলকে। খুশির সঙ্গেই এখন কাটছে সময় ফিরে এসেই পাইপলাইনে থাকা একাধিক ছবির কাজে হাত দেবেন তিনি। 

]]>
Shahrukh Khan: মাত্র ৫০ টাকা রোজগেরে আজকে মন্নতের কিং https://ekolkata24.com/entertainment/shahrukh-khans-first-income-was-just-rs-50 Tue, 02 Nov 2021 05:04:49 +0000 https://www.ekolkata24.com/?p=10013 Special Correspondent, Kolkata: পরিবারের আর্থিক পরিস্থিতি তেমন ভালো ছিল না। বাবার রেস্তোরাঁর ব্যবসা থাকলেও তা খুব একটা ভালো চলত না। এমন এক পরিবারেই জন্ম বলিউড বাদশা শাহরুখ খানের। যিনি আজ কোটি কোটি টাকার মালিক, তাঁর প্রথম উপার্জন শুনলে চমকে যাবেন।

শাহরুখের প্রথম উপার্জন মাত্র ৫০ টাকা। দিল্লিতে প্রখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের একটি কনসার্টে গাইড হিসেবে কাজ করে জীবনের প্রথম উপার্জন করেছিলেন শাহরুখ। আজ কোটি কোটি টাকার মালিক হলেও তার জীবনের প্রথম আয় ছিল মাত্র ৫০ টাকা। ওই ৫০ টাকা দিয়ে তিনি ট্রেনের টিকিট কেটে আগ্রায় গিয়েছিলেন তাজমহল দেখতে।

অভিনয় জগতে পা রাখার আগে ওল্ড দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় অল্প কিছুদিনের জন্য বাবার সঙ্গে রেস্তোরাঁর ব্যবসা খুলেছিলেন শাহরুখ খান। ব্যাবসা চলেনি। সে সব নিয়ে না ভেবে এগিয়ে যান অভিনয়ে নিজের পা জমাতে। তাঁর অভিনেতা হওয়ার স্বপ্নপূরণ করতে মুম্বই এসেছিলেন শাহরুখ। কিন্তু শুরুর দিকে সেখানে থাকার কোনো জায়গা ছিল না তার। ওই সময় বলিউডের অভিনেতা বিবেক ভাসানীর সঙ্গে থাকতেন তিনি। বিবেকই তখন ছবির নির্মাতা এবং প্রযোজকদের সঙ্গে শাহরুখের সাক্ষাতের ব্যবস্থা করে দিতেন।

shahrukh khan birthday

১৯৮০ এর শেষের দিকে দূরদর্শনে ফৌজি, সার্কাস ও দিল দরিয়া সিরিয়াল গুলো দিয়েই অভিনেতার সফরটা শুরু। ফৌজীতে অভিনয়ের মাধ্যমে তিনি হেমা মালিনীর চোখে পড়েন এবং শাহরুখ খানকে তাঁর অভিষেক ছবি “দিল আশনা হ্যায়” ছবিতে অভিনয়ের সুযোগ দেন। এই ছবিতে তার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। কিন্তু তার আগেই রাজ কান্বরের “দিওয়ানা” ছবিটি (১৯৯২) রিলিজ করে যায় ও তিনি চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। সেই ছবিতেও তার বিপরীতে দিব্যা ভারতী।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘কাভি হা কাভি না’ ছবিতে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে মাত্র ২৫ হাজার টাকা পেয়েছিলেন। কুন্দন শাহ পরিচালিত চলচ্চিত্রটি মুক্তির ১ম দিনে মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহের কাউন্টারে বসে টিকিট পর্য‍্যন্তও বেচেন তিনি।

<

p style=”text-align: justify;”>যশ চোপড়ার ছবিতে সুযোগ ১৯৯১ সালে যশ চোপড়া পরিচালিত ‘লমহে’ ছবি দেখতে বিবেকের সঙ্গে একটি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন শাহরুখ। চলচ্চিত্র চলার মাঝ পর্যায়ে যশ চোপড়ার সেক্রেটারি এসে শাহরুখকে জানালেন, পরবর্তী চলচ্চিত্রে তাকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন যশ চোপড়া। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র দেখা বাদ দিয়ে শাহরুখ ছুটে যান যশ চোপড়ার অফিসে। তার সঙ্গে দেখা করেন এবং ‘ডর’ চলচ্চিত্রে নিজের অন্তর্ভুক্তি নিশ্চিত করেন। এরপর যা হয়েছে তা শুধুই এন্টারটেইনমেন্ট,এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট…….

]]>
Shah Rukh Khan: আরিয়ানের সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ https://ekolkata24.com/entertainment/shah-rukh-went-to-jail-and-met-aryan Thu, 21 Oct 2021 09:13:55 +0000 https://www.ekolkata24.com/?p=8546 নিউজ ডেস্ক: পরপর পাঁচবার শাহরুখপুত্র (Shah Rukh Khan) আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। বুধবারও জামিন পাননি আরিয়ান। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালেই শাহরুখ মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন।

জানা গিয়েছে, শাহরুখ আরিয়ানের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বাবা ও ছেলের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। অন্যদিকে শাহরুখ আরিয়ানের সঙ্গে দেখা করে ফেরার কিছুক্ষণ পরেই বৃহস্পতিবার দুপুরে এনসিবির তদন্তকারীরা শাহরুখের বাড়িতে গিয়ে হাজির হন। এনসিবি প্রতিনিধি দলের মন্মতে পৌঁছে যাওয়া শাহরুখকে আরও বেকায়দায় ফেলেছে। অনেকেই মনে করছেন, মাদক মামলায় এনসিবি এবার শাহরুখ বা তাঁর পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে।

যদিও কী কারণে এনসিবির তদন্তকারীরা মন্নতে গিয়েছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। শাহরুখ বা বাড়ির কোনও সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা বা কোনও তল্লাশি অভিযান চালিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, এনসিবির তদন্তকারীরা শাহরুখের বাড়ি থেকে কিছু নথিপত্র আনার জন্য গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় আরিয়ান যে সমস্ত মন্তব্য করেছে তার ভিত্তিতেই কিছু নথিপত্র শাহরুখের বাড়ি থেকে আনার জন্যই এনসিবি তদন্তকারীরা গিয়েছিলেন। তবে এনসিবির তদন্তকারীরা জানিয়েছেন, আরিয়ান যে এই প্রথম মাদক নিয়েছেন তা নয়। আরিয়ান দীর্ঘদিন ধরেই মাদক নিতেন। সে কারণেই মাদকচক্রের বহু লোকের নাম একে একে আরিয়ানের কাছ থেকে জানা যাচ্ছে।

এনসিবির একটি প্রতিনিধি দল যখন মন্নতে গিয়েছেন ঠিক একই সময়ে আরও একটি প্রতিনিধিদল গিয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের অভিনেত্রী মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে। এনসিবি গোয়েন্দাদের দাবি, আরিয়ানের কাছ থেকেই তারা অনন্যার নাম জানতে পেরেছে। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটেও অনন্যার নাম পাওয়া গিয়েছে।

সে কারণেই এনসিবির গোয়েন্দারা এদিন মন্নত ছাড়াও অনন্যার বাড়িতে যান। এনসিবি অনন্যাকেও ডেকে পাঠিয়েছে বলে খবর। মাদকচক্রের সঙ্গে অনন্যার কোন যোগাযোগ আছে কিনা অনন্যা মাদকচক্রের কাউকে চেনেন কিনা তা জানতে এই অভিনেত্রীকেও এনসিবি ডেকে পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে। আরিয়ান কাণ্ডে যেভাবে একের পর এক বলিউড তারকা নাম ক্রমশই এনসিবির তদন্তকারীরা জানতে পারছেন তাতে এই মামলার জল কোথায় গড়ায় তা নিয়ে একটা কৌতুহল তৈরি হয়েছে।

বুধবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান ও তাঁর পরিবার। তবে বম্বে হাইকোর্ট গিয়েও বিশেষ কোনও সুরাহা হয়নি। কারণ হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে, আজ তারা কোনওভাবেই আরিয়ানের জামিনের আর্জি শুনবে না। আরিয়ানের জামিনের আবেদনের পরবর্তী শুনানি হবে ২৬ অক্টোবর। অর্থাৎ ওই দিন জামিন মিললেও আরিয়ানকে আপাতত আরও ছয়দিন জেল হেফাজতেই থাকতে হবে। তবে ২৬ অক্টোবর যদি হাইকোর্ট আরিয়ানকে জামিন না দেয় তাহলে তাকে আরো বেশ কিছুদিন জেলের মধ্যেই কাটাতে হবে। সেক্ষেত্রে দীপাবলির আগে বাড়ি ফেরা হবে না শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের।

]]>
Sunny Leone: স্বামীর জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন সানি লিওন https://ekolkata24.com/entertainment/sunny-leone-became-emotional-on-her-husband-daniel-birthday Wed, 20 Oct 2021 20:05:25 +0000 https://www.ekolkata24.com/?p=8527 বায়োস্কোপ ডেস্ক: স্বামী ড্যানিয়েল ওয়েবারের জন্মদিনে, সানি লিওন (Sunny Leone) তাকে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিকভাবে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অভিনেত্রী তাদের বাচ্চাদের এবং বন্ধুদের সাথে ড্যানিয়েল ওয়েবারের জন্মদিনের আড্ডার ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। একটি সাদা টপ এবং নীল স্তরযুক্ত স্কার্টে চমৎকার দেখাচ্ছে সানি লিওনকে। ড্যানিয়েল ওয়েবার তার জন্মদিনের পার্টির জন্য একটি কালো পোশাক পরেছিলেন।

স্বামীর জন্মদিনের খুশির মুহুর্ত অনুরাগীদের সাথে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নায়িকা। ছবির অ্যালবামে, সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের সন্তান, মেয়ে নিশা এবং ছেলে নোয়া এবং আশের কে দেখা যাচ্ছে। আবেগঘন একটি ক্যাপশন ও পোস্ট করেছেন তিনি ওই ছবির অ্যালবামের সাথে। তিনি লিখেছেন, “আমার জীবনের সবচয়ে গুরুত্বপূর্ণ পুরুষকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

ড্যানিয়েলকে আমার ভালোবাসার মানুষ। একটি দিন, সপ্তাহ, মাস বা বছরে এমন অনেক কিছু ঘটে যা আমাদের মানসিকভাবে ঠিক থাকতে দেয়না। কিন্তু এই সবকিছুর মাঝে তোমার জন্য আমার ভালোবাসার কোনো পরিবর্তন হবেনা। একথা কখনোই মিথ্যে হয়ে যাবেনা যে আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি। তুমি আমাদের সবার খুব খেয়াল রাখো। তুমি একজন আশ্চর্য মানুষ, বাবা, বস এবং প্রেমিক! শুভ জন্মদিন ভালোবাসা!”

সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের প্রেমের গল্পটি রূপকথার মতোই সুন্দর। একটি স্বপ্নময় প্রস্তাবের পর, অভিনেত্রী ২০১১ সালে এপ্রিল মাসে ড্যানিয়েলকে বিয়ে করেন। তারা ২০১৭ সালে তাদের প্রথম কন্যা সন্তান নিশাকে দত্তক নেন এবং পরবর্তীতে ২০১৮ সালে, নোয়া এবং আশের নামে দুই পুত্রকে স্বাগত জানান, যারা সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন।

]]>
শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি https://ekolkata24.com/entertainment/raj-kundra-and-shilpa-shetty-filed-defamation-against-sherlyn-chopra Tue, 19 Oct 2021 18:48:18 +0000 https://www.ekolkata24.com/?p=8375 বায়োস্কোপ ডেস্ক: দিন কয়েক আগেই শার্লিন চোপড়া লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী ব্যাক্তিত্ব রাজ কুন্দ্রা ও তার অভিনেত্রী স্ত্রী শিল্পা শেঠির বিরুদ্ধে। তিনি অভিযোগ জানিয়েছিলেন যে তার সাথে প্রতারণা করেছেন রাজ কুন্দ্রা। শার্লিন চোপরার উপর মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এরপরেই এই দিন শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন তারকা দম্পতির আইনজীবী।

সূত্র মতে, শার্লিন চোপড়া তারকা দম্পতিদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা মিথ্যে, ভিত্তিহীন ও তুচ্ছ বলে দাবি করেছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। তারা এও দাবি করেছেন যে শার্লিন চোপড়ার দায়ের করা অভিযোগের কোনো উপযুক্ত তথ্য প্রমাণ নেই। সমাজে তারকা দম্পতির সুনাম ও খ্যাতি নষ্ট করার জন্য ইচ্ছাকৃত ভাবে এই কাজ করেছেন শার্লিন চোপড়া বলে জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। লিখিত অভিযোগ জানিয়ে তারকা দম্পতির আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়েছে যে এই সব কিছুরই শার্লিন চোপড়ার মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি। নোটিশে এও বলা হয়েছে যে, রাজ কুন্দ্রার পর্ণগ্রাফি ছবি তৈরির সাথে কোনভাবেই যুক্ত নন শিল্পা শেট্টি।

গত ১৪ অক্টোবর রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌণ হেনস্থা, জালিয়াতি ও অপরাধমূলকভাবে ভয় দেখানোর লিখিত অভিযোগ থানায় দায়ের করিয়েছিলেন শার্লিন চোপড়া। তিনি দাবি করেছেন, বছর দুই আগে তার বাড়িতে গিয়ে রাজ কুন্দ্রা তাকে যৌণ হেনস্থা করেছেন। এরপর জোর করে তাকে দিয়ে অশালীন ফটো শুট করানোরও অভিযোগ করেন তিনি রাজ কুন্দ্রার বিরুদ্ধে। প্রসঙ্গত, বেআইনিভাবে পর্নোগ্রাফিক ভিডিও নির্মাণ ও বিতরণ করার অভিযোগে এ বছরের জুলাই মাসে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সেপ্টেম্বর মাসের ২০ তারিখে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় তাকে।

]]>
মা-হেমা মালিনীকে অন্য পুরুষের সঙ্গে অভিনয় করতে দেখাটা মেনে নিতে পারিনি: ঈশা https://ekolkata24.com/entertainment/i-couldnt-accept-seeing-my-mother-act-with-another-man-esha-deol Sun, 17 Oct 2021 21:04:12 +0000 https://www.ekolkata24.com/?p=8053 বায়োস্কোপ ডেস্ক: পাঁচ দশক কেটে গেছে, তবু ড্রিম গার্লের মুগ্ধতা ভুলতে পারেনি গোটা দেশ। একটা সময় ছিল যখন হেমা মালিনী একটার পর একটা সুপার হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। শোলে, ড্রিমগার্ল, সত্তে পে সাত্তা, নসিব, কিনারার মতো ছবিতে তিনি মুগ্ধ করেছেন সিনেমা প্রেমীদের। 

কেবল সিনেমায় জগতেই নয়, রাজনীতিতেও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড অভিনত্রী। মেয়ে ইশা দেওলের কাছে তিনি ছিলেন কেবলই একজন ছাপোষা সংসারি নারী, যিনি কেবলই একজন মা। ইশা মন্তব্য করছেন যে মাকে অন্য অভিনেতাদের সাথে অভিনয় করতে দেখা তার কাছে মোটেই সহজ কাজ ছিল না।

এক সাক্ষাৎকারে ইশা দেওল তার মায়ের সাথে তার সম্পর্কের কথা ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে তিনি হেমা মালিনীকে একজন ছাপোষা পরিবারের গৃহবধূ, তার নাতি নাতনি – রধ্যা, মিরায়া, দৈরন ও অ্যাদিয়া আর অস্ত্রিয়ার ঠাকুমা বা দুই মেয়ের মা ছাড়া আর কোনো চরিত্রে ভাবতে পারিনা। তিনি এত বছর ধরে ভীষণ ভালোভাবে তার দায়িত্বগুলো পালন করেছেন আর আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন।

তিনি বলেছেন, “আমার ছোটবেলার দিনগুলো মনে পড়ে যখন মা শুটিংয়ের জন্য তৈরি হতেন। সকাল সকাল হেয়ার ড্রেসার থেকে মেকাপ-ম্যান পর্যন্ত মায়ের পিছন পিছন ঘুরে বেড়াতো শুটিংয়ের ব্যস্ততায়, আর আমি মায়ের রঙিন লিপস্টিকগুলোয় ডুবে থাকতাম, তারপর শেষমেষ ওগুলো ভেঙে ফেলতাম।” তিনি জানিয়েছেন, তারকা অভিনেত্রীর ব্যস্ত জীবন সমলেও মা হওয়ার সমস্ত দায়িত্ব পালন করতেন হেমা মালিনী। তিনি জানিয়েছেন যে ছোটবেলায় বেশ কিছু ছবির শুটিংয়ে হেমা মালিনির সাথে প্রায়শই সেটে যেতেন ইশা।

তিনি আরো দাবি করেছেন যে, তার মায়ের অভিনয় করা তার প্রিয় ছবি ‘সিতা আউর গীতা’। সেই প্রসঙ্গেই হেমা মালিনীর বড়ো মেয়ে বলেছেন যে, ছেলেবেলায় একজন নিতান্ত শিশু হিসেবে মাকে অন্য সহ অভিনেতাদের সাথে অভিনয় করতে দেখা তার জন্য বেশ কঠিন কাজ ছিল। এমনকি বাবা ধর্মেন্দ্রর সাথে অভিনয় করতে দেখেও তিনি বেশ বিচলিত হতেন। প্রসঙ্গত, ধর্মেন্দ্রর সাথে হেমা মালিনী মোট ২৮ টি ছবিতে একসাথে কাজ করেছেন।

]]>
করোনা আক্রান্ত পূজা বেদি, অবস্থা গুরুতর https://ekolkata24.com/entertainment/puja-bedi-tested-covid-positive Sun, 17 Oct 2021 17:47:28 +0000 https://www.ekolkata24.com/?p=8048 বায়োস্কাপ ডেস্ক: বলিউড অভিনেত্রী পূজা বেদি কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে সেই খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই। স্বেচ্ছায় ভ্যাকসিন না নেওয়ার কারণেই তার এই পরিস্থিতি হয়েছে বলে জানা গিয়েছে। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই সূত্র মাধ্যমে খবর। ভিডিও বার্তার মাধ্যমে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আবেদন জানিয়েছেন পুজা বেদি।

ভিডিওতে পূজা প্রকাশ করেছেন যে প্রাথমিকভাবে, তিনি ভেবেছিলেন যে তার অ্যালার্জি আছে যার কারণে কাশি হয়েছে। প্রথমেই এ বিষয়ে তিনি গুরুত্ব না দিলেও জানান যে পরবর্তীকালে তার অবস্থার অবনতি হতে থাকে। বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন বলিউড অভিনেত্রী। বহুদিন ধরে ওষুধপত্র খেয়েও জ্বর না কমলে পুজা বেদি ঠিক করেন যে তিনি কভিড টেস্ট করাবেন। এর পরেই তার আর্টিফিশিয়াল টেস্টে ধরা পড়ে যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অভিনেত্রী আরও বলেছিলেন যে তার বাগদত্তা এবং বাড়ির পরিচারিকাও ভাইরাসে আক্রান্ত। তিনি সুস্থ ও নিরাপদ থাকার জন্য একটি বার্তা পাঠিয়ে শেষ করেছেন। তিনি জানিয়েছেন যে গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছিলেন, তারা যেন সাবধানে থাকেন। অযথা চিন্তা ও আশঙ্কা করে যাতে কেউ ভয় না পান, সেই নিয়ে সতর্ক বার্তাও জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা করে তিনি বলেছেন, “কভিড পজিটিভ! শেষমেষ আমার কোভিড ধরা পড়েছে। স্বেচ্ছায় টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বেশ কিছুদিন আগে। আমার নিজের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা ও সুস্থতার ওপর জোর দিয়েই খানিকটা করোনার ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা আপনাদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতেই পারেন। ব্যক্তিগত সিদ্ধান্তেই কারোর কিছু বলার থাকতে পারে না। তবে, সাবধানে থাকুন, অযথা ভয় পাবেন না।” প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় গোটা দেশ জুড়ে ১৪ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত দেশে ৯৭.৬ কোটি মানুষের কভিড টিকাকরণ সুম্পূর্ণ হয়েছে।

]]>
Vicky Kaushal: ক্যাটরিনার সঙ্গে এনগেজমেন্ট সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস ভিকির https://ekolkata24.com/entertainment/vicky-kaushal-on-rumours-about-roka-with-katrina-kaif-i-will-get-engaged-soon-enough Sun, 17 Oct 2021 16:49:08 +0000 https://www.ekolkata24.com/?p=8039 বায়োস্কোপ ডেস্ক: দীর্ঘদিন ধরে বি টাউনে গুজব শোনা যাচ্ছিল চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল (Vicky Kaushal)। চুপি চুপি নাকি এনগেজমেন্ট ও সেরে নিয়েছেন তারা এমনটাও শোনা গিয়েছিল মাঝে। জোর গুঞ্জন ছিল যে সামনের বছরেই হয়ত সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাট আর ভিকি। তবে সেই সব গুজব নিমেষেই উড়িয়ে দিলেন অভিনেতা। জানালেন তার বহুচর্চিত প্রেমিকা ক্যাটরিনা কাইফের সাথে মোটেই এনগেজমেন্ট হয়নি তার। বিয়ের সম্ভবনাও নিছকই গুজব বলে দাবি করেছেন উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক খ্যাত অভিনেতা।

সম্প্রতি ভিকি কৌশলের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে তার এনগেজমেন্ট হয়ে যাওয়ার খবর শোনা যায় বি টাউনে। এতে ভিকির বহু মহিলা অনুরাগীদের মন ভেঙে গিয়েছিল। তবে সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন এখনই বিয়ের কথা ভাবছেন না দুই তারকা। তিনি বলেছেন, “খুব তাড়াতাড়িই এনগেজমেন্ট সারতে চাই আমরা। তবে এখনই এসবের সময় আসেনি।” বিয়ে বা এনগেজমেন্ট অনেক গুরুতর সিদ্ধান্ত, তাই প্রেমিকাকে আরো খানিকটা সময় দিতে চান বলে জানিয়েছেন তারকা অভিনেতা। রসিকতা করে সাংবাদিককে তিনি এও বলেছেন,”আপনাদের বন্ধুরাই তো বিয়ের গুজব রটিয়েছে।” সম্প্রতি অভিনেতার দাদা সানি কৌশলের এনগেজমেন্ট হয়েছে। সেই প্রসঙ্গে রসিকতা করতেও দেখা যায় অভিনেতাকে।

প্রসঙ্গত সম্প্রতি অ্যামাজন প্রাইম এ মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন ছবি উধাম সিংহ। ছবিটি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী উধম সিং এর জীবনী নিয়ে তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার ভিকি কৌশল কে ছবির প্রিমিয়ারে বান্ধবী ক্যাটরিনা কাইফের সাথে দেখা যায়। ছবিতে ভিকি কৌশলের কর্মক্ষমতার প্রশংসায় মুখর হয়েছেন কাটরিনা কাইফ এবং এই নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট ও করেছেন অভিনেত্রী। এর আগেও বলিউডের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় দুই তারকাকে। সম্পর্কের খবর নিয়ে সরাসরি কিছু না বললেও সূত্রের খবর চুটিয়ে প্রেম করছেন তারা।

]]>
Jacqueline Fernandez: ইডির দ্বিতীয় সমনও এড়িয়ে গেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ https://ekolkata24.com/entertainment/bollywood-actress-jacqueline-fernandez-also-avoided-ed-second-summons Fri, 15 Oct 2021 10:38:41 +0000 https://www.ekolkata24.com/?p=7707 নিউজ ডেস্ক, মুম্বই: এই নিয়ে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সমন এড়িয়ে গেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার একটি আর্থিক তছরুপের মামলায় জড়িত সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি। এই বলিউড অভিনেত্রীও সুকেশের প্রতারণার শিকার বলে জানা গিয়েছে।

শুক্রবার ইডির দফতরে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল জ্যাকলিনকে। কিন্তু অভিনেত্রী এদিন সেই সমন এড়িয়ে গিয়েছেন। তাই আগামীকাল অর্থাৎ শনিবার তাঁকে হাজির হওয়ার কথা জানিয়েছে ইডি।

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার এই মামলায় অগাস্ট মাসে এক দফা জ্যাকলিনকে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল। এরপর ফের অভিনেত্রীকে ২৫ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। কিন্তু ওই দিন অভিনেত্রী ইডির মুখোমুখি হননি। এরপর তাঁকে ১৫ অক্টোবর ডেকে পাঠিয়ে ছিল ইডি। কিন্তু তিনি দ্বিতীয়বারও সমন এড়িয়ে গেলেন। এজন্য অভিনেত্রীকে শনিবার ডেকে পাঠিয়েছে ইডি।

জ্যাকলিন ছাড়াও বলিউডের আর এক অভিনেত্রী নোরা ফাতেহিকেও একদফা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইডির অফিসে হাজির হয়েছিলেন নোরা। বৃহস্পতিবার ইডির তদন্তকারীরা নোরাকে দীর্ঘ সময় ধরে জেরা করেন। নোরার সমস্ত বক্তব্য রেকর্ড করা হয়েছে।

নোরা এবং জ্যাকলিন এই দুই অভিনেত্রীই চন্দ্রশেখরের প্রতারণার শিকার হয়েছেন। উল্লেখ্য, প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। ওই এফআইআরের ভিত্তিতেই আর্থিক প্রতারণার এই মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় ইডি। সুকেশের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, প্রতারণা, মুক্তিপণ আদায়, তেলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক অভিযোগ রয়েছে।

সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিন ছাড়াও যোগ রয়েছে নোরার। অভিযোগ, সুকেশ জ্যাকলিন এবং নোরাকেও আর্থিক প্রতারণার এই মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল এই কারণে অভিনেত্রীকে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত সুকেশ সম্পর্কেই তাঁকে নানা প্রশ্ন করা হয়েছিল। জ্যাকলিন ও নোরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানার চেষ্টা করছে যে, তাঁদের সঙ্গে সুকেশের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখর নামে ওই ব্যক্তি জেলে বসেও এক ব্যবসায়ী স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে ছিল। আর্থিক প্রতারণার এই মামলায় সুকেশের স্ত্রীর লীনা মারিয়া পলের নামও জড়িয়েছে। আর্থিক প্রতারণার মামলায় এখনও পর্যন্ত সুকেশ এবং তার স্ত্রী ছাড়াও আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এই মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এবং তার স্ত্রী লিনা পল আপাতত দিল্লির রোহিনী জেলে বন্দি আছে। দিল্লি পুলিশ অভিযোগ করেছিল, জেল থেকেই সুকেশ তোলাবাজি চালিয়ে গিয়েছে। তার শিকার হয়েছে বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে একাধিক ব্যবসায়ী। সুকেশকে এই কাজে সব ধরনের সাহায্য করেছে তার স্ত্রী লীনা। অগাস্ট মাসে সুকেশের চেন্নাইয়ের বাংলোয় তল্লাশি চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে এই তদন্তকারী সংস্থা ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে।

]]>
Aryan Khan: জামিন আবেদন খারিজ শাহরুখ-পুত্র আরিয়ানের https://ekolkata24.com/entertainment/aryan-khan-aryans-bail-got-rejected-at-court Thu, 07 Oct 2021 18:29:02 +0000 https://www.ekolkata24.com/?p=6872 বায়োস্কোপ ডেস্ক: মুম্বই ক্লোজ মামলার শুনানিতে বৃহস্পতিবার ফের আদালতে পেশ করা হয়েছিল আরিয়ান খানকে (Aryan Khan)। আরিয়ানের আইনজীবীর তরফ থেকে এই দিন জামিনের আবেদন পেশ করা হলে আদালতের পক্ষ থেকে তা খারিজ হয়ে যায়। ইতিমধ্যেই মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে এনসিবি কর্তৃপক্ষ।

সূত্র মাধ্যমে খবর, আরিয়ানের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে এনসিবি কর্তৃপক্ষ তদন্তে নতুন মোড় এনে দিয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অচিত কুমারকে পাকড়াও করা হয়েছে আরিয়ানের থেকে পাওয়া জরুরি তথ্যের ওপর ভিত্তি করেই। তাই, এনসিবি কর্তৃপক্ষের কাছ থেকে আদালতে আরিয়ানের হেফাজতের জন্য আরো কিছুটা সময় দাবি করা হয়। সে কারণেই আগামী ১৯ তারিখ পর্যন্ত আরিয়ানের জেল হেফাজতের মেয়াদ বাড়ালো আদালত। আদালতের রায় ঘোষণা পড়ে অন্তর্বর্তী জামিন এ দাবি করা হয় আরিয়ানের আইনজীবীর পক্ষ থেকে। আগামী শুক্রবার সেই আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।

মুম্বাইয়ের সেই ক্রুজ পার্টির আয়োজকদের ও গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। সূত্র মাধ্যমে জানা গিয়েছে মোট ১৩০০ জন ওই পার্টিতে উপস্থিত ছিলেন। ওই পার্টিতে একমাত্র আমন্ত্রিত ছিলেন আরিয়ান খান। তবে তল্লাশি করার পরেও আরিয়ানের থেকেই কোন রকমের মাদকদ্রব্য পাওয়া যায়নি বলেই সূত্র মাধ্যমে খবর। আরবাজ মার্চেন্টের সাথে বিশেষ বন্ধুত্বের জেরেই ওই পার্টিতে উপস্থিত ছিলেন আরিয়ান। সেই সূত্র ধরেই এই মামলায় নাম জড়িয়েছে অচিত কুমারের।

এদিন অজিতকেও এনসিবির আবেদনে আগামী চার দিনের জন্য জেল হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার মধ্যরাতে আরবাজ মার্চেনট ও আরিয়ান খানের বাড়ির কাছ থেকেই দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করে এনসিবি। সেই মাদক পাচারকারীদের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদক পাচারকারীদের গ্রেপ্তারের পরই তদন্তে নতুন গতি আসে। এর পরেই আরিয়ান খানের জামিনের আশঙ্কা ক্ষীণ হয়ে যায় বলে সূত্রের দাবি।

]]>
বিয়ে ভাঙল নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যের https://ekolkata24.com/entertainment/samantha-akkineni-and-naga-chaitanya-announce-their-breakup Sat, 02 Oct 2021 18:22:58 +0000 https://www.ekolkata24.com/?p=6369 বায়োস্কোপ ডেস্ক: ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী সামান্থা আক্কিনেনি ও নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য অবশেষে প্রকাশ্যে আনলেন তাদের বিবাহ বিচ্ছেদের খবর। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজেদের বিচ্ছেদের কথা জানান তারা।

অনুরাগী ও সংবাদ মাধ্যমের থেকে প্রয়োজনীয় সহযোগিতার দাবি করেছেন তারা। জানিয়েছেন বিচ্ছেদের পরেও বন্ধু হয়েই থাকতে চান। বিচ্ছেদের জল্পনা চলছিল বেশ কিছু সপ্তাহ জুড়েই। দুজনে এপ্রসঙ্গে দীর্ঘদিন মুখে কুলুপ এঁটে থাকলেও অবশেষে মুখ খুললেন। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সরাসরি জানিয়ে দিলেন বিচ্ছেদের কথা।

দক্ষিণী এই দুই তারকার মধ্যে দাম্পত্য কলহের খবর পাওয়া যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। তারা এপ্রসঙ্গে একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত বিচ্ছেদের আশঙ্কাই সত্যি হলো। তবে বিচ্ছেদের পরেও তাদের সম্পর্কে তিক্ততার কোন লেশমাত্র নেই বলেই জানিয়েছেন দুই তারকা। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তারা দাবি করেছেন, “আমরা নিজেদের মতো করে জীবনের লক্ষ্যে হাঁটবো। এখন থেকে আমরা আর স্বামী স্ত্রী নই। আমাদের রাস্তা ভিন্ন।”

তারা আরো জানিয়েছেন যে গত এক দশকের ও বেশি সময় জুড়ে একে অপরকে বন্ধু হিসেবে পেয়ে তারা কৃতজ্ঞ। শুভাকাঙ্খী, বন্ধুবান্ধব, অনুরাগী ও সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করেছেন তারা যাতে তাদের জীবনের পথে এগিয়ে যাওয়া আরো সহজ হয়ে উঠে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের বিবাহ বিচ্ছেদের খবর চৈতন্যই প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন।

২০১৭ সালে সাতপাকে বাধা পড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য। ৭ বছরের দীর্ঘ রূপকথার মতো রঙিন প্রেম পর্বের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। হিন্দু ও খ্রিস্টান মতে দুটি ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন তারা। অনুরাগীরা তাদের ‘চে-সম’ বলেই আখ্যায়িত করতেন নেট দুনিয়ায়। এ বছরের মাঝামাঝি সময় থেকেই তাদের রূপকথার গল্পের মতো দাম্পত্য জীবনে ভাটা নেমে আসে বলে গুঞ্জন শোনা যায়। শনিবার নেট মাধ্যমে পোস্ট করে প্রায় চার বছরের দাম্পত্য জীবনের অবশেষে ইতি টানলেন দক্ষিণী তারকা দম্পতি।

]]>
Bollywood: প্রবাসী প্রেমিকের সঙ্গে বিয়ে সারছেন মৌনী রায় https://ekolkata24.com/entertainment/bollywood-mouni-roy-to-tie-the-knot-with-boyfriend-suraj-nambiar-in-january Fri, 01 Oct 2021 11:04:24 +0000 https://www.ekolkata24.com/?p=6220 বায়োস্কাপ ডেস্ক: গত বছর থেকেই বলিউড দুনিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে চুপি চুপি বিয়ে করছেন মৌনী রায় (Mouni Roy)। খবর এমনই ছিল যে করোনার কারণেই ক্রমাগত পিছিয়ে চলেছিল বিয়ের দিনক্ষণ। রোজ নতুন করে সামনে আসছিল মৌনি রায়ের প্রেম ও বিয়ে সম্পর্কে নানা রটনা।

তবে সেই সব গুঞ্জনে পাকাপাকিভাবে ইতি টানতে এবার মুখ খুললেন মৌনি রায়ের ভাই বিদ্যুৎ রায় সরকার। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের প্রবাসী প্রেমিকের সাথেই আগামী বছরের জানুয়ারিতে অবশেষে বিয়েটা সারতে চলেছেন মৌনী।

জানা গিয়েছে দুবাইয়ের কোটিপতি ব্যবসায়ী সুরজ (Suraj Nambiar) নামের সাথে দীর্ঘদিনের প্রেম মৌনী রায়ের। অবশেষে সেই প্রেম পরিণতি পেতে চলেছে বিয়ের আসরে। বিয়ের অনুষ্ঠান ইতালি ও দুবাইতে অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। যদিও এও জানা গিয়েছে যে নায়িকার ইচ্ছে তার কুচবিহারের ভিঁটেতেও বিয়ের আয়োজন করার। তার কুচবিহারে বাড়িতে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে বলেই বাঙালি অভিনেত্রীর এমন ইচ্ছে। মৌনীর হবু বর সুরজ বেঙ্গালুরুর একটি জৈন পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এ বছরের শুরুর দিকেই বন্ধু নেহা ধুপিয়ার বাড়িতে বিয়ের পাকা কথা সেরে ফেলেছিলেন মৌনী রায়।

মৌনীর বাবা কোচবিহার পৌরসভার একজন উচ্চপদস্থ কর্মচারী এবং মা একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। মৌনি রায় তার পড়াশোনা শেষ করেছিলেন দিল্লী ইউনিভার্সিটি থেকে। গ্ল্যামার জগতে তিনি পথচলার শুরু করেছিলেন স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’ (২০০৭) এর মাধ্যমে। এছাড়াও তিনি একাধিক হিন্দি সিরিয়ালে কাজ করেছেন।

কালার্স এর জনপ্রিয় সিরিয়াল নাগিন ২ এর মাধ্যমে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান। ২০১৮ সালে রিমা কাগতি পরিচালিত ‘গোল্ড’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। এছাড়াও বিভিন্ন গানের ভিডিওতে দেখা গিয়েছে মৌনীকে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন মৌনী। ভাই বিদ্যুৎ মুখ খুলল এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

]]>
সোশ্যাল মিডিয়ায় ‘আফগান জেলেবি’কে সরাসরি প্রেমের প্রস্তাব মীরের https://ekolkata24.com/entertainment/mir-made-a-direct-love-proposal-to-katrina-kaif-on-social-media Wed, 29 Sep 2021 15:40:34 +0000 https://www.ekolkata24.com/?p=6038 বায়োস্কোপ ডেস্ক: সঞ্চালক মীর আফসার আলি তার হাস্যরসবোধের কারণে প্রায়শই চর্চার কারণ হয়ে ওঠেন। তার কৌতুকের বিষয়বস্তু কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা খেলোয়াড়, তো কখনো তার সহকর্মী বা অভিনেতা। এভাবেই বৃষ্টির মরশুমে বলিউড তারকা কাটরিনা কাইফকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রেম নিবেদন করে বসলেন মীর। তার কৌতুকের প্রশংসায় উচ্ছাসিত ভক্তরা।

বুধবার বিশ্ব হৃদ-স্বাস্থ্য দিবস। হৃদপিন্ডের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক বছর পালন করা হয় এই দিনটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রত্যেক বছর বিশ্ববাসীকে স্বাস্থ্যসচেতন করে তোলার জন্য পালিত হয়ে আসছে এই দিনটি। আর এই স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়েই খানিকটা রসিকতা করে সোশ্যাল মিডিয়ায় ‘আফগান জেলেবি’ কাটরিনা কাইফের সাথে তার একটি পুরনো ছবি।

একটি পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ওই ছবি প্রকাশ করে মীর লিখেছেন, “বাড়িয়ে দাও তোমার ‘হার্ট’, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই।” এর পর তিনি আরো লিখেছেন, “আমি যদিও কেবল বলার চেষ্টা করেছি যে যা কিছু বুকের বাম দিকে ছিল, এখন তো সবই ডান দিকে।” উল্লেখ্য, ছবিতে মীরের ডানদিকে হাস্যমুখে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রী কাটরিনা কাইফকে।

মীরকে প্রায়শই এমন হাস্য রসাত্মক পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কোনো গুরুগম্ভীর বিষয়ও সাধারণত তিনি কৌতুককর ভাবে উপস্থাপন করে থাকেন। মীর দীর্ঘদিন যুক্ত রয়েছেন রেডিও এবং টেলিভিশনে এর বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনার কাজে। তিনি সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে একটি সংগীতানুষ্ঠানে সঞ্চালনার কাজে যুক্ত আছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ‘রেডিও মির্চি’-র একটি প্রভাতী অনুষ্ঠানের সঞ্চালনার সাথে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাবুল সুপ্রিয়ের দল বদল সম্পর্কে করা তার একটি পোস্ট। সোশ্যাল মিডিয়ায় তার কৌতুকবোধের কারণে বারবার সমলাচনার মুখেও পড়েছেন তিনি। যদিও সেসব সমলচনার বেশ হাস্যরসবোধের সাথেই জবাব দিতে দেখা যায় তাকে।

]]>
Bollywood: রণবীরের জন্মদিনে আবেগে ভাসলেন প্রেমিকা আলিয়া https://ekolkata24.com/entertainment/on-ranbir-kapoors-birthday-his-lover-alia-bhatt-was-overwhelmed-with-emotion Tue, 28 Sep 2021 19:34:18 +0000 https://www.ekolkata24.com/?p=5901 বায়োস্কোপ ডেস্ক: মঙ্গলবার ছিল ঋষিপুত্র রণবীরের (Ranbir Kapoor) জন্মদিন। সারাদিন জুড়ে সোশ্যাল মিডিয়ায় সেকারণেই রণবীরকে নিয়ে উচ্ছ্বাস ও শুভেচ্ছা বার্তার জোয়ার। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রণবীরের মা নীতু সিং, প্রেমিকা আলিয়া ভাট (Alia Bhatt), বোন ঋদ্ধিমা কাপুর সহানী থেকে শুরু করে সহকর্মী ও অন্যান্যরা। ভক্তদের শুভেচ্ছাবার্তার জোয়ারে ভেসেছে গোটা ইন্টারনেট। রণবীর কাপুর নিজেও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন কিছু আবেগপ্রবণ শুভেচ্ছাবার্তা। শোনা যাচ্ছে, এই সময় রণবীর কাপুর তার জন্মদিন পালন করেছেন রাজস্থানে। 

Ranbir Kapoor Alia Bhatt

রণবীরের জন্মদিনে তার মা নীতু সিংহ একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লিখেছেন, “শুভ জন্মদিন আমার হৃদয়, অনেক ভালবাসা এবং আশীর্বাদ।” বোন ঋদ্ধিমা কাপুর সহানী আবার ইনস্টাগ্রামে রণবীরকে সম্মোধন করেছেন ‘ আমার রকস্টার ভাই ‘ লিখে। প্রসঙ্গত, রণবীর অভিনীত রকস্টার মুক্তি পায় ২০১১ সালে। ছবিটি বক্সঅফিসে বিশেষ সারা ফেলতে না পারলেও সিনেমাপ্রেমীদের থেকে বেশ প্রশংসা পেয়েছিল।

Ranbir Kapoor Alia Bhatt

আলিয়া ভাট, যিনি রাজস্থানে রণবীরের সাথে ছুটি কাটাচ্ছেন, একটি সমুদ্রতটের ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ” শুভ জন্মদিন, প্রিয়”। সূর্যাস্তের ছবিতে আলিয়া এবং রণবীর সৈকতে ঘনিষ্ঠ হয়ে আছেন। আলিয়াকে সচরাচর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীরের সাথে ছবি শেয়ার করতে দেখা যায়না, যদিও দুজনের সম্পর্ক প্রায় চার বছর ধরে।

Ranbir Kapoor Alia Bhatt

জন্মদিনে রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড থেকে ক্রীড়াজগতের বিভিন্ন জন ব্যক্তিত্বরা। শুভেচ্ছা জানিয়েছেন সনি রাজদান, নৃত্য প্রশিক্ষক গণেশ আচার্য, বিখ্যাত বাণিজ্যিক চিত্রগ্রাহক ডাব্বু রতনানি, এমন কি ব্যটমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুও। বোন ঋদ্ধীমা সহানী সোশ্যাল মিডিয়ায় রণবীরের ছবি প্রকাশ করে সম্বোধন করে বলেছেন ‘আমার রকস্টার ভাই’। উল্লেখ্য, রণবীর কাপুরের ‘রকস্টার’ ছবি মুক্তি পেয়েছিল ২০১১ সালে যা বক্সঅফিসে বিশেষ সাফল্য না পেলেও সিনেমা প্রেমীদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।

রণবীর কাপুর তার চলচ্চিত্র জীবন শুরু করেন ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘ সাওয়ারিয়া ‘ ছবির মাধ্যমে। তার উল্লেখযোগ্য কয়েকটি ছবির মধ্যে রয়েছে রাজনীতি (২০১০), বরফি (২০১২), ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩)। তিনি রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের আত্মজীবীমূলক ছবি ‘ সঞ্জু ‘ তে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। তিনি হিন্দি সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন এবং ২০১২ সাল থেকে ফোর্বস ইন্ডিয়ার জনপ্রিয় ১০০ তারকাদের তালিকায় স্থান পেয়েছেন।

]]>
উন্মুক্ত বক্ষে দুধ-সাদা পোষাকে মুম্বইয়ের রাজপথে ‘আগুন’ ঝড়াল নোরা https://ekolkata24.com/entertainment/norafatehi-looks-sensuous-in-a-white-cut-out-dress-as-she-heads-out-in-mumbai Thu, 16 Sep 2021 20:26:32 +0000 https://www.ekolkata24.com/?p=4798 বায়োস্কোপ ডেস্ক: ডান্সার নোরা ফতেহি (Nora Fatehi) যে কোন পুরুষের কাছেই কার্যত ক্রাশ৷ যতদিন যাচ্ছে নোরার টি আর পি যেন তর তর করে বেড়েই চলেছে৷ একদিকে তার ডান্স যেমন আম জনতার মন জয় করেছে৷ অন্যদিকে, স্বপ্ল পোশাকের নোরা যেন পুরুষ মনে আগুন ঝড়াচ্ছে৷

Nora Fatehi

এবার তার আরও কিছু ছবি এবং একটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে৷ আর সেই ছবিগুলো থেকে রীতিমতো আগুন ছড়িয়ে পড়ছে৷ ছবিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের কোলাবার এলাকার রাজপথে নোরা৷ তার পরনে দুধ সাদা স্বল্প পোশাক৷ যে পোশাকের কাপড়ে নোরার শরীর কোনভাবেই ঢাকছে না৷ একই সঙ্গে রীতিমতো উন্মুক্ত বক্ষ৷ এই পোশাকে তিনি নানা পোজ দিয়ে একাধিক ছবি তুলেছেন৷ আর সেই দৃশ্য দেখে মুম্বইয়ের রাজপথ যেন থমকে পড়েছে৷ রাস্তার দুই ধারে মানুষের ঢল নেমে পড়ে হট নোরাকে দেখতে৷

Nora Fatehi

একই সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ তার এক সহকর্মীর সঙ্গে গান করছেন৷ পরনে সেই দুধ সাদা স্বল্প পোশাক৷ তাতেও তার উন্মুক্ত বক্ষ স্পষ্ট দেখা যাচ্ছে৷ এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে লাইক আর শেয়ারে বন্যা বইয়ে গিয়েছে৷ এই ভিডিওটি তোলা হয় মুম্বইয়ের তাজ হোটেলের সামনে৷

কেউ কেউ টুইটারে সেই ছবি পোস্ট করে লিখেছেন, কোলাবার রাস্তা গরম হয়ে উঠছে ৷ আর এরজন্য সম্পূর্ণ দায়ী নোরা ফাতেহি৷ আবার কেউ লিখেছেন, তিনি (নোরা) আজকের দিনটাতে আগুন ধরিয়ে দিয়েছেন৷ একজন ফ্যান লিখেছেন East or west #NoraFatehi is best৷ সব মিলিয়ে একদিকে যেমন তিনি ফ্যানের মনে আগুন ধরিয়েছেন৷ অন্যদিকে তাঁর এই দুধ সাদা পোশাকে ছবিও সোস্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছেন৷

]]>
ভোলেনাথের সঙ্গে পার্টি করতে যাবেন নাকি? তন্ময় দেওয়াচ্ছে ডিরেক্ট এন্ট্রি https://ekolkata24.com/entertainment/tanmoy-sadhak-to-take-your-for-a-party-with-bholenath Thu, 16 Sep 2021 17:43:00 +0000 https://www.ekolkata24.com/?p=4780 বায়োস্কোপ ডেস্ক: ঘরে একা বসে না থেকে তন্ময় সাধকের সঙ্গে চলুন ভোলেনাথের দরবারে। ভোলেনাথের সঙ্গে পার্টি করাতে নিয়ে যেতে চলেছে বাংলার এই মুহূর্তে সবথেকে চর্চিত ব়্যাপার তন্ময় সাধক। তন্ময়ের সঙ্গী হয়েছে অভিনেতা এবং মডেল সাগর ঝাঁ।

গানের প্রতিটি লাইনে সমাজকে তোয়াক্কা না করে নিজের চোখে নিজেকে ভালোবাসার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। আপাতদৃষ্টিতে একটু ঔদ্ধত্যপূর্ণ শোনালেও ভালো করে গানের লাইনগুলো শুনলে বোঝা যাবে অযথা সমালোচনা বা কটুক্তিকে পাত্তা না দেওয়ার বক্তব্য তুলে ধরেছে এই গানের লেখক সায়ন্তন এবং রোহান।

Tanmoy Sadhak

শুধুমাত্র গানের লাইন ও সুরেই বলিউডি ফ্লেভার রয়েছে এমন নয় তার সঙ্গে গানের ভিডিওতেও আছে একেবারে ভিন্ন স্বাদের এক্সপেরিমেন্ট। বোল্ট-অ্যাকশন ক্যামেরার শুট-এ গানের ভিডিও পেয়েছ এক নতুন মাত্রা। অবশ্য তা হবে নাই বা কেন বলুন এই গানের পরিচালনার দায়িত্বে ছিলেন রাজ চক্রবর্তীর দীর্ঘদিনের অ্যাসিস্ট্যান্ট, বিশ্বনাথ। বিশ্বনাথের ভাবনা ও পরিচালনায় পার্টি উইথ ভোলেনাথ গানটি কোথাও যেন মনে করাবে, হানি সিং-কে।

গোটা ভিডিও জুড়ে একটি নেশাতুর পরিবেশ রক্ষার চেষ্টা করেছে কলাকুশলীরা। এ যেন ভোলেনাথের প্রিমিসেস-এ ডিরেক্ট এন্ট্রি দেওয়াচ্ছে তন্ময়। আর তার রাস্তাটা তৈরি হয়েছে মিউজিক দিয়ে।

]]>
বিয়ে করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী https://ekolkata24.com/entertainment/popular-actress-roshni-bhattacharya-is-getting-married Mon, 13 Sep 2021 15:40:36 +0000 https://www.ekolkata24.com/?p=4551 বায়োস্কোপ ডেস্ক: দীর্ঘ দুই বছর প্রেমের পর ছাদনাতলায় বসতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। বাগদান অর্থাৎ এনগেজমেন্ট সারলেন যেখানে প্রথমদিন প্রেমিকের সঙ্গে দেখা হয়েছিল তার। স্হান হার্ড রক ক্যাফে।

Roshni Bhattacharya is getting married

সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকেই জানা গেল সে কথা। কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। সৈরিতী ব্যানার্জি, রূপাঞ্জনা মিত্র, ঐন্দ্রিলা শর্মা, রফিয়াত রশিদ মিথিলা, সন্দীপ্তা সেন, রোশনির সহ-অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্ত শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তাকে যাকে নিয়ে এত কথা তিনি কে জানেন।

Roshni Bhattacharya is getting married

তিনি অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। অর্থাৎ জি বাংলায় সম্প্রচারিত করুণাময়ী রাণী রাসমণি’-র ‘জগদম্বা’।বাঁ হাতের অনামিকায় নতুন আংটি পরে ছবি দিলেন তিনি। প্রেমিকের নাম তূর্জ সেন৷ তিনি ইন্ডাস্ট্রির মানুষ নয়। পারিবারিক ব্যবসার হাল ধরেছেন। আনুষ্ঠানিক ভাবে বিয়ের প্রস্তাব দিল সে। আঙুলে আংটি পড়ে নিজের দুই ছবির সঙ্গে অভিনেত্রী পোস্ট করলেন প্রেমিকের সঙ্গে তিনটে ছবি।

Roshni Bhattacharya is getting married

একই বন্ধুর গ্রুপ থেকে পরিচয় এই দুজনের। অবশ্য তখন তিনি অন্যত্র প্রেমে বাঁধা পড়েছিলেন। কিন্তু তারপর সেই সম্পর্কের ইতি ঘটে।সেই কঠিন মুহূর্তে তূর্জর সঙ্গে তার বন্ধুত্বটা আরও গভীর হয়। তার পর ধীরে ধীরে প্রেম। সিরিয়ালের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘অতি উত্তম’-এর নায়িকাও তিনি।

]]>