Bollywood News – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 30 Jun 2025 17:11:32 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bollywood News – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 इब्राहिम अली खान की बॉलीवुड डेब्यू: सैफ की पहली सार्वजनिक प्रतिक्रिया https://ekolkata24.com/entertainment/ibrahim-ali-khan-bollywood-journey-begins-saif-ali-khan-shares-heartfelt-response Mon, 30 Jun 2025 17:11:32 +0000 https://ekolkata24.com/?p=52106 इब्राहिम अली खान (Ibrahim Ali Khan) बॉलीवुड स्टार सैफ अली खान और अमृता सिंह के बेटे, ने इस साल नेटफ्लिक्स पर रिलीज हुई फिल्म ‘नादानियां’ के साथ बॉलीवुड में अपनी शुरुआत की है। इस रोमांटिक कॉमेडी में उनके साथ खushi कपूर ने अभिनय किया है, और फिल्म ने दर्शकों के बीच मिली-जुली प्रतिक्रियाएं हासिल की हैं। हालांकि, इस युवा स्टार के डेब्यू पर सबसे ज्यादा चर्चा उनके पिता सैफ अली खान की प्रतिक्रिया को लेकर हो रही है, जिन्होंने पहली बार सार्वजनिक रूप से अपने बेटे के अभिनय के बारे में बात की है। सैफ की यह प्रतिक्रिया प्रशंसकों और समीक्षकों के बीच खासी चर्चा का विषय बन गई है।

Read Bengali: ইব্রাহিম আলি খানের বলিউডে অভিষেকে সৈইফের প্রথম প্রতিক্রিয়া

**सैफ की भावनात्मक प्रतिक्रिया
सैफ अली खान, जो खुद एक स्थापित अभिनेता और बॉलीवुड में एक प्रमुख हस्ती हैं, ने अपने बेटे की पहली फिल्म को लेकर गर्व और उत्साह व्यक्त किया है। हाल ही में एक साक्षात्कार में उन्होंने कहा, “मुझे इब्राहिम की पहली फिल्म देखकर बहुत गर्व हुआ। यह उसका पहला प्रयास है, और मुझे लगता है कि उसने अपना सर्वश्रेष्ठ दिया।” सैफ ने यह भी बताया कि उन्होंने इब्राहिम को सलाह दी थी कि वह अपनी प्रतिभा पर भरोसा रखे और आलोचनाओं को सकारात्मक रूप से ले। उन्होंने कहा, “इब्राहिम में एक स्वाभाविक आकर्षण है, जो दर्शकों को अपनी ओर खींच सकता है। लेकिन उसे अभी बहुत कुछ सीखना है।”

‘नादानियां’ के रिलीज होने के बाद इब्राहिम और खushi कपूर के अभिनय को सोशल मीडिया पर काफी आलोचना का सामना करना पड़ा। कई लोगों ने इब्राहिम के अभिनय को अपरिपक्व बताया, लेकिन सैफ ने अपने बेटे का समर्थन किया। उन्होंने कहा, “पहली फिल्म में कोई भी परफेक्ट नहीं हो सकता। मैंने भी अपनी पहली फिल्म में अच्छा प्रदर्शन नहीं किया था। इब्राहिम में संभावनाएं हैं, और मुझे विश्वास है कि वह भविष्य में और बेहतर करेगा।” सैफ का यह बयान इब्राहिम के प्रति उनके अटूट समर्थन और प्यार को दर्शाता है।

**इब्राहिम का बॉलीवुड सफर
इब्राहिम अली खान का बॉलीवुड डेब्यू लंबे समय से प्रतीक्षित था। उनके पिता सैफ और बहन सारा अली खान की तरह, वह भी बॉलीवुड में अपनी जगह बनाना चाहते हैं। ‘नादानियां’ एक युवा पीढ़ी की प्रेम कहानी है, जिसे करण जौहर की धर्माटिक एंटरटेनमेंट ने प्रोड्यूस किया है। इस फिल्म में इब्राहिम का सहज अभिनय और उनके पिता के साथ उनकी आश्चर्यजनक समानता प्रशंसकों के बीच चर्चा का विषय बन गई है। कई लोगों ने उन्हें “सैफ अली खान की जवानी की कार्बन कॉपी” करार दिया है।

हालांकि, इब्राहिम का रास्ता आसान नहीं रहा। नेपोटिज्म के आरोपों के कारण उन्हें और उनकी सह-कलाकार खushi कपूर को भारी आलोचना का सामना करना पड़ा। एक साक्षात्कार में इब्राहिम ने कहा, “मुझे पता था कि नेपोटिज्म को लेकर बात होगी, लेकिन इतनी कठोर आलोचना की उम्मीद नहीं थी। मैं सीख रहा हूं और खुद को बेहतर करना चाहता हूं।” उनकी यह सकारात्मक सोच उनकी प्रोफेशनलिज्म को दर्शाती है।

**सैफ की सलाह और समर्थन
सैफ अली खान अपने बेटे को बॉलीवुड की चुनौतियों से निपटने में मदद कर रहे हैं। उन्होंने इब्राहिम को सलाह दी कि वे कड़ी मेहनत करें और आलोचनाओं को रचनात्मक रूप से लें। सैफ ने कहा, “बॉलीवुड में टिके रहने के लिए धैर्य और मेहनत की जरूरत है। इब्राहिम में वह क्षमता है।” इसके अलावा, सैफ ने अपने बेटे के फैशन सेंस और स्टाइल की भी तारीफ की है, जिसने उन्हें युवा पीढ़ी में लोकप्रिय बनाया है।

इब्राहिम का अगला प्रोजेक्ट ‘सरजमीन’ भी चर्चा में है। इस फिल्म में वे पृथ्वीराज सुकुमारन और काजल के साथ अभिनय कर रहे हैं, जहां वे एक अलग तरह के किरदार में नजर आएंगे। यह फिल्म उनके अभिनय कौशल की एक और परीक्षा होगी।

इब्राहिम अली खान का बॉलीवुड डेब्यू उनके पिता सैफ अली खान के लिए गर्व का पल है। सैफ का सार्वजनिक समर्थन और सलाह इब्राहिम के लिए एक मजबूत प्रेरणा है। भले ही ‘नादानियां’ ने उम्मीदों पर खरा नहीं उतरा, लेकिन इब्राहिम की प्रतिभा और उनके पिता का समर्थन उन्हें बॉलीवुड में एक उज्ज्वल भविष्य की ओर ले जाएगा। प्रशंसक अब उनके अगले कदम का इंतजार कर रहे हैं।

]]>
SSR: অভিনেতা সুশান্তের মৃত্যুর পরেও ‘হ্যাপি নিউ ইয়ার’ পোস্ট! রহস্যটা কি ? https://ekolkata24.com/entertainment/ssr-social-media-post-arise-mystry Mon, 03 Jan 2022 12:34:55 +0000 https://ekolkata24.com/?p=17804 মৃত্যুর প্রায় দেড় বছর পর সুশান্তের (SSR) ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা’।অনেকেই চমকে উঠেছিলেন সুশান্তের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই শুভেচ্ছাবার্তা পাওয়ার পরেই। যদিও এই রহস্যের সমাধান করেছেন যিনি পোস্ট করেছেন তিনি নিজেই। তবে, এই রহস্যের অন্তরালে ছিলেন সুশান্তের দিদি। শ্বেতা জানিয়েছিলেন, ভাইয়ের হয়ে ভাইয়ের ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাচ্ছেন তিনিই।

কমেন্ট বক্সে দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।কেউ লিখেছিলেন, “তাও তুমি ছিলে বলে সুশান্তের স্টেটাস আপডেটের নোটিফিকেশন এল”। পাল্টা আর একজনের অভিমানী বক্তব্য, “কী দরকার ছিল সবটা মনে করিয়ে দেওয়ার। কী দরকার ছিল লেখার সুশান্তের হয়ে শুভেচ্ছা জানাচ্ছ।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০-র ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের দেহ মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় । তিনি আত্মহত্যা করেছিলেন নাকি লুকিয়েছিল অন্য কোনও রহস্য তা নিয়ে এখনও চলছে তদন্ত। ভক্তরা অবশ্য তাঁকে ভোলেননি । ভোলেননি পর্দার ‘ধোনি’কে।

]]>
Kajal Agarwal: অভিনেত্রী কাজল ‘মা’ হচ্ছেন! https://ekolkata24.com/entertainment/actress-kajal-agarwal-is-going-to-be-a-mother Mon, 03 Jan 2022 09:16:24 +0000 https://ekolkata24.com/?p=17750 নতুন বছরের শুরুতেই অভিনেত্রী কাজল আগরওয়ালের (Kajal Agarwal) ঘরে খুশির হাওয়া। তাঁর স্বামী গৌতম কিচলু স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় । আপাতত অভিনেত্রী শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ।

বছরের শুরুতেই ইনস্টাগ্রামে গৌতম কিচলু শেয়ার করেন কাজল আগরওয়ালের ছবি। ক্যাপশনে একজন অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি দেন তিনি। আর ওই ইমোজি দেখেই দু’য়ে দু’য়ে চার করেছেন নেটিজেনরা। ২০২০ সালে অভিনেত্রী কাজল আগরওয়ালের সঙ্গে মুম্বইয়ে ব্যবসায়ী গৌতম কিচলুর চারহাত এক হয়।

কোভিডকালে বিয়ের আয়োজনে কিছুটা কাটছাঁট করা হয়। তাই তিনি বিয়ে সারেন কাছের মানুষজনদের নিয়েই। তবে ভার্চুয়ালি অনুরাগীদের সঙ্গে কাজল শেয়ার করেছিলেন বিয়ের প্রায় প্রত্যেক মুহূর্তই। মাসদুয়েক আগেই কাজল ও গৌতম বিবাহবার্ষিকী পালন করেন।

কমল হাসানের ছবি ‘ইন্ডিয়ান ২’ এবং নাগার্জুনের ‘দ্য গোস্ট’ ছবির মুখ্য চরিত্র থেকে সরে আসেন তিনি। তারপর থেকেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল কাজল আগরওয়ালের মা হওয়ার গুঞ্জন। আর সেই জল্পনায় সিলমোহর দিয়ে বিয়ের এক বছরের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রীর স্বামী গৌতম।

]]>
Vicky Kaushal: ফের ভিকির বিরুদ্ধে থানায় অভিযোগ, কিন্তু কেন ? https://ekolkata24.com/entertainment/vicky-kaushal-again-on-trouble-after-an-allegation Sun, 02 Jan 2022 16:28:49 +0000 https://ekolkata24.com/?p=17695  বিপত্তি যেন পিছু ছাড়ছে না ভিকি কৌশলের (Vicky  kaushal )। নতুন বছরের শুরুতেই বিপাকে পড়লেন ভিকি কৌশল। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ইনদওরের বাসিন্দা জয় সিংহ যাদব।

কিন্তু কেন হঠাৎ জয় সিংহ অভিযোগ করলেন ভিকির বিরুদ্ধে ? জানা গিয়েছে, তাঁকে না জানিয়ে ভিকির ছবিতে তাঁরই বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে । দিন কয়েক আগেই নেটমাধ্যমে ঘুরপাক করছিল একটি সিনেমার শ্যুটিংয়ে বাইকে চড়ে ভিকির ঘুরে বেড়ানোর ছবি। সেখান থেকেই সেই ব্যক্তির বিষয়টি নজরে আসে ।

ইতিমধ্যেই, জয় সিংহের তরফে বলা হয়েছে যে, ভিকির বাইকে যে নম্বরটি ব্যবহার করা হয়েছে, তা আসলে তার বাইকের। ছবির নির্মাতা কথাটি জানেন কি না সেই ব্যাপারেও নিশ্চিতভাবে কিছু বলতে পারেন নি জয় । কিন্তু তার অনুমতি ছাড়া এ ভাবে তার বাইকের নম্বর ব্যবহার করা যেতে পারে না বলেই উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি তিনি আরও জানান,তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। থানা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশাবাদী তিনি।

ইনদওরের বনগঙ্গা থানার সাব ইনস্পেক্টর রাজেন্দ্র সোনি জানিয়েছেন, তাঁরা খতিয়ে দেখছেন পুরো বিষয়টি । ভিকির বাইকে নম্বর প্লেট বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হবে। ছবির ইউনিট ইনদওরে থাকলে, তাদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

]]>
এই ৫ বলিউড তারকা নিজেদের ফ্যানেদের প্রেমে পড়ে ছাদনাতলায় বসেছেন https://ekolkata24.com/entertainment/these-5-bollywood-stars-have-fallen-in-love-with-their-fans-and-got-married Sat, 04 Dec 2021 16:46:24 +0000 https://ekolkata24.com/?p=13541 বায়োস্কোপ ডেস্ক: অনেকেরই ফ্যান্টাসি থাকে নিজেদের পছন্দের তারকাকে বিয়ে করার। পছন্দের তারকাদের এক ঝলক দেখার জন্য বা তাদের প্রতি পদক্ষেপ এর খবর জানার জন্য মুখিয়ে থাকেন সবাই।

আবার পছন্দের তারকা কারুর সঙ্গে মাখোমাখো প্রেম করছেন বা বিয়ে সেরে ফেলেছেন জানলে অনুরাগীদের মন যাওয়ার গল্প নতুন নয়। এদিকে বলিউডে এমনও অনেক নজির রয়েছে যারা নিজেদের অনুরাগীদের প্রেমে পড়েছেন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

madhuri-dixit-and-sriram-nene

১. মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে
মার্কিন যুক্তরাষ্ট্রে তার ভাইয়ের অনুরোধে মাধুরী দীক্ষিত ডাঃ শ্রীরাম নেনের সাথে দেখা করেছিলেন। ডঃ নেনে আগে থেকেই মাধুরীর নাচ ও অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন। তিন মাস প্রেম করার পর অবশেষে ১৯৯৯ সালের ১৭ অক্টোবর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

Vivek-Oberoi-and-Priyanka

২. বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা আলভা
বিবেক তার প্রেম জীবনে অনেক চড়াই -উতরাই পেরিয়ে তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছিল। কর্ণাটকের একজন মন্ত্রীর মেয়ে, প্রিয়াঙ্কা আলভা সবসময় বিবেকের কাজের প্রশংসা করেছেন এবং স্বীকার করেছেন যে তিনি তার ভক্ত। এই দম্পতি ২০১০ সালের ২৯ অক্টোবর তারিখে গাঁটছড়া বাঁধেন।

Isha-Deol-and-Bharat-Takhta

৩. ইশা দেওল ও ভারত তাখতানি
শৈশবের স্কুল রোমান্স অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তার পথ খুঁজে পায় ইশা ও ভারতের প্রেম কাহিনীর মধ্যে দিয়ে। ইশা স্বীকার করেছিলেন যে ভারত ১৩ বছর বয়েস থেকে তার প্রেমে মত্ত ছিলেন অথচ তাকে কখনো মুখ ফুটে বলে উঠতে পারেননি। ২০১২ সালের জুন মাসে ইশা ও ভারত বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Shilpa-Sethi-and-Raj-Kundra

৪. শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রা
সম্প্রতি বলিউডের চর্চার কেন্দ্রে থাকা দম্পতি শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রাও এই লিস্টের ব্যতিক্রম নন। শিল্পার ফিটনেস ও জীবনদর্শনের প্রতি মুগ্ধ হন অনেকেই। ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রা তার আরেক ভক্ত ছিলেন এবং সৌভাগ্য বসত তাকে বিয়ে করার সুযোগ পান। ২০০৯ সালের ২২ শে নভেম্বর তাদের বিয়ে হয়।

৫. ইমরান খান ও অবন্তিকা মালিক
‘জানে তু ইয়া জানে না’ খ্যাত অভিনেতা ইমরান খানের কিশোর রোমান্স সত্য হয়েছিল যখন তিনি অবন্তিকা মালিককে ১০ বছর ডেটিং করার পর বিয়ে করেছিলেন। এই দম্পতি ২০১১ সালের ১০ জানুয়ারী গাঁটছড়া বাঁধেন।

]]>
হাসির পেছনে লুকোনো কান্না, সিদ্ধার্থ নাম শুনেই প্রকাশ্যে ভেঙে পড়লেন শেহনাজ https://ekolkata24.com/entertainment/shehnaaz-gill-video-goes-viral-on-internet Tue, 16 Nov 2021 17:02:51 +0000 https://ekolkata24.com/?p=11564 বায়োস্কোপ ডেস্ক, মুম্বই- শেহনাজ গিল, বর্তমানে এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের কেবলই আবেগ। চোখের জলে এই জুটিকে ভাঙতে দেখেছে প্রতিটা মানুষ। সিদ্ধার্থ শুক্লা, হঠাৎই জীবনের পাঠ চুকিয়ে সকলকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন। ফেলে গিয়েছেন একরাশ ভালোবাসা, সঙ্গে শেহনাজের অসমাপ্ত প্রেম কাহিনি। এই কঠিন বাস্তব মেনে নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে শেহনাজকে।

সিদ্ধার্থ শুক্লা আর নেই, খবর পাওয়ার পর ভক্তদের প্রথম প্রশ্ন ছিল কেমন আছে শেহনাজ গিল! উত্তর মিলেছিল নাওয়া-খাওয়া বন্ধ, উত্তর মিলেছিল কেবল চোখের জলে ভাসছে বলিউডের এই সুইট লেডি। সিদ্ধার্থ শুক্লা মুখের দিকে তাকিয়ে নিজেকে আমূল বদলে তিলে তিলে তৈরি করেছিলেন এক সুন্দর পৃথিবীর জন্য। স্বপ্ন দেখেছিলেন সিদ্ধার্থের সঙ্গে বাকিটা পথ চলার। বুঝতে পারেননি কয়েক মাস পরই থেমে যাবে সেই পথ চলা।

বলিউডের সবে মাত্র পা রাখা শুরু হয়েছে শেহনাজের। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার প্রথম ছবি হসলা রাখ। সিদ্ধার্থের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু ছবির প্রমোশনের স্বার্থে অবশেষে প্রকাশ্যে আসতে বাধ্য হন এই সেলেব। হাসিমুখে যতটা সম্ভব সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সমানতালে। কিন্তু সিদ্ধার্থ এই নামটা এড়িয়ে শেহনাজ যেন অসম্পূর্ণ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Memories of sidnaazz 💔💔❤ (@memoriesofsidnaazz_)

আর তাই কথার প্রসঙ্গে সিদ্ধার্থের নাম উঠলেই অঝোরে কান্নায় ভেঙ্গে পড়ছেন শেহনাজ গিল। মেনে নিতে পারছেন না সিদ্ধান্ত নেই, সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়া পাতায়। এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে সিদ্ধার্থের নাম উঠলেই নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে সকলের সামনে অঝোরে কেঁদে ফেলেন শেহনাজ। ভিডিও দেখা মাত্রই সকলের সামনে আরো একবার স্পষ্ট হয়ে যায়, হাসি মুখের পেছনে লুকানো কষ্ট গুলো ঠিক কতটা গভীর।

]]>
১১ বছরের প্রেম, অবশেষে বিয়ের পিঁড়িতে রাজকুমার-পত্রলেখা https://ekolkata24.com/entertainment/rajkumar-rao-and-patralekha-wedding-images-goes-viral-on-internet Tue, 16 Nov 2021 16:01:25 +0000 https://ekolkata24.com/?p=11542  বায়োস্কোপ ডেস্ক, মুম্বই- ১১ বছরের ভালোবাসা অবশেষে বিয়েতে পরিণত হল। রাজকুমার রাও ও পত্রলেখা, বি-টাউনের এই জুটির নাম কে না জানে। প্রকাশ্যেই নিজেদের সম্পর্কের কথা বারেবারে স্বীকার করেছে এই সেলেব। কিন্তু কোথাও গিয়ে যেন মিল ছিল না সুখবর, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা, উত্তরটা না মিললেও, সোজাসুজি মিলেছিল বিয়ের খবর। চলতি বছরের মাঝামাঝি কানাঘুষো শোনা যাচ্ছিল বিয়ে করতে চলেছেন রাজকুমার রাও। নভেম্বর মাসে বাজবে সানাই। যেমন কথা তেমন কাজ, ১৫ নভেম্বর বিয়ে পর্ব সেরে ফেললেন রাজকুমার ও পত্রলেখা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

 

সোমবার চণ্ডীগড়ে বসল বিয়ের আসর। অনবদ্য লুকে ধরা দিলেন দুই সেলেব। বিয়ের সাজে এদিন রূপ যেন ফেটে পড়ছিল পত্রলেখার। ততটাই স্ফূর্তি ছিল মনে। বিয়ের ছবি তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পত্রলেখা লেখেন, ১১ বছর ধরে চেনা বন্ধু ভালোবাসা পরিবার আজ সারা জীবনের জন্য আপন করে নেওয়া। মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🌸 Patralekhaa 🌸 (@patralekhaa)

 

এদিন বিকেলে এই বয়সে রিসেপশন পার্টি। হালকা সাজে বেশ নজর করেন এই জুটি। এদিন নবদম্পতীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। বর্তমানে রাজকুমারী হাতে একাধিক ছবির প্রস্তাব। বেশ কয়েকটি ছবির শুটিং চলছে, তারই মাঝে ব্যক্তিগত জীবনে এক বড় সিদ্ধান্ত নিয়ে এবার খানিক গুছিয়ে নেওয়ার পালা। আর তাই বি-টাউনের এই প্রিয় জুটি এবার শুরু করলেন নতুন সংসার। খুশির মেজাজ ভক্ত মনে। দীর্ঘ দিন একসঙ্গেই রয়েছেন রাজকুমার পত্রলেখা। সর্বত্রই দেখা মিলত তাঁদের, এবার নতুন লুকে ধরা দিলেন ফ্রেমে। বন্ধু ও কাছের আত্মীয়সজনদের নিয়েই বসেছিল বিয়ের আসর। 

]]>
অবশেষে মিলল সুসংবাদ, শ্যুটিং-এ ফিরছেন কিং খান https://ekolkata24.com/entertainment/shah-rukh-khan-going-to-shoot-for-his-upcoming-film-pathan Thu, 11 Nov 2021 14:43:45 +0000 https://www.ekolkata24.com/?p=11025 বায়োস্কোপ ডেস্ক, মুম্বই: পাঠান ছবির শুটিং শুরু করতে চলেছেন শাহরুখ খান। ভক্তদের জন্য এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে। অক্টোবর মাস থেকেই ঝড় বয়ে গেছে কিং খানের জীবনে। টানা তিন বছরের এক লম্বা বিরতির পর ছবির শুটিংয়ে হাত দিয়েছিলেন শাহরুখ খান। স্পেনে সবটাই ছিল রেডি। ঠিক ঘড়ি ধরে টাইম মতো বিমান পথে পাড়ি দেওয়ার সময় মিলেছিল দুঃসংবাদ।

গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে। ছেলের টানে সেখান থেকে ফিরে এসে নাজেহাল হতে হয় কিং খানকে। টানা ২১ দিন ঘরে-বাইরে ভয়ানক লড়াইয়ে সামলে ছেলেকে বাড়ি ফেরানোর চেষ্টায় সফল হয়েছিলেন তিনি। শেষে টানা তিনদিন শুনানি চলার পর অবশেষে আরিয়ানকে একাধিক শর্তে বাড়ি ছাড়তে রাজি হয় আদালত। বদলে জানানো হয় প্রত্যেক শুক্রবার হাজিরা দিতে হবে আরিয়ানকে, পাশাপাশি এই বিষয় নিয়ে কোনোরকম মুখ খোলা যাবে না কারুর কাছে।

Shah Rukh's son Aryan

সোশ্যাল মিডিয়ার সমস্ত রকমের পোস্ট এড়িয়ে চলতে হবে। এই পরই শাহরুখ খানকে দিল্লিতে যেতে দেখা যায়। আনুমানিক কিং খানের অনুপস্থিতিতে যাতে আরিয়ানকে পুনরায় নিয়ে টানাটানি না করা হয় সেই কারণেই শাহরুখ সাক্ষাৎ সেরেছেন বিভিন্ন আইন বিশেষজ্ঞদের সঙ্গে। সব ঠিক থাকলে চলতি মাসেই পাঠান ছবি শুরু করবেন শাহরুখ খান। এই ছবির সঙ্গে ভাগ্য জড়িয়ে রয়েছে সালমান খানের।

ছবিতে একটি বিশেষ অংশে শুট করতে দেখা যাবে তাকে। কিন্তু সেই ডেট চলে গিয়েছে অক্টোবর মাসেই। পুনরায় এই ছবিতে সময় দেওয়া সালমান খানের পক্ষে সম্ভব কিনা তা এখনও স্পষ্ট করে কিছুই জানাননি ভাইজান। তবে সুখের খবর এটাই শুটিংয়ে ফিরছেন শাহরুখ খান।

]]>
Shahrukh Khan: মাত্র ৫০ টাকা রোজগেরে আজকে মন্নতের কিং https://ekolkata24.com/entertainment/shahrukh-khans-first-income-was-just-rs-50 Tue, 02 Nov 2021 05:04:49 +0000 https://www.ekolkata24.com/?p=10013 Special Correspondent, Kolkata: পরিবারের আর্থিক পরিস্থিতি তেমন ভালো ছিল না। বাবার রেস্তোরাঁর ব্যবসা থাকলেও তা খুব একটা ভালো চলত না। এমন এক পরিবারেই জন্ম বলিউড বাদশা শাহরুখ খানের। যিনি আজ কোটি কোটি টাকার মালিক, তাঁর প্রথম উপার্জন শুনলে চমকে যাবেন।

শাহরুখের প্রথম উপার্জন মাত্র ৫০ টাকা। দিল্লিতে প্রখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের একটি কনসার্টে গাইড হিসেবে কাজ করে জীবনের প্রথম উপার্জন করেছিলেন শাহরুখ। আজ কোটি কোটি টাকার মালিক হলেও তার জীবনের প্রথম আয় ছিল মাত্র ৫০ টাকা। ওই ৫০ টাকা দিয়ে তিনি ট্রেনের টিকিট কেটে আগ্রায় গিয়েছিলেন তাজমহল দেখতে।

অভিনয় জগতে পা রাখার আগে ওল্ড দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় অল্প কিছুদিনের জন্য বাবার সঙ্গে রেস্তোরাঁর ব্যবসা খুলেছিলেন শাহরুখ খান। ব্যাবসা চলেনি। সে সব নিয়ে না ভেবে এগিয়ে যান অভিনয়ে নিজের পা জমাতে। তাঁর অভিনেতা হওয়ার স্বপ্নপূরণ করতে মুম্বই এসেছিলেন শাহরুখ। কিন্তু শুরুর দিকে সেখানে থাকার কোনো জায়গা ছিল না তার। ওই সময় বলিউডের অভিনেতা বিবেক ভাসানীর সঙ্গে থাকতেন তিনি। বিবেকই তখন ছবির নির্মাতা এবং প্রযোজকদের সঙ্গে শাহরুখের সাক্ষাতের ব্যবস্থা করে দিতেন।

shahrukh khan birthday

১৯৮০ এর শেষের দিকে দূরদর্শনে ফৌজি, সার্কাস ও দিল দরিয়া সিরিয়াল গুলো দিয়েই অভিনেতার সফরটা শুরু। ফৌজীতে অভিনয়ের মাধ্যমে তিনি হেমা মালিনীর চোখে পড়েন এবং শাহরুখ খানকে তাঁর অভিষেক ছবি “দিল আশনা হ্যায়” ছবিতে অভিনয়ের সুযোগ দেন। এই ছবিতে তার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। কিন্তু তার আগেই রাজ কান্বরের “দিওয়ানা” ছবিটি (১৯৯২) রিলিজ করে যায় ও তিনি চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। সেই ছবিতেও তার বিপরীতে দিব্যা ভারতী।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘কাভি হা কাভি না’ ছবিতে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে মাত্র ২৫ হাজার টাকা পেয়েছিলেন। কুন্দন শাহ পরিচালিত চলচ্চিত্রটি মুক্তির ১ম দিনে মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহের কাউন্টারে বসে টিকিট পর্য‍্যন্তও বেচেন তিনি।

<

p style=”text-align: justify;”>যশ চোপড়ার ছবিতে সুযোগ ১৯৯১ সালে যশ চোপড়া পরিচালিত ‘লমহে’ ছবি দেখতে বিবেকের সঙ্গে একটি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন শাহরুখ। চলচ্চিত্র চলার মাঝ পর্যায়ে যশ চোপড়ার সেক্রেটারি এসে শাহরুখকে জানালেন, পরবর্তী চলচ্চিত্রে তাকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন যশ চোপড়া। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র দেখা বাদ দিয়ে শাহরুখ ছুটে যান যশ চোপড়ার অফিসে। তার সঙ্গে দেখা করেন এবং ‘ডর’ চলচ্চিত্রে নিজের অন্তর্ভুক্তি নিশ্চিত করেন। এরপর যা হয়েছে তা শুধুই এন্টারটেইনমেন্ট,এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট…….

]]>
‘অশালীন’ বিজ্ঞাপনের অভিযোগে ডিজাইনার সব্যসাচী মুখার্জির বিরুদ্ধে আইনি নোটিশ https://ekolkata24.com/uncategorized/legal-notice-for-obscene-advertisement-against-designer-sabyasachi-mukherjee Sat, 30 Oct 2021 10:01:08 +0000 https://www.ekolkata24.com/?p=9703 News Desk: বিজেপির এক আইনি উপদেষ্টা শনিবার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে ( Sabyasachi Mukherjee) একটি মঙ্গলসূত্র সংগ্রহের বিজ্ঞাপনের জন্য “অর্ধ-নগ্ন মডেল” ব্যবহার করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য একটি আইনি নোটিশ জারি করেছেন। তিনি ওই নোটিশের মাধ্যমে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিজ্ঞাপনটি ফিরিয়ে নিতে এবং মানুষের কাছে ক্ষমা চাইতে বলেছেন।

মহারাষ্ট্রের পালঘর জেলার বিজেপি আইনী উপদেষ্টা অ্যাডভোকেট আশুতোষ দুবে তার নোটিশে বলেছেন যে বিজ্ঞাপনটি সমগ্র হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু বিবাহের জন্য সম্পূর্ণ আপত্তিজনক। ওই নোটিশ এর মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিজ্ঞাপনটি বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয় প্রখ্যাত ডিজাইনারের বিরুদ্ধে। আশুতোষ দুবে ওই আইনি চিঠিতে লিখেছেন, “আমি লক্ষ্য করেছি যে আপনার প্রচারমূলক সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে মডেলদের একক বা অন্যদের সাথে ঘনিষ্ঠ অবস্থানে পোজ দিচ্ছেন।

একটি ছবিতে, একজন মহিলা মডেলকে একটি কালো ব্রেসিয়ার এবং সব্যসাচীর মঙ্গলসূত্র পরা অবস্থায় দেখা যাচ্ছে। বিজ্ঞাপনের ওই ছবিতে অর্ধনগ্ন ওই মডেলকে এখন শার্ট বিহীন পুরুষ মডেলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এটি কেবল হিন্দু ধর্ম নয়, হিন্দু বিবাহের রীতির প্রসঙ্গে অত্যন্ত আপত্তিকর।”

নোটিশে বিজেপির আইনী উপদেষ্টা আরও বলেছেন, “মঙ্গলসূত্রটি প্রতীকী যে বর এবং কনে আজীবন সঙ্গী হবে যতক্ষণ না মৃত্যু তাদের আলাদা করে এবং আপনি অশ্লীল উপায়ে “মঙ্গলসূত্র” প্রদর্শন করছেন তা আপত্তিকর এবং ভিত্তিহীন।” সব্যসাচী মুখার্জির বিজ্ঞাপনটিকে ‘অশালীন’ বলে দাবি করেছেন ওই বিজেপির আইন উপদেষ্টা।

প্রসঙ্গত, ভারতীয় বিচার ধারা অনুযায়ী আইটি অ্যাক্টের ৬৭ নং ধারায় অশালীন ছবি বা মিডিয়ার প্রচার নিষিদ্ধ করা হয়েছে। যদিও, ‘অশালীন’ বিষয়বস্তুটি সংজ্ঞায়িত করা হয়নি ভারতীয় সংবিধানে। ওই বিজ্ঞাপনের জেরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় ডিজাইনার সব্যসাচীকে। যদিও, এ বিষয়ে ভারতীয় ফ্যাশন ডিজাইনারের কোনো প্রতিক্রিয়া এখনো অব্দি পাওয়া যায়নি।

]]>
Sardar Udham Singh: অস্কারের দৌড় থেকে বাদ পড়ল ‘সর্দার উধাম সিং’ https://ekolkata24.com/entertainment/sardar-udham-singh-dropped-from-oscars Tue, 26 Oct 2021 19:29:24 +0000 https://www.ekolkata24.com/?p=9295 EntertainmentDesk: ভিকি কৌশল অভিনীত এবং সুজিত সিরকার পরিচালিত উধম সিং (Sardar Udham Singh) ভারতের তামিল চলচ্চিত্র কোজহঙ্গল এবং অন্যান্য চলচ্চিত্রের মধ্যে শের্নিকে পরাজিত করার পর অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশের দৌড়ের বাইরে। ফোরামের সদস্যদের বক্তব্য যে ব্রিটিশদের বিরুদ্ধে ছবিতে বিদ্বেষমূলক মনোভাব প্রচার করা হয়েছে। সেকারণেই অস্কারের তালিকায় আর নাম জুড়লোনা ‘সর্দার উধাম সিং’ এর।

কংগ্রেস নেতা শশী থারুর সাম্প্রতিক ইন্ডিয়া টুডে কনক্লেভে ভারতীয় ইতিহাস নিয়ে কথা বলার সময় বলেছিলেন, “আমরা সেই ক্ষতগুলিতে আঁচড় দিচ্ছি যা ইতিমধ্যেই সেরে গেছে।” এই অনুভূতির সাথে সামঞ্জস্য রেখে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিনি জুরিদের অংশ ছিলেন, যিনি সর্দার উধমের ভারত থেকে অস্কারে প্রবেশ প্রত্যাখ্যান করেছিলেন, মন্তব্য করেন, “.. এটি (চলচ্চিত্র) আবার ব্রিটিশদের প্রতি আমাদের বিদ্বেষকে তুলে ধরে। বিশ্বায়নের এই যুগে এই বিদ্বেষ ধরে রাখা ঠিক নয়”।

সুজিত সিরকার পরিচালিত সর্দার উধাম একটি বিপ্লবী মুক্তিযোদ্ধা সর্দার উধম সিংহের জীবনের গল্প। অমৃতসরে ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তিনি লন্ডনে মাইকেল ও’ডায়ারকে হত্যা করার জন্য উদ্যত হন। চলচ্চিত্রটি ব্যাপক সাধুবাদ এবং ৯.২ এর একটি IMDb রেটিং পেয়েছে। বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত, চলচ্চিত্রটি অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশের জন্য ১৪ টি বাছাইকৃত তালিকার মধ্যে একটি ছিল। অসাধারণ সাফল্যের সত্ত্বেও ‘ঘৃণার প্রচার’ করার যুক্তিতে বাদ পরে যায় অস্কারের দৌড় থেকে।

ইন্দ্রদীপ দাশগুপ্ত আরো বলেছেন,”ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন অমিমাংসিত নায়কের উপর একটি মহৎ চলচ্চিত্র নির্মাণের এটি একটি সৎ প্রচেষ্টা। কিন্তু প্রক্রিয়ায়, এটি আবার ব্রিটিশদের প্রতি আমাদের বিদ্বেষ প্রকাশ করে। বিশ্বায়নের এই যুগে এই ঘৃণাকে ধরে রাখা ঠিক নয়।” অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২ -এর জন্য তামিল চলচ্চিত্র কোজহঙ্গলের নির্বাচনকে ন্যায্যতা দিয়ে দাশগুপ্ত দাবি করেন, “কোজহঙ্গল এর বিপরীতে (সর্দার উধমের) একটি সত্যিকারের ভারতীয় চলচ্চিত্র যা বিশ্বব্যাপী আবেদন করে। এটার সাথে কোন এজেন্ডা যুক্ত নেই। এটি সব প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে সৎ চলচ্চিত্র। ”

]]>
Shah Rukh Khan: আরিয়ানের সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ https://ekolkata24.com/entertainment/shah-rukh-went-to-jail-and-met-aryan Thu, 21 Oct 2021 09:13:55 +0000 https://www.ekolkata24.com/?p=8546 নিউজ ডেস্ক: পরপর পাঁচবার শাহরুখপুত্র (Shah Rukh Khan) আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। বুধবারও জামিন পাননি আরিয়ান। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালেই শাহরুখ মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন।

জানা গিয়েছে, শাহরুখ আরিয়ানের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বাবা ও ছেলের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। অন্যদিকে শাহরুখ আরিয়ানের সঙ্গে দেখা করে ফেরার কিছুক্ষণ পরেই বৃহস্পতিবার দুপুরে এনসিবির তদন্তকারীরা শাহরুখের বাড়িতে গিয়ে হাজির হন। এনসিবি প্রতিনিধি দলের মন্মতে পৌঁছে যাওয়া শাহরুখকে আরও বেকায়দায় ফেলেছে। অনেকেই মনে করছেন, মাদক মামলায় এনসিবি এবার শাহরুখ বা তাঁর পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে।

যদিও কী কারণে এনসিবির তদন্তকারীরা মন্নতে গিয়েছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। শাহরুখ বা বাড়ির কোনও সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা বা কোনও তল্লাশি অভিযান চালিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, এনসিবির তদন্তকারীরা শাহরুখের বাড়ি থেকে কিছু নথিপত্র আনার জন্য গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় আরিয়ান যে সমস্ত মন্তব্য করেছে তার ভিত্তিতেই কিছু নথিপত্র শাহরুখের বাড়ি থেকে আনার জন্যই এনসিবি তদন্তকারীরা গিয়েছিলেন। তবে এনসিবির তদন্তকারীরা জানিয়েছেন, আরিয়ান যে এই প্রথম মাদক নিয়েছেন তা নয়। আরিয়ান দীর্ঘদিন ধরেই মাদক নিতেন। সে কারণেই মাদকচক্রের বহু লোকের নাম একে একে আরিয়ানের কাছ থেকে জানা যাচ্ছে।

এনসিবির একটি প্রতিনিধি দল যখন মন্নতে গিয়েছেন ঠিক একই সময়ে আরও একটি প্রতিনিধিদল গিয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের অভিনেত্রী মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে। এনসিবি গোয়েন্দাদের দাবি, আরিয়ানের কাছ থেকেই তারা অনন্যার নাম জানতে পেরেছে। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটেও অনন্যার নাম পাওয়া গিয়েছে।

সে কারণেই এনসিবির গোয়েন্দারা এদিন মন্নত ছাড়াও অনন্যার বাড়িতে যান। এনসিবি অনন্যাকেও ডেকে পাঠিয়েছে বলে খবর। মাদকচক্রের সঙ্গে অনন্যার কোন যোগাযোগ আছে কিনা অনন্যা মাদকচক্রের কাউকে চেনেন কিনা তা জানতে এই অভিনেত্রীকেও এনসিবি ডেকে পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে। আরিয়ান কাণ্ডে যেভাবে একের পর এক বলিউড তারকা নাম ক্রমশই এনসিবির তদন্তকারীরা জানতে পারছেন তাতে এই মামলার জল কোথায় গড়ায় তা নিয়ে একটা কৌতুহল তৈরি হয়েছে।

বুধবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান ও তাঁর পরিবার। তবে বম্বে হাইকোর্ট গিয়েও বিশেষ কোনও সুরাহা হয়নি। কারণ হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে, আজ তারা কোনওভাবেই আরিয়ানের জামিনের আর্জি শুনবে না। আরিয়ানের জামিনের আবেদনের পরবর্তী শুনানি হবে ২৬ অক্টোবর। অর্থাৎ ওই দিন জামিন মিললেও আরিয়ানকে আপাতত আরও ছয়দিন জেল হেফাজতেই থাকতে হবে। তবে ২৬ অক্টোবর যদি হাইকোর্ট আরিয়ানকে জামিন না দেয় তাহলে তাকে আরো বেশ কিছুদিন জেলের মধ্যেই কাটাতে হবে। সেক্ষেত্রে দীপাবলির আগে বাড়ি ফেরা হবে না শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের।

]]>
Sunny Leone: স্বামীর জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন সানি লিওন https://ekolkata24.com/entertainment/sunny-leone-became-emotional-on-her-husband-daniel-birthday Wed, 20 Oct 2021 20:05:25 +0000 https://www.ekolkata24.com/?p=8527 বায়োস্কোপ ডেস্ক: স্বামী ড্যানিয়েল ওয়েবারের জন্মদিনে, সানি লিওন (Sunny Leone) তাকে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিকভাবে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অভিনেত্রী তাদের বাচ্চাদের এবং বন্ধুদের সাথে ড্যানিয়েল ওয়েবারের জন্মদিনের আড্ডার ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। একটি সাদা টপ এবং নীল স্তরযুক্ত স্কার্টে চমৎকার দেখাচ্ছে সানি লিওনকে। ড্যানিয়েল ওয়েবার তার জন্মদিনের পার্টির জন্য একটি কালো পোশাক পরেছিলেন।

স্বামীর জন্মদিনের খুশির মুহুর্ত অনুরাগীদের সাথে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নায়িকা। ছবির অ্যালবামে, সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের সন্তান, মেয়ে নিশা এবং ছেলে নোয়া এবং আশের কে দেখা যাচ্ছে। আবেগঘন একটি ক্যাপশন ও পোস্ট করেছেন তিনি ওই ছবির অ্যালবামের সাথে। তিনি লিখেছেন, “আমার জীবনের সবচয়ে গুরুত্বপূর্ণ পুরুষকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

ড্যানিয়েলকে আমার ভালোবাসার মানুষ। একটি দিন, সপ্তাহ, মাস বা বছরে এমন অনেক কিছু ঘটে যা আমাদের মানসিকভাবে ঠিক থাকতে দেয়না। কিন্তু এই সবকিছুর মাঝে তোমার জন্য আমার ভালোবাসার কোনো পরিবর্তন হবেনা। একথা কখনোই মিথ্যে হয়ে যাবেনা যে আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি। তুমি আমাদের সবার খুব খেয়াল রাখো। তুমি একজন আশ্চর্য মানুষ, বাবা, বস এবং প্রেমিক! শুভ জন্মদিন ভালোবাসা!”

সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের প্রেমের গল্পটি রূপকথার মতোই সুন্দর। একটি স্বপ্নময় প্রস্তাবের পর, অভিনেত্রী ২০১১ সালে এপ্রিল মাসে ড্যানিয়েলকে বিয়ে করেন। তারা ২০১৭ সালে তাদের প্রথম কন্যা সন্তান নিশাকে দত্তক নেন এবং পরবর্তীতে ২০১৮ সালে, নোয়া এবং আশের নামে দুই পুত্রকে স্বাগত জানান, যারা সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন।

]]>
শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি https://ekolkata24.com/entertainment/raj-kundra-and-shilpa-shetty-filed-defamation-against-sherlyn-chopra Tue, 19 Oct 2021 18:48:18 +0000 https://www.ekolkata24.com/?p=8375 বায়োস্কোপ ডেস্ক: দিন কয়েক আগেই শার্লিন চোপড়া লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী ব্যাক্তিত্ব রাজ কুন্দ্রা ও তার অভিনেত্রী স্ত্রী শিল্পা শেঠির বিরুদ্ধে। তিনি অভিযোগ জানিয়েছিলেন যে তার সাথে প্রতারণা করেছেন রাজ কুন্দ্রা। শার্লিন চোপরার উপর মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এরপরেই এই দিন শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন তারকা দম্পতির আইনজীবী।

সূত্র মতে, শার্লিন চোপড়া তারকা দম্পতিদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা মিথ্যে, ভিত্তিহীন ও তুচ্ছ বলে দাবি করেছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। তারা এও দাবি করেছেন যে শার্লিন চোপড়ার দায়ের করা অভিযোগের কোনো উপযুক্ত তথ্য প্রমাণ নেই। সমাজে তারকা দম্পতির সুনাম ও খ্যাতি নষ্ট করার জন্য ইচ্ছাকৃত ভাবে এই কাজ করেছেন শার্লিন চোপড়া বলে জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। লিখিত অভিযোগ জানিয়ে তারকা দম্পতির আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়েছে যে এই সব কিছুরই শার্লিন চোপড়ার মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি। নোটিশে এও বলা হয়েছে যে, রাজ কুন্দ্রার পর্ণগ্রাফি ছবি তৈরির সাথে কোনভাবেই যুক্ত নন শিল্পা শেট্টি।

গত ১৪ অক্টোবর রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌণ হেনস্থা, জালিয়াতি ও অপরাধমূলকভাবে ভয় দেখানোর লিখিত অভিযোগ থানায় দায়ের করিয়েছিলেন শার্লিন চোপড়া। তিনি দাবি করেছেন, বছর দুই আগে তার বাড়িতে গিয়ে রাজ কুন্দ্রা তাকে যৌণ হেনস্থা করেছেন। এরপর জোর করে তাকে দিয়ে অশালীন ফটো শুট করানোরও অভিযোগ করেন তিনি রাজ কুন্দ্রার বিরুদ্ধে। প্রসঙ্গত, বেআইনিভাবে পর্নোগ্রাফিক ভিডিও নির্মাণ ও বিতরণ করার অভিযোগে এ বছরের জুলাই মাসে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সেপ্টেম্বর মাসের ২০ তারিখে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় তাকে।

]]>
মা-হেমা মালিনীকে অন্য পুরুষের সঙ্গে অভিনয় করতে দেখাটা মেনে নিতে পারিনি: ঈশা https://ekolkata24.com/entertainment/i-couldnt-accept-seeing-my-mother-act-with-another-man-esha-deol Sun, 17 Oct 2021 21:04:12 +0000 https://www.ekolkata24.com/?p=8053 বায়োস্কোপ ডেস্ক: পাঁচ দশক কেটে গেছে, তবু ড্রিম গার্লের মুগ্ধতা ভুলতে পারেনি গোটা দেশ। একটা সময় ছিল যখন হেমা মালিনী একটার পর একটা সুপার হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। শোলে, ড্রিমগার্ল, সত্তে পে সাত্তা, নসিব, কিনারার মতো ছবিতে তিনি মুগ্ধ করেছেন সিনেমা প্রেমীদের। 

কেবল সিনেমায় জগতেই নয়, রাজনীতিতেও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড অভিনত্রী। মেয়ে ইশা দেওলের কাছে তিনি ছিলেন কেবলই একজন ছাপোষা সংসারি নারী, যিনি কেবলই একজন মা। ইশা মন্তব্য করছেন যে মাকে অন্য অভিনেতাদের সাথে অভিনয় করতে দেখা তার কাছে মোটেই সহজ কাজ ছিল না।

এক সাক্ষাৎকারে ইশা দেওল তার মায়ের সাথে তার সম্পর্কের কথা ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে তিনি হেমা মালিনীকে একজন ছাপোষা পরিবারের গৃহবধূ, তার নাতি নাতনি – রধ্যা, মিরায়া, দৈরন ও অ্যাদিয়া আর অস্ত্রিয়ার ঠাকুমা বা দুই মেয়ের মা ছাড়া আর কোনো চরিত্রে ভাবতে পারিনা। তিনি এত বছর ধরে ভীষণ ভালোভাবে তার দায়িত্বগুলো পালন করেছেন আর আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন।

তিনি বলেছেন, “আমার ছোটবেলার দিনগুলো মনে পড়ে যখন মা শুটিংয়ের জন্য তৈরি হতেন। সকাল সকাল হেয়ার ড্রেসার থেকে মেকাপ-ম্যান পর্যন্ত মায়ের পিছন পিছন ঘুরে বেড়াতো শুটিংয়ের ব্যস্ততায়, আর আমি মায়ের রঙিন লিপস্টিকগুলোয় ডুবে থাকতাম, তারপর শেষমেষ ওগুলো ভেঙে ফেলতাম।” তিনি জানিয়েছেন, তারকা অভিনেত্রীর ব্যস্ত জীবন সমলেও মা হওয়ার সমস্ত দায়িত্ব পালন করতেন হেমা মালিনী। তিনি জানিয়েছেন যে ছোটবেলায় বেশ কিছু ছবির শুটিংয়ে হেমা মালিনির সাথে প্রায়শই সেটে যেতেন ইশা।

তিনি আরো দাবি করেছেন যে, তার মায়ের অভিনয় করা তার প্রিয় ছবি ‘সিতা আউর গীতা’। সেই প্রসঙ্গেই হেমা মালিনীর বড়ো মেয়ে বলেছেন যে, ছেলেবেলায় একজন নিতান্ত শিশু হিসেবে মাকে অন্য সহ অভিনেতাদের সাথে অভিনয় করতে দেখা তার জন্য বেশ কঠিন কাজ ছিল। এমনকি বাবা ধর্মেন্দ্রর সাথে অভিনয় করতে দেখেও তিনি বেশ বিচলিত হতেন। প্রসঙ্গত, ধর্মেন্দ্রর সাথে হেমা মালিনী মোট ২৮ টি ছবিতে একসাথে কাজ করেছেন।

]]>
করোনা আক্রান্ত পূজা বেদি, অবস্থা গুরুতর https://ekolkata24.com/entertainment/puja-bedi-tested-covid-positive Sun, 17 Oct 2021 17:47:28 +0000 https://www.ekolkata24.com/?p=8048 বায়োস্কাপ ডেস্ক: বলিউড অভিনেত্রী পূজা বেদি কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে সেই খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই। স্বেচ্ছায় ভ্যাকসিন না নেওয়ার কারণেই তার এই পরিস্থিতি হয়েছে বলে জানা গিয়েছে। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই সূত্র মাধ্যমে খবর। ভিডিও বার্তার মাধ্যমে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আবেদন জানিয়েছেন পুজা বেদি।

ভিডিওতে পূজা প্রকাশ করেছেন যে প্রাথমিকভাবে, তিনি ভেবেছিলেন যে তার অ্যালার্জি আছে যার কারণে কাশি হয়েছে। প্রথমেই এ বিষয়ে তিনি গুরুত্ব না দিলেও জানান যে পরবর্তীকালে তার অবস্থার অবনতি হতে থাকে। বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন বলিউড অভিনেত্রী। বহুদিন ধরে ওষুধপত্র খেয়েও জ্বর না কমলে পুজা বেদি ঠিক করেন যে তিনি কভিড টেস্ট করাবেন। এর পরেই তার আর্টিফিশিয়াল টেস্টে ধরা পড়ে যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অভিনেত্রী আরও বলেছিলেন যে তার বাগদত্তা এবং বাড়ির পরিচারিকাও ভাইরাসে আক্রান্ত। তিনি সুস্থ ও নিরাপদ থাকার জন্য একটি বার্তা পাঠিয়ে শেষ করেছেন। তিনি জানিয়েছেন যে গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছিলেন, তারা যেন সাবধানে থাকেন। অযথা চিন্তা ও আশঙ্কা করে যাতে কেউ ভয় না পান, সেই নিয়ে সতর্ক বার্তাও জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা করে তিনি বলেছেন, “কভিড পজিটিভ! শেষমেষ আমার কোভিড ধরা পড়েছে। স্বেচ্ছায় টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বেশ কিছুদিন আগে। আমার নিজের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা ও সুস্থতার ওপর জোর দিয়েই খানিকটা করোনার ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা আপনাদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতেই পারেন। ব্যক্তিগত সিদ্ধান্তেই কারোর কিছু বলার থাকতে পারে না। তবে, সাবধানে থাকুন, অযথা ভয় পাবেন না।” প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় গোটা দেশ জুড়ে ১৪ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত দেশে ৯৭.৬ কোটি মানুষের কভিড টিকাকরণ সুম্পূর্ণ হয়েছে।

]]>
Vicky Kaushal: ক্যাটরিনার সঙ্গে এনগেজমেন্ট সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস ভিকির https://ekolkata24.com/entertainment/vicky-kaushal-on-rumours-about-roka-with-katrina-kaif-i-will-get-engaged-soon-enough Sun, 17 Oct 2021 16:49:08 +0000 https://www.ekolkata24.com/?p=8039 বায়োস্কোপ ডেস্ক: দীর্ঘদিন ধরে বি টাউনে গুজব শোনা যাচ্ছিল চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল (Vicky Kaushal)। চুপি চুপি নাকি এনগেজমেন্ট ও সেরে নিয়েছেন তারা এমনটাও শোনা গিয়েছিল মাঝে। জোর গুঞ্জন ছিল যে সামনের বছরেই হয়ত সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাট আর ভিকি। তবে সেই সব গুজব নিমেষেই উড়িয়ে দিলেন অভিনেতা। জানালেন তার বহুচর্চিত প্রেমিকা ক্যাটরিনা কাইফের সাথে মোটেই এনগেজমেন্ট হয়নি তার। বিয়ের সম্ভবনাও নিছকই গুজব বলে দাবি করেছেন উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক খ্যাত অভিনেতা।

সম্প্রতি ভিকি কৌশলের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে তার এনগেজমেন্ট হয়ে যাওয়ার খবর শোনা যায় বি টাউনে। এতে ভিকির বহু মহিলা অনুরাগীদের মন ভেঙে গিয়েছিল। তবে সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন এখনই বিয়ের কথা ভাবছেন না দুই তারকা। তিনি বলেছেন, “খুব তাড়াতাড়িই এনগেজমেন্ট সারতে চাই আমরা। তবে এখনই এসবের সময় আসেনি।” বিয়ে বা এনগেজমেন্ট অনেক গুরুতর সিদ্ধান্ত, তাই প্রেমিকাকে আরো খানিকটা সময় দিতে চান বলে জানিয়েছেন তারকা অভিনেতা। রসিকতা করে সাংবাদিককে তিনি এও বলেছেন,”আপনাদের বন্ধুরাই তো বিয়ের গুজব রটিয়েছে।” সম্প্রতি অভিনেতার দাদা সানি কৌশলের এনগেজমেন্ট হয়েছে। সেই প্রসঙ্গে রসিকতা করতেও দেখা যায় অভিনেতাকে।

প্রসঙ্গত সম্প্রতি অ্যামাজন প্রাইম এ মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন ছবি উধাম সিংহ। ছবিটি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী উধম সিং এর জীবনী নিয়ে তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার ভিকি কৌশল কে ছবির প্রিমিয়ারে বান্ধবী ক্যাটরিনা কাইফের সাথে দেখা যায়। ছবিতে ভিকি কৌশলের কর্মক্ষমতার প্রশংসায় মুখর হয়েছেন কাটরিনা কাইফ এবং এই নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট ও করেছেন অভিনেত্রী। এর আগেও বলিউডের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় দুই তারকাকে। সম্পর্কের খবর নিয়ে সরাসরি কিছু না বললেও সূত্রের খবর চুটিয়ে প্রেম করছেন তারা।

]]>
Jacqueline Fernandez: ইডির দ্বিতীয় সমনও এড়িয়ে গেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ https://ekolkata24.com/entertainment/bollywood-actress-jacqueline-fernandez-also-avoided-ed-second-summons Fri, 15 Oct 2021 10:38:41 +0000 https://www.ekolkata24.com/?p=7707 নিউজ ডেস্ক, মুম্বই: এই নিয়ে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সমন এড়িয়ে গেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার একটি আর্থিক তছরুপের মামলায় জড়িত সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি। এই বলিউড অভিনেত্রীও সুকেশের প্রতারণার শিকার বলে জানা গিয়েছে।

শুক্রবার ইডির দফতরে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল জ্যাকলিনকে। কিন্তু অভিনেত্রী এদিন সেই সমন এড়িয়ে গিয়েছেন। তাই আগামীকাল অর্থাৎ শনিবার তাঁকে হাজির হওয়ার কথা জানিয়েছে ইডি।

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার এই মামলায় অগাস্ট মাসে এক দফা জ্যাকলিনকে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল। এরপর ফের অভিনেত্রীকে ২৫ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। কিন্তু ওই দিন অভিনেত্রী ইডির মুখোমুখি হননি। এরপর তাঁকে ১৫ অক্টোবর ডেকে পাঠিয়ে ছিল ইডি। কিন্তু তিনি দ্বিতীয়বারও সমন এড়িয়ে গেলেন। এজন্য অভিনেত্রীকে শনিবার ডেকে পাঠিয়েছে ইডি।

জ্যাকলিন ছাড়াও বলিউডের আর এক অভিনেত্রী নোরা ফাতেহিকেও একদফা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইডির অফিসে হাজির হয়েছিলেন নোরা। বৃহস্পতিবার ইডির তদন্তকারীরা নোরাকে দীর্ঘ সময় ধরে জেরা করেন। নোরার সমস্ত বক্তব্য রেকর্ড করা হয়েছে।

নোরা এবং জ্যাকলিন এই দুই অভিনেত্রীই চন্দ্রশেখরের প্রতারণার শিকার হয়েছেন। উল্লেখ্য, প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। ওই এফআইআরের ভিত্তিতেই আর্থিক প্রতারণার এই মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় ইডি। সুকেশের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, প্রতারণা, মুক্তিপণ আদায়, তেলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক অভিযোগ রয়েছে।

সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিন ছাড়াও যোগ রয়েছে নোরার। অভিযোগ, সুকেশ জ্যাকলিন এবং নোরাকেও আর্থিক প্রতারণার এই মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল এই কারণে অভিনেত্রীকে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত সুকেশ সম্পর্কেই তাঁকে নানা প্রশ্ন করা হয়েছিল। জ্যাকলিন ও নোরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানার চেষ্টা করছে যে, তাঁদের সঙ্গে সুকেশের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখর নামে ওই ব্যক্তি জেলে বসেও এক ব্যবসায়ী স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে ছিল। আর্থিক প্রতারণার এই মামলায় সুকেশের স্ত্রীর লীনা মারিয়া পলের নামও জড়িয়েছে। আর্থিক প্রতারণার মামলায় এখনও পর্যন্ত সুকেশ এবং তার স্ত্রী ছাড়াও আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এই মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এবং তার স্ত্রী লিনা পল আপাতত দিল্লির রোহিনী জেলে বন্দি আছে। দিল্লি পুলিশ অভিযোগ করেছিল, জেল থেকেই সুকেশ তোলাবাজি চালিয়ে গিয়েছে। তার শিকার হয়েছে বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে একাধিক ব্যবসায়ী। সুকেশকে এই কাজে সব ধরনের সাহায্য করেছে তার স্ত্রী লীনা। অগাস্ট মাসে সুকেশের চেন্নাইয়ের বাংলোয় তল্লাশি চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে এই তদন্তকারী সংস্থা ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে।

]]>
Aryan Khan: কয়েক বছর ধরেই মাদকাসক্ত আরিয়ান, আদালতে জানালেন সলিসিটর জেনারেল https://ekolkata24.com/entertainment/aryan-khan-a-regular-consumer-of-drugs-ncb-argues Thu, 14 Oct 2021 14:25:25 +0000 https://www.ekolkata24.com/?p=7645 নিউজ ডেস্ক, মুম্বই: নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা এনসিবি আরিয়ান মামলার শুনানিতে আদালতে জানায়, শাহরুখ খানের ছেলে আরিয়ানের (Aryan Khan) কাছ থেকে মাদক পাওয়া যায়নি এটা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে, তিনি মাদক নিতেন না। তাই তাঁকে জামিন দিতে হবে। এনসিবির পক্ষে আদালতে এই কথা বলেছেন সলিসিটর জেনারেল অনিল সিং।

বৃহস্পতিবার আরিয়ানের মাদক মামলার শুনানিতে অনিল সিং মডেল রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর মামলার কথা উল্লেখ করেন। সলিসিটর জেনারেল বলেন, এই দুইজনের কাছ থেকে মাদক পাওয়া যায়নি। কিন্তু আদালত রিয়া এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল।

অনিল সিং আরও বলেন, এনসিবির কাছে প্রমাণ রয়েছে যে, গত কয়েক বছর ধরেই আরিয়ন নিয়মিত মাদক নিতেন। আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টের কাছে যে মাদক পাওয়া গিয়েছে সেটা আরিয়ানের কাছে যাবার কথা ছিল। তদন্তে এটা জানা গিয়েছে যে, আরবাজের হাত ঘুরেই মাদক যেত আরিয়ানের কাছে। মাদকচক্রের সঙ্গে যদি কারও যোগ থাকে তবে তো তাকে শাস্তি পেতেই হবে।

সলিসিটর জেনারেল আরও বলেন, আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি এটা সত্যি। কিন্তু আরবাজের কাছে যে মাদক রয়েছে সেটা আরিয়ান জানতো। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই এটা জানা গিয়েছে।

এরই মধ্যে আরিয়ানের পাশে এক ব্যক্তির ছবি ভাইরাল হওয়ায় রহস্য আরও বেড়েছে। সেই লোকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই লোকটিকে খুঁজে পেতে পুণে পুলিশ লুক আউট নোটিস জারি করেছে। পুলিশের দাবি, পলাতক ওই ব্যক্তির নাম কে গোসাবি। বছর তিনেক আগে এই ব্যক্তির বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের হয়েছিল। তিন বছর ধরে সে পালিয়ে বেড়াচ্ছে।

তবে লুক আউট নোটিস জারি হওয়ায় সে আর দেশ ছেড়ে পালাতে পারবে না। আরিয়ানের বিরুদ্ধে মামলায় যে সমস্ত সাক্ষীর নাম রয়েছে তাদের মধ্যে গোসাবির নামও আছে। রাজ্যের মন্ত্রী নবাব মালিক ইতিমধ্যেই এনসিবির অফিসে গোসাবির উপস্থিতি নিয়ে তীব্র আপত্তি তুলেছেন। জানা গিয়েছে, পলাতক ওই ব্যক্তি নিজেকে প্রাইভেট ডিটেকটিভ বলে পরিচয় দিয়ে থাকে। বিদেশে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে।

]]>
Kishore Kumar: চেঁচিয়ে কান্নাকাটি করে সুমধুর কণ্ঠের অধিকারী হয়েছিলেন কিশোর https://ekolkata24.com/entertainment/kishore-death-anniversary-special Thu, 14 Oct 2021 07:26:18 +0000 https://www.ekolkata24.com/?p=7589 বিশেষ প্রতিবেদন: যারা সঙ্গীত সাধনা করে তাঁরা চিৎকার করেন না কিন্তু তিনি তো অন্য ধাতুতে গড়া তাই তাঁর ক্ষেত্রে সবকিছুই অন্যরকম ঘটে। তিনি কিশোর কুমার (Kishore Kumar)। জোরে চেঁচিয়েই সুমধুর হয়েছিল কিশোর কন্ঠ।

ছোট থেকে মোটেই ভালো ছিল না কিশোরের গলা। তা ছিল কর্কশ আর হেঁড়ে। ছোটবেলায় পায়ের পাতায় একবার চোট লাগার পর প্রায় এক মাস ধরে চেঁচিয়ে কান্নাকাটি করেছিলেন কিশোর। আর তার পরই নাকি ভোল পাল্টে যায় গলার।

কিশোর কুমারের জন্ম হয় মধ্যপ্রদেশের খান্ডওয়াতে। ভালো নাম আভাষ কুমার গাঙ্গুলি‚ ডাক নাম ছিল কিশোর। বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন আইনজীবী আর মা গৌরী দেবী গৃহবধূ। চার ভাই-বোনের মধ্যে কিশোর ছিলেন সবার ছোট। সবচেয়ে বড় অশোক কুমার‚ তারপর দিদি সতী দেবী‚ আরেক দাদা অনুপ কুমার আর সব শেষে কিশোর।

গুরু বলে মানতেন তিনজনকে। কে এল সায়গল‚ হলিউডি গায়ক-অভিনেতা ড্যানি কে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর বাড়িতে ঝোলানো ছিল এই তিনজনের বড় বড় পোট্রেট। রোজ সকালে উঠে এই তিনজনকে প্রণাম করতেন কিশোর কুমার।

ভারতবর্ষে মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে সবচেয়ে বেশি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জেতার রেকর্ড আজও রয়েছে কিশোর কুমারের দখলে। মোট আটবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। ‘রূপ তেরা মস্তানা(১৯৬৯)’‚ ‘দিল অ্যায়সা কিসি নে মেরা(১৯৭৫)’‚ ‘খাইকে পান বনারসওয়ালা(১৯৭৮)’‚ ‘হাজার রাহে মুড়কে দেখি(১৯৮০)’‚ ‘পগ ঘুঙরু বাঁধ(১৯৮২)’‚ ‘অগর তুম না হোতে(১৯৮৩)’‚ ‘মঞ্জিলে আপনি জগহ(১৯৮৪)’‚ ‘সাগর কিনারে(১৯৮৫)’।

উদ্ভট কাজকর্মের জন্য তাঁর খ্যাতি কিছু কম ছিল না। ওয়ার্ডেন রোডে তাঁর ফ্ল্যাটের বাইরে বোর্ড ঝোলানো থাকত ‘Beware Of Kishore Kumar’। একবার এক প্রযোজক তাঁর প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার পর হ্যান্ডশেক করতে চাইলে তাঁর হাত নিজের মুখের মধ্যে নিয়ে কামড়ে দিয়েছিলেন কিশোর। মনে করিয়ে দিয়েছিলেন বাইরে টাঙানো বোর্ডের কথা।

আবার একবার এক প্রযোজক বেশ কিছুদিন ধরে তাঁর টাকা বাকি রেখে দিয়েছিলেন। সিনেমার নায়ক-গায়ক ছিলেন কিশোর কুমার। তাই রোজ খানিকটা করে গোঁফ আর চুল কামাতে শুরু করেন তিনি। অবশেষে পুরো টাকা মিটিয়ে দেওয়াতে ক্ষান্ত হন কিশোর।

আর একবার একটি দৃশ্যে তাঁর গাড়ি চালিয়ে ফ্রেম থেকে বেরিয়ে যাওয়ার কথা। সেই মতো ফ্রেম থেকে তো বেরিয়ে গেলেন কিশোর‚ কিন্তু গাড়ি না থামিয়ে সোজা পানভেল অব্দি চলে গিয়েছিলেন তিনি। কারণ হিসেবে বলেছিলেন ডিরেক্টর তো ‘কাট‘ বলেননি।

অরুণ চৌধুরীর লেখা ‘পাশের বাড়ি‘ গল্প থেকে ১৯৬৮ সালে তৈরি হয় ‘পড়োশন‘। মনে আছে সেই বিখ্যাত গান ‘এক চতুর নার‘? কিশোর কুমার-মান্না দে‘র ডুয়েট সঙ। ট্রেনড ক্লাসিক্যাল গায়ক মান্না দে কিছুতেই আনট্রেনড কিশোর কুমারের কাছে হার মানতে চাননি। তাই ‘ইয়ে সুর কিধার গয়া জি‘ এই ডায়লগটি ডাব করতে অস্বীকার করেন। শেষমেশ অভিনেতা মেহমুদ ডাব করেন এই ডায়লগ।

হৃষিকেশ মুখার্জ্জির ডেব্যু ফিল্মে ‘মুসাফির‘(১৯৫৭)-এ দীলিপ কুমার ও সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করেছিলেন কিশোর কুমারও। পরবর্তীকালে তাঁরই নির্দেশনায় ‘আনন্দ‘-এও অভিনয় করার কথা ছিল কিশোর কুমারের। আর সঙ্গে থাকার কথা ছিল মেহমুদের। কিন্তু কোনও কারণে এক ঝামেলায় জড়িয়ে পড়ায় ‘আনন্দ‘-এ আর কাজ করা হয়নি কিশোর কুমারের। সেই দুটি চরিত্রে শেষমেশ অভিনয় করেন অমিতাভ বচ্চন ও রাজেশ খান্না।

কিশোর কুমারের অন্যতম সুপার হিট ছবি ‘চলতি কা নাম গাড়ি‘(১৯৫৮)-র অনুপ্রেরণা ছিল তাঁরই বাবার পুরনো একটা ক্রাইশলার গাড়ি। কিশোর ভেবেছিলেন কমার্শিয়ালি ফ্লপ হবে এই ছবি আর তা তিনি ইনকাম ট্যাক্স লস হিসেবে দেখাতে পারবেন। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে এই ছবি সে বছরের দ্বিতীয় বৃহত্তম হিট হিসেবে সাফল্য পায়। এই ছবিতে ছিলেন তাঁর স্ত্রী মধুবালা এবং বাকি দুই ভাই অশোক কুমার ও অনুপ কুমার। কিশোর কুমার নির্দেশিত ১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘বড়তি কা নাম দাড়ি‘ দেখে সত্যজিত রায় বলেছিলেন নিজের সময়কালের থেকে ২৫ বছর এগিয়ে ছিল সে ছবি।

চারটি ছবিতে ডিরেক্টর‚ প্রোডিউসার‚ গল্পকার‚ চিত্রনাট্যকার‚ লিরিসিস্ট‚ মিউজিক ডিরেক্টর‚ অভিনেতা এবং গায়ক এই সবকটি ভূমিকায় একসঙ্গে একা হাতে কাজ করেছেন কিশোর কুমার | সেই ছবিগুলি হলো – ‘দূর গগন কি ছাঁও মে‘(১৯৬৪)‚ ‘দূর কা রাহি‘(১৯৭১)‚ ‘বড়তি কি নাম দাড়ি‘(১৯৭৪) এবং ‘সাবাশ ড্যাডি‘(১৯৭৮)।

]]>