Bomb – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jun 2024 13:05:02 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Bomb – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 बम की धमकी मिलने के बाद चेन्नई-कोलकाता इंडिगो फ्लाइट में तीन घंटे की देरी https://ekolkata24.com/uncategorized/bomb-in-indigo-flight-from-chennai-to-kolkata Tue, 04 Jun 2024 13:05:02 +0000 https://ekolkata24.com/?p=47993 चेन्नई: चेन्नई से कोलकाता जा रही इंडिगो की एक फ्लाइट में बम होने का दावा क‌िया गया है। बता दें क‌ि यह घटना अकासा एयर की दिल्ली-मुंबई फ्लाइट में बम की धमकी मिलने के कुछ घंटों बाद हुई है, जिसमें 186 यात्री सवार थे और फ्लाइट को अहमदाबाद का रूख करना पड़ा। इसके बाद अकासा फ्लाइट के सभी यात्रियों को बाहर निकाला गया और फ्लाइट की जांच की गई।

अधिकारियों ने बताया कि सोमवार सुबह यहां से कोलकाता जाने वाली इंडिगो की एक फ्लाइट में दो घंटे की देरी हुई, क्योंकि एक कॉल में चेतावनी दी गई थी कि उस फ्लाइट में बम विस्फोट हो सकता है। यहां थुराईपक्कम स्थित इंडिगो कॉल सेंटर पर कॉल आने के बाद अधिकारियों ने फ्लाइट को एक अलग जगह पर ले जाकर सुरक्षा जांच की। सुरक्षा प्रक्रिया पूरी होने के बाद फ्लाइट को सुबह 10.30 बजे रवाना होने की अनुमति दी गई।

दिन में ऐसी दूसरी घटनाइस से पहले आज 186 यात्रियों को लेकर जा रही अकासा एयर की दिल्ली-मुंबई फ्लाइट में बम की धमकी मिली थी। इसके बाद सुरक्षा कारणों से फ्लाइट को अहमदाबाद की ओर मोड़ दिया गया। सुरक्षा को सर्वोच्च प्राथमिकता देते हुए, सभी यात्रियों को बाहर निकाला गया. अकासा एयर के प्रवक्ता के अनुसार बम की धमकी मिलने के बाद कैप्टन ने सभी आवश्यक आपातकालीन प्रक्रियाओं का पालन किया और सुबह 10:13 बजे सरदार वल्लभभाई पटेल अंतर्राष्ट्रीय हवाई अड्डे पर सुरक्षित रूप से उतर गए।

]]>
दिल्ली से वाराणसी जा रहे विमान में बम की सूचना से हड़कंप  https://ekolkata24.com/top-story/bomb-in-plane-going-from-delhi-to-varanasi Tue, 28 May 2024 07:03:49 +0000 https://ekolkata24.com/?p=47633 नई दिल्ली : दिल्ली से वाराणसी जाने के लिए तैयार इंडिगो के विमान में सुबह 5.35 बजे बम होने की सूचना मिलने से हड़कंप मच गया। जिसके बाद विमान को रन-वे पर ही रोक दिया गया। तुरंत कार्रवाई करते हुए सबसे पहले विमान में सवार सभी यात्रियों को आपातकालीन द्वार से बाहर निकाला गाय। विमान की संपूर्ण निरीक्षण के आइसोलेशन बे पर ले जाया गया। इस दौराण सुरक्षाकर्मियों की टीम भी मौके पर पहुंच गई। गहन जान के बाद विमान से कुछ भी संदिग्ध नही मिला। 

बताया गया है कि इंडिगो का विमान दिल्ली से वाराणी जाने के लिए रवाना होने के लिए रन-वे पर था। तभी विमान में बम होने की सूचना मिली। सूचना के बाद विमान से सभी यात्रियों को बाहर निकाला गया। इस  विमान में बम होने की सूचना दिल्ली दमकल सेवा को मिली थी। 

गौरतलब हो कि इससे पहले दिल्ली के स्कूलों और अस्पतालों में भी बम होन की धमकियां मिल चुकी है। अब इंडिगो के विमान में बम होने की सूचना मिली। मौके पर मौजूद बम स्क्वाड विमान की जांच करने में लगी रही।

 
]]>
ট্রেনে বোমা আছে বলে আতঙ্ক ছড়ালেন বিজেপি সাংসদ উমা ভারতী https://ekolkata24.com/uncategorized/bjp-mp-uma-bharti-panicked-that-there-was-a-bomb-on-the-train Sun, 26 Dec 2021 17:24:42 +0000 https://ekolkata24.com/?p=16354 নিউজ ডেস্ক: রাত ৯টা ৪০। উত্তরপ্রদেশের ললিতপুর স্টেশনে(lalitpur station) ঢুকছে খাজুরাহো-কুরুক্ষেত্র এক্সপ্রেস। ওই ট্রেনের এইচএ-১ বগিতে যাত্রী হিসেবে ছিলেন বিজেপি সাংসদ উমা ভারতী (uma bharati)। হঠাৎই তিনি চিৎকার করতে শুরু করেন ট্রেনে বোমা আছে। সাংসদের চিৎকারে ছুটে আসেন রেল রক্ষীরা।

প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রেখে সমস্ত যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দিয়ে তল্লাশি চালায় রেলরক্ষীরা। সাংসদের চিৎকারে গোটা স্টেশন ও ট্রেন যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। যদিও সেই তল্লাশি অভিযানে বোমার কোনও চিহ্ন মেলেনি। কিন্তু বোমাতঙ্কের কারণে ট্রেনটিকে প্রায় দু’ঘণ্টা ললিতপুর স্টেশনে দাঁড়ি করিয়ে রাখা হয়। বিজেপি সাংসদ হঠাৎই কেন এভাবে বোমাতঙ্ক ছড়ালেন তা বোধগম্য হয়নি পুলিশের (police)। উল্লেখ্য, উমা ওই ট্রেনে মধ্যপ্রদেশের টিকমগড় (tikamgarh) থেকে দিল্লি (delhi) যাচ্ছিলেন।

উমা ভারতী হঠাৎই কেন বোমা বোমা বলে চিৎকার করে উঠলেন সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি। সাংসদ নিজেও কিসের ভিত্তিতে বোমা রাখার কথা বললেন তা তিনি জানাননি। শোনা যাচ্ছে, নেত্রীর মনে ট্রেনে বোমা আছে এমন একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সে কারণেই তিনি সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানান। কেন্দ্রের শাসক দলের সাংসদদের কাছ থেকে এই সতর্কবার্তা পেয়ে পুলিশ অবশ্য কোনও ঝুঁকি নেয়নি। সঙ্গে সঙ্গেই আরপিএফ ও জিআরপি চিরুনি তল্লাশি শুরু করে। আনা হয় ডগ স্কোয়াডের সদস্যদের।

ললিতপুর থেকে ট্রেনটি ঝাঁসি পৌছলে শেখানও একদফা কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। পাশাপাশি সাংসদের নিরাপত্তাও বাড়ায় পুলিশ। তবে শেষ পর্যন্ত ওই ট্রেনে কোনও সমস্যা হয়নি। তবে ঘটনার জেরে নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা পর নিরাপদেই ওই ট্রেন দিল্লি পৌঁছয়।

যাত্রীদের মধ্যে অনেকেই অবশ্য সাংসদের এই আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, শাসক দলের সাংসদ নিজের ক্ষমতা দেখাতেই অকারণে বোমাতঙ্ক ছড়িয়েছেন। এটা যদি অন্য কোনও যাত্রী করত তবে পুলিশ আইনমাফিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। কিন্তু শাসক দলের সাংসদ হওয়ার কারণে ছাড় পেয়ে গেলেন উমা। বরং তিনি সংবাদমাধ্যমে জায়গা করে নিলেন।

]]>
Punjab: লুধিয়ানা জেলা আদালতে বিস্ফোরণ, মৃত ২, জখম ৬ https://ekolkata24.com/uncategorized/explosion-at-ludhiana-district-court-in-punjab-2-dead-6-injured Thu, 23 Dec 2021 09:09:49 +0000 https://ekolkata24.com/?p=15990 News Desk: হাতে গোনা আর কয়েকদিন পরেই পাঞ্জাব (punjab) বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগেই রক্তাক্ত হয়ে উঠল পাঞ্জাবের লুধিয়ানা জেলা (ludhina district court) আদালত। বৃহস্পতিবার ওই আদালতের আইনজীবীরা (lawyers) ধর্মঘট ডেকেছিলেন। তবুও তারই মধ্যে কিছু মামলার শুনানির চলছিল। সে সময় আচমকাই বিস্ফোরণের (huge blast) শব্দে কেঁপে উঠল আদালত ভবন। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আদালতের তিন তলায় একটি শৌচালয়ের মধ্যে বিস্ফোরণ ঘটে বলে খবর।

রাজ্য পুলিশ জানিয়েছে, এদিন দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বড় মাপের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশের অনুমান রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের পরে আদালত কক্ষ থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় মানুষই প্রথমে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।

আদালত চত্বরে থাকা কয়েকটি দোকানের মালিক জানিয়েছেন, বৃহস্পতিবার জেলা আদালতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন আইনজীবীরা। তাই অন্য দিনের তুলনায় এদিন ভিড় ছিল অনেকটাই কম। যদি এদিন স্বাভাবিক কাজকর্ম হত তবে হতাহতের সংখ্যা নিশ্চিতভাবেই আরো বাড়ত। এদিনের বিস্ফোরণে মৃতদের মধ্যে আছেন এক মহিলা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শৌচাগারের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নিচে অনেক গাড়ি পার্ক করা ছিল। দেওয়াল ভেঙে গাড়ির উপর পড়ায় গাড়িগুলির ক্ষতি হয়েছে। বিস্ফোরণের জেরে শৌচালয়ের লোহার দরজাও দুমড়ে মুচড়ে গিয়েছে।

বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যেই ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড। বিস্ফোরণের খবর জানার পর লুধিয়ানা গিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, নির্বাচনের আগে বড়সড় নাশকতার ষড়যন্ত্র হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তা জানতে তদন্ত করছে পুলিশ। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তারা কেউ পার পাবে না। মুখ্যমন্ত্রী এদিন আদালত চত্বর ঘুরে দেখেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।

]]>
পুলওয়ামায় হামলা: বোমার রাসায়নিক কেনা হয়েছিল অ্যামাজন থেকে https://ekolkata24.com/uncategorized/attack-on-pulwama-bomb-chemicals-were-bought-from-amazon Mon, 22 Nov 2021 12:40:01 +0000 https://ekolkata24.com/?p=12047 News Desk: বিতর্ক যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না ই-কমার্স সংস্থা অ্যামাজনের (amazon)। সম্প্রতি অ্যামাজনের বিরুদ্ধে অনলাইনে অর্ডার নিয়ে গাঁজা বাড়িতে পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত করছিল এনআইএ (nia)। সেই তদন্তেই উঠ এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।

এনআইএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় বিস্ফোরণ (blast) ঘটানো হয়েছিল। সেই বিস্ফোরণের জন্য বোমা তৈরির বেশিরভাগ রাসায়নিক কেনা হয়েছিল অ্যামাজন থেকেই।

উল্লেখ্য, আড়াই বছরেরও বেশি আগে ভ্যালেন্টাইন্স ডের দিন পুলওয়ামায় সিআরপিএফের (crpf) কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল গোটা দেশ। সম্প্রতি মাদক মামলায় অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে এনআইএ। সেই তদন্তে গোয়েন্দা সংস্থার হাতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

Attack on Pulwama

গোয়েন্দারা জানতে পেরেছেন, পুলওয়ামা হামলায় ব্যবহৃত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরি করার জন্য যে সমস্ত রাসায়নিক পদার্থ লাগে সেগুলি অ্যামাজন থেকে কেনা হয়েছিল। বোম তৈরি রাসায়নিক বিক্রি করার অভিযোগ ওঠায় রীতিমতো চাপে পড়ে গিয়েছে এই ই-কমার্স সংস্থা। শনিবার এই সংস্থার বিরুদ্ধে মাদক আইনেও মামলা দায়ের হয়েছে। অন্ধপ্রদেশের চার ব্যক্তি অ্যামাজন সাইটের মাধ্যমেই রীতিমতো গাঁজা বিক্রি করত। ধৃতরা নিজেরাই আমাজনের মাধ্যমে মাদক বিক্রির কথা স্বীকার করে নিয়েছে।

পুলওয়ামা হামলার তদন্তে সম্প্রতি দুই ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ। ধৃতরা হল ওয়াজ-উল ইসলাম এবং মহম্মদ আব্বাস রাথার। ওয়াজ-উল শ্রীনগরের এবং রাথার পুলওয়ামার বাসিন্দা। দীর্ঘ জেরায় এনআইএ-র তদন্তকারীরা জানতে পেরেছেন, নিজের অনলাইন শপিং অ্যাকাউন্ট থেকে ওয়াজ-উল আইডি বিস্ফোরক তৈরির জন্য সমস্ত রাসায়নিক কিনেছিল অ্যামাজনের কাছ থেকে।

তারপর সেই সমস্ত ও রাসায়নিক সে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কাছে পাঠিয়ে দিয়েছিল। ২০১৮ সালের এপ্রিল মাসে কাশ্মীরে এসেছিল পাক আইডি বিস্ফোরক বিশেষজ্ঞ মহম্মদ উমর। এই বোম বিশেষজ্ঞ উমরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল রাথার। এমনকী, পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালানো জঙ্গি আদিল আহমেদ দারকেও বেশকিছু দিন নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল রাথার। অ্যামাজনের বিরুদ্ধে মাদক মামলার তদন্ত করতে গিয়ে শেষ পর্যন্ত যা পরিস্থিতি তাতে বলা যায় কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে উঠে আসছে।

]]>