Boyfriend – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 01 Oct 2021 11:04:24 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Boyfriend – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bollywood: প্রবাসী প্রেমিকের সঙ্গে বিয়ে সারছেন মৌনী রায় https://ekolkata24.com/entertainment/bollywood-mouni-roy-to-tie-the-knot-with-boyfriend-suraj-nambiar-in-january Fri, 01 Oct 2021 11:04:24 +0000 https://www.ekolkata24.com/?p=6220 বায়োস্কাপ ডেস্ক: গত বছর থেকেই বলিউড দুনিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে চুপি চুপি বিয়ে করছেন মৌনী রায় (Mouni Roy)। খবর এমনই ছিল যে করোনার কারণেই ক্রমাগত পিছিয়ে চলেছিল বিয়ের দিনক্ষণ। রোজ নতুন করে সামনে আসছিল মৌনি রায়ের প্রেম ও বিয়ে সম্পর্কে নানা রটনা।

তবে সেই সব গুঞ্জনে পাকাপাকিভাবে ইতি টানতে এবার মুখ খুললেন মৌনি রায়ের ভাই বিদ্যুৎ রায় সরকার। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের প্রবাসী প্রেমিকের সাথেই আগামী বছরের জানুয়ারিতে অবশেষে বিয়েটা সারতে চলেছেন মৌনী।

জানা গিয়েছে দুবাইয়ের কোটিপতি ব্যবসায়ী সুরজ (Suraj Nambiar) নামের সাথে দীর্ঘদিনের প্রেম মৌনী রায়ের। অবশেষে সেই প্রেম পরিণতি পেতে চলেছে বিয়ের আসরে। বিয়ের অনুষ্ঠান ইতালি ও দুবাইতে অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। যদিও এও জানা গিয়েছে যে নায়িকার ইচ্ছে তার কুচবিহারের ভিঁটেতেও বিয়ের আয়োজন করার। তার কুচবিহারে বাড়িতে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে বলেই বাঙালি অভিনেত্রীর এমন ইচ্ছে। মৌনীর হবু বর সুরজ বেঙ্গালুরুর একটি জৈন পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এ বছরের শুরুর দিকেই বন্ধু নেহা ধুপিয়ার বাড়িতে বিয়ের পাকা কথা সেরে ফেলেছিলেন মৌনী রায়।

মৌনীর বাবা কোচবিহার পৌরসভার একজন উচ্চপদস্থ কর্মচারী এবং মা একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। মৌনি রায় তার পড়াশোনা শেষ করেছিলেন দিল্লী ইউনিভার্সিটি থেকে। গ্ল্যামার জগতে তিনি পথচলার শুরু করেছিলেন স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’ (২০০৭) এর মাধ্যমে। এছাড়াও তিনি একাধিক হিন্দি সিরিয়ালে কাজ করেছেন।

কালার্স এর জনপ্রিয় সিরিয়াল নাগিন ২ এর মাধ্যমে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান। ২০১৮ সালে রিমা কাগতি পরিচালিত ‘গোল্ড’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। এছাড়াও বিভিন্ন গানের ভিডিওতে দেখা গিয়েছে মৌনীকে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন মৌনী। ভাই বিদ্যুৎ মুখ খুলল এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

]]>
অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া’র বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও-ছবি ফাঁস https://ekolkata24.com/entertainment/anurag-kashyaps-daughter-aaliyah-shares-intimate-photos-with-boyfriend Thu, 26 Aug 2021 09:39:07 +0000 https://www.ekolkata24.com/?p=3195 বায়োস্কোপ ডেস্ক: আলিয়া কাশ্যপ (Aaliyah Kashyap)৷  বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap)  মেয়ে। অন্যান্য স্টারকিডদের মতো আলিয়াও ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয়। শুধু ইনস্টাগ্রামই নয়, আলিয়ার নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে। দিনকয়েক আগেই সেই চ্যানেলে বাবা অনুরাগের সঙ্গে একটি চ্যাটের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। ব্যক্তিগত প্রশ্ন-উত্তরে ভরা সেই ভিডিও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

ভিডিওতে আলিয়া অনুরাগ কাশ্যপকে জিজ্ঞেস করেছিলেন, ‘যদি আমি কখনও হঠাৎ করে সন্তানসম্ভবা হয়ে যাই, আর তোমাকে তা জানাই, তাহলে তোমার প্রতিক্রিয়া কি হবে?’ অনুরাগ প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, ‘আমি তোমায় জিজ্ঞাসা করব তুমি এই সন্তান চাও কিনা। তোমার যা সিদ্ধান্ত হবে, তা আমি সবসময় সমর্থন করব।’ বাবা-মেয়ের এই খোলামেলা সম্পর্কে মজেছিলেন নেটিজেনরা।

Anurag Kashyap's Daughter Aaliyah Anurag Kashyap's Daughter Aaliyah Anurag Kashyap's Daughter Aaliyah

এবার আলিয়া প্রেমিক শেন গ্রেগোয়ারের জন্মদিনে, তাঁদের একগুচ্ছ অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন। শেনের ২২ বছরের জন্মদিনে তাঁদের সমুদ্র সৈকতে কাটানো মূহুর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া। ছবিতে ‘লিপলক’ অবস্থায় দেখা যাচ্ছে আলিয়া-শেনকে। এক বছরেরও ধরে শেনের সঙ্গে ডেটিং করছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aaliyah Kashyap (@aaliyahkashyap)

আলিয়া পোস্টটি শেয়ার করে লিখেছেন, “আমার ভালবাসাকে ২২তম জন্মদিনের শুভেচ্ছা! তুমি আমাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মেয়ের মতো মনে কর। তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ। তোমাকে খুব ভালোবাসি।”

]]>