campaign – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 17 Oct 2023 11:52:40 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png campaign – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 अब मध्य प्रदेश में कांग्रेस के लिए चुनाव प्रचार करेंगी ममता https://ekolkata24.com/uncategorized/now-mamata-will-campaign-for-congress-in-madhya-pradesh Tue, 17 Oct 2023 11:52:40 +0000 https://ekolkata24.com/?p=46226 पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के खिलाफ बंगाल में भले ही कांग्रेस अध्यक्ष अधीर रंजन चौधरी सबसे अधिक हमलावर रहते हैं। लेकिन नवंबर के मध्य में होने वाले विधानसभा चुनाव में ममता कांग्रेस के लिए प्रचार करने जा रही हैं। पार्टी ने उन्हें मध्य प्रदेश में चुनाव प्रचार के लिए आमंत्रित किया है। तृणमूल कांग्रेस के सूत्रों ने इसकी पुष्टि करते हुए बताया है कि इंदौर एक नंबर विधानसभा सीट पर कांग्रेस उम्मीदवार के समर्थन में प्रचार करने के लिए ममता बनर्जी को आमंत्रित किया गया है। यहां से कांग्रेस के उम्मीदवार संजय शुक्ला हैं जिनके विपरीत भारतीय जनता पार्टी ने कैलाश विजयवर्गीय को उम्मीदवार बनाया है।

विजयवर्गीय लंबे समय तक बंगाल के प्रभारी रहे हैं और यहां रहने के दौरान उन पर कई गंभीर आरोप लगे हैं। दुष्कर्म की कोशिश समेत अन्य गंभीर धाराओं में कोलकाता में उनके खिलाफ कई प्राथमिक की दर्ज है। इसलिए उनके खिलाफ ममता बनर्जी का चुनाव प्रचार बेहद खास होने जा रहा है।

]]>
বিজয় হাজারে ট্রফিতে জয় দিয়ে অভিযান শুরু বাংলার https://ekolkata24.com/sports-news/bengal-started-the-campaign-with-a-victory-in-vijay-hazare-trophy Wed, 08 Dec 2021 18:58:56 +0000 https://ekolkata24.com/?p=14162 Sports desk: বিজয় হাজারে ট্রফির একদিনের ফর্ম্যাটে বাংলার বোলারদের দাপটে তছনছ বরোদা। হেডকোচ অরুণলালের ছেলেরা জিতলো ২৭ রানে,সঙ্গে পেল ৪ পয়েন্ট।

ত্রিবান্দ্রমের গ্রীনফ্লিড স্টেডিয়ামে বরোদা টসে জিতে ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। বাংলার হয়ে অভিষেক দাস ৬২,কাইফ আহমেদ ৬৭,ঋতিক রায় চৌধুরী ৪৮ রান করেন।অধিনায়ক সুদীপ চ্যাটার্জী ১৪ রানে প্যাভিলিয়ন ফিরে আসেন। বাংলা ৪৯.৪ ওভারে ২৩০ রানে অল আউট হয়ে যায়। বরোদার হয়ে শেঠ ৪,মেরিওয়ালা ৩,ক্রুনাল পান্ডিয়া ২ টি করে উইকেট নেয়।

জবাবে ব্যাট করতে নেমে বাংলার বোলিং লাইন আপের মুখে পড়ে লণ্ডভণ্ড দশা বরোদার। আকাশদীপ সিং ৩,মুকেশ কুমার, সাহবাজ, ঋতিক বিজয় চ্যাটার্জী ২ টি করে উইকেট শিকার করে বরোদার। ৪৮.২ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় বরোদা।

বরোদা অধিনায়ক কেদার দেওধর ৩৫,পি এ কুমার ৪৮,ক্রুনাল পান্ডিয়া ৩৯,কাঁকাদে ২৮,মিতেস প্যাটেল ২০ রান করেন। বাংলার আকাশদীপ সিং ৯.২ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রানে ৩ উইকেট শাশ্বত রাউত শূন্য হাতে,শেঠ ৮,ভার্গব ভাটকে ৩ রানে শিকার করে। বিষ্ণু সোলাঙ্কিকে ১০ রানের মাথায় করেন সুদীপ চ্যাটার্জী।

বিজয় হাজারে ট্রফিতে বাংলার পরের ম্যাচ পন্ডিচেরীর বিরুদ্ধে আগামীকাল বৃ্হস্পতিবার, ত্রিবান্দ্রমের মঙ্গলাপুরমে। বাংলা এলিট গ্রুপ ‘B’ রয়েছে। এই গ্রুপে শক্তিশালী মুম্বই যারা গতবারের চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে রয়েছে। সঙ্গে তামিলনাড়ু এবং কর্ণাটক রয়েছে। তাই এই গ্রুপকে “গ্রুপ অফ ডেথ” বলা হচ্ছে।

]]>
লাগাতার সংসদ অভিযানের ডাক দিল সংযুক্ত কিষান মোর্চা https://ekolkata24.com/uncategorized/sanyukt-kisan-morcha-called-for-continuous-parliamentary-campaign Tue, 09 Nov 2021 16:22:44 +0000 https://www.ekolkata24.com/?p=10863 Political correspondent: ২৯ নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ২০২০-র নভেম্বরে নরেন্দ্র মোদি সরকার তৈরি করেছিল নতুন তিন কৃষি আইন। সেই আইন বাতিলের দাবিতে দীর্ঘ এক বছর ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কিন্তু কৃষকদের এই প্রতিবাদ আন্দোলনে এতটুকু টনক নড়েনি মোদি সরকারের।

ঘটনার জেরে সংযুক্ত কিষান মোর্চা মঙ্গলবার জানিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনের (winter season) প্রথম দিন থেকেই তারা লাগাতার সংসদ ভবন অভিযান চালিয়ে যাবে। পুলিশ অনুমতি দিক বা না দিক তারা এই কর্মসূচি অবশ্যই পালন করবে।

সংযুক্ত কিষান মোর্চার নেতা রাকেশ টিকায়েত (Rakesh talayot) মঙ্গলবার বলেন, ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ওই দিন থেকে যতদিন অধিবেশন চলবে ততদিন পর্যন্ত প্রতিদিনই সংসদ ভবন (parliament) অভিযান কর্মসূচি পালন করবেন তাঁরা। প্রতিদিন একেবারে নিয়ম করে ৫০০ জন কৃষক (farmer) সংসদ ভবন অভিযানে যাবেন। মোদি সরকার যতদিন না এই সর্বনাশা কৃষি আইন বাতিল করবে ততদিন পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। কোন অবস্থাতেই তাঁরা পিছু হটবেন না। এমনকী, দিল্লি (Delhi) পুলিশ যদি তাঁদের সংসদ ভবন অভিযানের অনুমতি না দেয়, তবে তাঁরা পুলিশের অনুমতির অপেক্ষা করবেন না। টিকায়েতের দাবি, তাঁরা কেউ চিন (chin) বা রাশিয়া (Russia) থাকেন না। তাই সংসদ ভবন অভিযানের জন্য তাঁদের আলাদা করে অনুমতি নিতে হবে তার কোনও মানে নেই।

মোদি সরকারের এই কালা কৃষি আইনের প্রতিবাদ জানাতে এক বছর ধরে আন্দোলন করছে দেশের ৪০টি কৃষক সংগঠন। আগামী বছরের গোড়াতেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হল গোবলয়ের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ (utter Pradesh)। যোগী আদিত্যনাথের রাজ্যের উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। সে কারণে চলতি মাসের ২২ তারিখে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। পাশাপাশি উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলেও কৃষক আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

ওই মহাপঞ্চায়েত সম্পর্কে টিকায়েত বলেন, উত্তরপ্রদেশ সরকার পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে যদি কৃষক পঞ্চায়েত ভেস্তে দেওয়ার চেষ্টা করে তাহলে উপযুক্ত জবাব দেবেন তাঁরা। পুলিশ যদি কৃষকদের তাঁবু ভেঙে দেওয়ার চেষ্টা তবে প্রতিটি থানা ও জেলাশাসকের দফতরের সামনে তাঁরা তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।

]]>
সন্তোষ ট্রফির জোনাল ম্যাচে বাংলার অভিযান ২১ নভেম্বর https://ekolkata24.com/sports-news/bengals-campaign-in-the-zonal-match-of-santosh-trophy-is-on-21st-november Tue, 26 Oct 2021 11:30:28 +0000 https://www.ekolkata24.com/?p=9214 Sports Desk: ৭৫ তম সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যগুলি তাদের নিজেদের জোনের (অঞ্চল) গ্রুপের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ ইস্ট জোনের গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলা। একই গ্রুপে সিকিম ও ছত্তিসগড় রয়েছে।

২১ নভেম্বর থেকে সন্তোষ ট্রফির জোনাল ভিত্তিক ম্যাচ শুরু হচ্ছে।বাংলা ২১ নভেম্বর মুখোমুখি হবে ছত্তিসগড়ের, কল্যাণী স্টেডিয়ামে। ২৩ নভেম্বর সিকিম বনাম ছত্তিসগড়ের খেলা কল্যাণীতে। বাংলা সিকিমের বিরুদ্ধে নামবে দ্বিতীয় ম্যাচে ২৫ নভেম্বর, কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে।

সারা ভারত জুড়ে দলগুলিকে পাঁচটি জোনের (অঞ্চল) দুটি গ্রুপে ‘এ’ এবং ‘বি’তে ভাগ করা হয়েছে – উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল এবং উত্তর-পূর্ব অঞ্চল। তাদের নিজেদের গ্রুপের শীর্ষে থাকা দলগুলি সন্তোষ ট্রফির চূড়ান্ত রাউন্ডে খেলতে নামবে। সন্তোষ ট্রফির মূল পর্ব চলতি বছরের শেষের দিকে কেরালায় অনুষ্ঠিত হতে চলেছে।

অন্যদিকে, বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যের অধীনে হাওড়া স্টেডিয়ামে জোরকদমে চলছে সন্তোষ ট্রফির ট্রায়াল। ২০ অক্টোবর থেকে রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে এই ট্রায়াল।আইএফএ সূত্রে খবর, হাওড়ায় সম্ভাব‍্য দল বাছাই করে আবাসিক শিবির হবে সোনারপুরে। এরপরে বাংলা মূল দল গড়ে কল‍্যাণীতে থাকবে।

বাংলাকে শেষ সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। সবথেকে বেশি সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা,৩২ বার। ৪৫ বার সন্তোষ ট্রফির ফাইনাল খেলছে বাংলা। ২০১৬-১৭ মরসুমে বাংলা শেষবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়।

]]>