catastrophic disasters – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 31 Jul 2021 15:01:18 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png catastrophic disasters – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 চলতি বছরে বিশ্বজুড়ে সাতটি ভয়াবহ বিপর্যয় https://ekolkata24.com/offbeat-news/there-have-been-seven-catastrophic-disasters-around-the-world-this-year Wed, 28 Jul 2021 08:41:13 +0000 https://www.ekolkata24.com/?p=1388 নিউজ় ডেস্ক: ২০২০ থেকে এখনও পর্যন্ত মারণ করোনাভাইরাসের কোপে বিপর্যস্ত৷ এখনও বিশ্বের বহু দেশ এই মহামারিতে রীতিমতো দিশেহারা৷ এই মহামারির সঙ্গে নতুন করে নানা প্রাকৃতিক বিপর্যয়ের কবলে বিশ্ববাসী৷ কোথাও ভয়াবহ বন্যা৷ কোথাও ভূমিধস৷ আবার মস্কো, কানাডার মতো শীতপ্রধান দেশও জ্বলছে প্রচণ্ড গরমে৷ চলতি বছরে ঘটে যাওয়া সাতটি ভয়াবহ বিপর্যয় তুলে ধরা হল এই প্রতিবেদনে৷

ইউরোপে বন্যা: গ্রীষ্মকালে অতিবৃষ্টির কারণে ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে৷ আকস্মিক এই বন্যায় শুধুমাত্র জার্মানি ও বেলজিয়ামেই দুইশ নয় জন প্রাণ হারিয়েছে৷ আর ঘরছাড়া হয়েছেন শত শত মানুষ৷ এমন বন্যা গত এক দশকেও দেখেনি ইউরোপ৷

আক্রান্ত চিন-ভারতও: অতিবৃষ্টির কারণে বিশ্বের সবচেয়ে দুই জনবহুল রাষ্ট্র চিন এবং ভারতেও বন্যা দেখা দিয়েছে৷ হতাহতের সংখ্যাও নেহাত কম নয়৷ বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের কারণেই এমন পরিস্থিত তৈরি হচ্ছে৷ যা আসছে বছরগুলোতেও হতে পারে৷

মঙ্গায় আক্রান্ত লক্ষাধিক মানুষ: তীব্র খরায় কারণে ফসল উৎপাদন না হওয়ায় আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রায় ১১ লক্ষ ৪০ হাজার মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছে৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, সেখানকার মানুষ ক্ষুধা মেটাতে ক্যাকটাস ও পোকামাকড় খেয়ে জীবন বাঁচানোর চেষ্টায় আছে৷

রেকর্ড গরম যুক্তরাষ্ট্র ও ক্যানাডায়: ইউরোপ কিংবা এশিয়া যখন বন্যায় নাকাল, যুক্তরাষ্ট্র ও ক্যানাডার কিছু অঞ্চল তখন উচ্চ তাপমাত্রায় পুড়ছে৷ দক্ষিণ ক্যানাডার লিটোন অঞ্চলে সর্বোচ্চ ৪৯ দশমিক ছয় ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়েছে৷

প্রাকৃতিক দুর্যোগে ঘর ছাড়া হাজারো মানুষ: প্রাকৃতিক দুর্যোগে মুখে ঘরছাড়া মানুষের সংখ্যা গত এক দশকের মধ্যে ২০২০ সালেই সবচেয়ে বেশি ছিল৷ পরিসংখ্যান বলছে, বন্যা, বৃষ্টি ও খরাসহ নানা ধরনের প্রকৃতিক দুর্যোগের কারণে ২০২০ সালে সাড়ে পাঁচ কোটি মানুষ ঘরছাড়া হয়েছেন৷

ঝুঁকিতে আমাজন: এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল দগ্ধ হচ্ছে তীব্র খরায়৷ এমন খরা গত একশ বছরেও দেখেনি ব্রাজিল৷ এর ফলে পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত আমাজনে দাবানল ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷

দাবানলে পুড়ছে: উষ্ণ তাপমাত্রায় সৃষ্ট তীব্র গরম কমে এলেও আবহাওয়ার শুষ্কতার কারণে দেখা দিচ্ছে অন্য বিপদ৷ যুক্তরাজ্যের অরিগন অঞ্চলের কথাই ধরুন৷ সেখানে শুষ্ক আবহাওয়ার কারণে সৃষ্ট দাবানলে দুই সপ্তাহে বিশাল এলাকা পুড়ে গিয়েছে৷

]]>