centers – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 11 Jul 2023 06:19:31 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png centers – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Panchayat Counting: বাহিনী অসহায়-পুলিশ নিরুপায়, গণনা কেন্দ্র যেন যুদ্ধক্ষেত্র https://ekolkata24.com/uncategorized/counting-of-votes-is-going-on-in-339-centers-of-22-districts-of-the-state-under-tight-security Tue, 11 Jul 2023 06:18:20 +0000 https://ekolkata24.com/?p=43103 Panchayat Counting: কড়া নিরাপত্তা বলয়ে রাজ্যের ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে চলছে ভোট গণনা৷ প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় গণনাকেন্দ্র যেন যুদ্ধক্ষেত্র৷ বাঙ্কার বানিয়ে পাহারা দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

ঢোকা ও বেরোনোর মুখে বাহিনীর তল্লাশির মুখে পড়তে হচ্ছে প্রত্যেককে। ভোটের দিন বিভিন্ন জেলার বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল৷ সকাল থেকে গণনা কেন্দ্রগুলিতে রাজনৈতিক সংঘর্ষ চলেছে। শাসক তৃণমূল বনাম বিরোধীদের সংঘর্ষ চলেছে। বোমা পড়ছে। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সামনেই বোমা পড়ছে। তবে কিছু ক্ষেত্রে চলছে নিরাপত্তারক্ষীদের তাড়া।

গণনার দিন যাতে নিরাপত্তাহীনতার অভিযোগ না ওঠে, সে জন্য শুরু থেকেই সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। হুগলি জেলার ১৮টি গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তা রয়েছে। গণনায় হলগুলির সামনেও অত্যাধুনিক রাইফেল নিয়ে দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পঞ্চায়েত ভোটগণনার এই দৃশ্য বিরল৷

হুগলির পোলবা-দাদপুরের আলিনগর স্কুলে আবার দেখা গেল লাইট মেশিনগান নিয়ে পাহারা দিচ্ছেন বাহিনীর জওয়ানরা। আশপাশে জমায়েত দেখলেই তেড়ে যাচ্ছেন তারা। কোনও কোনও জায়গায় জনতাকে ছত্রভঙ্গ করতে হালকা লাঠিচার্জও করছে কেন্দ্রীয় বাহিনী।

]]>