Centurion test match – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 31 Dec 2021 11:12:08 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Centurion test match – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 জোবার্গে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রোটিয়া টিম: অধিনায়ক ডিন এলগার https://ekolkata24.com/sports-news/proteas-are-desperate-to-turn-around-in-the-second-test-at-jobberg-captain-dean-elgar Fri, 31 Dec 2021 11:12:08 +0000 https://ekolkata24.com/?p=17361 Sports Desk: ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্স দেখেছে দক্ষিণ আফ্রিকা তাদের শক্ত ঘাঁটি সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে। প্রথম টেস্টে হেরেছে, কিন্তু প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার বলেন যে, জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচে মাঠে নামলে তার দল তাদের আত্মবিশ্বাস হারাবে না। মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ সিরাজ সহ ভারতীয় পেস আক্রমণ তাদের সেরাটা দিয়েছিল, কারণ দক্ষিণ আফ্রিকা উভয় ইনিংসে ১৯৭ এবং ১৯১ রানে অলআউট হয়। ভারত প্রথম টেস্ট জিতেছে ১১৩ রানের বড় ব্যবধানে।

সুপারস্পোর্টস পার্কে প্রথম টেস্টে হারের পর সাংবাদিক বৈঠকে এসে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার বলেন,”ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে এলগার বলেন, “আমি মনে করি না জোহানেসবার্গে যাওয়া আমাদের আত্মবিশ্বাসকে কোনোভাবেই কমিয়ে দেবে। একটিও ম্যাচ হারানো কখনই ভালো নয়, বিশেষ করে যখন আমরা জানি আমরা কোথায় ভুল করেছি। ম্যাচ চলাকালীন সেই ভুলগুলো শোধরানো কঠিন”। আত্ম বিশ্লেষণের ঢঙে এলগার আরও বলেন,”আশা করি ওয়ান্ডারার্সে (জোহানেসবার্গ) দ্বিতীয় টেস্টে নামা পর্যন্ত আমাদের কিছু সময় থাকবে। আমাদের পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য আমরা সময় পাব”।

গত ছয় মাসের মধ্যে সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচ দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। এলগারের নেতৃত্বে প্রোটিয়া দল খেলেছে মাত্র ছয় টেস্ট ম্যাচ। এর আগে অস্ট্রেলিয়া ৪ টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা যেতে অস্বীকার করেছিল। দলের নিয়মিত অধিনায়কত্ব পাওয়ার পর এলগার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছেন, কিন্তু ভারতের কাছে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয়েছে।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ে দক্ষিণ আফ্রিকা দলের আত্মবিশ্বাস কি তলানিতে গিয়ে ঠেকেছে এই প্রসঙ্গে অধিনায়ক ডিন এলগার বলেন, “আমি মনে করি না এটা (প্রথম টেস্টে হার) আমাদের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেবে। আমরা গত ছয় মাসে তুলনামূলকভাবে ভালো করেছি, তাই আমাদের যে ধরনের ভালো শক্তি আছে তা ব্যবহার করতে হবে।” দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এও বলেন, “হ্যাঁ, আমরা অবশ্যই গ্রুপ হিসেবে আমাদের খেলা পর্যালোচনা করব। আমরা অবশ্যই ফিরে আসব। এমনটাই আমি আশা করছি”।

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে তিন উইকেটে ২৭০ রান করার পর ভারতীয় দল ভালো অবস্থানে ছিল। কেএল রাহুল এই সময়ে দুর্দান্ত সেঞ্চুরি খেলেন। এই প্রসঙ্গে ডিন এলগার বলেন, “ভারত প্রথম ইনিংসে ৩০০’র বেশি রান করেছিল, টস জেতাও তাদের পক্ষে গিয়েছিল। এই রানের জন্য আমাদের খেলার বাকি চার দিন খরচ হয়েছে। প্রথম দিনে আপনি যদি মাত্র তিনটি উইকেট নেন, তাহলে অবশ্যই এর জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে।

ভারতীয় দল প্রথমবারের মতো সেঞ্চুরিয়ন টেস্ট জিতেছে, এই মাঠে ২৬ টি টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার এটা দ্বিতীয় পরাজয়। এলগার বলেন, মহম্মদ সামি এবং জসপ্রিত বুমরাহ প্রথম টেস্টে ১৩ উইকেট ভাগাভাগি করে নিয়েছে, এদের বিরুদ্ধে তার দলকে সতর্ক থাকতে হবে। ভারতীয় বোলিং লাইন আপকে মূল্যায়ন প্রসঙ্গে প্রোটিয়াদের অধিনায়ক এলগার বলেন “সামি স্পষ্টতই আমাদের ডানহাতি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে। বুমরাহ সবসময় শক্তিতে ভরপুর। উভয়ের বিরুদ্ধেই সতর্ক থাকতে হবে। তাদের (ভারত) বোলিং খুবই ভারসাম্যপূর্ণ”।

সেঞ্চুরিয়নে, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার অর্ধশতরান করেছিলেন।

]]>
প্রোটিয়ার্সদের বিরুদ্ধে প্রথম টেস্টে শ্রেয়স আইয়ারের বাদ ঘিরে বিতর্ক https://ekolkata24.com/sports-news/shreyas-iyer-is-not-the-part-of-centurion-test-match Sun, 26 Dec 2021 13:49:03 +0000 https://ekolkata24.com/?p=16338 Sports desk: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নের, সুপারস্পোর্টস পার্কে সবাইকে অবাক করে দিয়ে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার। আইয়ারের সাম্প্রতিকতম পারফরম্যান্সের ভিত্তিতে কেউ আশা করেনি প্রথম একাদশের বাইরে রাখা হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানেকে। বেশ কিছুদিন ধরেই রাহানের ফর্ম হতাশাজনক। এর পরও প্রথম টেস্টে রাহানেকে অন্তর্ভুক্ত করা নিয়ে টিম ইন্ডিয়া প্রথম একাদশ নির্বাচন নিয়ে বিতর্ক দানা পাকিয়েছে।

 

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের কানপুর টেস্টে অভিষেক ঘটেছিল শ্রেয়স আইয়ারের। আইয়ার অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন,কিউইদের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স ছিল চমৎকার। এমন পরিস্থিতিতে কেউই আশা করেনি যে আইয়ার সেঞ্চুরিয়নে ভারতীয় একাদশে থাকবেন না।

 

রাহানেকে প্রথম টেস্টে অন্তর্ভুক্ত করার পিছনে একমাত্র কারণ হল তিনি বিদেশের মাটিতে ভাল ব্যাটিং করেন। রাহানে ভারতের বাইরে খেলা ৪৬ টেস্ট ম্যাচে ৪১.৭১ গড়ে ৩০৮৭ রান করেছেন। ভারতের মাটিতে রাহানে ৩২ টেস্ট ম্যাচে ১৬৪৪ রান করেছে, গড় ৩৫.৭৩। বিদেশের পিচে রাহানের ৮ সেঞ্চুরি রয়েছে, যেখানে ভারতের ৪টি সেঞ্চুরি রয়েছে। রাহানে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১ টেস্টে ৭৪৮ রান করেছে, যার মধ্যে ৩টি শতরান রয়েছে। সব মিলিয়ে, অজিঙ্কা রাহানে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৪ টেস্টে ২৬৬ রান করেছেন, যেখানে তার গড় ৫৩.২০।

 

 

অজিঙ্কা রাহানের খেলার ধরন রাহুল দ্রাবিড়ের মতো, রাহানে বহুবার স্বীকার করেছেন যে রাহুল দ্রাবিড় তাঁর অনুপ্রেরণা। এমন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার এই শেষ সুযোগ তাঁকে দিতে চান কোচ দ্রাবিড়। প্রথম টেস্টের আগেও, দ্রাবিড় বলেছিলেন যে রাহানের সাথে কথোপকথন খুব ইতিবাচক এবং খুব ভাল হয়েছে। তিনি এই সপ্তাহে ভাল প্রশিক্ষণ নিয়েছেন, অনুশীলনেও তিনি আরও ভাল ছন্দে আছেন বলে মনে হচ্ছে। দ্রাবিড়ের এই কথার আগেই জল্পনা ছিল রাহানেকে প্রথম টেস্টে মাঠে নামানো হতে পারে।

 

এই প্রতিবেদন লেখার সময়ে ভারত ১১৭ রানে দুই উইকেট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, টসে জিতে ব্যাট করতে নেমে। ৪০.২ এবং ৪০.৩ ওভারের, ব্যাক টু ব্যাক দুই বলে লুঙ্গি এনগিডি ভারতের দুই উইকেট তুলে নেয়। ওপেনার মায়াঙ্ক অগ্রবাল ৬০ রানে এলবিডব্লু’র শিকার হয় এবং  

চেতেশ্বর পূজারা রানের খাতা না খুলেই প্যাভিলিয়ন ফিরে আসে। ক্রিজে ব্যাট করছে কেএল রাহুল ৪৭ এবং অধিনায়ক বিরাট কোহলি ১ রানে। ভারত সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে, প্রথম ইনিংসে দুই উইকেটে ১১৮ রান, দ্বিতীয় সেশনে। 

 

ভারতীয় একাদশ:

কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পহ্ন(উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।

 

দক্ষিণ আফ্রিকা একাদশ:

ডিন এলগার(অধিনায়ক), আইদান মার্করাম, কিগুন পিটারসন, ডুসেন, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), ভিয়ান মুল্ডার, কেসব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জানসন।

]]>
সাকিরার তালে মেতে উঠেছে সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচ https://ekolkata24.com/sports-news/centurion-test-match-has-risen-to-the-beat-of-shakira Sun, 26 Dec 2021 12:30:08 +0000 https://ekolkata24.com/?p=16312 Sports desk: ইতিহাসের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।তাই আইপিএলের ফ্রাঞ্চাইজি টিম রাজস্থান রয়্যালস বাইশ গজের লড়াই’তে “বিরাট ভারতের” মনোবল প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ধরে রাখতে টুইট পোস্ট করেছে ২০১০ ফিফা বিশ্বকাপ থিম সঙ্গীতের এক কলি একটু অন্য পটভূমিতে, দক্ষিণ আফ্রিকায় ভারতের ক্রিকেট সফর নিয়ে “This time for India”, ওই টুইট পোস্টে  

“ধন্যবাদ”, জানিয়ে পোস্ট হয়েছে “@সাকিরা 👍”।

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপারস্পোর্টস পার্ক, সেঞ্চুরিয়নে ভারত প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং’র সিদ্ধান্ত নিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

 

ইতিহাসের পাতায়, রবিবার ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রথম টেস্ট ম্যাচ ‘বক্সিং ডে’ টেস্ট নামে জনপ্রিয়, যা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা’র মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। ক্রিজে প্রথম ইনিংসের প্রথম সেশনে কেএল রাহুল ২৯ এবং মায়াঙ্ক অগ্রবাল ৪৫ রানের পার্টনারশিপে ভারত ৮২ রান স্কোরবোর্ডে তুলেছে, রাবাডা,লুঙ্গি এনগিদি,কেসব মহারাজদের বিরুদ্ধে। 

 

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ভারতের বোলিং লাইন আপে মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহের সঙ্গে তৃতীয় বোলার হিসেবে মহম্মদ সিরাজ স্কোয়াডে এসেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে টিম ইন্ডিয়ার স্কোয়াডে শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারিকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া টুইট পোস্ট করেছে,”না আইয়ার। বিহারী নেই। ৫ ব্যাটার নিয়ে মাঠে নামছে ভারত। সাহসী সাহসী ডাক। 🤞 #SAvIND

 

ইতিহাসের পাতা উল্টোলে, দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে টেস্ট সিরিজে অতীতে প্রোটিয়ার্সদের চোখে মুখে ধুলো মাখিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা এই তিন টেস্ট ফর্ম্যাট খেলা টিম সিরিজ জয় করতে পেরেছে। ভারত এখনও দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ ছিনিয়ে আনতে পারেনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত রাহুল মায়াঙ্কের জুটিতে প্রোটিয়ার্সদের ডমিনেট করছে। ইতিহাসের মাহেন্দ্রক্ষণে টিম ইন্ডিয়ার কাছে সিরিজ জয়ের এটাই সেরা সুযোগ। বিশ্বের ক্রিকেট মহলেও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট ম্যাচ সিরিজ নিয়ে কৌতূহল চরমে।

]]>