Charanjit Singh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 23 Dec 2021 09:31:09 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Charanjit Singh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Punjab: লুধিয়ানা জেলা আদালতে বিস্ফোরণ, মৃত ২, জখম ৬ https://ekolkata24.com/uncategorized/explosion-at-ludhiana-district-court-in-punjab-2-dead-6-injured Thu, 23 Dec 2021 09:09:49 +0000 https://ekolkata24.com/?p=15990 News Desk: হাতে গোনা আর কয়েকদিন পরেই পাঞ্জাব (punjab) বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগেই রক্তাক্ত হয়ে উঠল পাঞ্জাবের লুধিয়ানা জেলা (ludhina district court) আদালত। বৃহস্পতিবার ওই আদালতের আইনজীবীরা (lawyers) ধর্মঘট ডেকেছিলেন। তবুও তারই মধ্যে কিছু মামলার শুনানির চলছিল। সে সময় আচমকাই বিস্ফোরণের (huge blast) শব্দে কেঁপে উঠল আদালত ভবন। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আদালতের তিন তলায় একটি শৌচালয়ের মধ্যে বিস্ফোরণ ঘটে বলে খবর।

রাজ্য পুলিশ জানিয়েছে, এদিন দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বড় মাপের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশের অনুমান রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের পরে আদালত কক্ষ থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় মানুষই প্রথমে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।

আদালত চত্বরে থাকা কয়েকটি দোকানের মালিক জানিয়েছেন, বৃহস্পতিবার জেলা আদালতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন আইনজীবীরা। তাই অন্য দিনের তুলনায় এদিন ভিড় ছিল অনেকটাই কম। যদি এদিন স্বাভাবিক কাজকর্ম হত তবে হতাহতের সংখ্যা নিশ্চিতভাবেই আরো বাড়ত। এদিনের বিস্ফোরণে মৃতদের মধ্যে আছেন এক মহিলা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শৌচাগারের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নিচে অনেক গাড়ি পার্ক করা ছিল। দেওয়াল ভেঙে গাড়ির উপর পড়ায় গাড়িগুলির ক্ষতি হয়েছে। বিস্ফোরণের জেরে শৌচালয়ের লোহার দরজাও দুমড়ে মুচড়ে গিয়েছে।

বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যেই ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড। বিস্ফোরণের খবর জানার পর লুধিয়ানা গিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, নির্বাচনের আগে বড়সড় নাশকতার ষড়যন্ত্র হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তা জানতে তদন্ত করছে পুলিশ। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তারা কেউ পার পাবে না। মুখ্যমন্ত্রী এদিন আদালত চত্বর ঘুরে দেখেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।

]]>
মহিলা আইএসএ অফিসারকে যৌন হেনস্থায় অভিযুক্ত চরণজিৎ সিংহের গ্রেফতারের দাবি https://ekolkata24.com/uncategorized/demand-for-arrest-of-charanjit-singh-accused-of-sexually-harassing-a-female-isa-officer Mon, 20 Sep 2021 04:46:30 +0000 https://www.ekolkata24.com/?p=5095 নিউজ ডেস্ক: চেয়ারে না বসতেই পঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে চরণজিৎ সিংহ চান্নিকে গ্রেফতারের দাবি উঠল৷ তিন বছর আগের একটি মামলা তুলে এনে চরণজিৎ-এৎ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জোর দাবি করা হচ্ছে৷ এই নিয়ে রীতিমতো কোনঠাসা পঞ্জাব প্রদেশ কংগ্রেস৷

পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করেন৷ পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বেশ চাপানউতোর চলছিল৷কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে সিধু, জাখড়, সুখবিন্দর সিংহ রান্ধওয়া সহ বেশ কয়েকটি নাম উঠে এলেও শেষমেশ চরণজিৎ সিংয়ের নামেই সিলমোহর পড়ে৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার চরণজিৎ সিংহ চান্নিকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন৷ আজ সোমবার তিনি রাজ্যপালের কাছে শপথ নেবেন৷

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। ৫৮ বছরের কংগ্রেস নেতা চামকৌর সাহিব থেকে তিনবার বিধায়কও হয়েছেন৷ ২০১৭ সালের মার্চ মাসে তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংহর মন্ত্রিসভায় আসেন। রাজ্যেরে সর্বোচ্চ এই পদ পাওয়ার আগে রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী ছিলেন তিনি৷

রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে ‘মি-টু’-এর অভিযোগ ওঠে৷ সেই সময় তিনি রাজ্যের এক মহিলা আইএএস অফিসারের সঙ্গে অভব্য আচরণ করেন বলেন অভিযোগ৷ মুখ্যমন্ত্রী পদে তাঁর নাম ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় সেই পুরোনো মামলা তুলে আনা হয়েছে৷ সেই অভব্য আচরণের ছবি পোস্ট করে নেট নাগরিকরা #ArrestCharanjitChanni হ্যাশট্যাগ তৈরি করে তা ভাইরাল করেছে৷ সোমবার ১১ টায় চরণজিৎ শপথ নেবেন৷ তার আগে #ArrestCharanjitChanni ক্যাম্পেন বেশ জোরাল আকার নিয়েছে৷ ফলে চেয়ারে বসার আগেই চরম অস্বস্থিতে পড়েছে কংগ্রেস নেতৃত্বসহ খোদ চরণজিৎও৷

]]>