Chinese airforce – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 09 Oct 2021 08:09:18 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Chinese airforce – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 China: আমাদের হয়ে যাও…চিনের শীতল হুমকি শুনল তাইওয়ান https://ekolkata24.com/uncategorized/xi-jinping-vows-taiwans-reunification-with-china Sat, 09 Oct 2021 08:09:18 +0000 https://www.ekolkata24.com/?p=6992 নিউজ ডেস্ক: পরপর বিমান বাহিনীর অভিযানে পূর্ব এশিয়ার আকাশ গরম করেছে চিন (China)। ক্রমাগত তাইওয়ানের উপর পাক খেয়েছে চিনা যুদ্ধ বিমান। তাদের তাড়া করেছে তাইওয়ানের বিমান বাহিনী। তাইওয়ানের আশঙ্কা চিন যুদ্ধ শুরু করবে।

এই পরিস্থিতিতে বেজিং থেকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জানালেন, তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে পুনর্মিলন চাইছি। জিনপিং বলেন, এক দেশ দুই প্রশাসনিক পরিচালন নীতির অধীনে শান্তিপূর্ণ পুনর্মিলন দেখতে চান, যেমন হংকংয়ের ক্ষেত্রে হয়েছিল। চিন বিপ্লবের ১১০তম বার্ষিকী স্মরণে শনিবার বেজিংয়ের গ্রেট হলে এমন ভাষণ দেন তিনি। 

জিনপিং জানিয়েছেন, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চিন এই পুনর্মিলনের বিষয়টি অবশ্যই অর্জন করবে।

পুরো সপ্তাহ জুড়ে চিনের লাগোয়া ছোট্ট দ্বীপ তাইওয়ানের আকাশ সীমা বারবার লঙ্ঘন করেছে চিনের যুদ্ধ বিমান। তাইওয়ান সরকার প্রতিবারই নিজেদের বিমান বাহিনী পাঠিয়েছে তাড়া করতে। দু তরফের এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহল আলোড়িত।

বিবিসি জানাচ্ছে, তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চিন। আর তাইওয়ান দাবি তরে তারা স্বাধীন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ান দ্রুত নিজেদের স্বাধীনতা আনুষ্ঠানিক ঘোষণা করবে। তাই চিন উদ্বিগ্ন। ভয় ধরাতেই এমন করছে চিন সরকার

]]>
Sky War: যুদ্ধের লক্ষ্যে তাইওয়ান সীমান্তে পরপর যুদ্ধ বিমান নামাচ্ছে চিন https://ekolkata24.com/uncategorized/chinas-new-fighter-jet-deployed-near-taiwan Fri, 08 Oct 2021 08:01:36 +0000 https://www.ekolkata24.com/?p=6897 নিউজ ডেস্ক: হামলার জন্য নাকি নিছক ভয় ছড়ানো এমনই কৌশলগত অবস্থান থেকে একের পর এক যুদ্ধ বিমান নিজেদের সীমান্ত চেক পোস্টের কাছে নামিয়ে যাচ্ছে চিন (china)। উল্টোদিকে তাইওয়ানে (taiwan) তীব্র উত্তেজনা। সম্প্রতি তাইওয়ানের তরফে জানানো হয়, চিন যুদ্ধের (sky war) প্রস্তুতি নিতে চলেছে।

উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে, তাইওয়ানের কাছে চিন বিরাট বিমান বহর মোতায়েন করেছে। J-16D যুদ্ধ বিমান অবতরণ করেছে। এই ছবি কীসের, কেন সীমান্তের কাছে যুদ্ধ বিমান (Chinese airforce) নামাচ্ছে চিন সরকার? দুটি প্রশ্নের কোনও উত্তর দেয়নি বেজিং। তবে তাইওয়ান সরকার জানিয়েছে, ক্রমাগত আকাশ সীমা লঙ্ঘন করছে চিনা বিমান বাহিনী।

Satellite image of J-16D fighter jet at Xiangtang airbase

সম্প্রতি পরপর চিনা বিমান বাহিনী তাইওয়ানের আকাশে ঢুকে পড়ে। তাদের সঙ্গে আকাশেই মুখোমুখি হয় তাইওয়ান বিমান বাহিনীর। এর জেরে পূর্ব এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ ছড়াতে শুরু করে।

তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চিন। আর তাইওয়ান দাবি তরে তারা স্বাধীন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ান দ্রুত নিজেদের স্বাধীনতা আনুষ্ঠানিক ঘোষণা করবে। তাই চিন উদ্বিগ্ন। ভয় ধরাতেই এমন করছে চিন সরকার।

]]>