Christmas Festival in Kolkata – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 21 Dec 2021 07:36:58 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Christmas Festival in Kolkata – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 উৎসবের মরশুমে বাড়ছে মেট্রো, বাস পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের https://ekolkata24.com/uncategorized/metro-is-on-the-rise-during-the-festive-season-the-state-has-made-big-decisions-about-bus-services Tue, 21 Dec 2021 07:36:58 +0000 https://ekolkata24.com/?p=15657 বছর শেষ হতে এবং নতুন বছর আসতে বাকি আর কয়েকদিন। কিন্তু এরই মাঝে রয়েছে বড়দিন ও বর্ষবরণের উচ্ছ্বাস। হই হুল্লোড়ে মেতে উঠবে সকলেই, ব্যতিক্রম নয় বঙ্গবাসীও। উৎসবের মরশুমে সাধারণ মানুষের আনন্দ দ্বিগুণ করতে রাতে বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, আগামী ২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি রাত্রিকালীন বাস পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে, বড়দিন উপলক্ষে চমকের দিক থেকে পিছিয়ে নেই কলকাতা মেট্রোও। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার থেকে বাড়বে মেট্রো সংখ্যা। বর্তমানে সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্র ২৭২ টি মেট্রো চালু থাকে। বড়দিন থেকে চলবে ২৭৬ টি মেট্রো। শনিবার করে মেট্রো সংখ্যা থাকে ২৩০ টি, যা বেড়ে হবে ২৪০।

উল্লেখ্য, রাজ্যে এই মুহূর্তে করোনা সংক্রমণের উদ্বেগ রয়েছে। জারি রয়েছে করোনার বিধিনিষেধ। তবে রাজ্যবাসীর কথা মাথায় রেখে ২৪ ডিসেম্বর, ২০২১ থেকে ১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। উৎসবের মরশুমে পরিবহণ পরিষেবা বাড়ানোর ও করোনার বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তে খুশি বঙ্গবাসী।

]]>
Kolkata Allen Park: একাধিক নিয়ম বদলে আজই উদ্বোধন পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালের https://ekolkata24.com/uncategorized/in-addition-of-multiple-new-rules-the-park-street-christmas-festival-will-be-inaugurated-today Mon, 20 Dec 2021 08:15:20 +0000 https://ekolkata24.com/?p=15510 নিউজ ডেস্ক, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতেই সোমবার পার্ক স্ট্রিটে (Park Street) শুরু হচ্ছে এই বছরের ক্রিসমাস ফেস্টিভ্যাল (Christmas Festival in Kolkata)। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেন্ট জেভিয়ার্স কলেজেও যেতে পারেন।

করোনা পরিস্থিতিতে প্রতি বছরের মত এই বছর অনুষ্ঠান সূচি থেকে নানা অনুষ্ঠান বাদ পড়লেও ২০২১-কে বিদায় জানাতে প্রস্তুত কলকাতার পার্ক স্ট্রিট। এই বছর ক্রিসমাস ফেস্টিভ্যালে পার্ক স্ট্রিটে বা অ্যালেন পার্কের সামনে কোনও খাবারের স্টল থাকবে না। লাইভ পারফরম্যান্সের জন্য অ্যালেন পার্কের মধ্যে নিয়ন্ত্রিত অনুমতি দেওয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে তা সীমাবদ্ধ থাকবে। তবে পারফরম্যান্সগুলি ফেসবুক লাইভে দেখা যাবে।

প্রতিবছর অ্যালেন পার্কে বড়দিনের উত্‍সবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই উত্‍সবের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে পার্ক স্ট্রিট চত্বর। আলোয় ঝলমল করছে চারদিক।

শীতের মরসুমে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় টানতে উদ্যোগী হয়েছে পর্যটন দফতর। সেই লক্ষ্যেই রাজ্যের একাধিক জেলায় এবার শুরু হচ্ছে বড়দিন বা বর্ষবরণের উত্‍সব। পর্যটন দফতর সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পুরুলিয়া, চন্দননগর জেলাতেও এবার পর্যটন দফতরের উদ্যোগে এই ক্রিসমাস ফেস্টিভ্যাল পালিত হবে।

]]>