CID – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 05 Oct 2021 13:53:32 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png CID – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Assam: ‘উস্কানিমূলক’ মন্তব্যের কারণে কংগ্রেস MLA শেরমন আলির পুলিশি হেফাজত https://ekolkata24.com/uncategorized/assams-congress-mla-sherman-ali-ahmed-sent-police-custody Tue, 05 Oct 2021 13:53:32 +0000 https://www.ekolkata24.com/?p=6702 নিউজ ডেস্ক: ‘উস্কানিমূলক মন্তব্যের’ কারণে অসমের বিতর্কিত বিধায়ক শেরমন আলির (Sherman Ali Ahmed) পুলিশি হেফাজত হয়েছে। আদালতের নির্দেশে দু দিনের পুলিশি হেফাজত হয়। শেরমন আলির বিরুদ্ধে অভিযোগ তিনি অসমের (Assam) প্রায় চার দশক পুরনো একটি ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর প্রসঙ্গ তুলে লাগাতার গোষ্ঠী ভিত্তিক ‘উস্কানিমূলক মন্তব্য’ করছিলেন।

সম্প্রতি রাজ্যের দরং জেলায় গরুখুঁটি গ্রামে সংখ্যালঘুদের উচ্ছেদ ঘিরে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে পুলিশ গুলি চালায়। এক ব্যক্তির মৃতদেহের উপর এক চিত্রগ্রাহকের নৃশংস লাফ মারা, মৃতদেহ পা দিয়ে আঘাত করা ঘিরে দেশ জুড়ে বিতর্ক চলছে। সেই চিত্রগ্রাহকেও গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধেও উস্কানিমূলক ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

অসমের বাঘবর বিধানসভার কংগ্রেস (Congress) বিধায়ক শেরমন আলির বিরুদ্ধে অভিযোগ, তিনি গরুখুঁটির এই ঘটনার পর দরং জেলার প্রায় চার দশক পুরনো একটি ঘটনায় ৮ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে ‘সাম্প্রদায়িক মন্তব্য’ করছিলেন। এই বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২৮টি অভিযোগ দায়ের হয়েছে।

অসমের বিরোধী দল কংগ্রেস। দলের তরফে বিধায়ক শেরমন আলির কাছে জবাবদিহির চিঠি পাঠানো হয়। তারপরেই গুয়াহাটির বিধায়ক আবাস থেকে গ্রেফতার হন শেরমন আলি। অসম প্রদেশ কংগ্রেসের অভিযোগ, এই বিধায়ক বিজেপির এজেন্টের মতো ভূমিকা নিয়ে ‘সাম্প্রদায়িক উস্কানি’ দিচ্ছিলেন।

]]>
Bangladesh: মাদক মামলায় CID চার্জশিটে অভিযুক্ত পরীমণি https://ekolkata24.com/entertainment/cid-filed-charg-sheet-against-bangladeshi-actress-porimoni Mon, 04 Oct 2021 13:38:11 +0000 https://www.ekolkata24.com/?p=6566 নিউজ ডেস্ক: জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে যে সস্তি পেরেছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি (Pori Moni) তাতে লাগল সিআইডি দৃষ্টি। মাদক মামলায় নায়িকার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এনে চার্জশিট দাখিল করেছে বাংলাদেশ সিআইডি (CID)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দা‌য়ের করা এই মামলায়  পরীমনি ছাড়া আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী। সোমবার ঢাকা (Dhaka) মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনিকে তাঁর হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ ১৬টি ব্যক্তিগত সম্পত্তি ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপর পরীমণি বলেছিলেন তিনি খেলতে চান। লক্ষ লক্ষ ভক্তের মাঝে উল্লাস ছড়িয়েছিল সেই বার্তা।

গত ৪ আগস্ট ঢাকার বনানী এলাকার ফ্ল্যাটে অভিযান চালানোর পর পরীমনিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁর ফ্ল্যাট থেকে ইয়াবা(YaBa) সহ বিভিন্ন মাদক, অশ্লীল ছবি তৈরির যোগাযোগ নম্বর মিলেছিল। তদন্তে উঠে আসে পরীমণি মাদক কারবার বাংলাদেশ ও বিভিন্ন দেশে ছড়িয়ে। পশ্চিমবঙ্গের টালিগঞ্জ (Tollywood) স্টুডিও পাড়ায় কয়েকজন এতে জড়িত। তবে তাদের নাম তদন্তের স্বার্থে বাংলাদেশ পুলিশ জানায়নি।

মাদক মামলা গ্রেফতারির আগে পরীমণি আচমকা সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন, তাকে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়। এতে জড়িত বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন। অভিযোগের ভিত্তিতে নাসিরউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি জামিন পেয়ে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন। এর পরেই মাদক কারবারে পরীমণি জড়িত সেই তদন্তে আলোড়ন ছড়ায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে।

তদন্তের পর পুলিশ জানায়, পরীমণির মাদক কারবার ও ব্ল্যাক মেলিং ব্যবসায় জড়িত বহু প্রভাবশালী। তারা বাংলাদেশ ও বিভিন্ন দেশে থাকেন। এমনকি মাদক কারবারে টলিউডের কয়েকজন নায়ক নায়িকার সঙ্গে সংযোগ রয়েছে। এই মামলায় জেল হয় পরীমণির। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি।

]]>
পুলিশের চোখ কপালে, যা ছিল গোখরোর বিষ সেটাই কোল্ডড্রিংক, সাবুদানা https://ekolkata24.com/uncategorized/fake-snake-poision-business-rapidly-spreading-in-bangladesh Sat, 25 Sep 2021 06:50:42 +0000 https://www.ekolkata24.com/?p=5537 নিউজ ডেস্ক: একেবারে টুপি পরিয়েছে। এমনই মনে করছেন বাংলাদেশ পুলিশের কর্তারা। আরও সন্দেহ সবটাই ছিল চমক। প্রায় ৯ কোটি টাকার গোখরো, কেউটে সহ বিভিন্ন সাপের বিষ উদ্ধার করা হয় গত বছর। গবেষণায় দেখা গিয়েছে আদৌ সেসব তরল বিষ নয় নেহাত কোল্ডড্রিংক, সাবুর দানা, ডিটারজেন্ট মেশানো জলীয় পদার্থ।

এই রিপোর্ট সামনে আসতেই ঢাকা পুলিশের চোখ কপালে। যা ছিল গোখরোর বিষ সেটই কোল্ডড্রিংক, সাবুদানা হয়ে গেল কী করে, উঠছে প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা বলছেন, আদৌ উদ্ধার করা কাঁচের জারে বিষ ছিল না। বিষের মতো দেখতে তরল পাচার করার নামে পুলিশকে ধোঁকা দেওয়া হয়েছে।

Snake poision Dhaka

বিবিসি জানাচ্ছে, গত বছর ২৫শে নভেম্বর সিআইডি অভিযান চালিয়েছিল ঢাকার গাজীপুরে। প্রায় ৯ কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ দুজনকে আটক করা হয়। সাপের বিষ নামে যে পদার্থ সিআইডি বাজেয়াপ্ত করে সেটা আদৌ বিষ কিনা তা পরীক্ষা করার জন্য আদালত নির্দেশ দেয়। নমুনা পরীক্ষা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির অধ্যাপক মহম্মদ আবু রেজা। তিনি জানান ২০টি নমুনা পরীক্ষা করেছেন। এর একটিতেও সাপের বিষ নেই। জ্বলীয় পদার্থে মিশে আছে নিত্য ব্যবহার্য জিনিস

Snake poision Dhaka

রিপোর্ট পেয়ে মাথা ঘুরে গিয়েছে ঢাকা পুলিশের কর্তাদের। বিবিসি জানাচ্ছে, সাপের বিষের মামলার সিআইডির কর্মকতা প্রবীর কুমার ঘোষ বলছেন, যারা আটক আছে তাদের বিরুদ্ধে এখন জাল বিষ সরবরাহের জন্য প্রতারণার অভিযোগ আনা হবে। পরীক্ষা ছাড়াই সেই তরল সাপের বিষ বলে কেন জানিয়েছিল পুলিশ? এই প্রশ্নেই বিব্রত ঢাকা পুলিশের সিআইডি বিভাগ। সিআইডি অফিসার প্রবীর কুমার ঘোষ জানান, যেভাবে সাজিয়ে জারগুলো রাখা হয়েছিল তা দেখে বোঝার উপায় নেই যে এটা সাপের বিষ না।

Snake poision Dhaka

এই জাল সাপের বিষ তত্ত্বে উঠে এসেছে তদন্তের আরেকটি দিক। ঢাকা পুলিশের সিআইডি বিভাগ মনে করছে, প্রতারণার নতুন একটা কৌশল হতে পারে এই সাপের বিষ। এটি একটি প্রতারণাচক্র।  যেহেতু সাপের বিষ অনেক দুষ্প্রাপ্য এবং এর মূল্যও অনেক বেশি। তাই জাল বিষ তৈরি করে প্রতারণা চলছে।

]]>