Co-captain – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 15 Nov 2021 17:14:50 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Co-captain – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 রাহুল দ্রাবিড়ের কাছ থেকে শেখার দারুণ সুযোগ: সহ অধিনায়ক কেএল রাহুল https://ekolkata24.com/sports-news/great-opportunity-to-learn-from-rahul-dravid-co-captain-kl-rahul Mon, 15 Nov 2021 17:13:14 +0000 https://ekolkata24.com/?p=11426 Sports desk: ভারতের নতুন টি-টোয়েন্টি ক্রিকেট দলের সহ-অধিনায়ক কেএল রাহুল সম্প্রতি নিযুক্ত হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছ থেকে শেখার জন্য মুখিয়ে রয়েছেন। ২৯ বছর বয়সী কেএল রাহুল বলেছেন যে দলের সবাই দ্রাবিড়ের মর্যাদা সম্পর্কে সচেতন, “সে কত বড় নাম” এবং খেলার প্রতি তার বোঝাপড়া এবং দৃষ্টিভঙ্গিকে সম্মান করে।

জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দুই দিন আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে কেএল রাহুলের মন্তব্য এসেছে। কর্ণাটকের ব্যাটসম্যান তার রাজ্য ক্রিকেট দল এবং ভারত ‘এ’ দলে খেলার সময়ে দ্রাবিড়ের অবদানের কথা স্মরণ করে বলেছেন,”দেখো, অনেকদিন ধরে ওকে চেনার সৌভাগ্য আমার হয়েছে। একজন যুবক হিসাবে, আমি তার মস্তিষ্ক বোঝার চেষ্টা করেছি। কর্ণাটকের দলে থাকার সময়ে তিনি আমাদের সকলের জন্য খুব সাহায্যকারী ছিলেন। তিনি সারা দেশে ছেলেদের সাহায্য করেছেন, সেই সেটআপের একটি অংশ হিসাবে তাকে এখানে আমাদের সঙ্গে থাকলে আমাদের শেখার সুযোগ তৈরি হবে। আমরা সকলেই জানি রাহুল দ্রাবিড় কত বড় নাম, আমাদের কাছে তার কাছ থেকে শেখার এবং ক্রিকেটার হিসাবে আরও ভাল হওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে। যখন কোচিংয়ের কথা আসে, আমি ইন্ডিয়া ‘এ’ সেটআপের সাথে কয়েকটি গেম খেলেছি, তিনি এমন একজন যাঁর খেলা সম্পর্কে ভাল ধারণা রয়েছে এবং এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে প্রত্যেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি সবসময়ই একজন দলের (টিম ম্যান) মানুষ।”

Co-captain KL Rahul

আগামী ১৭ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টি টোয়েন্টি ম্যাচ এবং দুই টেস্ট ম্যাচের সিরিজ দিয়ে ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের নব নিযুক্ত হেড কোচ রাহুল দ্রাবিড় (আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর) টিম ইন্ডিয়ায় নিজের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন জয়পুরের মাটি থেকে।

<

p style=”text-align: justify;”>ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ হিসেবে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে যোগ দিয়েছে বিক্রম রাঠৌর, পরস মামরে এবং টি দিলীপ।

]]>