coming – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 10 Dec 2021 08:49:56 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png coming – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Harry Potter’s 20th birthday: হ্যারির কুড়িতম জন্মদিনে আসছে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ https://ekolkata24.com/entertainment/return-to-hogwarts-coming-to-harry-potters-20th-birthday Fri, 10 Dec 2021 08:49:56 +0000 https://ekolkata24.com/?p=14334 বায়োস্কোপ ডেস্ক:  নব্বই দশকের গোটা একটা প্রজন্ম হ্যারি পটারের (Harry Potter’s) প্রেমে মুগ্ধ হয়ে বছরের পর বছর অপেক্ষা করে কাটিয়ে দিয়েছে কখন তারা পরের ছবি দেখতে পাবেন। প্রজন্মের পরে আর এক প্রজন্ম এসেছে দর্শকের সংখ্যা বেড়েছে সেই হারে হারি পটারের প্রতি ভালোবাসা যেন বেড়েই চলেছে।

ঠিক যেন সমানুপাতিক সম্পর্ক। সম্প্রতি ‘রিটার্ন টু হগওয়ার্টস’-এর প্রথম লুক প্রকাশ করা হয়েছে। আগামি বছর ১ জানুয়ারি এই সিনেমা মুক্তি পাবে। ছবিতে দেখা যাচ্ছে ব্যাস্ততম তারকা ড্যানিয়েল ব়্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট এবং এমা ওয়াটসন।

আটটি সিনেমার হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন’-এর ২০তম বার্ষিকীকে স্মরণ করবে এই রিইউনিয়ন। হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন মুক্তি পায় ২০০১ সালের নভেম্বর মাসে।

এছাড়াও দেখা যাবে হেলেনা বনহ্যাম কার্টার, রবি কোলট্রেন, রাল্ফ ফিয়েনস, জেসন আইজ্যাকস, গ্যারি ওল্ডম্যান, টম ফেলটন, জেমস ফেলপস, অলিভার ফেলপস, মার্ক উইলিয়ামস, বনি রাইট, আলফ্রেড এনোক, ম্যাথিউ লুইস এবং ইভানা লিঞ্চকে।

জে.কে. রাউলিংয়ের একটা আবেগের নাম যার লেখা হ্যারি পটার সিরিজ থেকেই সিনেমা। মজার বিষয় হ্যারি পটারের বই পড়া থেকে সিনেমা দেখা দুটো বিষয়েই স্বাচ্ছন্দ দর্শক এবং পাঠকবৃন্দ।

]]>
Weather Update: বৃষ্টি বিদায়, শীতের পদধ্বনি শোনাল হাওয়া অফিস https://ekolkata24.com/uncategorized/kolkata-weather-update-the-rains-are-gone-winter-is-coming Fri, 22 Oct 2021 04:04:46 +0000 https://www.ekolkata24.com/?p=8624 নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘন্টাতেই রাজ্যের পিছু ছাড়ছে বর্ষা। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Kolkata Weather Office)। শীতের আমেজ মিলতে পারে ২৪ তারিখ থেকে। বর্ষা আগেই বিদায় নিতে শুরু করেছিল কিন্তু তার গতি ছিল অত্যন্ত ধীর। পশ্চিমবঙ্গ থেকেও একইভাবে বিদায় নিয়েছে বর্ষা। আগে কয়েকটি জেলা থেকে বিদায় নেয়। এবার তা পুরোপুরি ভাবে বিদায়পালা সম্পূর্ণ করবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার ২৩ অক্টোবর বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। বর্ষা দেশ ছাড়া হবে ২৬ অক্টোবর। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় বলেন, “বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যে টুকরো মেঘ রয়েছে কয়েকটি এলাকায় তাও আগামী ২৩ অক্টোবর এ রাজ্য থেকে বিদায় নেবে। তবে আগামী দু-একদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তারপর থেকে রাতের দিকে তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করবে। তবে ঠিক কবে নাগাদ রাজ্যে শীত ঢুকবে সেটা সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না।”

তবে এটা বলা যেতেই পারে সপ্তাহান্তে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। শুক্রবার থেকেই এই শীতের আমেজ অনুভব করা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিন প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ এখন ক্রমশ কমছে।

রাতের দিকে শীতের আমেজ থাকলেও সকালে চড়া রোদ থাকবে। রাতের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে পাহাড়ে শীত আসতে সময় লাগবে।

যেমন আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ সর্বনিম্ন ৫১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩২ , সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

]]>