Communal harmony – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 04 Nov 2021 14:40:32 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Communal harmony – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bangladesh: দীপাবলিতে মুখোশ মিছিল, সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ বাংলাদেশে https://ekolkata24.com/uncategorized/bangldesh-communal-harmony Thu, 04 Nov 2021 14:36:41 +0000 https://www.ekolkata24.com/?p=10292 News Desk: দুর্গাপুজায় সাম্প্রদায়িক হামলার জেরে বাংলাদেশ হয়েছিল তীব্র উত্তপ্ত ও রক্তাক্ত। এর প্রতিবাদে কালীপূজা ও দীপাবলির অনুষ্ঠান পালনে আলোকময় পরিবেশ করা থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তবুও অনেকে দীপাবলিতে সামিল।

অন্যদিকে সাম্প্রদায়িক বাংলাদেশ নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশের দাবিতে অভিনব প্রতিবাদ হলো দিপাবলীর রাতে।

সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেয়ার প্রত্যয় নিয়ে দীপাবলি ও কালীপূজার দিনে মুখোশ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু আইন পরিষদ। মিছিল থেকে হামলাকারীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে করা এই মিছিলের সাথে অন্য ধর্মাবলম্বী গোষ্ঠী থেকেও একাত্মতা প্রকাশ করতে দেখা যায়৷

]]>
Bangladesh: অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সবার: রনি https://ekolkata24.com/uncategorized/an-interview-with-bangladesh-awami-league-youth-leader-jasim-uddin-akanda-regarding-current-situation Tue, 26 Oct 2021 17:30:07 +0000 https://www.ekolkata24.com/?p=9272 সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে। বিশেষত দুর্গাপূজা ঘিরে অশান্ত হয় পরিস্থিতি। বাংলাদেশে সরকারে থাকা দল আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য জসিম উদ্দিন আকন্দ রনি www.ekolkata24.com কে জানালেন তাঁর দল ও সরকারের অবস্থান।

প্রশ্ন: যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে কী অবস্থান নিচ্ছে শেখ হাসিনার সরকার?
জসিম উদ্দিন আকন্দ রনি: বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। যারা ধর্মীয় উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করেছে তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে কেউ এমন করলে কঠোরভাবে দমন করা হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সবার।

প্রশ্ন: সরকারের বিরুদ্ধে ক্ষোভের কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সরকারের অবস্থান কী?
জসিম উদ্দিন আকন্দ রনি: আওয়ামী লীগ জনগণের কথা বলে, দেশের কথা বলে দেশের উন্নয়নের চিন্তা করে এবং তা বাস্তবায়ন করে দেখিয়েছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নে যথেষ্ট সন্তুষ্ট ।

sekha hasina

জসিম উদ্দিন আকন্দ রনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দুইবারের কেন্দ্রীয় নেতা। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির টানা দুইবারের সদস্য হিসেবে মনোনীত হন। পরিশ্রমী, উদ্যমী ও স্বচ্ছ ইমেজের ছাত্রনেতা হিসেবে সারাদেশে পরিচয় লাভ করেন। তিনি নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলার জনপ্রিয়। রাজনীতিতে গ্রহণযোগ্য। ছাত্রলীগ নেতা থেকে মুল দল বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ উপকমিটির সদস্য হয়ে কাজ করে যাচ্ছেন বিশ্বস্ততা ও সক্রিয় ভাবে।

ছাত্র-রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতির এই দ্বীর্ঘ পরিক্রমার ব্যাপারে জানতে চাইলে এই প্রতিবেদককে তিনি বলেন, ছাত্রলীগ একটা আবেগের বাহন। দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি প্রেম জাগাতে ও সেটি বাস্তবায়ন করতে এই আবেগের উৎপত্তি কেন্দ্রস্থল হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ নামের ছাত্র সংগঠন।

জসিমউদ্দিন রনি বলেন, ছাত্র থাকা অবস্থায় আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত হয়েছিলাম এবং দ্বিতীয় বার আমি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ছাত্রবৃত্তি সম্পাদক হিসেবে মনোনীত হয়েছিলাম। মিছিল মিটিং আর যে কোনো আন্দোলনে সামনের সারিতে থেকে অংশ নিয়েছি। পরবর্তীতে ছাত্রজীবন শেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবে কাজ করা শুরু করি। এবং এখনো কাজ করে যাচ্ছি।
ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ

]]>
Durga Puja 2021: উৎসবের আনন্দ পাইয়ে দিতে ৪০০ দুঃস্থকে নতুন পোশাক সংখ্যালঘু যুবাদের https://ekolkata24.com/uncategorized/durga-puja-2021-durga-puja-celebration-by-muslims-in-bankura Sun, 10 Oct 2021 14:28:40 +0000 https://www.ekolkata24.com/?p=7173 তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ‘ধর্ম যার যার উৎসব সবার’ এতেই বিশ্বাস রাখেন তালডাংরার ‘লদ্দা মুসলিম যুব সম্প্রদায়ে’র সদস্যরা। তাই করোনা আবহে চলতি শারদোৎসবে অসহায় দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন তাঁরা।

রবিবার বিকেলে সংখ্যালঘু প্রধান এই গ্রামের যুবকদের উদ্যোগে শারদোৎসব উপলক্ষ্যে প্রায় ৪০০ জন অসহায়, দুঃস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এই তালিকায় শিশু থেকে বৃদ্ধ এমনকি মহিলারাও বাদ ছিলেননা কেউই।

‘লদ্দা মুসলিম যুব সম্প্রদায়ে’র তরফে জানানো হয়েছে, শারদোৎসবে শুধু বস্ত্র দানই নয়, করোনা আবহে দীর্ঘদিন ধরে কমিউনিটি কিচেনের মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে অসংখ্য মানুষকে একবেলা খাবারের ব্যবস্থা তাঁরা করেছিলেন।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক মনসারাম লায়েক, প্রাক্তন শিক্ষক সুদীন কুমার ভুঁই, ধর্মেন্দ্র ঘোষ সহ অন্যান্যরা। সমাজসেবী- শিক্ষক মনসা রাম লায়েক লদ্দা মুসলিম যুব সম্প্রদায়ের এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান অস্থির সময়ে লদ্দা মুসলিম যুব সমাজ যে উদারতার পরিচয় দিলেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। এদের এই কাজে তিনি সবসময় থাকবেন বলে জানান।

পুরো বিষয়টি যার মস্তিস্কপ্রসূত, লদ্দা মুসলিম যুব সম্প্রদায়ের অন্যতম কর্ণধার শেখ বাপি বলেন  চলতি করোনা আবহে অনেকের কাজ নেই। পুজোয় নতুন পোশাক থেকে তারা যাতে বঞ্চিত না হয় তাই তাদের এই উদ্যোগ বলে তিনি জানান।

রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম প্রত্যেকেই যুব সম্প্রদায়কে ধর্মান্ধতার উর্দ্ধে উঠে এক হয়ে মানুষের জন্য কাজ করার কথা বলেছেন। আর সেই লক্ষ্যেই অবিচল লদ্দা মুসলিম যুব সম্প্রদায়ের শেখ বাপিরা। বর্তমান সময়ে ধর্ম নিয়ে রাজনীতি আর হানাহানির যুগে তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই।

]]>