Controversial – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 08 Jan 2022 13:56:48 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Controversial – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 SC East Bengal: লাল-হলুদ তাবুতে যোগ দিতে পারেন বিতর্কিত ফুটবলার জবি জাস্টিন https://ekolkata24.com/sports-news/controversial-footballer-jobby-justin-can-join-sc-east-bengal Sat, 08 Jan 2022 13:56:48 +0000 https://ekolkata24.com/?p=18459 শুক্রবার চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে।১০ ম্যাচ পরেও জয় অধরা লাল হলুদ শিবিরে। এমন আবহে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে লাল হলুদ শিবির দলের আক্রমণের ঝাঝ বাড়াতে উঠে পড়ে লেগেছে।তাই চেন্নাইন এফসি’র ফরোয়ার্ড জবি জাস্টিনের ওপর এখন চোখ পড়েছে লিগের লাস্ট বয়দের।

অসমর্থিত সুত্রে খবর,গত রাতের পর থেকে জবি জাস্টিনের রেড এন্ড গোল্ড বিগ্রেডের জার্সি পরার সম্ভাবনা কয়েক ধাপ বেড়ে গিয়েছে। লোনে এসসি ইস্টবেঙ্গল আসতে পারেন চেন্নাইন এফসি’র ফুটবলার জবি জাস্টিন।

২০১৭-১৮ আই লিগ ফুটবল মরসুমে জবি জাস্টিন লাল হলুদ জার্সি গায়ে ৩৯ ম্যাচে ১৬ গোল করেন। ২৮ আগস্ট ২০১৮ জাস্টিন রেলওয়ের বিরুদ্ধে ২০১৭-১৮ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ম্যাচে ক্লাবের হয়ে প্রথম মাঠে নামেন। খেলার ৩ মিনিটে তিনি গোল করে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডকে প্রথম দিকে এগিয়ে দেন এবং ওই ম্যাচে ইস্টবেঙ্গল ৩-০ ব্যবধানে খেলা জিতে নেয়।

২ জানুয়ারী ২০১৮’তে জবি জাস্টিন ২০১৭-১৮ আই লিগে ইন্ডিয়ান অ্যারোসের বিরুদ্ধে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হওয়ায় তার পেশাদার ফুটবলার হিসেবে অভিষেক হয়। ত্রিনিদাদ ও টোবাগোর স্ট্রাইকার উইলিস প্লাজার ইনজুরি জাস্টিনের জন্য প্রথম একাদশের দরজা খুলে দিয়েছিল। চার্চিল ব্রাদার্স এবং মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে পরের দুই ম্যাচে গোল করে জবি জাস্টিন কোচ খালিদ জামিলের আস্থাভাজন হয়ে ওঠে। মরসুমে জবি জাস্টিন মোট ৯ ম্যাচ খেলেন লাল হলুদ জার্সিতে।

২০১৮-১৯ ফুটবল মরসুমেও জবি জাস্টিন লাল হলুদ জার্সি গায়ে শিলং লাজং’র বিপক্ষে জোড়া গোল করেন এবং দল ১-৩ ব্যবধানে জয় পায়।
জাস্টিন ১২টি গোল (আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট) করেন, যা মরসুমে ইস্টবেঙ্গলের মোট গোলের (২৩) ৫০ শতাংশেরও বেশি। উভয় ডার্বি ম্যাচেই জবি জাস্টিন গোল করেন।

২৬ ফেব্রুয়ারী ২০১৯ জবি জাস্টিনকে আইজল এফসি’র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ চলাকালীন আইজলের করিম নুরাইনের সাথে অন্তর্বর্তীকালীন সাসপেনশন দেওয়া হয়েছিল। জাস্টিন দ্বিতীয়ার্ধের ট্যাকলের পর নুরাইনের গায়ে থুতু ফেলার জন্য দোষী সাব্যস্ত হন, যখন নাইজেরিয়ান ইস্টবেঙ্গল ডিফেন্ডার বোর্জা গোমেজের সাথে লড়াইয়ের জন্য দোষী সাব্যস্ত হন। ৫ মার্চ ২০১৯’এ AIFF’র শৃঙ্খলারক্ষা কমিটি ৬ ম্যাচের সাসপেনশন সহ জাস্টিনকে ১ লাখ টাকা জরিমানা আরোপ করে।

আইএসএলে এসসি ইস্টবেঙ্গল এখনও জয় পায়নি,১১ তম রাউন্ডের শেষে।জয়ের খোঁজে নিজেদের বিশ্বস্ত সৈনিককে নিয়ে আসার একটা সম্ভাবনা উকি দিচ্ছে। এখন দেখার আইএসএলের দ্বিতীয় পর্যায়ের ফিক্সারে লাল হলুদ শিবিরের পরের ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে, ওই ম্যাচে আদৌ জবি জাস্টিনকে লাল হলুদ জার্সি পড়ে মাঠে দেখা যায় কিনা।

]]>
Virat-Sourav controversy: প্রাক্তন পাকিস্তান অধিনায়কের বিতর্কিত মন্তব্যে চাঞ্চল্য https://ekolkata24.com/sports-news/former-pakistan-captain-salman-butts-controversial-statement-has-sparked-controversy-in-the-virat-sourav-controversy Thu, 16 Dec 2021 12:07:55 +0000 https://ekolkata24.com/?p=15132 Sports desk: বিরাট-সৌরভ বিতর্কে (Virat-Sourav controversy) পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমান বাটের বিতর্কিত বয়ান চাঞ্চল্য ছড়িয়েছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই বিতর্কিত বয়ান রেখেছে।

প্রতিবেশী দেশের প্রাক্তন অধিনায়ক নিজের ইউটিউব চ্যানেলে বিতর্কিত বয়ানে বলেন, “ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য, গাঙ্গুলিকে এগিয়ে আসা উচিত এবং তাদের উত্তর দিয়ে এই জন্মগত বিতর্কের অবসান ঘটানো উচিত”।

৩৭ বছর বয়সী প্রাক্তন পাক অধিনায়ক সলমান বাটের ইউটিউব চ্যানেলে দেওয়া বয়ানের মূল বক্তব্য যা এখন বিতর্কিত এবং ওই বিতর্কিত বয়ানে বাটের অযাচিতভাবে হস্তক্ষেপ হল এরকম,” বিরাট কোহলি সবার সামনে যা বলেছেন তা ছোট কথা নয়। একদিকে গাঙ্গুলি বলছেন যে তিনি বিরাটকে টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেছিলেন, অন্যদিকে কোহলি বলেছেন যে বিসিসিআই পক্ষের কোনও কর্মকর্তা এই বিষয়ে তাঁর সাথে কখনও কথা বলেননি। এই গুরুতর বিষয়ে উভয় খেলোয়াড়েরই ভিন্ন বক্তব্য রয়েছে। এই সমস্যা উপেক্ষা করা যাবে না”। প্রাক্তন পাক অধিনায়ককের এমন বিতর্কিত বয়ানকে ভারতের ক্রিকেট মহল মোটেও পচ্ছন্দ করছে না।

এখানেই থেমে না থেকে ইউটিউব চ্যানেলে সলমান বাট স্টেপ আউট করে বিতর্কে আরও বেশি করে ঘি ঢেলে দিয়ে বয়ানে বলতে থাকেন, “বিষয়টি শুধু অধিনায়কত্বের নয়। অবশ্যই, অধিনায়ক হিসাবে রোহিতের আরও ভাল রেকর্ড রয়েছে। কিন্তু যেভাবে একজন সিনিয়র খেলোয়াড়কে হঠাৎ করেই অন্য একজন খেলোয়াড়ের হাতে অধিনায়কত্ব দেওয়া হয়, সে মনোভাব ঠিক নয়। সৌরভকে এই বিষয়ে আলোচনা করে সমাধান বের করতে হবে। নইলে তার ও কোহলির মধ্যে আস্থা ভেঙে যেতে পারে”। ভারতীয় ক্রিকেটে এখন “ফিল গুড ফ্যাক্টর” মানে মুক্ত ফুরফুরে বাতাস বয়ে চলেছে, টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্ট এবং তিন ওডিআই ম্যাচের সিরিজ খেলতে উড়ে গিয়েছে,বৃ্হস্পতিবার সকালে।

এমন আবহে ‘রুটি করার চাটু গরম’ করতে উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে বিতর্কিত বয়ান করেছে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সলমান বাট।

]]>
T20 World Cup performance: “বিরাট” বিতর্কে ক্যাপ্টেন কোহলি https://ekolkata24.com/sports-news/virat-kohlis-controversial-performance-in-t20-world-cup-sparks-controversy Thu, 09 Dec 2021 09:31:37 +0000 https://ekolkata24.com/?p=14210 Sports desk: টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) হতাশাজনক পারফরম্যান্সের জেরে গত বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ভারতের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে বিরাট কোহলিকে সরিয়ে দিয়ে রোহিত শর্মার হাতে লাগাম তুলে দিয়েছে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কোহলি।

অসমর্থিত সূত্রে খবর, বিরাট কোহলি স্বেচ্ছায় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের জন্য বিসিসিআই গত ৪৮ ঘন্টা ধরে অপেক্ষা করেছিল, কিন্তু বিরাট কোহলি তা করেননি। শেষমেশ বোর্ড রোহিত শর্মার হাতেই টিম ইন্ডিয়ার ওয়ানডে নেতৃত্বর ব্যাটন তুলে দেয়।

গত বুধবার বিসিসিআই যে প্রেস বিবৃতি প্রকাশ করেছিল তাতে কোথাও উল্লেখ করা হয়নি ওয়ানডে ফর্ম্যাটে ভারতের অধিনায়ক পদ থেকে বিরাট কোহলিকে সরানো হল। ওই প্রেস বিবৃতিতে শুধুমাত্র বলা হয়েছে নির্বাচক কমিটি রোহিতকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বিসিসিআই এবং জাতীয় নির্বাচক কমিটির পাখির চোখ এখন ২০২৩’র ওয়ানডে বিশ্বকাপ। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ স্টেজ থেকে ভারতের ছিটকে যাওয়ার পর, প্রায় নিশ্চিত ছিল বিরাট কোহলির ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে অধিনায়কত্ব ইস্যুতে অপসারণ। অন্যদিকে অসমর্থিত সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে, বিসিসিআই চেয়েছিল সম্মানজনক পথেই এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হোক। অসমর্থিত সূত্রের দাবি, শেষ মুহুর্তে বিরাট কোহলির অনমনীয় অবস্থান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বিকল্প ব্যবস্থা বেছে নিতে বাধ্য করে এবং রোহিত শর্মার হাতে ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়কত্বর লাগাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতেই হয়।

]]>
পাক সেনেটের প্রধানকে আমন্ত্রণ জানিয়ে বিতর্কে জড়ালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা https://ekolkata24.com/uncategorized/controversial-senate-chairman-of-pakistan-gets-lok-sabha-speaker-om-birlas-invite Tue, 12 Oct 2021 14:46:30 +0000 https://www.ekolkata24.com/?p=7462 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: উৎসবের মরসুমে নতুন এক বিতর্কে জড়ালেন লোকসভার (Lok Sabha) স্পিকার ওম বিড়লা (Om Birla)। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে ওম বিড়লা আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের সেনেটের প্রধানকে। 

পিএসির ১০০ বছর পূর্তি উপলক্ষে ডিসেম্বর মাসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। বিশেষ সূত্রের খবর, ওই অনুষ্ঠানে ওম বিড়লা পাকিস্তানের সেনেটের চেয়ারম্যান সাদিক সাঞ্জরানিকে আমন্ত্রণ জানিয়েছেন। ওম বিড়লার এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

লোকসভার স্পিকার যখন পাক প্রতিনিধিকে আমন্ত্রণ জানাচ্ছেন তখন আদানি গোষ্ঠীর তরফে জানানো হল ইরান, পাকিস্তান ও আফগানিস্তান থেকে কোন মালবাহী জাহাজকে আর তাদের বন্দরে পণ্য খালি করতে দেওয়া হবে না। আদানি বন্দর কর্তৃপক্ষ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এক যৌথ নির্দেশিকায় জানিয়েছে, ১৫ নভেম্বর থেকে পাকিস্তান, আফগানিস্তান ও ইরান থেকে আসা কোনও কন্টেনারকে ভারতে খালি করার অনুমতি দেওয়া হবে না।

এমনকী, সেটা তৃতীয় কোনও দেশের পণ্য হলেও এই অনুমতি মিলবে না। এই সিদ্ধান্তে ওই তিন দেশের ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইরানি ব্যবসায়ীরা ইতিমধ্যেই ভারত সরকারের কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার কথা ভাবছেন। ১৬ সেপ্টেম্বর মুম্বইয়ে আদানিদের বন্দরে ধরা পড়েছিল বিপুল পরিমাণ মাদক। যার মূল্য ছিল প্রায় ২০ হাজার কোটি টাকা। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মাদকপাচার আরও বেড়ে গিয়েছে সে কারণেই আদানি বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে রফতানিকারকদের। বিশেষ করে ইরানি রফতানিকারকদের। কারণ তারাই ভারতের সবচেয়ে বেশি পণ্য পাঠিয়ে থাকে।

ভারতের প্রাচীনতম সংসদীয় কমিটিগুলির মধ্যে পিএসি অন্যতম। শুধু তাই নয়, এটি সংসদের গুরুত্বপূর্ণ কমিটিও বটে। আপাতত এই কমিটির চেয়ারম্যান হলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। পিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে সংসদ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে একাধিক দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে রয়েছেন পাক প্রতিনিধিও। তবে স্পিকার ওম বিড়লার বক্তব্য হল, নেহাতই সৌজন্যতাবশত ওই অনুষ্ঠানে পাক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান কমনওয়েলথের অন্যতম সদস্য। এই অনুষ্ঠানে কমনওয়েলথের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। সে কারণেই পাক প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে বসে নেই সরকার বিরোধীরা। তারা পাল্টা বলেছে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে নিয়মিত ষড়যন্ত্র করে চলেছে। আফগানিস্তানে তালিবানকে ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। তাছাড়া সাদিক সাঞ্জরানির বিরুদ্ধে গণতন্ত্রকে পদদলিত করার অভিযোগ উঠেছে পাকিস্তানেই। তারপরেও কিভাবে তাঁকে আমন্ত্রণ জানানো হলো? এখন দেখার সাদিক এই অনুষ্ঠানে যোগ দেন কিনা! তবে কেন্দ্রের বিজেপি সরকারের কাছ থেকে এ ধরনের আচরণ এর আগেও লক্ষ্য করা গিয়েছে। পাকিস্তান যখন সীমান্তে নিয়মিত জঙ্গিদের অনুপ্রবেশে মদত জোগাচ্ছে সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎই পাকিস্তানে চলে গিয়েছিলেন।

]]>