court – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 17 Dec 2021 09:31:09 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png court – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 KMC Election: ভোটে নিরাপত্তার সুব্যবস্থা আছে আদালতে জানাল কমিশন https://ekolkata24.com/uncategorized/kmc-election-commission-has-informed-the-court-that-there-are-security-arrangements-in-the-polls Fri, 17 Dec 2021 09:31:09 +0000 https://ekolkata24.com/?p=15235 News Desk: কলকাতা পুর নিগম নির্বাচন (KMC Election) প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তার সুষ্ঠু ব্যবস্থা আছে। আদালতে এমনই জানাল রাজ্য নির্বাচন কমিশন।

আগের নির্বাচন গুলিতে ভোটারদের অভিজ্ঞতার নিরিখে এবার কী হবে আদালত জানতে চায়। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী রত্নাকর ব্যানার্জি আদালতে জানান, যে কোনওরকম অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিরোধী দল বিজেপি ও বিধানসভা না থাকলেও বামফ্রন্ট ও কংগ্রেসের অভিযোগ, পূর্ববর্তী ভোটগুলির অভিজ্ঞতা বলে দিচ্ছে কলকাতা পুর নির্বাচন কেমন হতে পারে। তবে শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, পুর নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিবেশে।

কলকাতার ১৪৪টি ওয়ার্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আদালতে দাবি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিন এবং গণনার দিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে কলকাতা পুলিশ কে আর ফোর্স দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে কমিশন জানায়, নির্বাচনী নিরাপত্তায় কমিশনের নির্দেশে কলকাতা পুলিশ কমিশনার কাজ করছেন। কুইক রেসপন্স টিম, মোবাইল ভ্যান, নাকা পুলিশ, এছাড়াও নজরদারি চালানো হচ্ছে শহরের ঢোকার মুখে। হাওড়া, বিধাননগর, উত্তর ও দক্ষিণ২৪ পরগনার থেকে কলকাতা ঢোকার মুখে প্রতিনিয়ত নজরদারি চলছে।

সমস্ত বুথে অস্ত্রধারী পুলিশ, সমস্ত সেক্টরে RT ভ্যান, সমস্ত জেলা বর্ডারে জেলা পুলিশ সতর্ক থাকবে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও বিধান নগর পুলিশকে কলকাতা পুলিশের সাথে বর্ডার এলাকায় একসাথে কাজ করার কথা বলা হয়েছে।

]]>
Bihar: ধর্ষণ মামলায় একদিনে শুনানি শেষ করে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড https://ekolkata24.com/uncategorized/bihar-court-hears-convicts-sentences-man-who-raped-an-8-year-old-girl-within-a-day Sun, 28 Nov 2021 16:19:09 +0000 https://ekolkata24.com/?p=12704 নিউজ ডেস্ক, পাটনা: এদেশে কোনও বিষয় আদালতে (court) গড়ালে কবে যে তার নিষ্পত্তি হবে সেটা দেবতাও বলতে পারেন না। আদালতে কোনও বিষয়ের নিষ্পত্তি হতে গড়িয়ে যায় বছরের পর বছর। কিন্তু এরই মধ্যে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করল বিহারের (Bihar) বিশেষ পকসো আদালত (pocso)।

৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ (rape) ও শারীরিক নিগ্রহের ঘটনায় একই দিনে সমস্ত সাক্ষীর বক্তব্য শুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিশেষ আদালতের বিচারক শশীকান্ত রাই। নাবালিকা নির্যাতনের এই মামলাটি আদালতে উঠেছিল ৪ অক্টোবর। ওই দিন অভিযুক্তের বিরুদ্ধে ১০ জন সাক্ষ্য দিয়েছিলেন। উভয় পক্ষের সাক্ষীদের বক্তব্য শুনেছিলেন বিচারক। সাক্ষ্যপ্রমাণ শেষ হওয়ার পর বিচারক শশীকান্ত অভিযুক্ত দিলীপ কুমার যাদবকে দোষী সাব্যস্ত করেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

বিচারক রায় ঘোষণা করতে গিয়ে বলেন, অভিযুক্ত দিলীপ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-এর (এবি) ধারা এবং পোকসো আইনের ৬ ধারায় সমস্ত অভিযোগ প্রমাণ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং মেডিকেল রিপোর্টেও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই দিলীপ কুমারকে নিঃসন্দেহেই দোষী সাব্যস্ত করা যায়। এরপর বিচারক দিলীপ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। উল্লেখ্য, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছিল, অভিযুক্ত এবং মামলাকারীদের যদি যুক্তি পেশ করতে কোনও অসুবিধা না থাকে তবে কোন মামলায় একই দিনে সাক্ষ্য-প্রমাণ শুনে দোষী সাব্যস্ত করা এবং চূড়ান্ত রায় ঘোষণা করা যেতেই পারে।

এই মামলাটিতে নির্যাতিতার ভাইয়ের সাক্ষ্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ নাবালিকার ভাই সে দিনের ঘটনার বিস্তারিত বিবরণ আদালতকে জানিয়েছিল। দিলীপ তাকে চড় মেরে ঘর থেকে বাইরে বের করে দিয়েছিল। ভয়ের কারণেই সে ঘটনার সময় নিজেদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বলে জানায়।

]]>
শুনানি চলাকালীন বিচারককে বন্দুক তাক করলেন দুই পুলিশকর্মী https://ekolkata24.com/uncategorized/two-policemen-attack-judge-in-bihar-court Fri, 19 Nov 2021 10:32:42 +0000 https://ekolkata24.com/?p=11757 নিউজ ডেস্ক: দিল্লির পর এবার বিহার। মাস কয়েক আগে দিল্লির রোহিণী আদালত কক্ষের ভিতর দুই দল দুষ্কৃতীর মধ্যে হয়েছিল গুলির লড়াই। কিন্তু বিহারের মধুবনী (madhubani) জেলায় শুনানি চলাকালীন বিচারকের দিকে বন্দুক তাক করলেন দুই পুলিশ কর্মী।

এই ঘটনার জেরে আদালত কক্ষ মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়ায়। এ ঘটনায় পাটনা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেছে। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে (director-general) এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে।

policemen attack judge in Bihar court

আদালত কক্ষে উপস্থিত থাকা কয়েকজন জানিয়েছেন, বৃহস্পতিবার মধুবনী জেলা আদালতে একটি মামলার শুনানি চলছিল। জেলা আদালতের (district court) বিচারক ও অবিনাশ কুমারের (abinash kumar) এজলাসে শুনানি হচ্ছিল। শুনানি চলাকালীন আচমকাই দুই পুলিশকর্মী বিচারকের দিকে বন্দুক নিশানা করেন। এ ঘটনায় শেষপর্যন্ত বিচারক (justice) সুরক্ষিত থাকলেও তিনি অবাক হয়ে যান। আতঙ্কিত হয়ে পড়া বিচারক কিছুক্ষণের জন্য কার্যত বাকরূদ্ধ হয়ে পড়েন। শুধু তাই নয়, এই ঘটনায় গোটা আদালত কক্ষে চরম চাঞ্চল্য ছড়ায়।

সওয়াল থামিয়ে রেখে আইনজীবীরাও (lawyear) আতঙ্কে সিঁটিয়ে ওঠেন। অনেকেই আদালত কক্ষ থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে কী কারণে ওই দুই পুলিশ কর্মী এই কাজ করলেন তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ওই দুই পুলিশ কর্মীকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে দুই পুলিশকর্মী বিচারকের দিকে বন্দুক তাক করলেন তা জানতে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

]]>
Mumbai: চাপে পড়লেন নবাব, অভিযোগের প্রমাণ চাইল আদালত https://ekolkata24.com/uncategorized/nawab-was-under-pressure-and-the-court-sought-proof-of-the-allegation Thu, 11 Nov 2021 10:05:24 +0000 https://www.ekolkata24.com/?p=10991 News Desk, Mumbai: এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Samir Wankhere) বাবা ধানদেব (Dhandeb) ওয়াংখেড়ে রাজ্যের মন্ত্রী নবাব মালিকের (nabab malik) বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। ওই মামলায় এবার যথেষ্টই চাপে পড়লেন রাজ্যের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব। বম্বে হাইকোর্ট (Bombay high court) এক নির্দেশে নবাবকে বলেছে, তিনি এনসিবি অফিসারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলি যে সত্যি তার প্রমাণ দিতে হবে।

মাদক মামলায় শাহরুখপুত্র (Saharuk Khan) আরিয়ান খানকে (Ariyan) গ্রেফতার করেছিলেন এনসিবির তদন্তকারী অফিসার সমীর। ওই ঘটনার পরই এনসিপি নেতা ও রাজ্যের মন্ত্রী নবাব নিয়মিত সমীরের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। মন্ত্রী সমীরের বিরুদ্ধে ঘুষ নেওয়া, তোলাবাজি করা এমনকী, ভুয়ো শংসাপত্র দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ করেছেন। তবে নবাবের সমস্ত অভিযোগের প্রেক্ষিতে সমীর কোনও কথা বলেননি। কিন্তু বিষয়টি মানতে না পেরে এই এনসিবি অফিসারের বাবা ধ্যানদেব গত শনিবার বোম্বে হাইকোর্টে নবাবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নবাবের কাছ থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ধ্যানদেব।

ধানদেবের ওই আবেদনের প্রেক্ষিতে নবাব মালিককে তাঁর বক্তব্য জানাতে বলেছিল আদালত। শুনানি শুরু হলে বিচারপতি নবাবের (nabab malik) আইনজীবীকে বলেন, আমরা এটা আশা করবো যে, একটি রাজনৈতিক দলের মুখপাত্র এবং দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার মক্কেল যে সমস্ত তথ্য টুইট করেছেন তার সত্যতা যাচাই করেছেন। তাই আমরা আশা করছি যে, একটি হলফনামা জমা দিয়ে আপনি যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলি সত্যি সেটা প্রমাণ করবেন। এক পাতার হলফনামা হলেও কোনও সমস্যা নেই।

অন্যদিকে সমীরের বাবা ধ্যানদেবকে আদালত বলে, আপনার ছেলের বিরুদ্ধে মন্ত্রী যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলি যে মিথ্যা সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সমীরের পরিবারের আইনজীবী আরশেদ শেখ (arshad sekh) এদিন আদালতে বলেন, মন্ত্রী নবাব তাঁর মক্কেলের জন্মের যে শংসাপত্রটি পোস্ট করেছিলেন সেটি জাল। একই সঙ্গে নবাবের টুইট করা সমীরের বোনের কয়েকটি ছবিও এদিন আদালতে জমা দেন আরশাদ। তিনি বলেন, সমীরের পরিবারের গায়ে কালি ছেটাতেই তাঁদের ব্যক্তিগত জীবনের ছবি ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন নবাব। বৃহস্পতিবারও এই মামলার শুনানি চলছে।

]]>
‘তাঁকে ভয় দেখানো হচ্ছে’-আদালতে হলফনামা দিয়ে জানালেন সমীর ওয়াংখেড়ে https://ekolkata24.com/uncategorized/he-is-being-intimidated-sameer-wankhede-said-in-an-affidavit-in-court Mon, 25 Oct 2021 09:49:13 +0000 https://www.ekolkata24.com/?p=9078 News Desk, Mumbai: শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। আদালতে এক হলফনামায় সমীর জানিয়েছেন, আরিয়ানকে গ্রেফতার করার পর থেকেই তাঁকে রীতিমত হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে ভয় দেখানো হচ্ছে। এমনকী, যেকোনো সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। আদালতে হলফনামা দেওয়ার পাশাপাশি এনসিবির জোনাল ডিরেক্টরের সমীর মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছেও লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ কমিশনারকে সমীর বলেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এইসব কাজ করছে। এমনকী, তাঁকে এবং তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, যে কোনও সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। সমীর যে এই প্রথম এমন দাবি করলেন তা নয়।

দিন দুয়েক আগে এনসিবির পক্ষ থেকেও আদালতে একটি হলফনামা দায়ের করা হয়। ওই হলফনামায় বলা হয়েছে, আরিয়ানের বিরুদ্ধে যারা তদন্ত করছেন তাদের ভয় দেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে হুমকি। কখনওবা সাক্ষীদের প্রভাবিত করে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার চেষ্টা চলছে। এনসিবির ওই হলফনামা ইতিমধ্যে আদালতে গৃহীত হয়েছে।

রবিবার সমীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন কিরণ পি গোসাভির দেহরক্ষী প্রভাকর সইল। তিনি বলেন, মাদক মামলায় ১৮ কোটি টাকা ঘুষ দেওয়া দেওয়া হচ্ছে। যার মধ্যে ৮ কোটি টাকা সমীরের কাছে যাবে বলে তিনি জানেন। শুধু তাই নয়, টাকা দেওয়ার সাক্ষী হিসেবে তাঁকে দিয়ে জোর করে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকী, তার প্রাণের ঝুঁকিও রয়েছে। প্রভাকরের যাবতীয় অভিযোগ সমীরের দিকেই। যদিও সমীর প্রভাকরের তোলা ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন সমীর।

]]>
উত্তরপ্রদেশে আদালতের ভিতরেই গুলি করে খুন আইনজীবীকে https://ekolkata24.com/uncategorized/uttar-pradesh-lawyer-was-shot-dead-inside-a-court Mon, 18 Oct 2021 10:47:16 +0000 https://www.ekolkata24.com/?p=8115 অনলাইন ডেস্ক: সোমবার সকালে আদালতের ভিতরে ঢুকে গুলি চালিয়ে খুন করা হল এক আইনজীবীকে। চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলা আদালতে। মৃত আইনজীবীর নাম ভূপেন্দ্র সিং। সোমবার সকাল পৌনে ১২টা নাগাদ জেলা আদালতের তিনতলায় তাঁর দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই পড়েছিল একটি দেশি পিস্তল। কে বা কারা এবং কেন আইনজীবী ভূপেন্দ্র সিংকে খুন করেছে তা এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও আদালতে এসেছিলেন ওই আইনজীবী। কিছু কাজের জন্য তিনি তিনতলায় এসিজেএম এর অফিসে গিয়েছিলেন। সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ হঠাৎই বেশ তিনতলায় গুলির শব্দ শোনা যায়। আদালতের নিরাপত্তারক্ষীরা দৌড়ে গিয়ে দেখেন আইনজীবী ভূপেন্দ্র সিং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর পাশে পড়ে রয়েছে একটি দেশি বন্দুক। কিভাবে বা কারা এই খুন করল সে বিষয়ে পুলিশ কোনও কথা বলেনি।

তবে একটি সূত্রের খবর, ঘটনার সময় ওই আইনজীবী একজনের সঙ্গে কথা বলছিলেন। সে সময় হঠাৎই গুলির শব্দ এবং তারপরই মাটিতে লুটিয়ে পড়েন আইনজীবী ভূপেন্দ্র সিং।

শাহজাহানপুরের পুলিশ সুপার এস আনন্দ বলেছেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে ঘটনার সময় ওই আইনজীবী একাই ছিলেন। তাঁর আশপাশেও কেউ ছিল না। তবে কিভাবে বা কেন ওই আইনজীবীকে খুন করা হল তা জানতে ফরেনসিক দল তদন্ত করছে। আততায়ীর খোঁজ পেতে ইতিমধ্যেই জেলা আদালতের লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আদালতের অন্য এক আইনজীবী বলেন, তাঁরা বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। হঠাৎই গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন। তার পরেই কয়েকজন এসে জানায় যে, তিনতলায় এক আইনজীবী গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। পুলিশ এই খুনের ঘটনায় সবধরনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ওই আইনজীবীর কোন পুরনো ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, কোনও মামলার প্রেক্ষিতে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিনের ঘটনায় আরও একবার প্রমাণ হল যে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। যোগী আদিত্যনাথ সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। যে কারণে প্রকাশ্য দিবালোকে বহু মানুষের উপস্থিতির মাঝেও একজন আইনজীবীকে এভাবে প্রাণ দিতে হল।

]]>
Aryan Khan: জামিন আবেদন খারিজ শাহরুখ-পুত্র আরিয়ানের https://ekolkata24.com/entertainment/aryan-khan-aryans-bail-got-rejected-at-court Thu, 07 Oct 2021 18:29:02 +0000 https://www.ekolkata24.com/?p=6872 বায়োস্কোপ ডেস্ক: মুম্বই ক্লোজ মামলার শুনানিতে বৃহস্পতিবার ফের আদালতে পেশ করা হয়েছিল আরিয়ান খানকে (Aryan Khan)। আরিয়ানের আইনজীবীর তরফ থেকে এই দিন জামিনের আবেদন পেশ করা হলে আদালতের পক্ষ থেকে তা খারিজ হয়ে যায়। ইতিমধ্যেই মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে এনসিবি কর্তৃপক্ষ।

সূত্র মাধ্যমে খবর, আরিয়ানের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে এনসিবি কর্তৃপক্ষ তদন্তে নতুন মোড় এনে দিয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অচিত কুমারকে পাকড়াও করা হয়েছে আরিয়ানের থেকে পাওয়া জরুরি তথ্যের ওপর ভিত্তি করেই। তাই, এনসিবি কর্তৃপক্ষের কাছ থেকে আদালতে আরিয়ানের হেফাজতের জন্য আরো কিছুটা সময় দাবি করা হয়। সে কারণেই আগামী ১৯ তারিখ পর্যন্ত আরিয়ানের জেল হেফাজতের মেয়াদ বাড়ালো আদালত। আদালতের রায় ঘোষণা পড়ে অন্তর্বর্তী জামিন এ দাবি করা হয় আরিয়ানের আইনজীবীর পক্ষ থেকে। আগামী শুক্রবার সেই আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।

মুম্বাইয়ের সেই ক্রুজ পার্টির আয়োজকদের ও গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। সূত্র মাধ্যমে জানা গিয়েছে মোট ১৩০০ জন ওই পার্টিতে উপস্থিত ছিলেন। ওই পার্টিতে একমাত্র আমন্ত্রিত ছিলেন আরিয়ান খান। তবে তল্লাশি করার পরেও আরিয়ানের থেকেই কোন রকমের মাদকদ্রব্য পাওয়া যায়নি বলেই সূত্র মাধ্যমে খবর। আরবাজ মার্চেন্টের সাথে বিশেষ বন্ধুত্বের জেরেই ওই পার্টিতে উপস্থিত ছিলেন আরিয়ান। সেই সূত্র ধরেই এই মামলায় নাম জড়িয়েছে অচিত কুমারের।

এদিন অজিতকেও এনসিবির আবেদনে আগামী চার দিনের জন্য জেল হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার মধ্যরাতে আরবাজ মার্চেনট ও আরিয়ান খানের বাড়ির কাছ থেকেই দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করে এনসিবি। সেই মাদক পাচারকারীদের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদক পাচারকারীদের গ্রেপ্তারের পরই তদন্তে নতুন গতি আসে। এর পরেই আরিয়ান খানের জামিনের আশঙ্কা ক্ষীণ হয়ে যায় বলে সূত্রের দাবি।

]]>
‘গলতি সে মিসটেক’: ভুল চুল কাটায় স্যালনের মাশুল ২ কোটি টাকা https://ekolkata24.com/offbeat-news/court-orders-2-crore-rupees-compensation-for-wrong-hair-treatment Sat, 25 Sep 2021 17:59:25 +0000 https://www.ekolkata24.com/?p=5578 বিশেষ প্রতিবেদন: সেলুনে চুল কাটতে গিয়ে চুলের সেটিং ঘেঁটে ‘ঘ’। রেগে দু’চারখানা বিশেষণ আওড়াতে পারেন, আর গাঁট গচ্ছা শ’খানেক টাকা। পুরো বিষয়টাই আপনার খরচার খাতায়। একই ঘটনা, কিন্তু মডেলকে দু’কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঘটনা দিল্লির। চুল ভুল কাটা এবং খারাপ করে দেওয়ার দায়ে এই বিপুল পরিমাণ অর্থের মাশুল দিতে হবে দিল্লির আইটিসি মৌর্য হোটেলের স্যালনকে। এমনই নির্দেশ কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন বা এনসিডিআরসির। মূল ঘটনা ২০১৮’র এপ্রিল মাসের। এখন তার ফল পেতে পারেন আশনা রায় নামে এক মডেল। অবশ্য এই সময়ে তার কেরিয়ার খরচার খাতায় চলে গিয়েছে বলে দাবী করেছেন তিনি, সৌজন্যে হোটেল চেনের স্যালন। তাই তিনি দাবী করেছিলেন তিন কোটির ক্ষতিপূরণ। তিন বছর কোর্টের মনে হয়েছে সত্যি ই বড় ক্ষতি হয়েছে মডেলের। তাই নির্দেশ দু’কোটি টাকা ক্ষতিপূরণের।

compensation for wrong hair treatment

আশনা রায় নামের ওই মডেল নিজের লম্বা চুলের জন্য মডেলিং জগতে নজর কেড়েছিলেন। তিনি চুল কীভাবে ভালো রাখা যায় এমন সব পণ্যেরই মডেল ছিলেন। ২০১৮ সালের ১২ এপ্রিল তিনি তাঁর নতুন হেয়ারকাটের জন্য গিয়েছিলেন দিল্লির আইটিসি মৌর্য হোটেলের স্যালনে। তাঁর অভিযোগ ছিল, চুল ভুলভাল কাটে ওই স্যালন। দাবী, ওই ঘটনার পরে আশনা সেলুনের ম্যানেজারকে এই বিষয়ে অভিযোগ জানান। তখন ম্যানেজার তাঁকে প্রস্তাব দিয়েছিলেন, নিখরচায় হেয়ার ট্রিটমেন্ট করে দেওয়ার।

মডেলের দাবি ছিল, হেয়ার ট্রিটমেন্টে যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল, তা তার চুলের আরও ক্ষতি করে দেয়। তাঁর বিপুল আর্থিক ক্ষতি হয়, কারণ দেশের প্রথম সারির একাধিক সংস্থা তাঁর বড় চুলের জন্যই তাঁর সঙ্গে মোটা অঙ্কের বিজ্ঞাপনের চুক্তি করেছিল। তা ছোট এবং খারাপ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বড় আর্থিক ক্ষতি হয় তাঁর। মডেলের দাবী, ওই স্যালন তাঁর বড় মডেল হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। এই ঘটনা তাঁকে অবসাদগ্রস্ত করে তোলে। তিনি বাধ্য হন মডেলিং কেরিয়ার থেকে সরে আসতে। এই অভিযোগ নিয়েই তিনি এনসিডিআরসি’র দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘ তিন বছর পর কমিশনের নির্দেশ ওই মডেলকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তা দিতে হবে আট সপ্তাহের মধ্যে।

এদিকে হোটেল কর্তৃপক্ষের দাবী, মডেল যে কারণে এই ক্ষতিপূরণ দাবী করেছেন তা পুরোপুরি ভাবে সাজানো এবং অতিরঞ্জিত ঘটনার উপর ভিত্তি করে সাজানো। কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের দুর্নাম করার চেষ্টা করছেন ওই মডেল।

]]>
সমন পেয়েও আদালতের হাজিরা এড়াল শ্রাবন্তী https://ekolkata24.com/entertainment/despite-receiving-the-summons-srabanti-chatterjee-avoided-appearing-in-court Wed, 14 Jul 2021 14:58:39 +0000 https://ekolkata24x7.com/?p=761 কলকাতা: অনেক আগে থেকেই এই খবর সবাই জানে যে, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন দুজন। ভোটের জন্যই নাকি আইনি কার্যকলাপ আটকে ছিল। রোশন ব্যস্ত ছিল তাঁর জিম নিয়ে আর অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ব্যস্ত তার আসন্ন ছবি নিয়ে।

রোশনের নিজস্ব জিম সেন্টার রয়েছে। শ্রাবন্তীও অভিনয় আর নতুন জিম ‘ফিটনেস এম্পায়ার’ নিয়ে দিন কাটাচ্ছিলেন। বর্তমানে ভোটার জন্য প্রচারের কাজে বেশ ব্যস্ত তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন কিছু বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। বিবাহবিচ্ছেদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘শ্রাবন্তীকে আমি বিয়ে করেছিলাম ঠিকই তবে এখন রাস্তায় তাকে দেখলে চিনতে পারবো না। ওর মুখ ভুলে গিয়েছি।’

এই সাক্ষাৎকারটিতে রোশন শ্রাবন্তীর নামে কোন কুরুচিকর মন্তব্য বা বিরূপ মন্তব্য করেনি ঠিকই তবে বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসতেই এবং যে সময় থেকে তাঁরা দুজনে আলাদা থাকতে শুরু করেন, তারপর রোশন তার সোশ্যাল সাইটে বহুবার এমন ইঙ্গিতপূর্ণ কিছু স্ট্যাটাস আপডেট করেছেন যা সরাসরি শ্রাবন্তীর দিকে তীর তোলে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর ছিল,শ্রাবন্তী সুপারস্টার আর তার রোজগারের উপরেই রোশন নির্ভরশীল। এ ব্যাপারে রোশন জানান, ২০০৭ সালে তিনি ক্যাবিন সুপারভাইজার হিসাবে এয়ারলাইন্স সংস্থায় কাজ পান। সেই সময় তাঁর মাসে ২৩ হাজার ৫০০ টাকা মাইনে ছিলো। এরপর নিজের জিম খোলেন। বর্তমানে তাঁর দুটি জিম রয়েছে। তিনি যদি ওর ভরসায় থাকতেন তাহলে আলাদা হবার পর হয়তো না খেতে পেয়েই মরে যেতেন।

অন্যদিকে ইন্ডাস্ট্রি সূত্রে শ্রাবন্তীর নতুন প্রেমের খবর সামনে আসছে। শোনা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যে আবাসনে শ্রাবন্তী থাকেন, ঠিক সেই আবাসন এই থাকেন শ্রাবন্তীর নতুন প্রেমিক । নাম অভিরূপ নাগ চৌধুরী,পেশায় ব্যবসায়ী। তবে এই সম্পর্কের বয়স খুব একমাস মতো। সূত্রের খবর, দু’জনে নাকি সম্পর্কের একমাস উদ্‌যাপন করতে পার্টিও করেন। প্রেমিকের জন্মদিনে শ্রাবন্তী একটি দামি আঙটি উপহার দিয়েছেন। উপস্থিত ছিল শ্রাবন্তীর পরিবারও।

অন্যদিকে রোশন বারংবার জুড়ে নিতে চাইছেন তাদের ভেঙে যাওয়া সম্পর্ক। আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে শ্রাবন্তী রোশনের ডাকে সাড়া দেননি। এই মামলায় রোশনের পক্ষ থেকে আদালত সমন পাঠিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। বলা হয়েছিল, তাঁর বক্তব্য পেশ করার জন্য শ্রাবন্তী যেন ১৪ জুলাই, বুধবার শিয়ালদহ কোর্টে উপস্থিত থাকেন। সেই সমন গ্রহণ করলেও বুধবার উপস্থিত হননি আদালতে। শ্রাবন্তীর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে জানিয়েছেন, তাঁর মক্কেলকে ভুল সমন পাঠানো হয়েছে। তাই আদালতের নির্ধারিত দিনে সেখানে এসে উপস্থিত হননি তিনি। পাশাপাশি, আদালতের কাছে নতুন একটি সমন পাঠানোর আবেদন করেছেন শ্রাবন্তীর আইনজীবী। তবে মোহ মায়ার এই শহরে সত্যি-মিথ্যে বোঝা বড়ই দায়।

]]>