Covid-19 positive – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 05 Jan 2022 04:37:33 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Covid-19 positive – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Raj-Subhashree: ফের একবার করোনা আক্রান্ত রাজ ও শুভশ্রী https://ekolkata24.com/entertainment/raj-chakraborty-and-subhashree-ganguly-tested-covid-19-positive-again Wed, 05 Jan 2022 04:37:33 +0000 https://ekolkata24.com/?p=18041 নিউজ ডেস্ক: ফের একবার করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। এদিন নিজের ইন্সটা স্টোরিতেও এ কথা জানিয়েছিলেন শুভশ্রী। আপাতত তাঁরা বাড়িতেই নিভৃতবাসে আছেন। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড পজিটিভ হলেন রাজ।

পরিচালক-বিধায়ক টুইট করে লেখেন, ‘আমি ও শুভশ্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আপনারা সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।’

এদিকে মঙ্গলবার বিকেলে কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে রাজকে দেখা না যেতেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠতে শুরু করে। পরে রাজের টুইট থেকেই কারণ জানা যায়। তবে ইউভানের করোনা পরীক্ষার রিপোর্টের বিষয়ে কিছু জানাননি রাজ। 

<

p style=”text-align: justify;”>এর আগেও রাজ-শুভশ্রী করোনা আক্রান্ত হয়েছিলেন৷ প্রসঙ্গত, টলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন বেশ কিছু তারকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী পার্নো মিত্র, কবি শ্রীজাত করোনা পজিটিভ, রয়েছেন আইসোলেশনে। মৃদু উপসর্গ নিয়ে কোভিড পজিটিভ জিৎ গঙ্গোপাধ্যায়ও। অন্যদিকে, মঙ্গলবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৯০৭৩ জন। পজিটিভি রেটও রাজ্যের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি। 

]]>
Arvind Kejriwal: কেজরির করোনা হয়েছে, আম আদমিরা উদ্বেগে https://ekolkata24.com/uncategorized/delhi-cm-arvind-kejriwal-tested-positive-for-covid-19 Tue, 04 Jan 2022 04:45:14 +0000 https://ekolkata24.com/?p=17883

এবার করোনায় (coronavirus)  আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি সুপ্রিমো মঙ্গলবার টুইটে লেখেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। কিন্তু গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অবশ্যই কোভিড টেস্ট করেন।

কেজরিওয়াল এদিন টুইটে জানিয়েছেন, ‘আমার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের আইসোলেট করে নিন এবং টেস্ট করান।’

উল্লেখ্য, সোমবার ২৪ ঘন্টার নিরিখে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৯৯ জন। সরকারি ঘোষণা অনুযায়ী পজিটিভিটি রেট ৬.৪৬%। অ্যাকটিভ রোগীর সংখ্যা প্রায় ১১ হাজারের মতো। ৬,২৮৮ জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন। সোমবার দিল্লিতে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫০৯ জন সুস্থ হয়েছেন।

রবিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত বৃদ্ধি হয়েছিল ২৮%।

এদিকে গত কয়েক সপ্তাহে কেজরিওয়াল নির্বাচনী প্রচারে গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ ঘুরেছেন। সোমবার তিনি দেরাদুনে একটি নির্বাচনী প্রচারসভায় ছিলেন। এই প্রথমবার তিনি করোনা আক্রান্ত হলেন। গত বছর শরীরে উপসর্গ ধরা পড়ার পর তিনি নিভৃতবাসে চলে যান। কিন্তু টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল।

<

p style=”text-align: justify;”> 

]]>
Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভের অবস্থা স্থিতিশীল https://ekolkata24.com/sports-news/sourav-ganguly-health-update Wed, 29 Dec 2021 05:18:33 +0000 https://ekolkata24.com/?p=17036 News Desk : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে জ্বর আসেনি। তবে সর্দি রয়েছে। বিসিসিআই সভাপতিকে মাঝেমধ্যেই স্টিম দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন। কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না। তাঁকে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রমণ করেছে কি না, তা এখনও জানা যায়নি। কাল সন্ধের পর ওমিক্রন-রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। 

প্রসঙ্গত, দিন দুয়েক আগে, সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  আপাতত তাঁকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে। সোমবার রাতে তাঁকে মনক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালেও সৌরভের শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরিবার ও সৌরভের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোভিড পরীক্ষার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও তাঁর স্ত্রী ও কন্যার কোভিড রিপোর্ট নেগেটিভ।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। কীভাবে, কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ-বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।

]]>