Covid Guideline – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 25 Jul 2021 06:00:03 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Covid Guideline – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 করোনার চাপে ক্লান্ত, ঘুরতে যাওয়ার প্লানিং করলে মাথায় রাখুন কয়েকটি টিপস https://ekolkata24.com/lifestyle/travel-tips-in-covid-situation Fri, 09 Jul 2021 18:27:02 +0000 https://ekolkata24x7.com/?p=551 বাঙালী ভ্রমণপ্রিয় জাতি। বছরে একবার-দুবার ঘুরতে না গেলে বছর সম্পূর্ণ হয় না। কিন্তু ২০২০ সালের শুরু থেকে মারণ ভাইরাসের ভয়ে ঘুরতে যাওয়ার বন্ধ। করোনার চোখরাঙানী এড়িয়ে ভ্রমণ? রইল কিছু টিপস.

সরকার বাহাদুরের ঘোষণায় দীর্ঘ লকডাউনে ঘরে বন্দীদশায় কাটাতে হয়েছে। এখন পরিস্থিতি সামলে নিউ নর্মাল লাইফ স্টাইলে খাপখাইয়ে নিতে হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে খুলেছে টুরিস্ট ডেসটিনেশনগুলি।

কাছে পিঠে ঘুরতে যান এখন বেশি দূরে যাওয়ার প্ল্যানগুলো পরের বছরের জন্য তুলে রাখুন।

ট্রেনে বুকিং করা থাকলে করোনা আবহে রেল কতৃপক্ষ থেকে যা যা স্বাস্থ্যবিধি জারী করা হয়েছে তা মেনে চলুন।

প্রয়োজনে আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে তাদের জারী করা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন ও পরিবারের অন্য সদস্যদেরও বুঝিয়ে দিন।

দূরপাল্লা ট্রেনের টিকিটের পিএনআর চেক করে নিন। যাত্রার সময় ও তারিখ ভালো করে দেখে নিন।

ট্রেনে বাতিল হওয়া বা সিটের নম্বর দেখে নিন। অনলাইনে টিকিট বুক করলে তার প্রিন্ট কপি নিজের সঙ্গে রাখবেন ভ্রমণ করার আগে।

ফোনে অ্যাপের মাধ্যমে টিকিট বুক করলে ফোনে আসা অনুমোদন মেসেজ বা ওই সম্বন্ধীয় অন্য মেসেজ ডিলিট করবেন না।

গাড়ি বুকিং করুন বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে, তাদের গাড়ি স্যানিটাইজিং সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করে নিন।

অনলাইনে হোটেল বুক করার আগে রিভিউ ও রেটিং চেক করে নিন। প্রয়োজনে উক্ত নম্বরে ফোন করে খোঁজ নিন।

বিশ্বস্ত কোনো ট্যুর এজেন্সির মাধ্যমেও হোটেল বুক করাতে পারেন এই অতিমারির আবহে।

যাওয়ার আগে হোটেলে ফোন করে কনফার্ম হয়ে নিন।

ভ্রমণ করার আগে আপনার ও আপনার পরিবারের সদস্যদের আই ডি নিতে ভুলবেন না। আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে অবশ্যই নেবেন।

সঙ্গে ছোটো বাচ্চা থাকলে তার বার্থ সার্টিফিকেট নিন। আই ডি র জেরক্স কপি রাখুন আপনার সঙ্গে।

ট্রেনে বা ফ্লাইটে বুকিং থাকলে সময়ের অন্তত ২ ঘণ্টা আগে সেখানে পৌঁছান।

গাড়ি বুক করা থাকলে ড্রাইভারের ফোন নাম্বার, গাড়ীর নাম্বার নিতে ভুলবেন না।

গাড়িতে ও ঘোরার জায়গায় স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি মেনে চলুন। বেশি ভিড় জায়গা হলে এড়িয়ে চলুন।

যেখানে বেড়াতে যাচ্ছেন সেই জায়গার সম্বন্ধে আগে ভাগে একটু জেনে নিন, রাস্তার পরিস্থিতি, কাছে পিঠের হোটেল এগুলি নিয়ে একটু গুগল করে নিন। কবে কোন জায়গা দেখবেন সেই নিয়ে একটা প্ল্যান করে ফেলুন।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসের ভয় কাটিয়ে মন খুলে ঘোরার আনন্দ নিন।

]]>