I HAVE TESTED COVID POSITIVE
Third time.
But don’t worry. I am fine.
I will follow COVID GUIDELINES &will join work soon.
COVID is spreading fast so wear mask.use sanitizer.maintain distance.
And people of ANDAMAN who were with me in the last 3 days please QUARANTINE.
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) January 5, 2022
অগ্নিমিত্রা ছাড়াও তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়, কৌস্তভ চট্টোপাধ্যায় এবং কলকাতার জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। সকলেই করোনা ভ্যাকসিনের ২টি করে ডোজ নিয়েছিলেন।
এদিকে রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১৪,০২২ জন। গতকালের তুলনায় একদিনে সংক্রমণ বাড়ল ৫ হাজারের বেশি। ১৭ জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ৬১৭০। কলকাতায় কনটেনমেন্ট জোন বেড়ে হল ৪৮। উঃ ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ২৫৪০।
<
p style=”text-align: justify;”>
]]>ভ্লগের জন্য তৈরী করা সেই ভিডিওতে সোনু নিগম জানান, বর্তমানে তিনি দুবাইতে আছেন। বেশ কিছু রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ের জন্য এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তিনি আর ভারতে ফিরতে পারেননি। তবে, কিছুদিন আগে তার গলার অবস্থা বেশ খারাপ হলেও বর্তমানে তার গলা অনেকটাই ভালো আছে আগের থেকে । বিখ্যাত এই গায়কের কথায়, “আমার তাঁদের কথা ভেবে খুব খারাপ লাগছে, আমার জন্য যাঁদের অনেক ক্ষতি হয়ে গেল।” সোনু নিগম আরও বলেন, “খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস । আমার খারাপ লাগছে এটা ভেবে যে আমরা কিছু কাজ সবে শুরু করেছিলাম। যাঁরা জড়িয়ে রয়েছেন ছবির জগতের সঙ্গে , তাঁদের জন্যও খুব খারাপ লাগছে।”
বিগত দুটো বছর ধরে এই করোনা পরিস্থিতির জেরে বিধ্বস্ত গোটা দেশ। এর আগেও সিনেমাহল, অনুষ্ঠানের আয়োজন বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। ফের সংক্রমণ বাড়ায় নানা জায়গায় সিনেমাহল বন্ধ হচ্ছে। তবে, এই অতিমারীর ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে তারপরও সবকিছু আবার একদিন ঠিক হয়ে যাবে বলেই আশাবাদী সোনু।
]]>প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই সোমবার থেকে বিধিনিষেধ লাগু হয়েছে। ফের বন্ধ রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সুইমিং পুল, সেলুন, স্পা, জিম, চিড়িয়াখানা, পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক। শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ ও সিনেমা হল খোলা থাকলেও, তাতে ৫০ শতাংশের বেশি মানুষের প্রবেশের অনুমতি নেই। সংক্রমণ হারের নিরিখে কলকাতা শীর্ষে থাকায়, গতকালই শহরে ২৫টি মাইক্রো কনটেইনমেন্ট জোনের কথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে চালু করা হয়েছে ৩টি সেফ হোমও।
এই মুহূর্তে কলকাতায় পজিটিভিটি রেট ৩৩.৯%। কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা এটাও আশ্বস্ত করছেন যে, নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন অত্যন্ত সংক্রামক হলেও তার মারণক্ষমতা খুব বেশি নয়।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। এরমধ্যে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন। উত্তর ২৪ পরগনায়ও হাজারের গন্ডি পেরিয়েছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৫৭ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের।
]]>সূত্রের খবর, সোমবার রাতেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ থাকায় বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান চিকিৎসকরা।
প্রসঙ্গত, ক্রিসমাসের পরই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) করোনা আক্রান্ত হন। দিনতিনেক হাসপাতালে থাকার পর বাড়ি ফিরে আইসোলেশনে রয়েছেন তিনি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত জুলাই মাসে লক্ষ্মীরতন শুক্লার পরিবারে কোভিডের কোপ পড়েছিল। আক্রান্ত হয়েছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের তৎকালীন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। এরপরই গোটা পরিবার হোম কোয়ারেন্টাইনে (Quarantine) চলে যায়। পরিবারের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা হয়েছিল। কিন্তু লক্ষ্মীরতনের রিপোর্ট নেগেটিভ ছিল।
]]>এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি লেখেন, ‘আমি ৩ দিন আগে একজনের সংস্পর্শে এসেছিলাম। পরে জানতে পেরেছি তিনি করোনা আক্রান্ত হয়েছেন। প্রিয়া ও আমার কোভিড হয়েছে। আমরা বাড়িতে নিজেদের কোয়ারেনটাইন করেছি। অন্য কারও সংস্পর্শে আসিনি। আমরা ২ জনেই টিকাপ্রাপ্ত। আমাদের সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে ভাল ও সুস্থ থাকুন। মাস্ক পরুন।’
https://twitter.com/ANI/status/1477844825323958277?s=20
<
p style=”text-align: justify;”>উল্লেখ্য, গত কয়েকদিন বলিউড ও টলিউডে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। অর্জুন, অংশুলা, রিয়ারা কোভিড পজিটিভ। দু-দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন শাহিদের ‘জার্সি’ অভিনেত্রী ম্রুনাল ঠাকুর, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী-ডান্সার নোরা ফতেহিরও।
]]>গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩৪৭ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৭৭ হাজার ২ জন।
বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৬৪ লক্ষ ৬১ হাজার ৩২১। এখনও পর্যন্ত ভারতজুড়ে মোট টিকাকরণের সংখ্যা ১৪৩ কোটি ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৪১।
]]>ভিডিওতে পূজা প্রকাশ করেছেন যে প্রাথমিকভাবে, তিনি ভেবেছিলেন যে তার অ্যালার্জি আছে যার কারণে কাশি হয়েছে। প্রথমেই এ বিষয়ে তিনি গুরুত্ব না দিলেও জানান যে পরবর্তীকালে তার অবস্থার অবনতি হতে থাকে। বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন বলিউড অভিনেত্রী। বহুদিন ধরে ওষুধপত্র খেয়েও জ্বর না কমলে পুজা বেদি ঠিক করেন যে তিনি কভিড টেস্ট করাবেন। এর পরেই তার আর্টিফিশিয়াল টেস্টে ধরা পড়ে যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অভিনেত্রী আরও বলেছিলেন যে তার বাগদত্তা এবং বাড়ির পরিচারিকাও ভাইরাসে আক্রান্ত। তিনি সুস্থ ও নিরাপদ থাকার জন্য একটি বার্তা পাঠিয়ে শেষ করেছেন। তিনি জানিয়েছেন যে গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছিলেন, তারা যেন সাবধানে থাকেন। অযথা চিন্তা ও আশঙ্কা করে যাতে কেউ ভয় না পান, সেই নিয়ে সতর্ক বার্তাও জানিয়েছেন বলিউড অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা করে তিনি বলেছেন, “কভিড পজিটিভ! শেষমেষ আমার কোভিড ধরা পড়েছে। স্বেচ্ছায় টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বেশ কিছুদিন আগে। আমার নিজের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা ও সুস্থতার ওপর জোর দিয়েই খানিকটা করোনার ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা আপনাদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতেই পারেন। ব্যক্তিগত সিদ্ধান্তেই কারোর কিছু বলার থাকতে পারে না। তবে, সাবধানে থাকুন, অযথা ভয় পাবেন না।” প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় গোটা দেশ জুড়ে ১৪ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত দেশে ৯৭.৬ কোটি মানুষের কভিড টিকাকরণ সুম্পূর্ণ হয়েছে।
]]>